24/12/2024
তোমাকে সব কথা বলে দেওয়ার পর আমার নিজেকে একটা ফাঁকা ঘর মনে হয়।
কোন আসবাবপত্র নেই, ভিতরে কোন দেয়াল, কোন পর্দা
নেই কোন রান্নাঘর, কোন গোসলখানা।
কেবল একটা ঘর, ঝকঝকে যার মেঝে।
যেখানে দক্ষিণের জানালা দিয়ে অনবরত রহমতের বাতাস আসে৷
তোমার কাছে সব ব্যাথা ,সব দুঃখ, সব অভাব জমা দিয়ে আমি একটা শীতলঝর্ণার নিচে বসে থাকি।
আর দেখি আমার দেওয়া সমস্ত কিছু আকড়ে ধরে তুমি কিভাবে নীল হতে থাকো।
আমার আর নতুন কথা জমাতে ইচ্ছে করে না,
তোমার কাছ থেকে কিছু ফেরত নিতেও ইচ্ছে করে নাহ
একটা ফাঁকা ঘর হয়ে থাকতে ইচ্ছে করে
শীতল ঝর্ণার নিচে বসে বসেই আমার কবরে চলে যে ইচ্ছে করে
এই ধাধার পৃথিবী ছেড়ে।
তুমি আবার আমাকে সার্থপর ভাববে না তো?
লিখা-দেবব্রত মুখোপাধ্যায়।