Ttloven

17/12/2022
25/11/2022

আকাশের হাতে আছে এক রাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ...
আমার এ দু'হাত শুধু রিক্ত
আমার এ দু'চোখ জলে সিক্ত,
আমার এ দু'হাত শুধু রিক্ত
আমার এ দু'চোখ জলে সিক্ত
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ (২)
আমার এ দুয়ার হলো বন্ধ।
আকাশের হাতে আছে এক রাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ...
ভেবে তো পাইনি আমি
কি হলো আমার।
লজ্জা প্রহরে কেন,
খোলে নাকো দ্বার।
ভেবে তো পাইনি আমি
কি হলো আমার।
লজ্জা প্রহরে কেন,
খোলে নাকো দ্বার।
বুঝিনা কেমন করে বলব,
খেয়ালে কতই ভেসে চলব।
বুঝিনা কেমন করে বলব,
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না (২)
জানি না কিসে এতো দ্বন্দ্ব।
আকাশের হাতে আছে এক রাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ,
আকাশের হাতে আছে এক রাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ...।

19/07/2022

কাউকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে
যাবেন না,তাহলে তার কাছে সস্তা
হয়ে যাবেন.!🙂

16/07/2022

ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না। যেই মেয়েটা প্রতিদিন নিয়ম করে ৪/৫ ঘন্টা আপনার সাথে কথা বলতে চায়, সে আসলে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার কেরিয়ার নষ্ট করছে!

স্কিনশট দিয়ে রাখেন! দুইদিন পর এই মেয়েটা ই আপনার কেরিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে।

রাত দুইটার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বায়না করে আর আপনি যদি বোকার মত দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে দিয়ে আসেন, তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার সাথে ঢং করছে। ঢং আর প্রেম এক জিনিস না।

জীবনটা হিন্দি সিনেমা না। আপনিও শাহরুখ খান না। আপনার প্রেমিকাও কাজল না। অনেক মেয়ে জানেই না যে, ঘন্টার পর ঘন্টা কথা না বলেও প্রেম করা যায়। রাতের পর রাত ন্যাকামি না করেও প্রেমিকা হওয়া যায়।

তিতা সত্য হচ্ছে, সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না। ঐ মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে, যেই মেয়েটা আপনার কেরিয়ারের কথা ভাবে, যেই মেয়েটা আপনার সুবিধা বুঝে, অসুবিধা বুঝে, যেই মেয়েটা আপনার কষ্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, দেয়ালে পিঠ ঠেকে গেলে যেই মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয়, সেই মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে।❤️🌸

দিনশেষে একটা কথা মাথার ভিতর ঢুকিয়ে রাখেন-

ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না, ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে!🖤

27/06/2022

ছেলেটির শেষ কথা ছিলো.... তোমাকে ছাড়া ভালোই থাকবো..😓❤
ছেলেটির লাশ টাও ভালো আছে হয়তো আজো....!😶💔

মেয়েটি বলেছিলো আর রাত জাগবো না কখনও তোমার জন্যে...।😞💑
এখনও মেয়েটি রোজ সকালে কনসিলার দিয়ে চোখের নিচের কালি লুকায়...।😪🥀

মেয়েটা বলেছিলো , ভুলতে পারবে আমায়.....?🤗🙂
ফিকে হাসিতে এলোমেলো চুলের ছেলেটি জবাব দিয়েছিলো, কোনো ব্যাপার না..🙂😄

ছেলেটি আজ মানসিক হাসপাতালে...। হয়তো ভুলার চেষ্টা সফল হয়নি তার..।💔🥀

বয়স ২২ কি ২৩, তখনিই বিয়ে দিয়ে দিলো বাড়ি থেকে....।😐
প্রেমিকের কথা বাসায় বলায় বাবা বলেছিলো,
আমার সম্মান আগে নাকি তোমার প্রেম...?😡🖤

বাবার সম্মান রাখতে মেয়েটা এখনও আকাশের দিকে তাকিয়ে বলে, ক্ষমা করে দিয়ো ভালোবাসা....।😭❤

আর কখনো সিগারেট খাবো না বলে প্রমিজ করা ছেলেটির বুক ভরা নিকোটিনের ধোঁয়া, ক্যান্সার ধরা পরেছে বলে ডাক্তার খুব করে বারন করেছে সিগারেট খেতে....😏🚬

ছেলেটি বলে, সে কথা রাখেনি, অন্য কারো হয়ে গেছে, আমিও কথা রাখবো না...😅😶

কেউ ভালো থাকে না রে ভাই....😔😔

বিশ্বাস কর....
যারা মন থেকে সত্যিই ভালোবাসে তারা ভালোবাসা হারিয়ে কখনও ভালো থাকে না.😓💔

সব সামলে নেওয়া যায়,
বুকের বাম দিকের চিনচিনে ব্যাথা টা সামলানো যায় না কখনো... 😖😓

হারিয়ে যাওয়া মানুষ গুলো খুব করে চায় একটা সুযোগ ফিরে আসার, পাবে না জেনেও চায়, আর কষ্ট জমায়...😞😶

সবার সামলে নেওয়ার ক্ষমতা থাকে না,
কেউ ধীরে ধীরে শেষ হয়,কেউ বা তারাতারি.... 😥😑

কিন্তু আত্মার মৃত্যু তো একসাথেই হয়.....💔🥀

মধ্যনগর উপজেলার, মধ্যনগর বাজারের পাশে মধ্যনগর গ্রামে কিছু নৌকা যেমন ভাংগারী, বালু পাথার,বানিজ্যিক বড় নৌকা ইত্যাদি রাত্রি...
27/06/2022

মধ্যনগর উপজেলার, মধ্যনগর বাজারের পাশে মধ্যনগর গ্রামে কিছু নৌকা যেমন ভাংগারী, বালু পাথার,বানিজ্যিক বড় নৌকা ইত্যাদি রাত্রি যাপনে আমাদের গ্রামের একটু নিরিবিলি জায়গুলোতে নিরাপদে থাকার জন্য আশ্রয় নেয়,, ইতিমধ্যে জানতে পারলাম ঐ নৌকাগুলো থেকে মধ্যনগরের কিছু লেবাসধারী ভদ্র লোক চাঁদা নিচ্ছে, তারা আমাদের গ্রামে আশ্রয় নেয়া নৌকা গুলো থেকে কিসের টাকা নিচ্ছে? আমরা জানতে চাই, কেন তারা এই সব অপকর্ম করে যাচ্ছে? কার শেল্টারে, প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি.........
#কপি_শেয়ার_করুন_ভিডিও_প্রমান_সহ_তথ্য_দিয়ে প্রশাসনকে সাহায্য করুন।
#সংগ্রহিত তথ্য...

Address


Alerts

Be the first to know and let us send you an email when Ttloven posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share