Bimal Mandal

Bimal Mandal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bimal Mandal, Digital creator, .

11/08/2022

স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন গান আসছে । গানের কথা ও সুর আমার নিজের। গানটি গেয়েছে অর্পণ ও সঞ্জীব।

Song - Bande Mataram

Singer - Arpan Halder And Sanjib Mandal

Lyrics And Tune - Bimal Mandal

Music - Arpan Halder

Chorus - Beauty Kundu And Supriya Sarkar

16/04/2022

New Poem In Bengali / Megheder Sathe Khela / কবিতা / মেঘেদের সাথে খেলা/Writer Voice/ Bimal Mandal

Poem - Megheder Sathe Khela
Writer And Voice - Bimal Mandal
Music Arrangement - Studio Pipasha ( Chayan
Biswas) Piku
Video Camera And Editing - Atal Das
Catagory - Poem
Language - Bengali
Presenting - Sur Chhanda

Facebook link

https://www.facebook.com/bimal.mandal.7374

Page link

https://www.facebook.com/Bimalmondal01/

19/03/2022

New Poem In Bengali // KHOKAR KATHA // নতুন কবিতা // খোকার কথা // Writer And Voice - BIMAL MANDAL

Poem - KHOKAR KATHA
Writer And Voice - BIMAL MANDAL
Music Arrangement - STUDIO PIPASHA (CHAYAN BISWAS ) PIKU
Video Camera And Editing - ATAL DAS
Language - BENGALI
Category - POEM
Presenting - SUR CHHANDA

Facebook link
https://www.facebook.com/bimal.mandal.7374

Page link
https://www.facebook.com/Bimalmondal01/






09/03/2022

New Poem In Bengali / Manush Kena Eman Hay / মানুষ কেন এমন হয় / Writer And Voice - BIMAL MANDA

Poem - Manush Kena Eman Hay
Writer And Voice - BIMAL MANDAL
Music Arrangement - STUDIO PIPASHA (CHAYAN BISWAS ) PIKU
Video Camera And Editing - ATAL DAS
Language - BENGALI
Category - POEM
Presenting - SUR CHHANDA

Facebook link
https://www.facebook.com/bimal.mandal.7374

Page link
https://www.facebook.com/Bimalmondal01/





12/10/2021

কবিতা "আগমনী"

Writer - Bimal Mandal
Voice - Bimal Mandal
Editing - Atal Das
Music - Chayan Biswas (Piku)
Audio recording - Studio Pipasha Biswas

05/09/2021

নতুন কিছু লেখার চেষ্টা করলাম

31/07/2021

Naiba Amay Mone Rakhle
Our New Sad Song

23/06/2021

:ঝঞ্ঝা:

বিমল মন্ডল

আজি প্রভাত বেলায় গগন জুড়িয়া মেঘ করে গুরুগুরু,
বজ্র ঘোষণা, ক্ষনিক পরেই যুদ্ধ হইবে শুরু।
মেঘে ঢাকা গগন দেখিয়া নয়ন মন করে দুরুদুরু,
এই বুঝি হায় জটা ধারি কেশে মাতলামো হইবে শুরু। এলোমেলো কেশ ধরিয়া বেশ ধেয়ে আসে মেঘ, বজ্র,
ঘনাইয়া আঁধার চারিদিকে যেন ক্রোধে ডাকে হর্যক্ষ।
ভোরের রবি উধাও আজি কে করিয়াছে তারে চুরি,
রবি হারা ধরার দশ দিক যেন আঁধারে গিয়াছে ঢাকি।
মেঘের আড়ে আড়ে চমকিয়া ওঠে ক্ষনপ্রভা ওই যত,
রোষে উন্মাদে পবন ধেয়ে আসে উৎলাইয়া ওঠে তত।
উথাল পাথাল করে কান্তার ক্ষিতি কাপে থরথর,
বিহঙ্গ নীর উঠে আর পরে ভিজে ফেরে শাখা মৃগ।

জৈষ্ঠের ঝড়ে কচি ছেলে মেয়ে ভির করে আম বনে,
দুরুদুরু বুকে আনন্দে উৎসাহে চেয়ে থাকে বৃক্ষ পানে।
করে ছুটাছুটি এ গাছ ও গাছ আম কুড়ায়ে লয় যত,
বারিধারায় ভাসি ফুটে ওঠে হাসি ঠোঁটের কোনে তত।
ভিজে হয় সারা যত কচিকাচা তাহাতে নাইকো হুস,
এই যে ছুটাছুটি সকলে মিলে জুটি ইহাতেই পায় সুখ।
আম কুরানো শেষে সবাই মিলে মিশে বৃষ্টির তালে তালে,
কাদা মাখা জলে কি যে খেলা খেলে কে জানে কি সুখ তাতে।
জানি সময়ের বাধনে ঝঞ্ঝা যাবে থেমে উঠিবে আবার রবি,
আবার আসিবে নতুন প্রভাত সোনালী আলোয় যাবে ভরি।
জানি আবার মোর জানালায় ভোরের আলো দেবে উকি,
দুচোখ ভরে দখিব তোমারে ওগো ভোরের সোনার রবি।।

:সমাপ্ত:

14/06/2021

:বিশিষ্ট সমাজ সেবী:

বিমল মন্ডল

আমি যে এক বিশিষ্ট স্বেচ্ছা সমাজ সেবী।
কর্ম আমার লোকের সেবা, তাদের সুখে দুখেই থাকি।
ক্ষমতার দম্ভ নিয়ে, থাকি বসে সিংহাসনে,
পর অপকার , নারী সেবা একটু পাশে রাখি।
আমি যে এক বিশিষ্ট স্বেচ্ছা সমাজ সেবী।

আমার যত চামচা গুলো করে লাঠালাঠি,
জীবনের চেয়েও বড় তাদের নীতিহীন রাজনীতি।
কত চামচা এলো গেলো, চীরতরে হারিয়ে গেলো,
আমি যে কেবল টাকার থলি গুছিয়েই সুধু রাখি।
আমি যে এক বিশিষ্ট স্বেচ্ছা সমাজ সেবী।

ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়ে পরিবার ভাগ করি।
অসহায় মায়ের ঘর ভাঙ্গে ছেলে দিয়ে জে.সি.বি।
আমি যে কেবল দুরে দারিয়ে, দেখি সবি দুচোখ মেলে,
কি যে মজা পাই এসব করে, তা কাকে যে বলি?
আমি যে এক বিশিষ্ট স্বেচ্ছা সমাজ সবী।

:সমাপ্ত:

একটু লেখার চেষ্টা করলাম এবং কবিতা টি পাঠ করারও চেষ্টা করলাম, ভালো মন্দ যাইহোক জানাবেন সবাই।

"মানুষ কেন এমন হয়"                                      স্বরচিতবিমল মন্ডলমানুষ কেন এমন হয় ? পৃথিবীর বুকে সংগ্রাম করে, ...
08/05/2021

"মানুষ কেন এমন হয়" স্বরচিত

বিমল মন্ডল

মানুষ কেন এমন হয় ?
পৃথিবীর বুকে সংগ্রাম করে, যত প্রকার প্রাণী রয়,
তার মাঝে তো মানুষ-ই শ্রেষ্ঠ জাতি হিসেবে গণ্য হয়।
মনুষ্যত্ব, বিবেক, বুদ্ধি তো, পাঁচ ইন্দ্রয়তেই জরিয়ে রয়,
তবে কেন এতো ভেদাভেদ, মানুষে মানুষে রক্তক্ষয়।
ভুখা পেটের মানুষ গুলো তারা কি আর মানুষ নয়!
কঠোর শ্রম করেউ কেন? তারাই অনাহারে রয়।
সবাই জানে মরার জন্যই জন্ম নিয়েছি এই ধরায়,
তবে কেন মরার আগেই মানুষ কেন মাডার হয়?
বলতে পারো এ কেমন জাতি মানুষ কেন এমন হয়?

মানুষ কেন এমন হয়?
সমাজ সেবার জন্যই নাকি,সবাই করে রাজনীতি,
সেই,সুন্দর সমাজ গড়তে তবে, কেন এতো হানাহানি?
ক্ষমতার জোরে অন্ধ হয়ে, চালায় যত চাটুকারি,
গরিবের পেটে লাথি মেরে কিসের এতো বাহাদুরি।
আজ,ভাইয়ের হাতে ভাই খুন একেই কি বলে রাজনীতি?
রক্তে রাঙানো মায়ের আচোল, কাঁদছে বঙ্গ জননী।
রাজনীতিতেই মানবতা শেষ, কেবলি খুনোখুনি,
দমবন্ধ হয়ে রাজনীতির নীতি, মানবতা নিয়েছে ছুটি।
বলতে পারো এ কেমন জাতি, মানুষ কেন এমন হয়?

মানুষ যদি এমন হয়!
মানুষের জন্য মানব সেবা, সবাই সবার জন্য,
একটাই পরিচয় মানব জাতি, হোকনা সবাই অভিন্ন।
সবাই সুখে দুখে থাকবে পাশে, থাকবে দলবদ্ধ,
ধর্মের চেয়ে কর্ম বড় হোক, তারো বড় মনুষ্যত্ব।
অনাহারি মানুষেরে, সবাই দেয় যদি অন্ন,
বস্ত্রহারাদের বস্ত্র দিয়ে, যদি ঢেকে দেয় নগ্ন।
মানব সভ্যতাকে সাজিয়ে গুছিয়ে, যদি সবাই করি যত্ন,
তবে,অস্তিত্ব লড়াইয়ে থাকবে বেঁচে ভবিষ্যতের প্রজন্ম।
আহা সমাজটা কত সুন্দর হতো, মানুষ যদি এমন হয়।।

" সমাপ্ত"

জানিনা লেখাটি ঠিক হয়েছে কিনা, ভুল হলে অবশ্যই বলবেন
যদি কিছু শিখতে পারি।

খোকার কথা   বিমল মন্ডলমাগো আমায় যতন করে ভালোই যদি বাসো, কোচি প্রানে এমন করে কেন এত মারো? ছোট্ট হাতে দুষ্টুমি মা করিই বা...
18/03/2021

খোকার কথা
বিমল মন্ডল

মাগো আমায় যতন করে ভালোই যদি বাসো,
কোচি প্রানে এমন করে কেন এত মারো?
ছোট্ট হাতে দুষ্টুমি মা করিই বা আর কত,
তারও বেশি পিঠেই পরে কিল চড় শত শত।
তুমিও-তো-মা দিদার কাছে ছোট্ট ছিলে যখন,
দুষ্টুমি কি কম করেছো? আজকে আমার মতন।
কেন মাগো এমন করে কান টানো আর গাল ধরো,
তোমার চেয়ে বাবা-ই ভালো মারে না যে কক্ষনো।
কাজের শেষে রোজ সন্ধ্যা বেলা বাবা আনে ক্যাডবেরি,
কোলে নেয় যবে আদর করে বাবা কে দিই গালচুমি।
মাগো তুমি ভারি দুষ্টু সুধু আমার উপর চাপাও দোষ,
রান্না করতে দেরি হলেই মোর পরে যত ঢালো রোষ।
তোমার কাছে মা পড়া পড়া ভালো লাগে না আর,
মন যেতে চায় টাট্টু ঘোড়ায় তেপান্তরের পার।
সেদিন যখন টাট্টু ঘোড়ায় চাবুক নিয়ে হাতে,
টকবগিয়ে ধুলা উড়িয়ে যাচ্ছি নিরুদ্দেশে।
হঠাৎ পিঠে মারলে কোষে বললে মা কান ধরে,
ধুলা মেখে কি কোরেছিস? পা-ই দেবো তোর ভেঙে।
পাট কাঠির ঘোড়া ছিলো মা চাবুক ছিলো ডাল,
হারিয়ে গেলো মোর টাট্টু ঘোড়া তেপান্তরের খাল।
মাগো তুমি এমন করে আর মেরোনা মোরে,
কাদলে মাগো আকাশ বাতাস বিস্বাদে যাবে ভরে।
আমরা যদি না হাসি মা হাসবে কি আর এই ভূবন,
তোমার খোকা হাসলে মাগো হাসবে সবার সবুজ মন।

: সমাপ্ত :

সত্য মিথ্যার খেলা                                                     বিমল মন্ডলমিথ্যে, আজ তোমার বিচার হবে এই সভাস্থলে, ...
17/03/2021

সত্য মিথ্যার খেলা

বিমল মন্ডল

মিথ্যে, আজ তোমার বিচার হবে এই সভাস্থলে,
মিথ্যা দিয়ে সাজানো প্রাসাদ আজকে যাবে ভেঙে।
মিথ্যা দিয়ে পাহাড় গড়ো, নানা রুপে বেশ ধরো,
মিথ্যের প্রাসাদে বসে থাকো তোবিয়তে।
মিথ্যে, আজ তোমার বিচার হবে এই সভাস্থলে।

বিচার! কে, কে, করবে শুনি আমার বিচার?
আমি মিথ্যে, একটু খানি রং মিশিয়ে করবো আমি প্রচার।
সত্য তুমি পালিয়ে যাবে, পর্দার পাশে মুখ লুকাবে,
লুকোনো তোমার প্রাণ ভোমরা দেবে সেদিন উড়াল।
বিচার! কে, কে, করবে শুনি আমার বিচার।

তোমার যত ছলাকলা পরবে যে আজ ধরা,
এক একটা সত্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে ওরা।
দুর্বল মানুষের প্রতি সবলের আঘাত,
বন্ধ করতেই ন্যায়ের প্রতি লোরছে যে ওরা।
তোমার যত ছলাকলা পরবে যে আজ ধরা।

তুমি দেখছি সত্য, সত্যিই একটা বোকা,
ওরা তোমার সত্যের প্রতীক, ভেবে হোয়েছো গাধা।
না আছে তোমার পেশির জোর,না আছে টাকার জোর,
আরে, ওরা তো কুকুরের মত সবি আমার পোশা।
তুমি দেখছি সত্য, সত্যিই একটা বোকা।

মিথ্যা কথায় ভয় দেখিয়ে করোনা আমায় কাবু,
মিথ্যা দিয়ে সাজিয়েছো গল্প মিথ্যের বড়ো বাবু।
আজ কে ন্যায় বিচার পাবো, সত্যের প্রতীক হয়ে রবো,
মিথ্যের ফানুস উড়ে যাবে, ভাঙবে প্রাসাদ হেরু।
মিথ্যা কথায় ভয় দেখিয়ে করোনা আমায় কাবু।


তার পর, যথা সময় বিচার হলো।
সত্য ছাড়াই মিথ্যে যে আজ,
বিচার সভায় জয় পেলো।
মিথ্যের অট্টহাসিতে ভরা,
চারিদিকে বিষ ছড়িয়ে গেলো।
মিথ্যে জালের ফাদে পরে,
সত্য যে আজ বন্দী হলো।
কি ভীষণ যন্ত্রনায় সত্য,
অন্ধকারে হারিয়ে গেলো।
দাড়িয়ে থাকা সত্যের প্রতীক গুলো,
বুঝলোনা কার কি হারালো।
সবার হাসির খোরাক হয়ে,
সত্য যে হাসির পাত্র হলো।

আমি মানিনা এই বিচার, এ মিথ্যে এ অন্যায়,
এক দিন ঠিকি সত্যিটা কি জানবে সেদিন সব্বাই।
মিথ্যের আধার মুছে সেদিন, সত্যের প্রদীপ জ্বলবে,
ভুলাতে পারবে না কাউকে সেদিন, কোন ছলোনায়।
আমি মানিনা এই বিচার, এ মিথ্যে এ অন্যায়।

সত্য তোমার অন্ধ গুহার চাবি আমার কাছে যে,
হাজার চেষ্টা করেউ তুমি পারবে না আর বেরোতে।
যদিও বা কখনো বের হও, থাকবে সময় দুরে দাড়িয়ে,
ততদিন তো আয়েশ করি, থাকিতো তোবিয়তে।
সত্য তোমার অন্ধ গুহার চাবি আমার কাছে যে।

ভুলে যেওনা মিথ্যে তুমি, সত্যের জয় হবেই,
একটু একটু করে সরিয়ে আধার একদিন বের হবোই।
সময় সেদিন দুরে দাড়িয়ে কাদবে নিরবে জানি,
কিন্তু, ইতিহাসের পাতায় পাতায় সত্যি লেখা রবেই।
ভুলে যেওনা মিথ্যে তুমি, সত্যের জয় হবেই।

: সমাপ্ত :

11/03/2021

পাঠশালা

বিমল মন্ডল


সেদিন ক্ষনিকের অবসরে, এসে পুরাতন পাঠশালায়,
ভাবিলাম মনে বহু দিন পরে দেখা হলো দুজনায়।
সময়ের সাথে গেছো পালটে বর বর অট্টালিকায়,
নতুনের ভিরে পুরাতন যেন গিয়েছে হারিয়ে কোথায়।
ঘুরে ঘুরে দেখি এ ঘর ও ঘর পাই পুরাতন কিছু যদি,
চশমার ফাকে ছানি পড়া চোখে চোমকে দেখি একি!
পরিত্যাক্ত ঘরে পা ভাঙা বেঞ্চিতে হাত বুলিয়ে দেখি,
আজো আছে খোদাই করা যত্নে লেখা সেই নাম টি।
আজো স্মৃতির পটে ভেসে ওঠে পুরোনো সেই দিন গুলি,
জীবন গরতে স্বরে "অ" স্বরে "আ" শিখিয়েছো যে কত তুমি।
পড়ার ফাকে সবাই মিলে খেলেছি যে কত খেলা,
হইচই করে কতই না সুখে দিন কাটাতাম তিন বেলা।
আজো মনে পড়ে কত যত্নে পড়াতেন শিক্ষক -শিক্ষিকা,
কত স্নেহ দিয়ে কত না শাসনে রাখতে যে হে পাঠশালা।
,

সাড়ি সাড়ি দারিয়ে প্রার্থনা সঙ্গীতে স্কুল হতো শুরু,
সময়ের সাথে বাজাতেন ঘন্টা আমাদের গোবিন্দ বাবু।
হেড মাষ্টার রঞ্জিত পাল প্রতি স্বাধীনতা দিবসে,
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শ্লোগান দিতেন কত যে।
লীলা দিদি মনি সন্তোষ স্যার পড়াতেন যে বাংলা,
কর্ম শিক্ষার পুতুল দিদি মনি শেখাতেন যে কত আঁকা |
ভৌতবিজ্ঞানের গুরু প্রসাদ স্যার ছিলেন অতি আদর্শ,
কত না যত্নে পড়াতেন তিনি এ জীবন হয়েছে সার্থক।
ইতিহাসের শুধাংশু স্যার খিচুড়ি রান্না করতেন বেশ,
সরস্বতী প্রতিমা বিসর্জন দিয়ে খেতাম খিচুড়ি ভরপেট।
বিমল স্যারের বিজ্ঞান পাঠ না পারলেই বেত্রাঘাত,
গৌতম রাহা গণিত শেখাতেন, ইংলিশের স্যার শ্যামাপ্রসাদ।
এই জীবনে হারিয়েছি কত জীবন গরার সাথী,
মনের মাঝে রেখেছি যত্নে জীবনে চলার স্মৃতি।
জানি আমিও একদিন হারিয়ে যাবো সবি করে শুন্য,
জীবনের শেষে তাই লিখে রেখে যাই মলিন স্মৃতি চিহ্ন।


: সমাপ্ত :

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Bimal Mandal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share