বাংলার শিল্পে বিশ্বের নজর!
বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, ২০২৫
📆 ৫-৬ ফেব্রুয়ারি
নিজের রাজ্যকে নিয়ে গর্ব করুন! কারণ বাংলা মানে পর্যটনে বিকাশ!
• পশ্চিমবঙ্গে ১৬টি বন্যপ্রাণ অভয়ারণ্য ও ৬টি জাতীয় উদ্যান রয়েছে।
• নদী পর্যটন: ২০টি বিলাসবহুল ক্রুজ চালু হয়েছে পশ্চিমবঙ্গে।
• কলকাতার দুর্গাপুজো ইউনেস্কো-র 'ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি'-র তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
• পশ্চিমবঙ্গে মোট ৩টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে: সুন্দরবন, শান্তিনিকেতন ও দার্জিলিং-হিমালয় রেলপথ।
• পশ্চিমবঙ্গে রয়েছে সর্বোন্নত MICE ট্যুরিজমের সুবিধা যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে শীর্ষস্থানীয়।
• ৫,১৬৫টি হোমস্টে-সহ ভারতের শীর্ষস্থানীয় হোমস্টে-গন্তব্য এই রাজ্য।
• ২০২৫-২৬ বর্ষে ৩২টি বিলাসবহুল হোটেল চালু হতে চলেছে।
#BGBS2025 #WestBengal
কেন্দ্রীয় বাজেট সাধারণ মানুষের জন্য নয়, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আর আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে এই বাজেট বানিয়েছে বিজেপি সরকার।
বাংলাকে আগেও বঞ্চিত রেখেছিল, এই বাজেটেও বাংলার জন্য কিছুই নেই। বাংলা থেকে নির্বাচিত ১২ জন বিজেপি সাংসদ এখনও মুখে কুলুপ এঁটেই থাকবে— সংসদের বাইরে সরব হলেন আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাংলার স্বাস্থ্য ক্ষেত্রে বাজেট বৃদ্ধি ৫ গুণ! বাংলার স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোয় আমূল পরিবর্তন এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাত ধরে।
#BanglarGorboMamata #MamataBanerjee #WestBengal #viralreelschallenge
কোন ঘটনা দিদিকে ভাবিয়েছিল? আজকের জনকল্যাণমূলক প্রকল্পগুলির নেপথ্যের ঘটনাটি শুনে নিন
#MamataBanerjee #viralreelschallenge #reels #BanglarGorboMamata
শীতকালীন মেলায় বিকল্প অর্থনীতি!
ডিসেম্বর-জানুয়ারি মাসে গোটা বাংলা জুড়ে চলে বিবিধ মেলা। একদিকে যেমন এই মেলাগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠে সামাজিক মিলনক্ষেত্র, অন্যদিকে তেমন বাংলার অসংখ্য মানুষের জন্য আয়ের উৎসস্থল এই উৎসবগুলো।
মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির শুরু হচ্ছে ২ জানুয়ারি, ২০২৫ থেকে।
২ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি ডায়মণ্ড হারবার বিধানসভার যে ৪১টি জায়গায় শিবির অনুষ্ঠিত, এক ঝলকে দেখে নিন সেই তালিকা 👇🏼
আজ ঠিক সন্ধ্যা ৭ টায় News 18 Bangla তে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে ভুলবেন না।
#MamataBanerjee
বাংলা আজ যা ভাবে, ভারত ভাবে আগামীকাল।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আজ গোটা দেশের কাছে মডেল। জয় বাংলা!
দলের একাংশের নেতারা দলের পোস্ট দেখে আঙুল দিয়ে ঠেলে তুলে দেয়। শেয়ার, কমেন্ট তো দূর, লাইক পর্যন্ত করে না। তাই সোশ্যাল মিডিয়া কর্মীরা নিষ্ক্রিয়।
এই কি বিজেপির নারী শক্তির বন্দনা?
'দেহ ব্যবসা' চালানোর অভিযোগে, শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি পঞ্চায়েত প্রধান বিমল দাসকে হাতেনাতে ধরল পুলিশ। এভাবেই কি বেটি বাঁচানোর বেটি পড়ানোর বার্তা দিতে চাইছেন শুভেন্দু অধিকারীরা? প্রশ্ন তুললেন মাননীয়া সাংসদ জুন মালিয়া।
All India Trinamool Congress
ঘূর্ণিঝড় 'ডানা' মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রাজ্য সরকার! মুখ্যমন্ত্রী *মমতা বন্দ্যোপাধ্যায়* জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই বিপজ্জনক এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে, এবং *NDRF* ও *SDRF* টিমকে প্রস্তুত রাখা হয়েছে।
👉 *আপনারা সকলেই সতর্ক থাকুন*!
👉 *আপনারা সকলেই সুরক্ষিত থাকুন*!