Hazrat Mawlana Abdul Kader Jilani Rahmatullah

  • Home
  • Hazrat Mawlana Abdul Kader Jilani Rahmatullah

Hazrat Mawlana Abdul Kader Jilani Rahmatullah স্বরূপ দর্শণ

Islam and Sprituality is his life's style Islam and Spirituality is his life's style

27/12/2021
16/12/2021

ছাগলের মধ্যে পাঁঠা আছে, গরুর মধ্যে কি পাঁঠা নাই? খাসী না করলে হালাল পশুর মাংস খাওয়াও হারাম। খাসী করলেই তা কেবল মুসলমান হয়।

ওহে অন্তর, তোমার হয়তো জানা নেই; তুমি যদি সমাজে অবস্থান কর তাহলে তোমার শরীয়তের মুকুট রাসূলে পাক সঃ। আর যদি তুমি সমাজ থে...
21/11/2021

ওহে অন্তর, তোমার হয়তো জানা নেই; তুমি যদি সমাজে অবস্থান কর তাহলে তোমার শরীয়তের মুকুট রাসূলে পাক সঃ। আর যদি তুমি সমাজ থেকে দূরে থাকো, তাহলে তোমার মারেফাতের মুকুট মওলা আলী আঃ। তবে তুমি যেখানেই থাক শরীয়তের মুকুটকে অবমূল্যায়ন করিও না, কারণ শরীয়তের মুকুট ছাড়া মারেফাতের মুকুট তুমি অর্জন করতে পারবে না। শুধু তাই নয়, পাক-পাঞ্জাতনে দুইটি মুকুট অতি উজ্জ্বল হলেও আরো তিনটি মুকুট আছে যা বাহিরে, তার সন্ধান তুমি করেছো কি?

বিনয়াবনত,
"আনোয়ার শাহ কলন্দর ক্বলবজ্বারি নাছারা"

19/11/2021
10/11/2021

তোমরা মানসম্মান কে আঁকড়ে ধরিও না, সম্মান-ই অহংকার রূপে তোমার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিবে।
"আনোয়ার শাহ কলন্দর ক্বলবজ্বারি নাছারা"

05/11/2021

যারা আল্লাহ ও তাঁর রাসূলদের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে "আমারা কতককে বিশ্বাস করি আর কতককে করি অবিশ্বাস" তারাই ফাসেক।
আর যারা আল্লাহ ও তাঁর রাসূলদের মধ্যে পার্থক্য করেনি তারাই সফলকাম।
সুরা নিসা আয়াত নং ১৫০-১৫৩।

05/11/2021

যারা আল্লাহ ও তাঁর রাসূলদের মধ্যে পার্থক্য করতে চায় এবং বলে "আমারা কতককে বিশ্বাস করি আর কতককে করি অবিশ্বাস" তারাই ফাসেক।
আর যারা আল্লাহ ও তাঁর রাসূলদের মধ্যে পার্থক্য করেনি তারাই সফলকাম।
সুরা নিসা আয়াত ১৫০-১৫৩।

05/11/2021
05/11/2021
পবিত্র কুরআন থেকে নেওয়া:"আমার কাছে সেই ভাবেই এসো, জন্মের সময় তোমারা যেমন ছিলে"।জন্মের সময় কি আমাদের মানসম্মান ছিল? মা...
03/11/2021

পবিত্র কুরআন থেকে নেওয়া:
"আমার কাছে সেই ভাবেই এসো, জন্মের সময় তোমারা যেমন ছিলে"।
জন্মের সময় কি আমাদের মানসম্মান ছিল? মান অর্থ মর্যাদা বা রিয়া আর সম্মান অর্থ গৌরব বা অহংকার।

01/11/2021

স্বরূপ দর্শণ!
পিতা-মাতার আনুকূল্য ও সাধারণ আমলের মাধ্যমে রাসুলে পাক (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সল্লাম) কে স্বপ্নে দেখা যায়। মুর্শিদ দর্শণ হয় ৩ মাস স্বাভাবিক ধ্যান সাধনায়; রূহানী ফায়েজ/ শক্তি লাভ হয় ৬ মাস মুর্শিদের আনুকূল্য ও স্বাভাবিক সাধনায়, কিন্তু স্বরূপ দর্শণ হয় ৩৫৫০ বছরের বিশেষ সাধনায়। ৩৫৫০ বছরের বিশেষ সাধনাকে ২০ বছরের মধ্যে সমাধি দিতে হয় অতি বিশেষ ধ্যান ও সাধনার মধ্যে দিয়ে।
"৬০ ফোটা বির্য সমান ০১ ফোটা রতি, ৬০ ফোটা রতি সমান ০১ ফোটা মতি, ৬০ ফোটা মতি সমান ০১ ফোটা জ্যোতি, ৬০ ফোটা জ্যোতি সমান একটি নির্দিষ্ট ছবি।" এই কথাটা শুধুমাত্র স্বরূপ দর্শণের ক্ষেত্রে প্রযোজ্য।
৬০*৬০*৬০*৬০= ১২৯৬০০০০ ফোটা বির্যের প্রয়োজন। একবার সহবাসে যদি ১০ ফোটা বির্য ক্ষয় হয়, এবং বছরে ৩৬৫ দিনের প্রতি দিন সহবাস করলে ৩৫৫০ বছর লাগে এই ক্ষয় হতে। অর্থাৎ ৩৫৫০ বছর বির্যকে হেফাজত করলে কোন সাধনা ছাড়াই স্বরূপ দর্শণ সম্ভব। আমরা যারা বির্যকে হেফাজত করতে পারিনি, তাদের জন্য অতি বিশেষ সাধনা ও বিশেষ ধ্যানের মাধ্যমে স্বরূপ দর্শণ সম্ভব। যারা বিবাহিত নন এবং বির্য হেফাজত করতে পেরেছেন, তাদের জন্য অতি বিশেষ ধ্যান ও সাধনার প্রয়োজন হয় না। সাধারণ ধ্যান ও সাধনার মাধ্যমে তাদের স্বরূপ দর্শণ সম্ভব। আমার মত যাদের স্বরূপ দর্শণ হয় নাই, তাদের সকল সাধনাই বৃথা।
"আনোয়ার শাহ কলন্দর ক্বলবজ্বারি নাছারা"

Address


Telephone

+8801755156879

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hazrat Mawlana Abdul Kader Jilani Rahmatullah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hazrat Mawlana Abdul Kader Jilani Rahmatullah:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share