World Dawah.24

  • Home
  • World Dawah.24

World Dawah.24 Md Anas Nizami

16/07/2024

❁ নব-ঈমানের ডাক ❁

মুসলিমবিশ্বে আজ ইসলামের দাওয়াতকে নতুনরূপে ছড়িয়ে দেওয়া খুবই প্রযে়াজন। এ কাজে যারা আত্মনিয়োগ করবে সেই দায়ি ও কর্মবীরদের সোল্গান ও লক্ষ্য হবে—ঈমানের নবায়ন। শুধু সোল্গানই যথেষ্ট নয়। কাজে নেমে পড়ার আগে সুচিন্তিত রূপরেখা প্রণয়ন আবশ্যক। আবশ্যক গভীর ও বিন্যস্ত চিন্তার--- কীভাবে আমরা শিক্ষিত সমাজকে নতুন করে ইসলামের দিকে ফিরিয়ে আনতে পারি। কীভাবে তাদের মাঝে ঈমান ও ইসলামের প্রতি বিশ্বাস পুনর্জাগ্রত করতে পারি। পশ্চিমা দর্শন এবং আধুনিক সভ্যতা ও তার ধর্মহীন চিন্তাধারার দাসত্ব থেকে তাদের কীভাবে মুক্ত করতে পারি।
ধর্মহীনতার ভয়াল স্রোত পৃ: ৩২
সাইয়িদ আবুল হাসান আলি নদবি রহ.

وَلَلْءَاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম।• আদ-দুহা | আয...
13/07/2024

وَلَلْءَاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ
আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম।
• আদ-দুহা | আয়াত ৪
📍লোকেশন: মেঘনাঘাট, সুবর্ণচর, নোয়াখালী
Mohammad Anas


29/06/2024

বিয়ে বন্ধের যাদুর রুকইয়াহ শারইয়া চলছে

29/06/2024

সফল হওয়ার আগে সাফল্যের কথা বলে বেড়ালে সেই সফলতায় বাধা সৃষ্টি হয়। এজন্য সফল হওয়ার আগে সাফল্যের কথা বলা থেকে বিরত থাকুন।
✍️মুহা.আনাছ নিজামী।

★ আল্লাহর পক্ষ হতে পরীক্ষা ★দুনিয়ার জীবনে যদি শাস্তি প্রাপ্ত হোন তবে এতে আশ্চর্যের কিছু নেই, কেননা আপনি গুনাহ করেছেন। শা...
08/06/2024

★ আল্লাহর পক্ষ হতে পরীক্ষা ★

দুনিয়ার জীবনে যদি শাস্তি প্রাপ্ত হোন তবে এতে আশ্চর্যের কিছু নেই, কেননা আপনি গুনাহ করেছেন। শাস্তিটি হতে পারে আপনার রোগাক্রান্ত হওয়ার মাধ্যমে, আপনার ব্যবসায় লোকসান হওয়ার মাধ্যমে আথবা কোন ভাবে আপনার রিযিক কমে যাওয়ার মাধ্যমে। আশ্চর্য হওয়ার কিছু নেই যদি আপনি অনেক পরীক্ষার সম্মুখীন হন অথবা যদি এমন হয় যে আল্লাহ আপনার দু'আ কবুল করছেন না; এবং আপনি বিভিন্ন পরীক্ষা ও যন্ত্রণার আক্রান্ত হয়েছেন। সর্বশক্তিমান আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে বলেছেন, أَوَ لَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ كَانُوا مِنْ قَبْلِهِمْ كَانُوا هُمْ أَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَ أَثَارًا فِي الْأَرْضِ فَأَخَذَهُمُ اللَّهُ بِذُنُوبِهِمْ وَمَا كَانَ لَهُمْ مِّنَ اللَّهِ مِنْ وَاقٍ.

অর্থ: "তারা কি দেশ বিদেশ ভ্রমণ করে না, যাতে দেখত তাদের পূর্বসুরিদের কি পরিণাম হয়েছে? তাদের শক্তি ও কীর্তি পৃথিবীতে এদের অপেক্ষা অধিকতর ছিল। অতঃপর আল্লাহ তাদেরকে তাদের গুনাহের কারণে ধৃত করেছিলেন এবং আল্লাহ থেকে তাদেরকে রক্ষাকারী কেউ হয়নি।" (সূরা গাফির ৪০.)
Mohammad Anas



সৌদি আরবের আকাশে যিলহজের চাঁদ দেখা গেছে। বাংলাদেশে জুমাবার সন্ধ্যা থেকে ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মৌসুম শুরু হতে পারে। আসু...
07/06/2024

সৌদি আরবের আকাশে যিলহজের চাঁদ দেখা গেছে। বাংলাদেশে জুমাবার সন্ধ্যা থেকে ইবাদতের দ্বিতীয় বৃহত্তম মৌসুম শুরু হতে পারে। আসুন, হারিয়ে যাওয়া ইবাদতের ওপর আমল এবং এর প্রচার ও প্রতিষ্ঠা করি।

10/05/2024

রাসূল ﷺ যে দু'আটি বেশি বেশি পাঠ করতেন ✨

শাহর ইবনু হাওশাব (রাহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, উম্মু সালামাহ (রাযিঃ)-কে আমি বললাম, হে উম্মুল মু’মিনীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে অবস্থানকালে অধিকাংশ সময় কোন দু’আটি পাঠ করতেন? তিনি বললেন, তিনি অধিকাংশ সময় এ দু’আ পাঠ করতেনঃ

“হে মনের পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর স্থির রাখ"।

উম্মু সালামাহ (রাযিঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি অধিকাংশ সময় “হে মনের পরিবর্তনকারী! আমার মনকে তোমার দ্বীনের উপর স্থির রাখ” দু’আটি কেন পাঠ করেন? তিনি বললেনঃ হে উম্মু সালামাহ! এরূপ কোন মানুষ নেই যার মন আল্লাহ তা’আলার দুই আঙ্গুলের মধ্যবর্তীতে অবস্থিত নয়। যাকে ইচ্ছা তিনি (দ্বীনের উপর) স্থির রাখেন এবং যাকে ইচ্ছা (দ্বীন হতে) বিপথগামী করে দেন। ~সুনান আত তিরমিজী ৩৫২২

03/05/2024

যুবকরা উজ্জীবিত হোক ঈমানী চেতনায়। 💪
✍️মুহা.আনাছ নিজামী।

গায:যার উদ্দেশ্য ত্রান যাচ্ছে.. 🇪🇬🚛🚛🚛🇵🇸 🇧🇩আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ ২৯ শে এপ্রিল “মিশর বাইতুয যাকাত এন্ড...
29/04/2024

গায:যার উদ্দেশ্য ত্রান যাচ্ছে.. 🇪🇬🚛🚛🚛🇵🇸 🇧🇩
আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ ২৯ শে এপ্রিল “মিশর বাইতুয যাকাত এন্ড সাদাকাত হাউস” যুদ্ধ বিধ্বস্ত গায:যাবাসীর জন্য ৭ম দফায় ত্রাণবহর প্রেরণ করছে। উক্ত বহরে আপনাদের নির্ভরযোগ্য চ্যারিটি ফাউন্ডেশন ❝বাংলাদেশ ফিলিস্তিন মৈত্রী সংস্থা Bangladesh Palestine Friendship Organization-BPFO)❞ এর মাধ্যমে 🇧🇩বাংলাদেশী জনগণের পক্ষ থেকে ১৪ টি লরি লাল সবুজের পতাকা বহন করে গায:যার উদ্দেশ্য রওয়ানা হয়েছে। আলহামদুলিল্লাহ।

ত্রাণের সপ্তম বহরের বিষয়ে "বাইতুয যাকাত এন্ড সাদাকাত হাউস" জানায় যে, আজ কায়রো থেকে প্রায় ১৮৪০ টন জরুরি খাদ্য সামগ্রী ও ঔষধ পত্রের সর্বমোট ১১৫ টি লরি গায:যার উদ্দেশ্য রওয়ানা হয়েছে। যার সাথে 🇧🇩বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রায় ৩৫ টি লরির জরুরি খাদ্য ও ওষুধ সমগ্রী যুক্ত হয়েছে।

প্রিয় দাতাগণ!
গায:যাবাসীর জন্য আপনাদের ভালোবাসায় সিক্ত অনুদানগুলো আমরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে আযহারের চ্যারিটি ফান্ডে পৌঁছে দেওয়ার মাধ্যমে আপনাদের পক্ষ থেকে আমাদের উপর ন্যস্ত আমানতের জিম্মাদারী যথাযথভাবে পূরণ করতে পেরেছি বলে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। এবং প্রথম কেবলা ও গায:যার প্রতি আপনাদের দিল খোলা ভালবাসাগুলোর প্রতিদান একমাত্র আল্লাহর কাছেই কামনা করছি। মহান আল্লাহ আমাদের সবার প্রচেষ্টাগুলো কবুল করুন! আমীন।

প্রিয় দেশবাসী!
আপনারা অবশ্যই অবগত আছেন যে, প্রথম দফায় গায:যাগামী লাল সবুজের পতাকাবাহী বাংলাদেশের লরির সংখ্যা ছিল মাত্র ১ টি। এরপর ৫ থেকে ৮ টিতে উন্নিত হয়। সর্বশেষ আপনাদের যৌথ প্রচেষ্টায় ও ভালোবাসায় এবার লাল সবুজের পতাকাবাহী সর্বমোট প্রায় ৩৫ টি লরি গায:যাহ উপত্যকার উদ্দেশ্য রওয়ানা হয়েছে। যার মধ্যে ১৪ টি লরি আপনাদের প্রিয় সংস্থা BANGLADESH PALESTINE FRIENDSHIP ORGANIZATION -BPFO এর নিজস্ব ব্যবস্থাপনায় পাঠানো হচ্ছে। আলহামদুলিল্লাহ্।

ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য একদিন লাল সবুজের শত লরির পূর্ণ একটি ত্রাণবহর গায:যাবাসীর জন্য পাঠানো হবে। যেদিন আযহার বলবে এ দফা শুধুমাত্র লাল সবুজের বাংলাদেশেরই। এ আয়োজন মানবতার পক্ষে বাংলাদেশের আপামর জনসাধারণের।

উল্লেখ্য, যারা ৬/৪/২০২৪ তারিখের পূর্বে আমাদের কাছে অনুদান পৌঁছিয়েছেন, আজকের প্রেরিত লরিগুলো তাদের অনুদানেই প্রস্তুত হয়েছে। এবং উক্ত তারিখের পরবর্তী অনুদানগুলো সামনের বহরে যুক্ত হবে।
আগামী দফায় আমাদের লক্ষ্য হচ্ছে অর্ধ শত লরি প্রেরণ করা। তাই পূর্বের ন্যায় আমাদের সাথেই থাকুন।

ধন্যবাদন্তে :
বাংলাদেশ ফিলিস্তিন মৈত্রী সংস্থা
( Bangladesh Palestine Friendship Organisation—BPFO )

28/04/2024

23/04/2024


19/04/2024


Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when World Dawah.24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to World Dawah.24:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share