Cinematic Universe

  • Home
  • Cinematic Universe

Cinematic Universe Explore the universe of cinema

‘A hero can be anyone, even a kid doing something as simple and putting a flag high on sky to let us know that the world...
16/07/2024

‘A hero can be anyone, even a kid doing something as simple and putting a flag high on sky to let us know that the world hadn't ended.’
©

Happy Birthday King 👑The 'Baap' of Hindi Cinema✊
02/11/2023

Happy Birthday King 👑

The 'Baap' of Hindi Cinema✊

Goodbye the real king of Football💔Who introduced the craze of football to the whole world. He is the real GOAT in a true...
30/12/2022

Goodbye the real king of Football💔

Who introduced the craze of football to the whole world. He is the real GOAT in a true sencess. A boy with nothing who changed everything.

Our most beloved Pelé the legend.

Pathaan বয়কটের সাথে রঙের বা সিনেমার টাইটেলের কোন সম্পর্ক নেই।সিনেমা নিয়ে নেগেটিভিটির মেইন কারণ সিনেমার লীড এক্টরের নাম '...
28/12/2022

Pathaan বয়কটের সাথে রঙের বা সিনেমার টাইটেলের কোন সম্পর্ক নেই।সিনেমা নিয়ে নেগেটিভিটির মেইন কারণ সিনেমার লীড এক্টরের নাম 'শাহরুখ খান' স্পেসেফিক ভাবে বলতে গেলে 'খান'। এটাই বয়কটের মেইন কারণ 🥴

এগ্লা সব উস্কানিমূলক পেইড নেগেটিভিটি।কে করছে কেনো করছে তা আর না বোঝার কিছুই নেই।আশা করছি সিনেমা সবকিছুর জবাব দিয়ে দিবে।

আমার মতে ইন্ডিয়ান ফিল্ম গুলোর মাঝে এই বছরের সেরা এন্ট্রি সিন ছিলো কামাল হাসানের।Vikram এর interval এর আগে যখন কামাল হাসা...
27/12/2022

আমার মতে ইন্ডিয়ান ফিল্ম গুলোর মাঝে এই বছরের সেরা এন্ট্রি সিন ছিলো কামাল হাসানের।

Vikram এর interval এর আগে যখন কামাল হাসান তার মাস্কটা ধীরে ধীরে খোলে আর সবাই উৎসুক ভাবে সেই মিস্ট্রি ম্যানকে দেখার জন্য তাকিয়ে থাকে।চুইংগাম খাওয়া অবস্থায় মাস্ক খোলার পর সেই Deadly Ruthless expression. সেই সময় পিছে বাজতে থাকে অনিরুধের ডিজাইন করা পিওর মাস বিজিএম।ধীরে ধীরে বিজিএম বিল্ডাপ হতে থাকে আর সাথে ক্যামেরা শেক করে হালকা একশন সিকুয়েন্স।তারপর ফাহাদ ফাসিলের ডায়লগ, Once upon a time there lived a gost. He is not a myth anymore🔥তখন কামাল হাসান হালকা করে তার দিকে তাকায়।বাইকে উঠে চুইংগাম চাবানো অবস্থায় চলে যায়,তখন ক্যামেরার শট তার ফেসের সামনে থেকে নেয়া হয়েছিল।

পুরো একটা আইকনিক সিকুয়েন্স।।।

Happiest Birthday Our beloved Bhaijaan 🥳One of the biggest Megastar of indian film industry. He has given continuous blo...
27/12/2022

Happiest Birthday Our beloved Bhaijaan 🥳

One of the biggest Megastar of indian film industry. He has given continuous blockbuster films in Bollywood. Portrayed many iconic roles. A true fan favourite Megastar. We are too much exited for his upcoming films.

(Note: Last Night Click)

Imbalanced⛔যেমন দূর্দান্ত ভাবে শুরু হয়েছিলো।সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে।তবে অভারল দেখার মতো একটা সিরিজ বলা চল...
24/12/2022

Imbalanced⛔

যেমন দূর্দান্ত ভাবে শুরু হয়েছিলো।সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে।তবে অভারল দেখার মতো একটা সিরিজ বলা চলে।খুব তথ্যবহুল রিচার্সড একটা কাজ।অভিনয়,সিনেমাটোগ্রাফি,ডায়লগ রাইটিং,মিউজিক সবই দারুণ।নেগেটিভ দিক নিয়ে বলতে গেলে স্পয়লারের সম্ভাবনা আছে।তাই সেগুলো এভোয়েড করলাম।

এক্সপেক্টেশন বেশী থাকলে কমিয়ে দেখে নিতে পারেন।ভালো লাগা না লাগাটা আপনার বিষয়।

23/12/2022

Rohit Shetty be like-

Din aur raat logon ke hote honge.Sheron ka zamana hota hai💪

খুব ভুল না হলে ২০২৩ সালটা বলিউডের হতে যাচ্ছে।Hope for the best✌️

https://fb.watch/hAUT5mb4If/?mibextid=NnVzG8

On the basis of expectations this film is one of worst work of 2022রিসেন্ট টাইমে দেখা সবচেয়ে বাজে ভাবে executed  লাভ এংগ...
21/12/2022

On the basis of expectations this film is one of worst work of 2022

রিসেন্ট টাইমে দেখা সবচেয়ে বাজে ভাবে executed লাভ এংগেল বোধ হয় Brahmastra তেই ছিলো।তার উপর নাকি সিনেমার মেইন হার্ট নাকি এই 'Power of Love' মানে সিরিয়াসলি🙂
নেক্সট ফিল্মগুলো কেমন হবে জানিনা।তবে এই পার্ট টা শুধু ভিএফএক্স,মিউজিক আর ক্যামিও বাদে একদম বাজে হয়েছে।
চিন্তা করে দেখেন এমন একটা সিনেমা যার মাধ্যমে তারা দেখাবে ভালোবাসার শক্তি দিয়ে পুরো দুনিয়া বাচাবে সেই সিনেমার মেইন পিকআপ লাইন ছিলো,
Esha: কে তুমি?
Shiva: কি তুমি?😑

আর এতেই নাকি এমন প্রেম হয়ে যায়।যার জন্য জীবন বাজি রেখে দুনিয়া উদ্ধারে নেমে পরে😵‍
আর এদিকে পোলাপান ক্রাশের পিছে বছরের পর বছর ঘুরে পাত্তা পায় না🙂

Next Pelé ?? Mark my word, "If he able to contain his current form for next few year, He will create history in football...
19/12/2022

Next Pelé ??

Mark my word, "If he able to contain his current form for next few year, He will create history in football."

Mbappé a french revolution 👏

গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি.....Congratulations King of Modern Football 👏Lionel Andrés Messi👑
19/12/2022

গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর-কবিতাখানি.....

Congratulations King of Modern Football 👏

Lionel Andrés Messi👑

02/11/2022

Success is not a good teacher, failure makes you humble.
- Shah Rukh Khan

Happy Birthday King👑

Is something cooking inside?Waiting for some satisfactory news🥳
22/09/2022

Is something cooking inside?

Waiting for some satisfactory news🥳

Now I can safely address this as a pathetic piece of Sh*t😶Another waste of potential storyline.... নস্ট করার মতো সময় থাক...
22/09/2022

Now I can safely address this as a pathetic piece of Sh*t😶

Another waste of potential storyline....

নস্ট করার মতো সময় থাকলে দেখতে মিস করবেন না She-Hulk: Attorney at Law🤢

21/09/2022

ইউনিভার্সিটি লাইফটা মনে করেন পুরাই চিল🙂
মানে যেখানে স্কুল,কলেজ লাইফে পরীক্ষার এক মাস আগে থেকে সিনেমা থেকে শত হস্ত দূরে অবস্থান করতাম।এখন সেটা পরীক্ষার আগের রাত অবধি চলে এসেছে।বিষয়টা এমন হয়ে যাচ্ছে সারা মাস সিনেমা বা সিরিজের খবর নাই।পরীক্ষার আগে 'মাথা ফ্রেশ' করার জন্য হলেও কিছু দেখা লাগে।যেটা আমি নিজে করি আর বন্ধুদেরও উৎসাহিত করি।কারণ পরীক্ষার আগের রাতে সিনেমা বা সিরিজ দেখার ফিলটাই আলাদা।পরীক্ষার আগের রাতে পড়াশোনার ডিপার্টমেন্টের ভিত্তিতে সিনেমা বা সিরিজ সাজেস্ট করে দিচ্ছি।মানে যদি আপনি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবিলম্বে Dark, Martian, Interstellar টাইপের সিনেমা বা সিরিজ দেখতে বসে পড়ুন।পরীক্ষায় এক্সটা কিছু লিখে আসতে পারবেন।যদি কমার্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে Jerry Maguire, The wolf of the wall street বা Start-Up টাইপের কিছু দেখতে পারেন।আর যদি আর্টসের স্টুডেন্ট হোন তাহলে Indiana Jones, Lincoln, Schindler's List সহ আরও বহু সিনেমা আছে যেগুলো অনায়েসে দেখতে পারেন।স্পেশাল সাজেশনে থাকবে Pulp Fiction যেটা ইংরেজি পরীক্ষার আগে দেখে যাবেন।কারণ ইংলিশ খুবই জরুরি।সুতরাং, প্রচেষ্টা শুরু করে দিন।

বিঃদ্রঃ পরীক্ষার আগের রাতে সিনেমা দেখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতেও পারে,আবার নাও হতে পারে।


Hoichoi Bangladesh 🔥ডিরেক্টরের নাম গুলো শুধু দেখেন✊অমিতাভ রেজা চৌধুরী তানিম নূরআশফাক নিপুনসৈয়দ আহমেদ শওকিToo much exciti...
21/09/2022

Hoichoi Bangladesh 🔥

ডিরেক্টরের নাম গুলো শুধু দেখেন✊

অমিতাভ রেজা চৌধুরী
তানিম নূর
আশফাক নিপুন
সৈয়দ আহমেদ শওকি

Too much exciting projects....

Hoichoi এর গোয়েন্দা বাহিনী.... ফেলুদা,ব্যোমকেশ,একেন বাবু,গোড়া আর কাইজার এই সব সিরিজের পরবর্তী সিজন আসছে।তার পাশাপাশি 'ত্...
21/09/2022

Hoichoi এর গোয়েন্দা বাহিনী....

ফেলুদা,ব্যোমকেশ,একেন বাবু,গোড়া আর কাইজার এই সব সিরিজের পরবর্তী সিজন আসছে।

তার পাশাপাশি 'ত্রৈলক্য' সিরিজ আসছে যেটা মুলত বাংলার প্রথম ক্রাইম ম্যাগাজিন "দারোগার দপ্তর" এর বিখ্যাত একজন ক্রিমিনালের বেসড হবে।মজার বিষয় হলো 'ত্রৈলক্য' চরিত্রটা অনেকটাই রিয়েল লাইফ ক্যারেক্টর।এই সিরিজে ডিটেকটিভ চরিত্রটি থাকবে একজন বাস্তব জীবনের পুলিশ 'দারোগা প্রিয়নাথ মুখার্জি' এর।উনি নিজে ব্রিটিশ পিরিয়ডের একজন বাঙালি গোয়ন্দা ছিলেন এবং তার অভিজ্ঞতা বর্ণনা করেই তিনি 'দারোগার দপ্তর' ম্যাগাজিনে গল্প লিখতেন।সেখানে সত্য ঘটনার সাথে তিনি হালকা ফিকশনাল টাচ দেন।সিরিজটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে।

তর্কসাপেক্ষে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় চরিত্র হলো সত্যজিৎ রায়ের তৈরি 'ফেলুদা'।আগামী দিনগুলোতে আমরা চারটা প্রজেক্টে ...
20/09/2022

তর্কসাপেক্ষে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় চরিত্র হলো সত্যজিৎ রায়ের তৈরি 'ফেলুদা'।আগামী দিনগুলোতে আমরা চারটা প্রজেক্টে তিনজন 'ফেলুদা' কে দেখতে পাবো।কোন গল্প অবলম্বনে সেগুলো নির্মিত হবে আর কি কি ইন্টারেস্টিং থাকছে সেখানে।

◾"যত কান্ড কাঠমুন্ডুতে"- আমি এই সিরিজটি নিয়ে সবচেয়ে বেশী এক্সাইটেড।কারণ এটি আমার পড়া প্রথম কোন ফেলুদা গল্প ছিলো।যদিও গল্পটা 'জয় বাবা ফেলুনাথ' এর সাথে কানেক্টেড।যাই হোক সিরিজের লিডে আছেন টোটা রায় চৌধুরি।Addatimes এর সাথে সৃজিত মুখার্জি একত্রিত হয়ে নির্মান করেছেন।এই গল্পে এর আগে একটা হিন্দি প্রজেক্ট হয়েছিল এবং বাংলায় ও একটা সিনেমা হয়েছিলো।যেটা নিয়ে বিস্তর মজার গল্প আছে।সন্দীপ রায়ের 'আমি আর ফেলুদা' বইতে সেগুলো বলা হয়েছে।

◾"হত্যাপুরী"- ফেলুদা সমগ্রের অন্যতম সেরা গল্প এটি এবং আমার বেশ পছন্দের।সিনেমা আকারে গল্পটিকে রুপ দিচ্ছেন সন্দীপ রায়।ফেলুদা হিসেবে থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত।সিনেমাটা বিভিন্ন কারণে বেশ চর্চায় আছ।

◾"গ্যাংটকে গন্ডগোল'- ফেলুদার প্রথম দিকের গল্প।তখনো গল্পে বিখ্যাত চরিত্র জটায়ুর আগমন হয়নি।তবে গল্পে অনেকটা জটায়ুর মতোই একটা চরিত্র রয়েছে।জটায়ু ছাড়া অন্যতম সেরা ফেলুদা গল্প।এছাড়া গল্পটা ভ্রমণ প্রেমিদের বেশ ভালো লাগবে।আমার অনেক প্রিয় একটা গল্প।সিনেমাটা ডিরেক্ট করবেন 'ব্যোমকেশ' আর 'শবর' এর ডিরেক্টর অরিন্দম শীল।ফেলুদা হিসেবে থাকছেন পরমব্রত চ্যাটার্জি।

◾"ভূস্বর্গ ভয়ংকর"- ফেলুদা পিরিয়ডের মাঝামাঝি দিকের গল্প এটি।আমি ব্যক্তিগত ভাবে মনে করি ফেলুদার অন্যসব দূর্দান্ত গল্পগুলোর তুলনায় এই গল্প কিছুটা দূর্বল (একান্তই ব্যক্তিগত মত)।তবে অভারল বেশ ইন্টারেস্টিং একটা গল্প।এটাকে সিনেমা অথবা সিরিজে রুপ দিবেন সৃজিত মুখার্জি এবং ফেলুদা হিসেবে হয়তো টোটা রায় চৌধুরীই থাকবেন।

Happy Birthday to the biggest and evergreen Superstar of Bangladeshi Cinema industry.'Megastar Salman Shah'❤️
19/09/2022

Happy Birthday to the biggest and evergreen Superstar of Bangladeshi Cinema industry.

'Megastar Salman Shah'❤️

নতুন ভিডিও চলে এসেছে।নিচে দেয়া লিংকে ক্লিক করে দেখতে পারেন।https://youtu.be/VhsA0S81kGw
18/09/2022

নতুন ভিডিও চলে এসেছে।নিচে দেয়া লিংকে ক্লিক করে দেখতে পারেন।

https://youtu.be/VhsA0S81kGw

17/09/2022

অবশেষে,ভিডিও এর কাজ শেষ হয়েছে।আপাতত আপলোড দিয়ে রাখছি।আজ বেশী রাত হওয়ায় আর পাবলিশ করছি না।কখন আপলোড হবে এটা নিয়ে হালকা কনফিউজড।কাল সকালে অথবা সন্ধ্যার দিকে ভিডিও পাবলিশ করা হবে হয়তো।

আর আরেকটা নতুন ভিডিও আজকে লক করা হয়েছে।লিস্ট ইতোমধ্যে রেডি।দুই একদিনের মাঝে স্ক্রিপ্ট লেখাও শুরু হবে।আশা রাখছি আগামী মাসের শুরুর দিকেই ভিডিও পাবেন।❤️

২০২২ সালটাই যেন মারভেলের ভক্তদের জন্য ভুলে যাওয়ার মতো।শুরুতেই, Doctor Strange in the multiverse of madness যেখানে এক্সট্...
16/09/2022

২০২২ সালটাই যেন মারভেলের ভক্তদের জন্য ভুলে যাওয়ার মতো।

শুরুতেই, Doctor Strange in the multiverse of madness যেখানে এক্সট্রিম লেভেলের এক্সপেক্টেশন নিয়ে চরম হতাশ হতে হয়েছে।রিউমারড ক্যামিও এর কথা সাইডে রাখলেও,ইন্টারেস্টিং কন্সেপ্ট আর দারুণ ভিজ্যুয়াল ছাড়া সিনেমাতে প্রায় কিছুই ছিলো না।

দ্বিতীয়ত, Thor: Love and Thunder সিনেমাটাকে এক শব্দে Pathetic বলা যেতে পারে।সত্যি বলতে সিনেমাটা একটা Roasted Review ডিজার্ভ করে।ভালো স্টোরি লাইন আর ভালো অভিনেতাদের অপচয় করে,অপ্রয়োজনীয় নানা এংগেল টেনে আর Sorry to say সিনেমাটাকে একদম প্যারোডি বানিয়ে দেয়া হয়েছে।

আর বাকি রইলো Ms. Marvel আর She-Hulk.
হ্যা,মানছি দুটো সিরিজই সিটিকম স্টাইলে প্রেজেন্টের চেস্টা করা হয়েছে।আর এই সিরিজ গুলোকে সিরিয়াসলি নেয়ার দরকার নেই।তারপরও অপ্রয়োজনীয় ফেমিনিজম এংগেল,ক্রিঞ্জ প্রেজেন্টেশন আর লাউড টোনের জন্য দেখতেই বিরক্ত লাগে।প্রথম এপিসোড গুলোতে দুটোরই ভালো করার সম্ভাবনা ছিলো।কিন্তু ধীরে ধীরে এই দুটো শো এর অবস্থা করুণের দিকে চলে গেছে।

Special Mention: Morbious
এটা নিয়ে কিছু না বলাটাই বেটার হবে🤢

এর মাঝে Moon Knight শুধু এখন পর্যন্ত যথাযথ সন্মান রেখেছে। I am Groot তো ১৫ মিনিটের একটা মিনি শর্ট ফিল্ম ছিলো।

এই বছর বাকি আছে Werewolf By Night,The Guardians of the Galaxy Holiday Special নামের দুটো প্রজেক্ট।যেই দুটো প্রজেক্টকে স্পেশাল টিভি ফিল্ম হিসেবে রিলিজ করা হবে।এছাড়া শেষ ভরসা বলতে ঘুরেফিরে সেই Black Panther: Wakanda Forever.

14/09/2022

Announcement...

নতুন ভিডিও আসছে এই মাসেই।স্ক্রিপ্ট লেখা অলরেডি শেষ।'আজকাল' এর মাঝেই রেকর্ডের কাজও কমপ্লিট হয়ে যাবে আশা রাখছি।তারপর শুধু এডিটিং।কবে নাগাদ আসবে জানিয়ে দেয়া হবে।

এবার একটু পুরোনো ফরম্যাটে ব্যাক করছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।❤️

11/09/2022

চ্যানেলে যখন কামব্যাক করবো একদম শ্রীলঙ্কার মতোই করবো।

Unexpected but powerful ✊


OUCH😅Boycott Gang😬
10/09/2022

OUCH😅
Boycott Gang😬

যাদের রিভিউ আমি ব্যক্তিগত ভাবে ফলো করি।তাদের প্রায় সবার ভাষ্যমতে,'শাহরুখ-নাগার্জুনার ক্যামিও একদিকে আর পুরো সিনেমা আরেকদ...
09/09/2022

যাদের রিভিউ আমি ব্যক্তিগত ভাবে ফলো করি।তাদের প্রায় সবার ভাষ্যমতে,
'শাহরুখ-নাগার্জুনার ক্যামিও একদিকে আর পুরো সিনেমা আরেকদিকে'

ইনফ্যাক্ট,থিয়েটার রিয়েকশন ভিডিও আর রিভিউ গুলোতে শাহরুখের স্ক্রিন প্রেজেন্স এখন 'হট টপিক'।শাহরুখের স্ক্রিন প্রেজেন্সে থিয়েটার লিট্রেলি আগুন হয়ে উঠছে।

হয়তো অভার বাজেটের কারণে সিনেমার হিট হওয়া টাফ হবে।তবে মনে হচ্ছে সিনেমা একটা ভালো পরিমাণে কালেকশন তুলবে।

Mixed to negative review loading..... ক্রিটিক্সগন সিনেমা নিয়ে খুব একটা খুশি নন বলেই আপাতত মনে হচ্ছে।সিনেমার রাইটিং নাকি ...
09/09/2022

Mixed to negative review loading.....

ক্রিটিক্সগন সিনেমা নিয়ে খুব একটা খুশি নন বলেই আপাতত মনে হচ্ছে।সিনেমার রাইটিং নাকি খুবই দূর্বল হয়েছে।ভিজ্যুয়ালি খুব গ্র‍্যান্ড হলেও সিনেমাট নাকি আহামরি কিছুই হয়নি।তবে সবাই শাহরুখের ক্যামিও এর প্রশংসা করেছে।

অডিয়েন্স রিভিউ মোটামুটি মিক্সডই বলা যায়।তাদের মতে প্রথম হাফ ভালো হলেও সেকেন্ড হাফে এক্সপেক্টেশন পুরণ হয়নি।রাইটিং নিয়ে টুকটাক অভিযোগ করেছেন।অনেকেই আবার ভালো ডায়লগের অভাব রয়েছেও বলেছেন।তবে সবাই সিনেমার VFX এর প্রশংসা করেছেন।শাহরুখের ক্যামিও নিয়েও কথা বলেছেন।মানে অডিয়েন্স এখন অবধি এঞ্জয় করছে।

বলে রাখা ভালো,সিনেমাটা নন হলিউডে রেকর্ড ওপেনিং উইকেন্ড কালেকশন আনতে পারে।এছাড়া ওপেনিং ডে কালেকশন পোস্ট কোভিড সর্বোচ্চ হতে যাচ্ছে।

Goodbye"Ma'am Queen" 💔
08/09/2022

Goodbye
"Ma'am Queen" 💔

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Cinematic Universe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cinematic Universe:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share