চিরায়ত

  • Home
  • চিরায়ত

চিরায়ত চিন্তা ও সাহস চর্চার কাগজ
www.chirayato.com

মধ্যপ্রাচ্যের প্রথম প্রিন্ট সংস্করণ, আসছে শীঘ্রই!
14/01/2025

মধ্যপ্রাচ্যের প্রথম প্রিন্ট সংস্করণ, আসছে শীঘ্রই!

পরীক্ষামূলক এবং বলতে গেলে মাত্র কয়েকদিনের প্রস্তুতিতে আমরা মধ্যপ্রাচ্য—Madhyaprachya এর কাজ শুরু করি। এখনও চলছে ঢিমেতালে...
31/12/2024

পরীক্ষামূলক এবং বলতে গেলে মাত্র কয়েকদিনের প্রস্তুতিতে আমরা মধ্যপ্রাচ্য—Madhyaprachya এর কাজ শুরু করি। এখনও চলছে ঢিমেতালে। বলতে গেলে ভালোই হয়তো। সেটা আপনারাই বলবেন।

জানুয়ারিতেই পরীক্ষামূলক মধ্যপ্রাচ্যের ছাপা সংস্করণ আসতে যাচ্ছে, ইনশাআল্লাহ। সঙ্গে থাকছে চিরায়ত টিমের এক ঝাঁক উদ্যমী তরুণ। স্পন্সর করছে Fountain Publications।

মধ্যপ্রাচ্য একটি রাজনৈতিক পত্রিকা, সবকিছু ঠিক থাকলে প্রতি মাসেই বেরুবে। বিশেষত মধ্যপ্রাচ্যের সংবাদ, বিশ্লেষণ এবং নানামাত্রিক লেখাজোকা থাকবে। পাশাপাশি, মুসলিমবিশ্বের অন্যান্য লেখাও থাকবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্য মূলত টিমওয়ার্ক প্রজেক্ট। বিষয়ের গুরুত্বের বিচারে পত্রিকার কন্টেন্ট বাছাই করা হবে। পরিচিতমুখ লেখকরা তেমন থাকবেন না বলতে গেলে। অবশ্য কেউ লিখতে আগ্রহী হলে আমরা সাধুবাদ জানাব৷

পৃথিবীর সব স্বৈরাচারীই একই রকম, একই সিস্টেমের ভেতরে থাকে। মধ্যপ্রাচ্য—Madhyaprachya আর মধ্যপ্রাচ্য কেমন লাগছে, আপনাদের আ...
13/12/2024

পৃথিবীর সব স্বৈরাচারীই একই রকম, একই সিস্টেমের ভেতরে থাকে। মধ্যপ্রাচ্য—Madhyaprachya

আর মধ্যপ্রাচ্য কেমন লাগছে, আপনাদের আশা কী— জানিয়েন। উন্নতি করার চেষ্টা থাকবে।

অবশেষে, আলহামদুলিল্লাহ। আগামী সপ্তাহে উন্মুক্ত করার ইচ্ছে ছিলো। কিন্তু, আজকের ঐতিহাসিক দিনে লোভ সামলাতে পারলাম না। তাড়াহ...
08/12/2024

অবশেষে, আলহামদুলিল্লাহ। আগামী সপ্তাহে উন্মুক্ত করার ইচ্ছে ছিলো। কিন্তু, আজকের ঐতিহাসিক দিনে লোভ সামলাতে পারলাম না। তাড়াহুড়ো করে প্রকাশ করলাম মধ্যপ্রাচ্যবিষয়ক বাংলা ভাষার নিউজ পোর্টাল মধ্যপ্রাচ্য—Madhyaprachya।

এটা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। সাইটটা সাবলীল এবং ঝরঝরে রাখার চেষ্টা করেছি। সব বিভাগে লেখা যুক্ত করা হয়নি। খালি খালি লাগছে এখন, দুদিন গেলেই সুন্দর দেখাবে। সম্পাদনা খুব ভালোভাবে করেছি, বলব না। সামনে ঠিক হয়ে যাবে।

আপনারা দেখুন, সমালোচনা করুন, মতামত দিন। ভালো লাগাও জানাবেন জরুর। সাথে থাকবেন। লিংক কমেন্টে।

(সাইটটাকে রাত শ্রম দিয়ে তৈরি করে দেয়ার জন্য প্রিয় মানুষ Tanvirul Islam কে স্পেশাল ধন্যবাদ। ও না থাকলে সম্ভব হতো না। বড় হও ভাই।)

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। রাত এগারোটার মধ্যেই উন্মুক্ত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ওয়েবসাইট। শেষমুহুর্তের প্রস্তুতি শেষ ...
08/12/2024

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। রাত এগারোটার মধ্যেই উন্মুক্ত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ওয়েবসাইট। শেষমুহুর্তের প্রস্তুতি শেষ হলেই আমরা উন্মুক্ত করে দিবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন।

মধ্যপ্রাচ্য—Madhyaprachya (ফলো করে রাখতে পারেন)

আজকের এই বিজয়ের বরকতময় দিনে মধ্যপ্রাচ্যবিষয়ক নিউজ পোর্টাল মধ্যপ্রাচ্য—Madhyaprachya —Madhyaprachya উন্মুক্ত করতে চাচ্ছি।...
08/12/2024

আজকের এই বিজয়ের বরকতময় দিনে মধ্যপ্রাচ্যবিষয়ক নিউজ পোর্টাল মধ্যপ্রাচ্য—Madhyaprachya —Madhyaprachya উন্মুক্ত করতে চাচ্ছি। একটু তাড়াহুড়ো হয়ে যাবে হয় তো, কিন্তু এই সময়কে মিস করতে চাচ্ছি না। ইনশাআল্লাহ রাত এগারোটায় মধ্যপ্রাচ্য উন্মুক্ত করা হবে।

ইনতেযার..!

সিরিয়ার বিজয় হলো, ইচ্ছে ছিলো আমরা পুরো পরিস্থিতি কাভার করব। কিন্তু, এর আগেই বিজয় সম্পন্ন, আলহামদুলিল্লাহ। পরবর্তী ঘটনাপ্...
08/12/2024

সিরিয়ার বিজয় হলো, ইচ্ছে ছিলো আমরা পুরো পরিস্থিতি কাভার করব। কিন্তু, এর আগেই বিজয় সম্পন্ন, আলহামদুলিল্লাহ। পরবর্তী ঘটনাপ্রবাহ আশা করি মধ্যপ্রাচ্য থেকে জানতে পারবেন।

নানলিপি করেছেন—স্পেশাল খন্দকার যুবাইর

নানাকারণেই মধ্যপ্রাচ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আবেগের জায়গা। তার উপর আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণগুলো সবসময় মধ্...
06/12/2024

নানাকারণেই মধ্যপ্রাচ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আবেগের জায়গা। তার উপর আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণগুলো সবসময় মধ্যপ্রাচ্য ঘিরেই আবর্তত হয়। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো সাম্রাজ্যবাদী পরাশক্তিগুলোর যুদ্ধ যুদ্ধ খেলার মাঠ।

মধ্যপ্রাচ্যের সংবাদ প্রচারে দেশীয় গণমাধ্যম সবসময় পশ্চিমাদের প্রতিনিধি হিসেবে কাজ করে। ফলে, দেশের মানুষ সবসময় মধ্যপ্রাচ্যের মুসলিমদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়-আশয়ে এক ধরনের বিভ্রান্তিমূলক অবস্থায় থাকে। তাছাড়া, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধক্ষেত্রগুলোর সামগ্রিক বিবরণও পাওয়া যায় না।

এসব ব্যাপার মাথায় রেখে আমরা ‘মধ্যপ্রাচ্য’ নামে একটি বিশেষায়িত নিউজ পোর্টাল শুরু করতে যাচ্ছি। যেখানে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের নানা বিষয় নিয়ে সংবাদ, মতামত ও বিশ্লেষণ থাকবে। দায়িত্বশীল নির্ভরযোগ্য আরবি গণমাধ্যমগুলোকে আমরা উৎস হিসেবে কাজে লাগাবো। এটাকে আপনারা প্রধানত অনুবাদনির্ভর পোর্টাল হিসেবে বিবেচনা করতে পারেন।

সুতরাং, পুরো ব্যাপারটায় আমরা আপনাদের সহযোগিতা চাই। আপাতত আপনার মতামত দিয়ে সাহায্য করুন। শেয়ার করুন আপনার কোন চিন্তা।

সম্পাদনা বা আরবি থেকে বাংলা অনুবাদে ভালো— এরকম কেউ কাজ করতে আগ্রহী হলে জানাবেন। বিজ্ঞাপন বা স্পন্সরশীপ দিতে পারবেন।

আগামী সপ্তাহর মধ্যেই সাইট উন্মুক্ত করতে পারব, ইনশাআল্লাহ। দুয়া চাই।

এমন গণতন্ত্র দিয়া আমরা কী করিব?
02/12/2024

এমন গণতন্ত্র দিয়া আমরা কী করিব?

প্রআর অপরাধের শেষ কোথায়।
01/12/2024

প্রআর অপরাধের শেষ কোথায়।

২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে গণহত্যার শিকার হওয়া আমার ভাই বুয়েট শিক্ষার্থী শহীদ রেহান আহসানের পক্ষে আগামীকাল, ২৪/১১/২৪,...
23/11/2024

২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে গণহত্যার শিকার হওয়া আমার ভাই বুয়েট শিক্ষার্থী শহীদ রেহান আহসানের পক্ষে আগামীকাল, ২৪/১১/২৪, রোজ: রবিবার, বেলা আনুমানিক ১২:০০ টায় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হচ্ছে।আপনাদের আন্তরিক উপস্থিতি একান্ত কাম্য।

ফারিয়া স্মরণী
রেহান আহসানের বোন
01309287547

আপনার কপি সংগ্রহ করেছেন তো!
22/11/2024

আপনার কপি সংগ্রহ করেছেন তো!

জুমার বয়ানে মাওলানা আবদুল মালেক হাফিজাহুল্লাহ।
19/11/2024

জুমার বয়ানে মাওলানা আবদুল মালেক হাফিজাহুল্লাহ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব মাওলানা আবদুুল মালেক সাহেবের মূল্যবান বয়ানের চুম্বকাংশ আমরা ধারাবাহিক প্রকাশ ...
19/11/2024

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব মাওলানা আবদুুল মালেক সাহেবের মূল্যবান বয়ানের চুম্বকাংশ আমরা ধারাবাহিক প্রকাশ করব।

কখনও কখনও জীবনের চেয়ে বড় হয়ে উঠে শিল্প।
18/11/2024

কখনও কখনও জীবনের চেয়ে বড় হয়ে উঠে শিল্প।

শহিদ রেহান আহসান শাপলার আইকনিক শহিদ৷ বুয়েটের মেধাবী শিক্ষার্থী রেহান আহসান স্মরণে দুয়ার আয়োজন করেছে তার সহপাঠীরা। আপনাদে...
15/11/2024

শহিদ রেহান আহসান শাপলার আইকনিক শহিদ৷ বুয়েটের মেধাবী শিক্ষার্থী রেহান আহসান স্মরণে দুয়ার আয়োজন করেছে তার সহপাঠীরা। আপনাদের সবার দাওয়াত থাকল। মিডিয়ার ভাইয়েরা ইভেন্টটা কাভার করতে পারেন
....

আগামী ২৩ নভেম্বর, ২০২৪ শনিবার বাদ মাগরিব সিএসই ০৯ ব্যাচের শহীদ রেহান আহসানের (0905038) স্মরণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই ডিপার্টমেন্টের IAC সেমিনার রুমে একটি শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরের গণহত্যায় রেহানকে গুলি করে হত্যা করা হয়। মানবাধিকার সংস্থা অধিকারের প্রকাশিত নিহতদের তালিকায় ৩৭ নম্বরে রেহানের নাম রয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের সময়ে রেহান বুয়েটের সিএসই ডিপার্টমেন্টে লেভেল ৩, টার্ম ১- এ অধ্যয়নরত ছিল।

সেসময় বুয়েট ক্যাম্পাসে রেহানের জানাযার অনুমতি দেওয়া হয়নি, হাতিরপুলে একটি জানাযার পর রেহানকে তার জন্মস্থান নওগাঁতে নিয়ে দাফন করা হয়। তৎকালীন পরিস্থিতিতে বুয়েটে কোনো শোকসভা বা দোয়া আয়োজন করা রেহানের সহপাঠী বা শিক্ষকদের পক্ষে সম্ভব হয়নি। তবে রেহানের সহপাঠী কিংবা শিক্ষকরা রেহানকে কিংবা রেহানের প্রতি ঘটে যাওয়া এই চরম অন্যায়কে ভুলে যায়নি।

সম্প্রতি আমরা সিএসই ০৯ ব্যাচের শিক্ষার্থীরা এ বিষয়ে বুয়েটে সিএসই ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করি। ডিপার্টমেন্টের শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় আমরা দেরিতে হলেও রেহানের জন্য একটি শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করার উদ্যোগ নিয়েছি।

উল্লেখ্য যে, রেহানের একাডেমিক কাগজপত্র বুয়েটেই থেকে যায়। স্যারদের সহায়তায় আমরা সেগুলো খুঁজে বের করতে সক্ষম হয়েছি। রেহানের পরিবারকে এই শোকসভায় আমন্ত্রণ জানানো হয়েছে। রেহানের সার্টিফিকেট ও অন্যান্য ডকুমেন্টস এইদিন তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সিএসই ডিপার্টমেন্টের প্রধান ড. মুহাম্মাদ ইউনুস আলি এবং অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষকগণ এই সভায় উপস্থিত থাকবেন। এছাড়াও সেই কালো রাতে রেহানের সঙ্গী এবং ভাগ্যক্রমে বেঁচে যাওয়া একজন সহপাঠীও বক্তব্য রাখবেন।

বুয়েটের সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলামনাইদের এই শোকসভায় অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি। একইসাথে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার সংস্থাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সর্বোপরি, সবাইকে রেহানের জন্য দোয়া ও তাঁর পরিবারের জন্য ন্যায়বিচারের দাবিতে একাত্মতা প্রকাশের আহ্বান জানাচ্ছি।

আয়োজনে
সিএসই ০৯ ব্যাচ, বুয়েট

শেষ হয়নি এখনও সব কিছু।
12/11/2024

শেষ হয়নি এখনও সব কিছু।

আমাদের দাবি কি আদায় হয়েছে?
12/11/2024

আমাদের দাবি কি আদায় হয়েছে?

Address


Alerts

Be the first to know and let us send you an email when চিরায়ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চিরায়ত:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share