ফোরভি এন্টারটেইনমেন্টের দিওয়ালি ব্যানার রিলিজ হল গত বারই নভেম্বর । অনেক নতুন মুখ দেখা গেল 4V এন্টারটেইনমেন্টের ব্যানারে । বর্তমানে শহরের এক অন্যতম বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হল ফোর ভি এন্টারটেইনমেন্ট । ব্যানারে দেখা গেল টেলিভিশন জগতের প্রখ্যাত অভিনেতা দেবাঞ্জন চট্টোপাধ্যায় কে । ব্যানারগুলো রিলিজ হয়েছে যাদবপুরের একটি ক্লাবের বিখ্যাত কালী পুজোতে । ব্যানারগুলি পেয়ে মডেলরা খুব খুশি তাদের ফোর-ভি এন্টারটেইনমেন্টের কাজ খুব পছন্দ হয়েছে।
4V Entertainment Pvt Ltd
গত চার ও ৫ই নভেম্বর 4V এন্টারটেনমেন্ট দিওয়ালি ব্যানার সুট হয়ে গেল এডি প্রোডাকশন স্টুডিওতে । ছিলেন একগুচ্ছ নতুন মডেল এবং টেলিভিশন জগতের কয়েকজন তারকাও । উপস্থিত ছিলেন বিখ্যাত টেলিভিশন অভিনেতা দেবাঞ্জন চট্টোপাধ্যায়। এটা ছিল দেবাঞ্জন চট্টোপাধ্যায় এর দ্বিতীয় কাজ ফোর ভি এন্টারটেনমেন্টের সাথে । এই কাজ নিয়ে তিনি তার মতামত জানালেন । বর্তমানে 4V এন্টারটেনমেন্ট নতুন মডেলদের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান ।
4V Entertainment Pvt Ltd
এই মুহূর্তে নতুন ছেলে মেয়েদের জন্য যারা মডেলিং করতে চায় 4V এন্টারটেইনমেন্ট তাদের জন্য একদম একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান । গত মাসের ২৩-২৪ ও ২৫ শে জুলাই ফোরভি এন্টারটেইনমেন্ট তরফ থেকে একটি বিশাল ব্র্যান্ড স্যুট এর আয়োজন করা হয় । এতে অংশগ্রহণ করতে দেখা যায় কলকাতা ও কলকাতা সংলগ্ন একাধিক জায়গার এক ঝাঁক ছেলে মেয়ে ।
4V Entertainment Pvt Ltd
4V Tolly Tales
গত ২৩ শে জুলাই 4V এন্টারটেইনমেন্টের ব্রান্ড স্যুট হয়ে গেল গড়িয়াহাটের একটি স্টুডিওতে । উপস্থিত ছিলেন কলকাতা সহ কলকাতা সংলগ্ন বিভিন্ন অঞ্চলের মডেলরা । দীপ দাসের মেকআপ আর প্রিন্স ক্রিয়েশনের ড্রেস মডেলদের কে আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় করে তুলেছিল। উপস্থিত ছিলেন ফোর ভি এন্টারটেইনমেন্ট এর কর্ণধার সমু ভট্টাচার্য ও প্রিয়ব চৌধুরী ।
4V Entertainment Pvt Ltd
গত ২৩-২৪ ও ২৫ শে জুলাই 4V এন্টারটেইনমেন্টের ব্র্যান্ড স্যুট ও ডিজাইনার স্যুট হয়ে গেল গড়িয়াহাটের দা কলকাতা স্টুডিওতে । এই শুটে অংশগ্রহণ করেছেন কলকাতার একগুচ্ছ নতুন মুখ । এবং উপস্থিত ছিলেন টেলিভিশন জগতের কয়েকজন সেলিব্রিটি ।
4V Entertainment Pvt Ltd
গত ২৩ ২৪ ও ২৫ শে জুলাই কলকাতার এই মুহূর্তে সবচেয়ে বিশ্বাসযোগ্য মডেলিং এজেন্সি 4V এন্টারটেইনমেন্ট এর ব্র্যান্ড স্যুট হয়ে গেল কলকাতার গড়িয়াহাটের দা কলকাতা স্টুডিওতে । উপস্থিত ছিলেন কয়েকজন সেলিব্রেটি এবং একগুচ্ছ মডেল । 4V এন্টারটেইনমেন্ট এই মুহূর্তে কলকাতার সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান নিউ কামারদের জন্য । এই তিন দিন প্রিন্স ক্রিয়েশন এর তরফ থেকে সুন্দর সুন্দর কস্টিউম মডেলদের আরো অনেক সুন্দর করে তুলেছিল । উপস্থিত ছিলেন 4V এন্টারটেইনমেন্টের কর্ণধার প্রিয়ব চৌধুরী ও সমু ভট্টাচার্য ।
"আমি জুনিয়র আটিস্ট হিসেবে কাজ শুরু করেছিলাম
"
একি বললেন জনপ্রিয় অভিনেত্রী
সম্প্রতি তিনি 4v এন্টারটেইনমেন্ট একটি ব্র্যান্ডশুটে এসেছিলেন। ছুটি হয়েছিল গড়িয়াহাটের দা কলকাতা স্টুডিওতে । একটি ব্র্যান্ড স্যুট ছিল সাথে একটি ডিজাইনার ছোট তিনি করেন । তিনি তার স্যুটের অভিজ্ঞতা মিডিয়া বন্ধুদের সাথে শেয়ার করেন ।
এই মুহূর্তে কলকাতার বুকে ফোর ভি এন্টারটেনমেন্ট হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে নিউ মডেলরা কাজ করার সুযোগ পাচ্ছে। গত ২৫ শে জুলাই ফোর ভি এন্টারটেইনমেন্ট এর একটি বড় ব্র্যান্ড স্যুট হয়ে গেল কলকাতার গড়িয়াহাটের দা কলকাতা স্টুডিওতে । উপস্থিত ছিলেন টেলিভিশন জগতের জনপ্রিয় শিল্পী অস্মিতা চক্রবর্তী ।
4V Entertainment Pvt Ltd
#tollywood news
4V এন্টারটেইনমেন্টের ব্র্যান্ড প্রমোশনাল স্যুট হল গত ২৫ শে জুলাই । 4V এন্টারটেইনমেন্ট নতুন মডেলদের জন্য একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান । ঐদিন সেলিব্রেটি হিসেবে উপস্থিত ছিলেন সান বাংলা সুন্দরী সিরিয়ালের হিরোইন সুশ্রীতা ঘোষ । এছাড়াও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মডেল 4v এন্টারটেইনমেন্ট এর ব্র্যান্ড শুটে অংশগ্রহণ করেছেন । এছাড়াও উপস্থিত ছিলেন ফোর ভি এন্টারটেইনমেন্টের কর্ণধার প্রিয়ব চৌধুরী ও সোমু ভট্টাচার্য ।
4V Entertainment Pvt Ltd