20/06/2020
বিদ্যুৎ বেগে ছড়াচ্ছে মহামারী, প্রবেশ করছে নতুন ও ভয়ংকর ধাপে
মহামারীর নতুন ও ভয়ংকর ধাপে প্রবেশ করেছে বিশ্ব, এমন আশঙ্কা ( WHO ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার।গত ২৪ ঘন্টায় বিশ্বে রেকর্ড ১ লাখ ৮০ হাজার মানুষ সংক্রমিত হয়েছে, যার বেশির ভাগই ছিল আমেরিকা মহাদেশের।যে সময় মানুষ নিরাপদে ঘরে থাকা উচিত ছিল,সেই সময় বিশ্বের বেশির ভাগ দেশ প্রত্যাহার করল লকডাউন।শুরু করলো অর্থনীতিক কর্মকান্ড।
বর্তমানে ব্যাপক ছড়াই উতরাই দেখছে বৈশ্বিক অর্থনীতি।ভুক্তভোগী বিশ্বের সব প্রান্তের মানুষ।ভয় বাড়িয়েছে জাতি সংঘও।সংস্থাটি বলেছে তহবিল সংকঠে সংস্থাটির বেশির ভাগ কর্মসুচী বন্ধ হচ্ছে চলতি বছরে।
২৬ ফেব্রুয়ারি ১ম সংক্রমণের তথ্য জানায় ব্রাজিল। ৪ মাস না পেরুতেই তা ছারালো ১০ লাখ এর কোঠায়।কিন্তু চিকিৎসক গবেষকদের মতে তার সংখ্যা তার ৩ গুণ বেশি।তার কারণ দরিদ্র দেশটিতে রয়েছে নমুনা পরীক্ষা সরঞ্জামাদির অভাব ও মানুষের অসতর্কতা।প্রানহানীর দিক থেকেও তালিকার ২য় অবস্থানে রয়েছে দেশটি।কমছে না দৈনিক মৃত্যুহারও। প্রতিবেশি দেশগুলোতেও দ্রুতই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুহার। ( WHO ) বিশ্ব স্বাস্থ্য সংস্থার কঠোর হুশিয়ারী বিদ্যুৎ বেগে ছড়াচ্ছে নোবেল করোনা ভাইরাসের বিস্তার।যার কারণে একেবারে নতুন ও ভয়ংকর ধাপে প্রবেশ করছে বিশ্ব।মহামারী ও লকডাউনের নীতিবাচক প্রভাবে বিপর্যস্ত সেচ্ছাসেবি কর্মকান্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি প্রয়োজনের তুলনায় এক তৃতীয়াংশ সংগ্রহীত হয়েছে তহবিল।চলতি বছরেই বন্ধ হয়ে যেতে পারে অনেক প্রকল্প।
জাতিসংঘের মহাসচিব এন্তেনিও গুতারেশ বলেন কোবিড-১৯ মহামারীর কারণে উত্তান পতন দেখছে বৈশ্বিক অর্থনীতি।বিশ্বের প্রত্যেক কর্মক্ষম ব্যক্তি,ব্যবসায়ি প্রতিষ্ঠান তথা সব প্রান্ত ভুক্তভোগী।বেকারত্ব ও দারিদ্রের দুষ্ট চক্রের পাল্লায় পড়ে না খেয়ে মরবে বিশ্বের কোটি কোটি মানুষ।
বিদ্যুৎ বেগে ছড়াচ্ছে মহামারী, প্রবেশ করছে নতুন ও ভয়ংকর ধাপে
করোনা নিউজ #বাংলা নিউজ # বিডি নিউজ,করোনা নিউজ,বাংলা নিউজ, বিডি নিউজ,
bd news,bangla news corona news,
corona virus, bangla news,bd news.