29/04/2021
ব্রেকিং নিউজঃ-
এসএসসি ২০২১ শিক্ষার্থীদের অটোপাশের সুযোগ নেই, বরং পরীক্ষা নেয়ার মাধ্যমেই পরবর্তী শ্রেনিতে প্রমোশন দেয়া হবে
এক্ষেত্রে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বোর্ড সম্বনায়ক ও জাতীয় কারিগরি কমিটি আজকের মিটিংয়ে ৩টি প্রস্তাবনা নিয়ে এসেছেন, যার মধ্য থেকে যেকোনো একটি প্রস্তাব পাশ করে উক্ত মাধ্যমে এবছরের পরীক্ষা নেয়া হবে
প্রস্তাবনা ৩টিঃ
১.অনলাইন এক্সাম (এক্ষেত্রে প্রত্যেককে অন্তত পরীক্ষার ৩ ঘন্টা সময় ইন্টারনেটের আওতায় এনে এবং নিরবিচ্ছিন্ন বিদুৎ সরবারাহের জন্য -উক্ত মন্ত্রণালয়ের সাথে কথা বলার মাধ্যমে নিশ্চিত করেই পরীক্ষা নেয়া হবে)
২.সংশ্লিষ্ট বিষয়গুলোকে একত্র করে বিষয় কমিয়ে,কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেয়া
৩.গুরুত্বানুসারে শুধুমাত্র বিভাগ ভিত্তিক বিষয়গুলোর পরীক্ষা নেয়া
উক্ত প্রস্তাবনা তিনটির যেকোনো একটিকে বাছাইয়ের মাধ্যমে এবছরের এসএসসি পরীক্ষা হবে
ঈদের পর চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে পরীক্ষার রুটিন প্রনোয়ন করে জানিয়ে দেয়া হবে
আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহকে মাথায় রেখে রুটিন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কারিগরি কমিটি
️বি.দ্রঃ ৬০দিন ক্লাস সশরীরে করানো সম্ভব না হলে অনলাইনে তা সম্পন্ন করা হবে এবং আরো ১৫দিন সময় দিয়েই পরীক্ষা নেয়া হবে।