SEO Roadmap by Sajib Devnath

  • Home
  • SEO Roadmap by Sajib Devnath

SEO Roadmap by Sajib Devnath Hi, are you worried about ranking your Website in Google?

Keyword কি? Keyword Research কি এবং কেন প্রয়োজন?আমরা Google এ যা দিয়ে সার্চ করি অথবা যা আমরা জানতে চাই, তাই Keyword। Key...
02/07/2023

Keyword কি? Keyword Research কি এবং কেন প্রয়োজন?

আমরা Google এ যা দিয়ে সার্চ করি অথবা যা আমরা জানতে চাই, তাই Keyword।
Keyword Research এর মাধ্যমে আমরা Keyword খোঁজার পিছনে এর intent, search volume, competition এবং demand জেনে থাকি। যে Keyword এর competition যত কম হবে, সেই Keyword কে Google এর SERP page (search engine result page) এ rank করতে ততো সুবিধা হবে। তাই ভাল Keyword খুঁজতে একটু সময়তো দিতেই হবে।

একটা ভাল Keyword Research এর মাধ্যমে আমরা ভাল SEO friendly content লিখতে পারি যা কিনা আমাদের webpage কে আরও বেশি দর্শক বাড়াতে সাহায্য করবে। আর যত বেশি দর্শক website এ সময় দিবে আমাদের website টা ততো তাড়াতাড়ি Google এ rank এ আসবে। দিন শেষে Google এর প্রথম পেইজ এ আসাটাই আমাদের মূল উদ্দেশ্য। আর website এর On-page SEO করার ক্ষেত্রে Keyword Research এর ভুমিকা অপরিসীম।
, , , , ,

চলুন এবার দেখে আশা যাক website ইউজারদের search intent কি কি ধরনের থাকতে পারে। যা দ্বারা Google এ তারা সার্চ করে থাকে। ইউ...
30/06/2023

চলুন এবার দেখে আশা যাক website ইউজারদের search intent কি কি ধরনের থাকতে পারে। যা দ্বারা Google এ তারা সার্চ করে থাকে। ইউজারদের search intent জানাটা অত্যন্ত জরুরী SEO করার জন্য। আমরা সাধারনত ৪টি ভিন্ন ভিন্ন কারণে Google এ keyword লিখে সার্চ করে থাকি।
সেগুলো কি?
১) Informational intent: যখন ইউজাররা কিছু জানার/শিখার আগ্রহ নিয়ে Google এ সার্চ করে। যেমন- কাচ্চি বিরিয়ানির রন্ধন প্রণালী।
২) Navigational intent: যখন ইউজাররা কোন নির্দিষ্ট website এর জন্য Google এ সার্চ করে। যেমন- www.facebook.com
৩) Commercial intent: যখন ইউজাররা কোন কিছু কিনার আগে গবেষণা করে নেয় Google এ গিয়ে। যেমন- best motorbike in 2023
৪) Transactional intent: যখন ইউজাররা কোন কিছু কিনার উদ্দেশ্য নিয়ে Google এ সার্চ করে।
যেমন- buy affordable smartwatch

, , , ,

চলুন দেখি, একটা ভালো SEO করার জন্য আমরা কি কি ধাপ অনুসরণ করব-** Keyword Research: আমরা Google এ যা দিয়ে সার্চ করি তাই Ke...
28/06/2023

চলুন দেখি, একটা ভালো SEO করার জন্য আমরা কি কি ধাপ অনুসরণ করব-
** Keyword Research: আমরা Google এ যা দিয়ে সার্চ করি তাই Keyword। একটা ভালো Keyword Research ই পারে Google এ আপনার website কে rank এ পৌঁছে দিতে।এর জন্য search intent (কেন আমরা কিছু খুঁজি Google এ) টা আমাদের ভালো করে বুঝতে হবে।

** On-page SEO: অন-পেজ এসইও (কখনও কখনও অন-সাইট এসইও বলা হয়) হল আপনার webpage এর মধ্যকার অংশগুলিকে অপ্টিমাইজ করার প্রক্রিয়া যাতে তারা সার্চ ইঞ্জিনে উচ্চতর স্থান পায় এবং আরও সার্চ ইঞ্জিন ট্র্যাফিক/দর্শক পায়।অপ্টিমাইজ করার প্রক্রিয়ার মধ্যে আছে website URL, title, description, image, content, internal links, external links, আরও কিছু।

** Technical SEO: এটা হল সার্চ ইঞ্জিনের জন্য একটি ওয়েবসাইট অপ্টিমাইজ করার প্রক্রিয়া, তবে এতে ব্যবহারকারীর অভিজ্ঞতা যাতে আরও ভালো হয় সেদিকেই বেশি লক্ষ্য রাখা হয়। এর মাধ্যমে আমরা আমাদের webpage কে Google এর সার্চ তালিকায় অন্তর্ভুক্ত করে থাকি।

** Off-page SEO: এর মাধ্যমে আমরা আমাদের website এর জন্য marketing করে থাকি।আমাদের website এর লিঙ্ক অন্য কোন relevant website এ যখন আমরা দিয়ে আসি তখন আমরা একটা backlink পাই, যা website এর ranking এ সহায়তা করে দ্রুত।

এই SEO প্রক্রিয়া আমরা একটা checklist মাধ্যমে দেখতে পারি।

, , ,

এসইও (SEO) কি?এসইও মানে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, যা অর্গানিক সার্চ ফলাফলের মাধ্যমে ওয়েব পেইজগুলোর সার্চ ইঞ্জিন এ অবস্...
27/06/2023

এসইও (SEO) কি?
এসইও মানে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, যা অর্গানিক সার্চ ফলাফলের মাধ্যমে ওয়েব পেইজগুলোর সার্চ ইঞ্জিন এ অবস্থান উন্নত করার জন্য একটি প্রক্রিয়া। আপনার ওয়েবসাইটে ট্রাফিকের/দর্শকের গুণমান এবং পরিমাণ উন্নত করার জন্য একটি ভাল এসইও কৌশল অপরিহার্য।

কেন এসইও গুরুত্বপূর্ণ?
অর্গানিক সার্চ ফলাফল: সার্চ ইঞ্জিন ফলাফল পৃষ্ঠায় যারা বিজ্ঞাপন (PPC/pay per click) চালায় তাদের website গুলো AD/sponsored হিসেবে দেখা যায় প্রথম দিকেই৷ কিন্তু অর্গানিক সার্চের ফলাফলে rank (in google first page) করার জন্য আপনাকে google কে অর্থ প্রদান করতে হয়না, যা website এসইও করার মাধ্যমেই সম্পন্ন হয়।

অর্গানিক ট্র্যাফিকের পরিমাণ: অর্গানিক অনুসন্ধান এর মাধ্যমে আপনার সাইটে পৌঁছানো এমন ব্যবহারকারীর সংখ্যা। ব্যবহারকারীরা প্রথম দিকে প্রদর্শিত website গুলোতে ক্লিক করার সম্ভাবনা অনেক বেশি থাকে, যে কারণে প্রাসঙ্গিক পৃষ্ঠাগুলিকে আপনি যতটা পারেন সর্বোচ্চ rank করার জন্য আপনার SEO কৌশলটি ব্যবহার করা গুরুত্বপূর্ণ। আপনি আপনার সাইটে যত বেশি উচ্চ-মানের দর্শকদের আকৃষ্ট করবেন, তাদের intent/আগ্রহ বুঝতে পারবেন, আপনার google এ rank হওয়ার সুযোগ ততো বেড়ে যাবে। এর জন্য আপনার website এ ভাল মানের content/তথ্যবহুল রচনা ব্যাবহার করা অতি জরুরী। ভাল content না হলে ঐ website এ কেউ বেশি সময় দিতে চায়না, যার ফলে website এর bounce rate বেড়ে যায়। শুধুই কি content, একটা ভাল SEO কৌশলই পারে এটার সমাধান দিতে। এটা কিছু ধাপের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
আমরা সামনে এটা আরও জানব।
,

Address


Alerts

Be the first to know and let us send you an email when SEO Roadmap by Sajib Devnath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SEO Roadmap by Sajib Devnath:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share