08/01/2024
আমি নিজেকে যে কতােটা গুটিয়ে নিয়েছি, সেটা আমার বিধাতাই।
ভালাে জানে। এই যে তােমরা আমায় দেখছাে। দেখছাে, ছুটে চলছি,
কথা বলছি, খিলখিলিয়ে হাসছি। অথচ তােমরা এটা দেখতে পারছাে না, এই মুখােশের পিছনে একটা অভিমানী মুখ নিজেকে লুকিয়ে রেখেছে। যে প্রত্যাখ্যানের এফোড়ওফোড় সহ্য করতে না পেড়ে গুটিয়ে নিয়েছে নিজেকে। আলাদা করে ফেলেছে সবার থেকে। অভিনয়টাকেই সত্য বলে চালিয়ে দিচ্ছে সবার মাঝে, অথচ কেউ টেরই পাচ্ছে না।
বিশ্বাস করাে, তােমরা যাকে দেখাে রােজ। সে আমি নই। আমি নই
মােটেই। আমি হারিয়ে গেছি, ফুরিয়ে গেছি ভীষণভাবে নিজের থেকে। অভিনয় করতে করতে ক্লান্ত বিধ্ব'স্ত হয়ে পরেছি। চোখের জল, বুকের রক্তক্ষরণ ঢাকা পরেছে মিথ্যে হাসির পেছনে। আর তােমরাও সেই
হাসিটাকে সত্য ভেবে, আমায় সুখী মনে করে ঈর্ষা করাে। করাে....
করতেই পারাে। আপত্তি নেই। অন্তত মিথ্যের পেছনের সত্যটা জেনে, দুঃ'খী তাে আর ভাবলে না।