02/07/2023
Keyword কি? Keyword Research কি এবং কেন প্রয়োজন?
আমরা Google এ যা দিয়ে সার্চ করি অথবা যা আমরা জানতে চাই, তাই Keyword।
Keyword Research এর মাধ্যমে আমরা Keyword খোঁজার পিছনে এর intent, search volume, competition এবং demand জেনে থাকি। যে Keyword এর competition যত কম হবে, সেই Keyword কে Google এর SERP page (search engine result page) এ rank করতে ততো সুবিধা হবে। তাই ভাল Keyword খুঁজতে একটু সময়তো দিতেই হবে।
একটা ভাল Keyword Research এর মাধ্যমে আমরা ভাল SEO friendly content লিখতে পারি যা কিনা আমাদের webpage কে আরও বেশি দর্শক বাড়াতে সাহায্য করবে। আর যত বেশি দর্শক website এ সময় দিবে আমাদের website টা ততো তাড়াতাড়ি Google এ rank এ আসবে। দিন শেষে Google এর প্রথম পেইজ এ আসাটাই আমাদের মূল উদ্দেশ্য। আর website এর On-page SEO করার ক্ষেত্রে Keyword Research এর ভুমিকা অপরিসীম।
, , , , ,