14/06/2024
জিলহজ মাসের ৯ তারিখ পবিত্র আরাফাত দিবস। আরাফাহ আরবি শব্দ। এর অর্থ হচ্ছে চেনা, জানা। এটি তওবা করার দিবস, ক্ষমা প্রার্থনা করার দিবস। আরাফাতের ময়দান বিচার দিবসের হাশরের ময়দানের কথা স্মরণ করিয়ে দেয়।১৫ ই জুন শনিবার। পবিত্র আরাফার দিন।
❝আরাফাহ দিবসের ১টি সিয়াম রাখলে- ২ বছরের গোনাহ মাফ হয়ে যায়!
সুবহানাল্লাহ্🌺
(পূর্বের একবছর ও পরের একবছর) [মুসলিম,হা/১১৬২]"কেয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্ব প্রথম সালাতের হিসাব নেওয়া হবে"।
[ তিরমিজি:৪১৩ ]