24/07/2023
বিচার প্রার্থী জনগন নিরুপায় হয়ে কোর্টে সি,আর মামলা দায়ের করে থাকেন যদি পুলিশ মামলা না নেয়।তদন্ত পুলিশ কে দেওয়া হলে এতে পুলিশ ক্ষিপ্ত হইয়া রিপোর্ট দেয় যে,৩২৬ ধারার কোন স্বাক্ষী পাওয়া যায় নাই।যদিও ভিকটিমদ্বয়ের মাথায় ৩৪/৩২ টি সেলাই রহিয়াছে।ডাক্তার লিখে দিলো সিম্পল ইনজুরী।
বাদীর ন্যায় বিচার : আলোর মুখ দেখবে না আর!