26/10/2022
আব্বার সাথে আমি রাতের খাবার এক টেবিলে বসে খাইতাম । এইটা কখনো মিস হইত না। বাইরে থেকে খেয়ে আসলেও আব্বার সাথে বসে অল্প হইলেও খাইতাম সবসময়।
আব্বা একদিন খাবার টেবিলে বসে আফসোস করে বলতেছিলেন, "যা ইনকাম করস সব ই তো ফ্যামিলিতে দিয়া দেস । আর তুই আগেও পঞ্চাশ টাকা দিয়া দিন কাটাইতি, এখন ও সেইম কাজ ই করস। নিজের জন্য ও কিছু টাকা জমাইতে পারলি না ।"
আমি হাসতে হাসতে বলছিলাম, "আব্বা ছোট থেকে আজ অবধি আমার লালন পালন এর পিছনে আর পড়ালেখার পিছনে যে পরিমান টাকা ঢালসেন, সেই টাকা না খরচ কইরা জমাইলে আপনেও অনেক কিছু করতে পারতেন ।"
আব্বা সেদিন কোন কথা বলেনি । আম্মা হাসতেছিলেন...
ছোট ভাইদের উদ্দেশ্যে বলি , লদকালদকি/ চোদনামি/ নেশাপানি যাই করো, কিন্তু রাতের খাবারটা বাপের সাথে এক টেবিলে বইসা খাইয়ো । শিখতে পারবা, জীবন খুব সোজা না ।