Bhim Chandra Halder

  • Home
  • Bhim Chandra Halder

Bhim Chandra Halder Berhampore Murshidabad District Trinamool Youth Congress Member

দুয়ারে সরকার-এর ৯ম পর্যায়ে রাজ্যজুড়ে আয়োজিত ১.০৫ লক্ষেরও বেশি শিবিরে ১.০৭ কোটিরও বেশি মানুষ এসেছেন।ইতিমধ্যেই ৭৬ লক্ষে...
02/02/2025

দুয়ারে সরকার-এর ৯ম পর্যায়ে রাজ্যজুড়ে আয়োজিত ১.০৫ লক্ষেরও বেশি শিবিরে ১.০৭ কোটিরও বেশি মানুষ এসেছেন।

ইতিমধ্যেই ৭৬ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ৫০%-এরও বেশি আবেদন ইতিমধ্যেই প্রক্রিয়াকরণ করা হয়েছে।

সমস্ত আবেদন ২০২৫ সালের ২৮শে ফেব্রুয়ারির মধ্যে প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে।

দুয়ারে সরকার-এর সাফল্যের এই তথ্যটি শেয়ার করে রাজ্যের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়।


02/02/2025

বাংলার শিল্পে বিশ্বের নজর!
বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, ২০২৫
📆 ৫-৬ ফেব্রুয়ারি

প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় গিয়ে যেকোনও বিপদে পড়লে বাংলার বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের ওই ২৪ ঘণ্টার ...
01/02/2025

প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় গিয়ে যেকোনও বিপদে পড়লে বাংলার বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের ওই ২৪ ঘণ্টার হেল্পলাইনে যোগাযোগ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ০৩৩-২২১৪-৩৫২৬ এবং ১০৭০ নিঃশুল্ক নম্বর দুটিতে যোগাযোগ করা যাবে।

01/02/2025

নিজের রাজ্যকে নিয়ে গর্ব করুন! কারণ বাংলা মানে পর্যটনে বিকাশ!

• পশ্চিমবঙ্গে ১৬টি বন্যপ্রাণ অভয়ারণ্য ও ৬টি জাতীয় উদ্যান রয়েছে।

• নদী পর্যটন: ২০টি বিলাসবহুল ক্রুজ চালু হয়েছে পশ্চিমবঙ্গে।

• কলকাতার দুর্গাপুজো ইউনেস্কো-র 'ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি'-র তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

• পশ্চিমবঙ্গে মোট ৩টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে: সুন্দরবন, শান্তিনিকেতন ও দার্জিলিং-হিমালয় রেলপথ।

• পশ্চিমবঙ্গে রয়েছে সর্বোন্নত MICE ট্যুরিজমের সুবিধা যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে শীর্ষস্থানীয়।

• ৫,১৬৫টি হোমস্টে-সহ ভারতের শীর্ষস্থানীয় হোমস্টে-গন্তব্য এই রাজ্য।

• ২০২৫-২৬ বর্ষে ৩২টি বিলাসবহুল হোটেল চালু হতে চলেছে।

01/02/2025

কেন্দ্রীয় বাজেট সাধারণ মানুষের জন্য নয়, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আর আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে এই বাজেট বানিয়েছে বিজেপি সরকার।

বাংলাকে আগেও বঞ্চিত রেখেছিল, এই বাজেটেও বাংলার জন্য কিছুই নেই। বাংলা থেকে নির্বাচিত ১২ জন বিজেপি সাংসদ এখনও মুখে কুলুপ এঁটেই থাকবে— সংসদের বাইরে সরব হলেন আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

২০ জানুয়ারি, সোমবার থেকে জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদহ ও আলিপু...
20/01/2025

২০ জানুয়ারি, সোমবার থেকে জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদহ ও আলিপুরদুয়ারে তাঁর সরকারি কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে ৩ জেলায় সাজো সাজো রব!

19/01/2025
18/01/2025

বাংলার স্বাস্থ্য ক্ষেত্রে বাজেট বৃদ্ধি ৫ গুণ! বাংলার স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোয় আমূল পরিবর্তন এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হাত ধরে।

GJEPC-এর পরিকল্পনায়, বাংলার কারিগরদের দক্ষতাকে কাজে লাগিয়ে, ফ্যাশন ও কস্টিউম জুয়েলারির হাব গড়ে উঠতে চলেছে। এর ফলে, বা...
18/01/2025

GJEPC-এর পরিকল্পনায়, বাংলার কারিগরদের দক্ষতাকে কাজে লাগিয়ে, ফ্যাশন ও কস্টিউম জুয়েলারির হাব গড়ে উঠতে চলেছে।

এর ফলে, বাংলার অর্থনীতির ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা হল!

বাংলায় চালু হবে বিশ্বের প্রথম কার্বন ক্রেডিট কার্ড!গণপরিবহণ ব্যবহারে ঝোঁক বাড়ানো, প্লাস্টিক ব্যাগ বর্জন, সাইকেল ব্যবহার...
18/01/2025

বাংলায় চালু হবে বিশ্বের প্রথম কার্বন ক্রেডিট কার্ড!

গণপরিবহণ ব্যবহারে ঝোঁক বাড়ানো, প্লাস্টিক ব্যাগ বর্জন, সাইকেল ব্যবহার করা, বর্জ্যের পুনর্ব্যবহার-সহ একাধিক বিষয়ে ব্যক্তিগত কার্বন ফুট প্রিন্ট কমাতেই এই উদ্যোগের পরিকল্পনা করা হয়েছে।

এই কার্ড প্রাথমিকভাবে স্কুলের ‘ইকো ক্লাবে’ পড়ুয়াদের জন্য ইস্যু করা হবে। আমাদের লক্ষ্য, একসঙ্গে গড়ে তুলবো পরিবেশবান্ধব বাংলা।

Welcome to Murshidabad  20th January Mamata Banerjee Didi 🙏
17/01/2025

Welcome to Murshidabad 20th January Mamata Banerjee Didi 🙏

বসুধৈব কুটুম্বকম! গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের এয়ারলিফটের ব্যবস্থা এক মানবিক দৃষ্টান্ত। এই ...
13/01/2025

বসুধৈব কুটুম্বকম!
গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের এয়ারলিফটের ব্যবস্থা এক মানবিক দৃষ্টান্ত।
এই পরিষেবা মানবসেবা এবং সহানুভূতির প্রকৃত পরিচয় বহন করে। আসুন আমরা সর্বত্র ভালোবাসা ও কৃতজ্ঞতা ছড়িয়ে দিই!

প্রতিষ্ঠা বার্ষিকীর জাতীয়তাবাদী সংগ্রামী অভিনন্দন।
31/12/2024

প্রতিষ্ঠা বার্ষিকীর জাতীয়তাবাদী সংগ্রামী অভিনন্দন।

মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ একটি জনকল্যাণমূলক উদ্যোগ যা ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল...
29/12/2024

মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ একটি জনকল্যাণমূলক উদ্যোগ যা ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের সুস্বাস্থ্যের জন্য নিবেদিত।

গ্রাম বাংলার মানুষের জন্য দিদির ডিজিটাল উদ্যোগ!আর যেতে হবে না পঞ্চায়েত অফিসে! কারণ এখন আয়, জাতি, বাসস্থান, চরিত্রের শং...
29/12/2024

গ্রাম বাংলার মানুষের জন্য দিদির ডিজিটাল উদ্যোগ!

আর যেতে হবে না পঞ্চায়েত অফিসে! কারণ এখন আয়, জাতি, বাসস্থান,
চরিত্রের শংসাপত্র সহ ৬টি গুরুত্বপূর্ণ নথি অনলাইনে পাবেন গ্রাম বাংলার মানুষ।

বাংলায় এবার ড্রোনের মাধ্যমে নজরদারি ও জনসচেতনতামূলক প্রচার করবে পুলিশ।পশ্চিম মেদিনীপুর পুলিশের বড় উদ্যোগ।শীঘ্রই সারা র...
28/12/2024

বাংলায় এবার ড্রোনের মাধ্যমে নজরদারি ও জনসচেতনতামূলক প্রচার করবে পুলিশ।পশ্চিম মেদিনীপুর পুলিশের বড় উদ্যোগ।
শীঘ্রই সারা রাজ্যে চালু হবে এই পরিষেবা।

হেলথ স্কিমে যুক্ত হল আরও ১৩ হাসপাতাল – উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব রাজ্যের। এর ফলে বিভিন্ন জেলায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত সর...
28/12/2024

হেলথ স্কিমে যুক্ত হল আরও ১৩ হাসপাতাল – উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব রাজ্যের। এর ফলে বিভিন্ন জেলায় কর্মরত এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও আধিকারিকরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা নিতে পারবেন সেইসব হাসপাতাল থেকে। ক্যাশলেস ট্রিটমেন্ট করাতে পারবেন সরকারি কর্মীরা।

28/12/2024

শীতকালীন মেলায় বিকল্প অর্থনীতি!

ডিসেম্বর-জানুয়ারি মাসে গোটা বাংলা জুড়ে চলে বিবিধ মেলা। একদিকে যেমন এই মেলাগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠে সামাজিক মিলনক্ষেত্র, অন্যদিকে তেমন বাংলার অসংখ্য মানুষের জন্য আয়ের উৎসস্থল এই উৎসবগুলো।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Bhim Chandra Halder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhim Chandra Halder:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share