06/09/2022
নতুন ব্যাচে ভর্তি বিজ্ঞপ্তিঃ ইফতা অনলাইন কোর্স...............................................................
আলহামদুলিল্লাহ। ২ রা সেপ্টেম্বর জুমআ বার সকাল ৮.০০ টায় অনুষ্ঠিত হয়েছে ইফতিতাহ। নিয়মিত দরস আগামী ৯ ই সেপ্টেম্বর জুমআ বার থেকে ইনশাআল্লাহ।
এই ব্যাচে অল্প সংখ্যক আসনে ভর্তির সুযোগ থাকছে আগামী ৮ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।
তথ্য প্রযুক্তির দিক থেকে এখন বাংলাদেশও অনেক এগিয়ে। সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে ব্যস্ততা। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ফাতওয়া প্রদানে পূর্ণাঙ্গ পারদর্শী না হলেও দায়িত্বের কারণে অনেক উলামায়ে হযরতকে দিতে হচ্ছে ফাতওয়া। অনিচ্ছুক ভুলত্রুটি থেকে হেফাজতের লক্ষ্যে এবং খেদমতরত উলামায়ে কিরামদেরকে দেশ বরেণ্য মুফতিদের তত্ত্বাবধানে এনে সঠিক নির্দেশনা এবং কিতাবাদির মুতায়ালার ব্যবস্থা করা সময়ের দাবি।
তারই ধারাবাহিকতায় আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম বাংলাদেশ, উত্তরা, ঢাকা -এর ব্যবস্থাপনায় আগামী ২ সেপ্টেম্বর ২০২২ জুমআ বার থেকে শুরু হতে যাচ্ছে দারুল উলূম দেওবন্দ(ভারত), দারুল উলূম করাচি (পাকিস্তান) এবং মঈনুল ইসলাম হাটহাজারী(বাংলাদেশ) এবং পৃথিবীর খ্যাতিমান আরবী বিশ্ববিদ্যালয় এর সিলেবাসের সমন্বয়ে অনলাইন ইফতা কোর্স ।
📔কেন এই কোর্স?
১. অনলাইনে ছাড়া অফলাইনে এই মানের উস্তাযদের একসাথে পাওয়া সম্ভব নয়।
২. খেদমতে থাকার কারণে সরাসরি ক্লাস করার সুযোগ যাদের নেই।
৩. ক্লাসের বাইরেও যে কোন সময় পৃথিবীর যে কোন সহপাঠীর সাথে কিতাব মুতালা'আ করা যায়।
৪. যে কোন প্রয়োজনে উস্তাযদের সাথে যোগাযোগ করা যায়।
৫. পরীক্ষায় উত্তীর্ণদের ইফতার/ মুফতির সনদ দেয়া হয়।
المنهج الدراسي للتخصص في الفقه الإسلامي والإفتاء
--------------------------------------------
♦️الفترة الأولى
ا. تفسير آيات الاحكام
للدكتور محمد علي الصابوني (الايات المختارة)
٢. أصول الإفتاء وآدابه
لشيخ الاسلام محمد تقي العثماني
٣. أدلة الحنفية على المسائل الفقهية
للشيخ المحدث الحنفي محمد عبد الله بن مسلم البهلوي
٤. الوجيز في اصول الفقه للدكتور عبد الكريم زيدان
♦️ الفترة الثانية
ا. الفتاوى السراجية للامام سراج الدين الحنفي
٢. بحوث في قضايا فقهية معاصرة
للعلامة المفتي تقي عثماني
٣. الاشباه والنظائر للعلامة الشيخ ابن نجيم و قواعد الفقه للعلامة المفتي عميم الاحسان رحمه الله
٤. الفقه الاكبر للامام الاعظم ابي حنيفة رحمه الله ما شرحه ملا علي
القاري رحمه الله
٥. عقود رسم المفتي
♦️الفترة الثالثة
١. السراجي في الميراث
٢.فقه الاولويات للامام الدكتور يوسف القرضاوي
المقاصد الشرعية،، علوم الحديث
٣. التمرين على الفتاوى
٥. درر المختار
📗 সমাপনী পরীক্ষার পূর্বে স্বহস্তে লিখিত ৩০টি তামরীনে ফাতওয়া জমা দিতে হবে।
🧿 সম্মানিত কোর্স তত্ত্বাবধায়ক ও উস্তায বৃন্দ
১. আল্লামা হাফেজ মাওলানা ক্বারী আতাউল্লাহ হাফেজ্জী( দাঃ বাঃ)
সাহেবজাদা, হাফিজ্জী হুজুর (রহ)
২. মুফতি মাওলানা রফিকুল ইসলাম মাদানী দা.বা.
শায়খুল হাদীস ও প্রধান মুফতি ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা।
৩. শায়খুল হাদীস মুফতি বশিরুল্লাহ কাসেমী (দা.বা)
প্রধান মুফতি, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানীনগর, ঢাকা।
৪.শাইখুল হাদীস আল্লামা মুফতি নেছার আহমাদ লাহোরী দাঃ বাঃ
মুহতামিম, দারুল উলূম বাংলাদেশ
প্রাক্তন মুহাদ্দিস ও মুফতি, জামিয়া হোসাইনিয়া আশরাফিয়া (বড় কাটরা) মাদরাসা, চকবাজার, ঢাকা
৫.শাইখুল হাদিস মুফতি মাও: মামুনুর রশিদ দাঃ বাঃ
নায়েবে মুহতামিম, দারুল উলূম বাংলাদেশ ও
মুহাদ্দিস, জামিআ দারুল উসওয়া, রাজশাহী।
৬. ড. হাফেজ মুফতি যাকারিয়া নূর (দাঃ বাঃ)
খতীব, বাইতুন নূর মসজিদ কমপ্লেক্স, বিজয় নগর, ঢাকা ও সিনিয়র মুফতি, দারুল উলূম বাংলাদেশ।
৭.শাইখুল হাদিস মুফতি রফিকুল ইসলাম মিয়াজী ( দাঃ বাঃ)
খতীব, বারিধারা শাহী জামে মসজিদ, ঢাকা ও মুফতি, দারুল উলূম বাংলাদেশ।
৮. শাইখুল হাদিস মুফতি মুস্তাফিজুর রহমান আল মাক্কী (দা. বা)
মুফতি, দারুল উলূম বাংলাদেশ।
০৯. শাইখুল হাদীস মুফতি মাও: এমদাুল্লাহ (দা.বা)
প্রিন্সিপাল, মারকাজুল কুরআন মাদরাসা, উত্তরখান, ঢাকা।
১০. শায়খুল হাদীস মাও. আহমাদ ইউসুফ ( দা.বা)
লেখক,গবেষক ও অনুবাদক
১১. মুফতি মাও: মো:আহমাদুল্লাহ (দাঃ বাঃ)
শায়খুল হাদীস, জামিয়া ইসলামিয়া, উত্তরখান, ঢাকা।
১২. শাইখুল হাদীস মুফতি আব্দুল কাইয়ুম (দাঃ বাঃ)
শিক্ষা পরিচালক ও প্রধান মুফতি, কাসেমুল উলুম মাদ্রাসা, ফরিদপুর
১৩. শাইখুল হাদিস মুফতি মুনীরুল ইসলাম
মুহাদ্দিস, মদীনাতুল উলূম মাদরাসা, ঢাকা
১৪. শাইখুল হাদিস মুফতি আবুবকর রিশাদ
মুফতি, দারুল উলূম বাংলাদেশ
১৫. মুফতি মাহমুদুল হাসান
মুফতি, দারুল উলূম বাংলাদেশ।
🧿 দাওরা-ই- হাদীস/কামিল উত্তীর্ণ বা সমমানের দেশীয় কিংবা বৈদেশিক ডিগ্রীধারীরা এক বছর মেয়াদী(৩ সেমিস্টার) এ কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। কোর্স শেষে উত্তীর্ণদের ইফতা সনদ প্রদান করা হবে।
🧿 ক্লাস হবে জুম/ অনলাইন মাধ্যমে। সপ্তাহে ২ দিন জুমআ বার ভোর ৫.৩০ টা থেকে সকাল ৯.০০ টা ও শনিবার ভোর ৫.৩০টা থেকে সকাল ৮.০০টা পর্যন্ত ক্লাস চলবে। এছাড়া প্রয়োজন সংখ্যক আরও বিশেষ ক্লাস রুটিনে উল্লেখ থাকবে। কিতাবাদি মুতালাআ করার জন্য ২৪ ঘণ্টা জুম ওপেন থাকবে।
🧿 প্রতি ৪ মাসে ১ সেমিস্টার এভাবে মোট ৩ সেমিস্টার বা ১ বছর কোর্সের মেয়াদকাল।
🧿 ৩ সেমিস্টারের প্রথম দুই সেমিস্টার শেষে লিখিত ও মৌখিক পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে আর ৩য় বা সমাপনী সেমিস্টার শেষে লিখিত ও ভাইভ পরীক্ষায় ঢাকাতে স্বশরীরে অংশ গ্রহণ করতে হবে। এজন্য ইফতার সনদে অনলাইন লেখা থাকবে না।
🧿 বিদেশে অবস্থানরত বাংলাদেশী/বিদেশি নাগরিকদের জন্য অনলাইনে পরীক্ষা দেয়ার বিশেষ সুযোগ রয়েছে।
📒 প্রতিটি বিষয়ে জুম ক্লাসে উপস্থিতির জন্য ১০ নম্বর রয়েছে।
📒 প্রতিটি ক্লাসের প্রয়োজনীয় নোট, প্রশ্ন এবং ভিডিও গ্রুপে আপলোড দেয়া হয়।
📒 ভর্তি ফি ১০০০/- মাসিক বেতন ৫০০/- ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষার ফি ৫০০/- এবং সমাপনী পরীক্ষার ফি ৫০০/- প্রদান করতে হবে।
সেক্ষেত্রে প্রতি সেমিস্টারের (৪ মাস) বেতন একসাথে সেমিস্টার এর শুরুতে প্রদান করতে হবে।
🧿দেশ-বিদেশের যে কোন স্থান থেকে ক্লাসে অংশ নিতে পারবেন Zoom Cloud Meeting App's টি ইনস্টল করে।
আরো বিস্তারিত জানতে......এবং ভর্তি হতে আজই যোগাযোগ করুন-
📞 01825153043
📞 01984562369
📞 01712864956
https://www.facebook.com/দারুল-উলূম-বাংলাদেশ-دار-العلوم-بنغلاديش-101185172596003/
https://www.facebook.com/profile.php?id=100080652972455