12/02/2022
"গোবিন্দগঞ্জে একটি পরিত্যক্ত ঘর ও কয়েকজন মানুষের আলো ছড়ানোর গল্প।"
সময়টা ২০২০ সালের অক্টোবর মাস। তখন করোনা মহামারিতে স্থবির বিশ্ব, শিক্ষা প্রতিষ্ঠানও ছুটি। ছুটির এই সময়টাতে সমাজের মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়ানোর উদ্যোগ নেন রাশেদ, সজল ও মিলি আপু। স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী তরুণ, শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টা নিয়ে কর্মযজ্ঞে নামেন তাঁরা।
তরুণদের শক্ত হাতের প্রচেষ্টায় তৈরি হয় বাঁশের তাক, প্রাণ ফিরে পায় একটি পরিত্যক্ত ঘর, গড়ে ওঠে একটি জ্ঞানালয় 'আলোর ভুবন পাঠাগার'। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার পারগয়ড়া বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের ঠিক পাশেই অবস্থিত আলোকবর্তিকাসম এ পাঠাগারটি।
শুধু বই পড়ানোই নয়, আরো কিছু সামাজিক ও সাংস্কৃতিক বিষয় নিয়েও কাজ করে আসছে আলোর ভুবন। তার মধ্যে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপন ইত্যাদি।
সর্বোপরি, নানা ধরনের মানসম্মত বইয়ের সমাহারে গড়ে ওঠা আলোর ভুবন পাঠাগার স্থানীয় সমাজে আলো ছড়িয়ে যাচ্ছে সর্বক্ষণ। আলোর ভুবনের মত পাঠাগার গড়ে উঠুক দেশের প্রত্যেকটি গ্রামে। বইমুখী হোক তরুণ সমাজ, জ্ঞানের আলোয় ভরে উঠুক দেশ।