16/04/2024
একটা লাইন বহু'বার পড়েছি-রাখতে যানলে মানুষ কখনো হারায় না!
তবে আমার মনে হয় বিপরীতে থাকা মানুষটাও থাকার প্রবণতা আর টান থাকতে হবে। কেন'না ক জোর করে কাউকে বেধে রাখা প্রায় অসম্ভব। যে-যাওয়ার সে এমনিতেই চলে যাবে, আর যারা আপনার প্রতি মায়া আর ভালোবাসা আছে সে শত ভুল দেখলেও যাবেনা" কি'ভাবে থেকে থাকা যায়, তার বাহানা খুঁজে থেকে যাবে!