Tech Solution

  • Home
  • Tech Solution

Tech Solution আইটি রিলেটেড যেকোনো তথ্য এবং মোবাইলের যেকোনো সমস্যার সমাধান দেওয়া হয় ।

Alhamdulillah ❤️
30/01/2023

Alhamdulillah ❤️

30/01/2023

Projukti ইউটিউব চ্যানেল হ্যাক

কি এই chat gpt? [ Chat.openai.com ]=>Google হবে পরাস্ত?=>আমরা চাকরি হারাব?=>মানুষের সৃজনশীলতা কে করবে অবরুদ্ধ? =>ভয়ংকর স...
25/01/2023

কি এই chat gpt? [ Chat.openai.com ]
=>Google হবে পরাস্ত?
=>আমরা চাকরি হারাব?
=>মানুষের সৃজনশীলতা কে করবে অবরুদ্ধ?
=>ভয়ংকর সুন্দর?

=>কাজ হবে মিনিটেই?
=>Data চুরি?

আজ কথা বলব রিসেন্ট HOT Topic:Chat Gpt নিয়ে।
Chat Gpt হচ্ছে OpenAi এর নতুন project যা রিলিজ হয় Nov,2022 এ।শুরুতে Elon Musk এর সাথে জড়িত থাকলেও এখন নেই।

★1 Million User বানাতে যেখানে Facebook, Instagram, Apple এর যেখানে প্রায় বছর খানেক লেগেছিল সেখানে Chat Gpt মাত্র ৫ দিন লেগেছে।জনপ্রিয়তা বুঝাই যাচ্ছে।Internet এর ইতিহাসে এটাই সর্বনিম্ন।

সোজা বাংলায় 'কৃত্রিম বুদ্ধিমত্তা ' কে ব্যবহার করে Expert দের মত কাজ করানো। এতদিন Artificial intelligence নিয়ে কথা হলেও এখন chat Gpt আসলেই মানুষকে টক্কর দেয়ার জন্য প্রস্তুত।

কি কি করতে পারে এই Bot বা Chat Gpt?

★কি পারে না সেটা বলাই দায়!

★আপনাকে E-mail, Article, Research Paper,Script, Poem,Python code,Web Developing,Business Idea, Suggestion, Software Development সব করে দিতে পারবে।

যা বলবেন তাই।।।Google বাবাজি ভালো ই চাপে আছে।

★আপনি এর সাথে মেসেজে কথার মাধ্যমে যে command দিবেন সে তাই উত্তর দিবে।Google যেখানে আপনাকে বিভিন্ন website সাজেস্ট করবে সেখানে Chat Gpt আপনাকে একদম accurate উত্তর দিবে যা আপনার প্রয়োজন।

★আপনার command অনুযায়ী OpenAi আপনাকে ছবি বানিয়ে দিবে।

★সব বড় বড় সেক্টর এর কাজ Chat Gpt করে দিবে।আপনার নিজের কোন নলেজের দরকার হবে না।

এখন অব্দি ফ্রি এটা👑

★★প্রচুর মানুষের চাকরি যেমন খেয়ে ফেলবে বানাবে নতুন সম্ভাবনা

আগামী ৫ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা Science, Technology কে নিজের কব্জায় নিয়ে ফেলবে।

বিষয় টা খুব ভয়ানক সুন্দর না? 'মোটামুটি ভালো মানুষের ' জন্য এখানেই The End.

Copy



সব অ্যান্ড্রয়েড মোবাইলে বিজয় কি-বোর্ড ব্যবহারের নির্দেশ - BTRCসোর্সঃ জাগোনিউজ২৪
17/01/2023

সব অ্যান্ড্রয়েড মোবাইলে বিজয় কি-বোর্ড ব্যবহারের নির্দেশ - BTRC

সোর্সঃ জাগোনিউজ২৪

অবশেষে মাইক্রোসফট অফিসিয়াল ভাবে ঘোষণা দিয়েছে তারা Windows 8.1 -এ আর কোন সাপোর্ট দিবে না....ইউজাদের Windows 10 ব্যবহার কর...
11/01/2023

অবশেষে মাইক্রোসফট অফিসিয়াল ভাবে ঘোষণা দিয়েছে তারা Windows 8.1 -এ আর কোন সাপোর্ট দিবে না....
ইউজাদের Windows 10 ব্যবহার করার পরামর্শ দিয়েছে...

এখন আর কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না। সরাসরি অ্যান্ড্রয়েড ফোনেই ফেসবুকের পাবলিক ভিডিও ডাউনলোড করতে পারবেন ...
02/12/2022

এখন আর কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না। সরাসরি অ্যান্ড্রয়েড ফোনেই ফেসবুকের পাবলিক ভিডিও ডাউনলোড করতে পারবেন Facebook Lite দিয়ে, খুব শীঘ্রই Facebook App দিয়েও ডাউনলোড করা যাবে।

🔥টেসলা ফোন বানাবেন, হু*মকি দিলেন ইলন মাস্ক !!সম্প্রতি এক টুইটের প্রতিউত্তরে ইলন মাস্ক জানান, "যদিও আমি আশা করি এমন কিছু ...
01/12/2022

🔥টেসলা ফোন বানাবেন, হু*মকি দিলেন ইলন মাস্ক !!

সম্প্রতি এক টুইটের প্রতিউত্তরে ইলন মাস্ক জানান, "যদিও আমি আশা করি এমন কিছু হবে না, তবুও যদি অন্য কোন উপায় না থাকে তবে আমি বিকল্প ফোন তৈরি করবো। "

ব্যাকগ্রাউন্ড স্টোরিঃ
কিছুদিন আগে টেকজগতে গুজব ছড়িয়েছিলো যে এপল এবং গুগল নাকি তাদের এপস্টোর থেকে টুইটার কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এপলের মার্কেটিং এবং এপ স্টোরের হেড Phil Schiller তার টুইটার একাউন্ট বন্ধ করে দেওয়ার পর এই গুজবে আরো হাওয়া লাগে।

ইলন মাস্ক টুইটার কিনে ফেলার পর নাটকীয় অনেক কিছু দেখছে টেকজগত। মাসে ৮ডলার এর বিনিময়ে যে কেউ পেয়ে যেতে পারে ব্লুটিক। আর ফ্রিডম অফ স্পিচ এর নামে সেন্সর ছাড়াই যে কেউ যা খুশী তাই বলতে পারে। মূলত এই দুটি কারণে ইলন মাস্কের সমালোচনা করছে অধিকাংশ মানুষ।

এপল ও গুগলের নজর ও এই দুই জায়গাতেই।
👉এপলের এপ স্টোরের সকল এপ এর in-app-purchase থেকে এপ এর মালিক যত ডলার ইনকাম করে তার ১৫%-৩০% কেটে নেয় এপল। গুগল ও একইরকম কাজ করে থাকে। কাজেই টুইটার যদি মাসে ৮ডলার সাবস্ক্রিপশন ফি নেয়, সেখান থেকে গুগল ও এপল কয়েক ডলার দাবি করতেই পারে।
👉গুগল ও এপল ফ্রিডম অফ স্পিচ এর নামে হেট স্পিচ ও ভায়োলেন্স রিলেটেড প্রোপাগান্ডা ছড়ানোর বিপক্ষে। এই কারণে অতীতে অনেক এপ তাদের এপস্টোর থেকে রিমুভ করে দেওয়ার নজির ও আছে। টুইটার তাদের ফ্রিডম অফ স্পিচ বিষয়ে পলিসি চেঞ্জ করলে সেটা তাদের বিবেচনাধীন হবে এটাই স্বাভাবিক।

ধারণা করা হচ্ছে , এই দুই ইস্যুতে মাস্কের সাথে গুগল ও এপলের সরাসরি টক্কর লাগবে আগামীদিন এ। আর তাই তিনি এমন ফোন বানাতে চান যা আইফোন ও এন্ড্রয়েড এর বিকল্প হিসেবেই সবাই গ্রহন করবে এবং সেখানে অবশ্যই টুইটার ইন্সটল করা থাকবে!।

©

~এলজি ঘোষণা করেছে বিশ্বের প্রথম ১২ ইঞ্চি বর্ধিত নকশা মনিটর যা সর্বোচ্চ মানেরডিসপ্লে সরবরাহ করে। ~কোরিয়ান বাণিজ্য, শিল্প...
26/11/2022

~এলজি ঘোষণা করেছে বিশ্বের প্রথম ১২ ইঞ্চি বর্ধিত নকশা মনিটর যা সর্বোচ্চ মানের
ডিসপ্লে সরবরাহ করে।

~কোরিয়ান বাণিজ্য, শিল্প ও শক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় এলজি ২০২০ সাল থেকে ডিসপ্লে উন্নয়নে কাজ করছে। স্ক্রিনটি ডিসপ্লের ক্ষতি না করে প্রসারিত করা, ভাঁজ করা, বা পাকানো সমর্থন করে, কোন ধরনের আঁচড় বা কুঁচকে না করে এবং ২০% পর্যন্ত এক্সটেনশন বৈশিষ্ট্য সহ প্রথম স্ক্রিন, ১০০- পিক্সেল-প্রতি-ইঞ্চি ঘনত্ব সমর্থন, এবং সম্পূর্ণ RGB কভারেজ।

~কোরিয়ান কোম্পানি এলজি আরও জোর দিয়েছে যে পর্দার নকশাটি চূড়ান্ত পণ্যের বিপণনকে মসৃণভাবে সমর্থন করবে যখন এটি চালু করা হবে, যেহেতু কোম্পানিটি পর্দার এই শ্রেণীর জন্য উচ্চ প্রত্যাশা স্থাপন করে।

~এলজি মনিটর উৎপাদন উচ্চ মানের সিলিকনের উপর ফোকাস করে, যা প্রায়ই কন্টাক্ট লেন্স শিল্পে ব্যবহার করা হয়, তাই স্ক্রিনটি একটি রাবার সিমুলেটর ডিজাইন নিয়ে আসে যা স্ক্রিন ১২ থেকে ১৪ ইঞ্চি পর্যন্ত প্রসারিত সমর্থন করে।

~স্ক্রিনে মাইক্রো-এলইডি ব্যাকলাইটও আছে, এছাড়াও একটি শক্তিশালী ডিজাইন আছে যা প্রতিরোধ সমর্থন করে, স্ক্রিনটিতে একটি নমনীয় এস তার সিস্টেমও আছে, এবং স্ক্রিন 10,000 বার পর্যন্ত আকার পরিবর্তন সমর্থন করে, এই ডিজাইনটির স্থায়িত্ব নিশ্চিত করে এটা উল্লেখ করা হয়েছে যে এলজি আনুষ্ঠানিকভাবে স্ক্রিনে এই নকশাটি একটি ভোক্তা পণ্যে প্রকৃত উৎপাদন পর্যায়ে রূপান্তর তারিখ নিশ্চিত করেনি।

আপনি কি জানেন!!! কম্পিউটার স্ক্রিনে সবচেয়ে বেশিবার দেখা ছবি এটি।মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম, উইন্ডোজের জনপ্রিয় ভার্সন ...
25/11/2022

আপনি কি জানেন!!!
কম্পিউটার স্ক্রিনে সবচেয়ে বেশিবার দেখা ছবি এটি।
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম, উইন্ডোজের জনপ্রিয় ভার্সন এক্সপি।
এর স্ক্রিনে ডিফল্ট ওয়ালপেপার হিসাবে দেয়া হতো ব্লিস নামের এই ছবি।

নানা কারণে বিশ্বকাপের ম্যাচ দেখা থেকে বঞ্চিত হন অনেকেই। শুধুমাত্র তাদের জন্য কিছু থার্ড পার্টি এ্যাপের সন্ধান দিলাম। সবগ...
24/11/2022

নানা কারণে বিশ্বকাপের ম্যাচ দেখা থেকে বঞ্চিত হন অনেকেই। শুধুমাত্র তাদের জন্য কিছু থার্ড পার্টি এ্যাপের সন্ধান দিলাম। সবগুলো এ্যাপস গুগল সার্চ করে ডাউনলোড করতে হবে।

𝗛𝗱𝘀𝘁𝗿𝗲𝗺𝘇
𝘆𝗲𝗮𝗰𝗶𝗻𝗲 𝗮𝗿𝗮𝗯𝗶𝗰
𝗧𝗼𝗳𝗳𝗲𝗲
𝗕𝗱𝗽𝗹𝗲𝘅 (𝗽𝗮𝗶𝗱)
𝗦𝗽𝗼𝗿𝘁𝘇𝗳𝘆
𝘆𝗮𝗹𝗹𝗮𝘀𝗵𝗼𝗼𝘁
𝗬𝗼𝗿𝗮 𝗳𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹
𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝘁𝘃 𝗵𝗱
𝗗𝗼𝗿𝗮 𝗧𝘃
𝗕𝗶𝗻𝗴𝗲
𝗟𝗲𝗽𝘁𝗼 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀
𝗕𝗲𝗶𝗻 𝗦𝗽𝗼𝗿𝘁𝘀
𝗙𝗼𝗼𝘁𝗯𝗮𝗹𝗹 𝗥𝗼𝗰𝗸𝗲𝗿 𝗮𝗽𝗽..
𝗩𝗲𝗹𝗸𝗶
𝗙𝗹𝗲𝘅𝟯𝟲𝟱.𝘁𝘃 (𝗽𝗮𝗶𝗱) (𝗰𝗼𝘂𝗽𝗼𝗻 𝗰𝗼𝗱𝗲: 𝗮𝗻𝗶𝗸𝟱𝟬)
𝗟𝗶𝘃𝗲 𝗡𝗲𝘁 𝗧𝘃
𝗕𝗶𝘀𝘄𝗮𝘀 𝘁𝘃 (𝗽𝗮𝗶𝗱)
𝗙𝗿𝗲𝗲 𝗵𝗶𝘁
𝗢𝘀𝘁𝗼𝗿𝗮 𝗧𝗩
𝗠𝘅 𝗽𝗹𝗮𝘆𝗲𝗿

এগুলো ছাড়াও বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে 𝔾-𝕥𝕧 ও 𝕋-𝕤𝕡𝕠𝕣𝕥𝕤

©

18/11/2022

টাচ করলেই বাংলা হয়ে যাবে

ইউটিউবে যারা শর্ট ভিডিও দেন তাদের জন্য মনেটাইজ পলিসি চালু করতে যাচ্ছে ইউটিউব । ২০২৩ সালের জানুয়ারির মাঝামাঝি থেকে এটা শু...
16/11/2022

ইউটিউবে যারা শর্ট ভিডিও দেন তাদের জন্য মনেটাইজ পলিসি চালু করতে যাচ্ছে ইউটিউব । ২০২৩ সালের জানুয়ারির মাঝামাঝি থেকে এটা শুরু হবে এবং পহেলা ফেব্রুয়ারি থেকে অ্যাড শেয়ারিং ইনকাম শুরু হবে । লাস্ট ৩ মাসে ১০০০ সাবস্ক্রাইবার এবং ১০ মিলিয়ন বা ১ কোটি ভ্যালিড পাবলিক ভিউ থাকতে হবে চ্যানেলে যা মনেটাইজের শর্ত হিসাবে থাকবে । অথবা লাস্ট ১২ মাসে ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘণ্টা ওয়াচটাইম থাকতে হবে । যেকোনো শর্ত পুরণ হলেই আপনি মনেটাইজের শর্ত পুরন করেছেন বলে বিবেচিত হবেন । কোন কাটপিস ভিডিও ও অন্য ক্রিয়েটরের কপি ভিডিও বা রিআপলোড কনটেন্ট মনেটাইজের জন্য গ্রহণীয় হবে না ।
ধন্যবাদ ।
িউব_শর্টস_মনেটাইজ

বিসমিল্লাহ্‌ হিররাহমানির রাহিম। ১. SPC কি? ২. SPC প্রতিষ্ঠিত হয় কত সালে?৩. SPC এর কাজ কি?৪.  কোম্পানি আমাকে আপনাকে ইনকাম...
21/05/2021

বিসমিল্লাহ্‌ হিররাহমানির রাহিম।

১. SPC কি?
২. SPC প্রতিষ্ঠিত হয় কত সালে?
৩. SPC এর কাজ কি?
৪. কোম্পানি আমাকে আপনাকে ইনকাম দিচ্ছে কোথা থেকে?

১. SPC কি?

উত্তরঃ SPC হচ্ছে একটি অনলাইন ব্যাবসার মাধ্যম।
SPC পূর্নরুপ হচ্ছেঃ সুপার পাওয়ার কমিউনিটি।
এর মানে ঃ একসাথে মিলেমিশে সুন্দর এবং একত্র শক্তি নিয়ে কাজ করার নামই হচ্ছে SPC।

২. SPC প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর: SPC প্রতিষ্ঠিত হয় ২০২০ সালের জানুয়ারি মাসে।
এই কোম্পানির উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বের বেকারত্ব দূর করা। এবং সল্প টাকায় চাকরি করা মানুষের জন্য পার্টটাইম জব। অর্থাৎ হাটতে, চলতে, বসতে সব রকমেই ইনকাম করতে পারবেন।

৩. SPC এর কাজ কি?

উত্তরঃ এবার আসুন SPC এর কাজ কি?
SPC হচ্ছে, আউটসোর্সিং।
অর্থাৎ আপনি ১২০০ টাকা ইনভেস্ট এর মাধ্যমে একটি একাউন্ট করলে আপনার ইনকাম হচ্ছে দৈনিক ১০ টাকা, মাসে ৩০০ টাকা, বছরে ৩৬০০ টাকা।
আর যদি আপনি (১ রয়েল) অর্থাৎ ১৩ টি আইডি করেন, তাহলে আপনার দৈনিক ইনকাম ১৪০ (১৩০+১০R) টাকা আসে। মাসে ৪২০০ টাকা, বছরে ৫০৪০০ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। প্রকাশ থাকে যে ১৩ টি আইডি করতে টাকা লাগবে, প্রথম আইডি ১২০০ এবং ২য় আইডি থেকে ৭৫০ টাকা করে লাগবে।
অতএব ১২×৭৫০=৯০০০+১২০০=১০২০০
জেনারেশন বোনাস (-) ৭৫০=৯৪৫০
আপনার (১ রয়েল) অর্থাৎ ১৩ আইডি করতে লাগছে, ৯০০০ (সামথিং)
কিন্তু বছরে ইনকাম করতে পারছেন ৫০৪০০ টাকা।
এইভাবে আপনার ইনভেস্ট এর উপর নির্ভর করবে আপনার ইনকাম।

৪. কোম্পানি আমাকে আপনাকে ইনকাম দিচ্ছে কোথা থেকে?

উত্তরঃ কোম্পানি আমাকে আপনাকে ইনকাম দিচ্ছে আপনার আমার থেকেই।
যেমন দরুনঃ আপানাদের যাদের বাড়িতে টেলিভিশন আছে, সারাদিন আপনি সিরিয়াল দেখেন অথবা মুভি দেখেন, তার মাঝে মাঝে ২ থেকে ৩ মিনিট এড দেয়। আচ্ছা এই যে আপনাকে সারাদিন সিরিয়াল আথবা মুভি দেখালো এতে করে চ্যানেল গুলোর কিন্তু ১ টাকাও লাভ হয়নি। লাভটা হবে তখনই যখন সিরিয়াল/ মুভির মাঝে মাঝে এড গুলো প্রচার করবে। ( প্রত্যেক এড প্রচারের জন্য ৪ টাকা)।
এবার আসুন, এই টেলিভিশন গুলোতে কয়জনে এড গুলো দেখে? আমার মতে, হাজারে ৫ জন পাওয়া যাবে না। কিন্তু SPC আপনাকে দিয়ে ইনভেস্ট করিয়ে আপনাকে এড দেখাতে বাধ্য করছে! কারন আপনি এড দেখলে টাকা পাবেন না দেখলে নয়। কোম্পানির প্রত্যেক এড আপনি দেখার জন্য আপনাকে ০২ টাকা করে দেওয়া হবে। কিন্তু কোম্পানি পাচ্ছে কত? *৪ টাকা, এবার আপনার আর কোম্পানির লাভ্যঅংশ ক্লিয়ার (স্যার)!
কোম্পানির এই সাইট ছাড়াও আরো অনেক ধরনের সাইট থেকে ইনকাম আছে আপনাকে আমাকে দিয়েই।
এবং আপনার জন্যও এই কোম্পানিতে (SPC) আরো অনেক সাইট থেকে ইনকাম করার সুযোগ রয়েছে।
সম্পর্কে আরো বিস্তারিত জানতে ব্যাক্তিগত অফিসে চলে আসুন।

ছবিতে টাচ করো ভালো বাসার মানুষের নাম উঠবে ১০০ ÷ গ্যারান্টি
02/05/2021

ছবিতে টাচ করো ভালো বাসার মানুষের নাম উঠবে ১০০ ÷ গ্যারান্টি

ভিপিএন ব্যবহার কালীন সময়ে চেষ্টা করুন যাতে আলাদাভাবে ফেসবুক লগআউট কিংবা লগইন করতে না হয়। হুট করে অন্যদেশ থেকে লগিন হলে এ...
27/03/2021

ভিপিএন ব্যবহার কালীন সময়ে চেষ্টা করুন যাতে আলাদাভাবে ফেসবুক লগআউট কিংবা লগইন করতে না হয়। হুট করে অন্যদেশ থেকে লগিন হলে এবং পাবলিক ভিপিএন গুলো থেকে লগিন লগআউট হতে পারে আপনার একাউন্ট ডিজেবলের কারণ।

কে কোন ভিপিএন ব্যবহার করছেন?
ভিপিএন ব্যবহারে কোন সমস্যা পরিলক্ষিত হলে আমাদের সহযোগিতা নিন। আমাদের সাপোর্ট টীম বিশেষভাবে প্রস্তুত আছে এই সময়টাতে আপনাদের জন্য।

নিরাপদে থাকুন এই প্রত্যাশায় ♥♡♡
#হ্যাকারের_ভাই

11/01/2021

ডিজিটাল নিরাপত্তা আইন - ২০১৮

কেউ কারো নাম বা ছবি ব্যবহার করে ফেক আইডি খুললে এই ধারায় মামলা করতে পারেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪ ধারা অনুযায়ী:

(১) যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে কোনো কম্পিউটার, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, কোনো ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করিয়া-

(ক) প্রতারণা করিবার বা ঠকাইবার উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তির পরিচয় ধারণ করেন বা অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত কোনো তথ্য নিজের বলিয়া প্রদর্শন করেন, বা

(খ) উদ্দেশ্যমূলকভাবে জালিয়াতির মাধ্যমে কোনো জীবিত বা মৃত ব্যক্তির ব্যক্তিসত্তা নিম্নবর্ণিত উদ্দেশ্যে নিজের বলিয়া ধারণ করেন,-

(অ) নিজের বা অপর কোনো ব্যক্তির সুবিধা লাভ করা বা করাইয়া দেওয়া,

(আ) কোনো সম্পত্তি বা সম্পত্তির স্বার্থ প্রাপ্তি,

(ই) অপর কোনো ব্যক্তি বা ব্যক্তিসত্তার রূপ ধারণ করিয়া কোনো ব্যক্তি বা ব্যক্তিসত্তার ক্ষতিসাধন,

তাহা হইলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হইবে একটি অপরাধ।

(২) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর অধীন কোনো অপরাধ সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ৫(পাঁচ) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

(৩) যদি কোনো ব্যক্তি উপ-ধারা (১) এ উল্লিখিত অপরাধ দ্বিতীয়বার বা পুনঃপুন সংঘটন করেন, তাহা হইলে তিনি অনধিক ৭ (সাত) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ১০ (দশ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।

👉 Source - http://bdlaws.minlaw.gov.bd/act-1261/section-47482.html

কিছুদিন পর পর wifi এর স্পিড কমে যাওয়ার সাধারন কিছু কারন এবং সমাধান☜☜☜☜☜☜☜☜☜☜☜☜আমরা যারা wifi ব্যবহার করি সব থেকে কমন কিছ...
15/12/2020

কিছুদিন পর পর wifi এর স্পিড কমে যাওয়ার সাধারন কিছু কারন এবং সমাধান
☜☜☜☜☜☜☜☜☜☜☜☜

আমরা যারা wifi ব্যবহার করি সব থেকে কমন কিছু সমস্যা হচ্ছে মাঝে মাঝে স্পিডের এমন অবস্থা হয় যা ধারনার বাইরে। যেমন আপনার প্রথম অবস্থায় ঠিক মত চলছে কিছু দিন পরে আবার স্লো এবং এর কয়েকটি কারন আপনাদের মাঝে তুলে ধরব।


১. ইউজার বেশি হলে স্পিড স্লো হয়ে যাবে◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐

প্রথম দিকে আমাদের wifi ২-৩ টা মোবাইলে কানেক্ট থাকে কিন্তু দিন যাওয়ার সাথে সাথে ইউজার বারে। আপনার wifi যদি ১-২ mbps হয়ে থাকে অবশ্যই ৪-৫ টির বেশি ডিভাইস কানেক্ট করবেন না। তাহলে স্লো হয়ে যাবে বিশেষ করে সবাই এক সাথে চালালে। বা অনেক সময় আপনি একজনকে পাসওয়ার্ড দিলে সে আবার হরেকজনকে দেয় এভাবে ইউজার বারতে থাকে তাই এডমিন প্যানেলে গিয়ে দেখবেন কত জন ইউজার আছে এবং বারতি যারা থাকবে তাদের ব্লক করে দিবেন।

২. সরাসরি কম্পানি থেকে না নিলেঃ
◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐
আসলে অনেকে ওয়াইফাই এর লাইন নিয়ে ব্যবসা শুরু করে যেমন একজন লাইন নিয়ে বিভিন্ন বাসায় দিয়ে থাকে এবং তারা যদি ৪ mbps স্পিড চায় তাহলে তাকে কমিয়ে ২-৩ mbps দেয়া হয় এতে করে তারা আপনার থেকে ৪ mbps এর টাকা নিয়ে অফিসে ২-৩ mbps এর টাকা জমা দিবে। তাই ইউজার কম থাকলেও যদি নেট স্পিড যেমন পাওয়ার কথা তেমন না পান সরাসরি অফিসে চলে যাবেন। এবং তাদেরকে আপনার ইউজার নাম বলবেন এবং জিজ্ঞেস করবেন আপনাকে কত mbps দেয়া হয়েছে।

৩. wifi এর সিগনাল আসা কিন্তু নেট না চলাঃ◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐◐
মাঝে মাঝ রাউটার হ্যাং হলে এমন হতে পারে তাই রাউটারের চার্জার খুলে আবার লাগাবেন। কাজ না হলে
অনেক সময় কেও admin panel এ ঢুকে সব কিছু উলটাপালটা করে দিতে পারে তাই নেট চলে যেতে পারে। তখন আপনার রাউটারটি রিসেট দিতে পারেন এবং নতুন করে রাউটার সেটয়াপ দিতে পারেন। তারপরেও কাজ না হলে অফিসে কল করবেন হতে পারে ফাইভারে বা আপনার কানেকশনে সমস্যা।

মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে ‘সাই...
25/10/2020

মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ফ্রান্সের বেশ কয়েকটি বাণিজ্যিক ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে ‘সাইবার ৭১’ নামে বাংলাদেশি হ্যাকার কমিউনিটি।

শনিবার (২৪ অক্টোবর) মধ্যরাতের পর থেকে এই হামলার চালানো হয় বলে কমিউনিটির কয়েকজন সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
হামলার শিকার হওয়ার ওইসব ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে সেগুলোতে প্রকৃত কনটেন্ট দেখা যাচ্ছে না। বরং হ্যাকারদের একটি বার্তা দেখাচ্ছে। তাহলো- মহানবী (সা.) কে নিয়ে প্রকাশ্যে কটূক্তির প্রতিবাদে এই অপারেশন চালিয়েছে মুসলমান হ্যাকাররা। ফ্রান্সের সাইবার স্পেসে খুব বিপজ্জনক হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না এইরকম হামলা চলতেই থাকবে।

ওয়েবসাইটগুলো হ্যাকের দাবি করা হয়েছে, ‘সাইবার ৭১’ এর ফেসবুক পেজেও।
আরো পড়ুন: মহানবী (সা.) কে অবমাননা: ফ্রান্সের পণ্য বয়কট কুয়েতে
সেখানে বলা হয়েছে, যে দেশে আমাদের রাসুল (সা.) কে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে সেই দেশের ওয়েবসাইটেই বাজছে এখন রাসুলের সম্মানে সঙ্গীত। ফ্রান্সের বিরুদ্ধে সম্মিলিত সাইবার আক্রমণে ফ্রান্সের কিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কোম্পানির ওয়েবসাইটে সাইবার আক্রমণ পরিচালনা করেছে ‘সাইবার ৭১’ ফ্রান্স এই ন্যাক্কারজনক কাজের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সম্মিলিত এই আক্রমণ চলতেই থাকবে। সকলের আক্রমণই আমরা আপনাদের জন্য আপডেট করতে থাকবো।
সাইবার ৭১ হ্যাকিং কমিউনিটির একজন সদস্য সংবাদমাধ্যমকে জানান, এখন পর্যন্ত ৪০ থেকে ৫০টি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ওয়েবসাইটে আক্রমণ চালানো হয়েছে। তিনি বলেন, সবগুলো আমরা প্রকাশ করিনি এখনও। সর্বশেষ মোট ৮টি ওয়েব সাইট প্রকাশ করেছি আমাদের অফিশিয়াল পেজে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে অবমাননা করার প্রতিবাদে এই সাইবার আক্রমণ করা হয়েছে। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট টার্গেটে রেখেছি সেগুলোতেও হামলা করা হবে।

নতুন রূপে আত্মপ্রকাশ করল ফেসবুক মেসেঞ্জার। করোনা আবহে বিশ্বের অধিকাংশ মানুষ গৃহবন্দি। বন্ধু-বান্ধব, সহকর্মী, আত্মীয়স্বজন...
20/10/2020

নতুন রূপে আত্মপ্রকাশ করল ফেসবুক মেসেঞ্জার। করোনা আবহে বিশ্বের অধিকাংশ মানুষ গৃহবন্দি। বন্ধু-বান্ধব, সহকর্মী, আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় সেই সোশ্যাল মিডিয়া। এবার ব্যবহারকারীদের আরও নতুন অভিজ্ঞতা দিতে বেশ কিছু ফিচার যুক্ত হল ফেসবুক মেসেঞ্জারে।

সঙ্গে পাল্টে গেল লোগোও।
সম্প্রতি ফেসবুকের তরফ থেকে মেসেঞ্জারের যে নতুন লোগোটি প্রকাশিত হয়েছে, সেটি আর আগের মতো কেবল নীল রঙয়ের নয়, তাতে কিছুটা গোলাপি রঙও রয়েছে। শুধু নতুন লোগো নয়, আসতে চলেছে আরও নতুন থিম এবং ফিচারও। এই প্রসঙ্গে বিবৃতিও দিয়েছেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট স্টান চাদনোভস্কি।

আসলে ফেসবুক মেসেঞ্জার আর ইনস্টাগ্রামের চ্যাট পদ্ধতিকে এক সঙ্গে জুড়ে দেওয়ার জন্যই মেসেঞ্জারের এই নতুন লোগো।
ইতিমধ্যে বেশ কিছু ফোনে মেসেঞ্জারে নতুন কিছু ফিচারও এসে গেছে। এছাড়া যুক্ত হবে লাভ অ্যান্ড টাই-ডাই নামে বিশেষ এক ভালবাসার থিমও। সঙ্গে থাকছে সেলফি স্টিকার।

যুক্ত করা হয়েছে ভ্যানিশ মোডও। স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রামে যে সুবিধা পাওয়া যায়, সেটা এবার ফেসবুক মেসেঞ্জারেও পাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ এই মোড অন করা থাকলে, ব্যবহারকারীর পাঠানো কোনও ছবি তিনি চ্যাট থেকে বেরিয়ে গেলে কিংবা উল্টোদিকে থাকা ব্যক্তির দেখা হয়ে গেলে মুছে যাবে।

ব্লকবাস্টার মোবাইল গেম পাবজি মোবাইল, গেমারদের বাস্তবধর্মী অভিজ্ঞতা দিতে নতুন হ্যালোইনের ইনফেকশন মোড নিয়ে আবারও ফিরে এসেছ...
20/10/2020

ব্লকবাস্টার মোবাইল গেম পাবজি মোবাইল, গেমারদের বাস্তবধর্মী অভিজ্ঞতা দিতে নতুন হ্যালোইনের ইনফেকশন মোড নিয়ে আবারও ফিরে এসেছে। আগামী ৯ নভেম্বর পর্যন্ত খেলোয়াড়রা বিনামূল্যে কনটেন্ট আপডেটের মাধ্যমে অ্যাকশন-প্যাকড গেম ভ্যারিয়েন্টের সেরা ইনফেকশন মোডে প্রবেশ করতে পারবে। এছাড়াও শীঘ্রই আসছে পাবজি মোবাইলের হ্যালোউইকস উদযাপনের অংশ হিসেবে নিউ ইন-গেম থিম ও কস্টিউম।

পাবজি মোবাইলের ইনফেকশন মোডে, খেলোয়াড়রা ম্যাচের শুরুতে জম্বি ও ডিফেন্ডার দু;টি দলে বিভক্ত হবে।

এক্ষেত্রে জয়ের জন্য ম্যাচ শেষ হওয়ার নিদিষ্ট সময় সীমার আগেই জম্বিদেরকে অবশ্যই সকল ডিফেন্ডারকে পরাজিত করতে হবে, কিন্তু যদি একজন ডিফেন্ডারও বেঁচে থাকে, তাহলে ডিফেন্ডার দল চিকেন ডিনার পাবে।
যদিও ডিফেন্ডাররা সুপার আগ্নেয়াস্ত্র এম৪১৬ ও একে৪৭ ব্যবহার করতে পারে, জম্বিরা শুধুমাত্র মেলি আক্রমণের ক্ষমতা ব্যবহার করতে পারে। তবে একবার পরাজিত হলে, ডিফেন্ডাররা আক্রান্ত হবে এবং জম্বি হিসেবে পুনরুজ্জীবিত হবে, এমনকি তারা ফাস্ট জম্বি, স্টেলথ জম্বি, এবং জম্বি কিং এ রূপান্তরিত হতে পারে।

এছাড়া ডিফেন্ডারদের মধ্যে যখন তিনজন বেঁচে থাকবে তখনই ডিফেন্ডাররা ভ্যানকুইশার নামক শক্তিশালী যোদ্ধাতে রূপান্তরিত হতে পারবে।

ভ্যানকুইশারদের দ্বারা মারা গেলে আর পুনরুজ্জীবিত করা যাবে না। এগুলো এই গেমপ্লেটিকে আরও আকর্ষণীয় এবং বিভিন্ন দিক থেকে কৌশলী করে তোলে।
ইনফেকশন মোডটি নিয়ে আসার মাধ্যমে, আজকের কনটেন্ট আপডেটটি পাবজি মোবাইলের হ্যালোউইকস এর জন্য বিশেষ একটি ইন-গেম ডেকোরেশন থিম এর পাশাপাশি নতুন মাত্রা যুক্ত করেছে। এছাড়াও শীঘ্রই প্রকাশ করা হবে আরও হ্যালোউইকস থিমযুক্ত পোশাক, আইটেম ও কনটেন্ট।

ইমু থেকে বিরক্তি কর লাইকি ভিডিও রিমুভ করুন খুব সহজেই✔ইমু ওপেন করুন ৷  ✔এবং প্রোফাইল ফটোতে ক্লিক করুন✔সেটিং এ ক্লিক করুন ...
26/09/2020

ইমু থেকে বিরক্তি কর লাইকি ভিডিও রিমুভ করুন খুব সহজেই

✔ইমু ওপেন করুন ৷
✔এবং প্রোফাইল ফটোতে ক্লিক করুন
✔সেটিং এ ক্লিক করুন
✔ফাংশনে ক্লিক করুন
✔তারপর উপরের ভিডিও লেখায় ট্যাপ করুন
✔হাইড করুন

🤓ব্যাস কাজ হয়ে গেল ৷

27/06/2020

কিভাবে ফেসবুকে স্টীকারসহ পোষ্ট করবেন

২০১৯ সালে স্টীকারসহ ফেসবুকে পোষ্ট করা গেলেও বর্তমানে সেটা করা যাচ্ছেনা,কারণ ফেসবুক আপডেট করে সেটা তুলে নিয়েছে।
কিন্তু তবুও হয়তো আপনিও লক্ষ্য করেছেন অনেকে ফেসবুক স্ট্যাটাস ও পেজের পোষ্টে স্টীকার দিয়ে পোষ্ট করছে।

যাইহোক তারা মূলত ২০১৯ সালের পুরাতন ভার্সন ফেসবুক অ্যাপ ইনস্টল করে এ কাজটি করছে।তাই আমাদেরও সেই পুরাতন ভার্সনটি ব্যবহার করতে হবে।
✔প্লে-স্টোরে আপডেট ভার্সন রয়েছে তাই ব্রাউজার থেকে ডাউনলোড করেনিন।
✔আর তার আগে প্লে-স্টোরে Facebook সার্চ দিয়ে Uninstall অফশন থেকে আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটি Uninstall করেনিন।
✔Uninstall হওয়ার পরও ফোনে অ্যাপটি শো করতে পারে তবে সমস্যা নাই।
✔এবার ফেসবুক পুরাতন ভার্সনটি ডাউনলোড করুন
✔ডাউনলোড করে ইনস্টল শেষে ফেসবুক আইডি লগইন করে

✔Status এ গিয়ে feeling /activity/sticker অপশনে গিয়ে পছন্দ মতো স্টিকার Choose করুন। তারপর মন যা চায় লিখুন।
এবার তা পোস্ট করুন স্টকার সহ।

ইমুর নতুন অ্যাপস ২০২০ | Imo new update appimo HD 2020 | Imo HD new features 2020ইমুতে HD Quality, নতুন অপশন ।। কি কি fea...
27/06/2020

ইমুর নতুন অ্যাপস ২০২০ | Imo new update app
imo HD 2020 | Imo HD new features 2020

ইমুতে HD Quality, নতুন অপশন ।।
কি কি features থাকছে এ নতুন HD Imo তে

✔HD Video Call (720MP)
✔Hd Voice call

বাকি সব features আগের মতোই।
অর্থাৎ আগের চেয়ে আর ক্লিয়ার ভাবে ভয়েচ ও HD Video মুডে কথা বলুন imo তে

Update করুন play Store থেকেই :

https://play.google.com/store/apps/details?id=com.imo.android.imoimhd

কিভাবে ফেসবুকে ডার্ক মোড অন করবেন  তো এর জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির লিংক নিচে দেয়া হল::https://p...
21/06/2020

কিভাবে ফেসবুকে ডার্ক মোড অন করবেন

তো এর জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটির লিংক নিচে দেয়া হল::

https://play.google.com/store/apps/details?id=com.chimbori.hermitcrab

✔ডাউনলোড করার পর অ্যাপ টি ওপেন করুন। ওপেন করে কয়েকবার নেক্সট বাটনে ক্লিক করে দেখতে পাবেন create your forest lite app now লেখাতে ক্লিক করুন

✔তারপর Create your own লেখা পাবেন সেখানে ক্লিক করুন

✔তারপর উপরে একটি সার্চ বক্স দেখতে পাবেন সেখানে ফেসবুকের লিংক মানে www. facebook.com লিখে এন্টার প্রেস করুন

✔তারপর আপনার ফেসবুক আইডিতে লগইন করুন

✔তারপর দেখবেন নিচের Create লেখা একটি পপ-আপ শো করছে। এখানে ক্লিক করুন

✔সেখান থেকে উপরের ডান পাশের গিয়ার আইকন এ ক্লিক করুন

তারপর একটু নিচে গিয়ে দেখতে পাবেন নাইট মুড লেখা একটি অপশন। সেখানে ক্লিক করুন

✔তারপর দেখতে পাবেন COMPLIMENT SUCCESSFULLY
Restart Now তো Restart Now বাটনে ক্লিক করুন

✔তারপর আপনার কাঙ্খিত ডার্ক মুড চালু হবে এবং আপনি ডার্ক মুডে ফেইসবুক ব্যবহার করতে পারবেন

Alert: ডানপাশে setting গিয়ে create a lite apk দিয়ে সর্টকাট করে রাখলে বার বার log-in করা লাগবে না

আপনার ফোনে Border Led color Light সেট করতে পারবেন,সকল Android ফোনেই করতে পারবেন,এবং ফোনটি দেখতে হবে চৎমকার,আপনার ফোন কে ...
20/06/2020

আপনার ফোনে Border Led color Light সেট করতে পারবেন,সকল Android ফোনেই করতে পারবেন,এবং ফোনটি দেখতে হবে চৎমকার,
আপনার ফোন কে এবার আপনি অসাধারর করে তুলতে পারবেন,যেকেউ দেখলেই অবাক হয়ে যাবে।
Playstore link :

https://play.google.com/store/apps/details?id=com.BorderLight.LED.Color.Live.Wallpaper

18/06/2020

প্লে স্টোরের যেকোনো অ্যাপ ডাউনলোড করে রেখে দিন APK ফাইল হিসেবে যেকোনো জায়গায় । আর ইন্সটল করুন অফলাইনেও ।

☑️প্রথমে আপনি আপনার প্লে স্টোর অ্যাপ এ চলে যান । এরপর আপনি যে অ্যাপ টি ডাউনলোড করতে চাচ্ছেন সেই অ্যাপ এর INSTALLATION পেজ এ যান ।

☑️এবার শেয়ার অপশন থেকে আপনাকে অ্যাপ এর লিঙ্ক কপি করে নিতে হবে ।

☑️এবার আপনি Evozi (apk downloader)ওয়েব পেজ এ চলে যান ।

☑️ এবার বক্স এ কপি করা লিঙ্ক পেস্ট করে দিন ।

☑️ পেস্ট করার পর id= এর পর যা যা আছে সেগুলো রেখে দিন । আর বাকি সব কেটে দিন ।

☑️ জেনারেট ডাউনলোড লিংক করে আপনার পছন্দের অ্যাপ download করুন

13/06/2020

Messanger স্টোরিতে 23s এর বেশি বিডিও এড করুন :::::::::

☑️প্রথমে আপনার মেসেঞ্জার টা ওপেন করুন
☑️তারপর যেকোনো কাউকে ম্যাসেজ দেওয়ার জন্য তার প্রোফাইলে যান।
☑️ভিডিও Send করার অপশন থেকে বিডিওটা সেলেক্ট করুন
☑️তারপর এডিট এ ক্লিক করুন
☑️তারপর ভিডিওর যেকোনো একটা অংশও কেটে নিতে পারেন
☑️তারপর Your story তে ক্লিক করুন
☑️তারপর add

ভিডিও টি মাইডে তে এড হচ্ছে একটু অপেক্ষা করে চেক করুন এড হয়ে গেছে।।

06/06/2020

আমরা যারা রেগুলার গেমস খেলি তারা তো নিশ্চয়ই জানি ওপেন ওয়ার্ল্ড গেম আসলে কাকে বলে?

তবে ওপেন ওয়ার্ল্ড গেমের স্টোরিলাইন, গ্রাফিক্স যেমনই হোক ওপেন ওয়ার্ল্ড খেলার কিন্তু মজাই আলাদা । কারণ একটা বড় প্লেসে আপনাকে ফুল ফ্রিডম দেওয়া হয় ওপেন ওয়ার্ল্ড গেম খেলার জন্য!

তবে ওপেন ওয়ার্ল্ড গেম অনেক একশন অনেক মিশনও থাকে ।
তো চলুন কথা না বাড়িয়ে আজকের পোস্ট এর মূল ট্রপিকে চলে যাই?

5(BATTLE DOGS)

এই গেমটির সাইজ এর গ্রাফিক্স এর তুলনায় অনেক কম মাত্র ৯৫ মেগাবাইটের একটি গেমের গ্রাফিক্স ও ম্যাপ দেখলে মনে হবে যেন আপনি কোন বড় সাইজের গেম খেলছেন, তাছাড়া এই গেমে আপনি অনেক ভাল স্টোরিলাইন দেখতে পারবেন এবং আপনি চাইলে ওপেন ওয়ার্ল্ডে ঘুরতেও পারবেন।

4(SIX GUNS SHOWDOWN)

যদিও এটি একটি পুরনো গেম তা সত্ত্বেও আজও এটি টপ ওপেনিং world’s এর মধ্যে পড়ে।দদ
এই গেমে আপনার ক্যারেক্টার হবে একজন কাউ বয় হিসেবে এবং সর্বমোট ৪০ টি মিশন রয়েছে এই গেমের মধ্যে, তবে সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছেএই গেমে আপনি চাইলে ঘোড়া ও চালাইতে পারেন আই মিন চড়তে পারেন, এবং কিছু কিছু মিশনে তো আপনার ঘোড়ার রেস ও করতে হবে।
তাছাড়া আপনি এই গেমে অনেক পুরনো গান দেখতে পারবেন যা এই যুগে প্রায় বিলুপ্তির পথে, আজ এই গেমের গ্রাফিক্স অল ডিটেলস অনেক হাই লেভেলের ও অনেক কালারফুল মনে হয় আপনার কাছে

3(MADE OUT-2 BIG CITY ONLINE)

যেহেতু এই গেমের নামে রয়েছে বিগ সিটি সেহেতু বুঝাই যাচ্ছে এই জমির ম্যাপ কোন সাধারণ গেমস এর চাইতে অনেক বড় এবং আসলেই এই গেমের ম্যাপ অত্যন্ত বড়এবং এই দিনের সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই গেমের গ্রাফিক্স,
আমার মতে এই লিস্টের সবথেকে হাই কোয়ালিটির গ্রাফিক্স দেখতে পারবেন আপনি এই গেমের মধ্যে।

2(GANGSTAR NEW ORLEANS)

গেম লফট এর গ্যাংস্টার সিরিজের শেষ গেমটি হচ্ছে GANGSTAR NEW ORLEANS নাম শুনে তো বুঝতেই পারছেন এটি একটি গ্যাংস্টার গেম, গ্রামের গ্রাফিক্স কার্টুনের মত হলেও এই গেমের শাইনিং ও ডিটেলস হাই যা এই গেমের গ্রাফিক্স কে অনেক ইন্টারেস্টিং করে তুলে।দ
এই গেমে আপনি অনেক গ্যাং ওয়ার্ল্ড টাইপের মিশন দেখতে পাবেন অনেক বড় একটি মেয়ে চাইলে ওপেন ওয়ার্ল্ড এ ঘুরতেও পারেন অনেক টাইপের গান । গান মানে কিন্তু বন্দুক 😜
আপনি চাইলে এই গেমের মধ্যে বাড়ি গাড়ি জমিও কিনতে পারবেন মূলত বাস্তবের সাথে অনেকটা মিল রেখেই এই গেমের স্টোরিলাইন সাজানো হয়েছে।
যা আসলে আমেজিং।

1(GANGSTAR VEGAS)

তো এই গ্যাংস্টার ভেগাস গেম লফট এর গ্যাংস্টার সিরিজের ৪ নম্বর গেম মূলত এর পরেই গ্যাংস্টার নিউ অলওয়েজ গেমটি লঞ্চ হয়েছিল যার ফলে গ্যাংস্টার কে গ্যাংস্টার ৪ ও বলা হয়।

এই গেমটি তে আপনাকে যেতে হবে লাস্ট ভেগাসে, এই গেমসে আপনার ক্যারেক্টার হবে এমন একটি লোক হিসাবে যার নাম জিসান, যে কিনা একজন এম এম টি ফাইটার একটি বক্সিং ম্যাচ জেতার পর জিসান ফ্রাঙ্ক নামে এক লোকের দ্বারা টার্গেট হয়ে যায়।
এভাবেই তার গ্যাংস্টার লাইফ শুরু হয়, মূলত এই গল্পটিই সম্পূর্ণ তুলে ধরা হয়েছে এই গেমে তাছাড়া এই গেমের গ্রাফিক্স অনেক হাই কোয়ালিটির যা আপনাকে রিয়েল স্টিক গ্রাফিক্সের অনুভূতি দিবে।
তাছাড়া এই গেমে আপনি অনেক অ্যাকশন ও ইন্টারেস্টিং মিশন দেখতে পাবেন যা হয়তো এর আগে কোন গেমে ই আপনি দেখেননি।

তো আপনার যদি ওপেন ওয়ার্ল্ড গেম এর ওপর ইন্টারেস্টিং থাকে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন।

03/06/2020

PUBG Mobile গেমসটিতে মূলত তিনধরনের খেলোয়ার থাকে যেমনঃ

1. Noob

2. Pro

3. Hacker

এখানে Noob বলতে নতুন বা তেমন ভালো বুঝেনা তাদের বুঝানো হয়।

আর Pro বলতে অভিজ্ঞ এবং পারদর্শীদের ধরা হয়।

সবশেষে থাকে Hacker যারা কিনা PUBG Mobile এর জন্য SuperMan এর Role পরিবেশন করে থাকে
আপনারা অনেকে তাদের হয়তো Cheat User ও বলে থাকেন।

কিছু উল্লেখযোগ্য Hack রয়েছে যা কম বেশী অনেকেই ব্যবহার করে তার মধ্যে কিছু ফ্রি আর Paid Version থেকে ক্রয় করতে পারবেন।

আগে বলে নেওয়া ভালো হবে যে ফ্রি ভার্সন গুলোতে যখন তখন Banned হয়ে যেতে পারে আপনার আইডি তাই Paid ভার্সন গুলো ব্যবহার করা Safe হবে তাছাড়াও Paid ভার্সন গুলোতে অনেক বেশী সুবিধা দিয়ে থাকে।

আসুন জেনে নেই হ্যাক গুলো সম্পর্কে সংখিপ্ত ভাবেঃ

ESP:

ESP ব্যবহার করলে আপনি আগে থেকে যেনে যেতে পারবেন আপনার Enemy Location তাছাড়াও জানতে পারবেন কোন ঘরে কি আছে Airdrop কোথায় আছে কিংবা যানবাহন গুলো কতদূরে আছে।

AIMBOT:

Aimbot এর কাজ হলো অটোমেটিক Enemy এর মাথায় গুলি করার জন্য কার্সর সেট হয়ে যাবে যার ফলে HeadShot বেশী আসবে।

FAST LANDING:

Fast Landing এর কাজ হলো Plane থেকে লাফ দিয়ে নির্দিষ্ট স্থান কোন প্রকার দেরী করা ছাড়াই মুহূর্তে মাটিতে নেমে যাওয়া।

Fast Run:

Fast Run আপনাকে দিবে আপনার নির্ধারিত দৌড়ের স্পিড অতিক্রম করে আরো বেশী স্পিডে দৌড়াদৌড়ি করার সুবিধা। ধরুন আপনি Knocked হয়ে গেলেন এবং আপনার Team একটু দূরে রয়েছে তখন আপনি চাইলে খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌছে যেতে পারবেন।

HIGH JUMP:

High Jump ফিচারের মাধ্যমে আপনি অনেক উচুতে লাফ দিয়ে ঊঠে যেতে পারবেন।

CAR FLY:

Car Fly এর মাধ্যমে আপনি চাইলে আপনার গাড়ি কিংবা মোটর সাইকেল আকাশে ঊড়াতে পারবেন।

SCOPE ZOOM:

এই ফিচারের মাধ্যমে আপনি কোন প্রকার Scope ছাড়াই 8x এর সুবিধা উপভোগ করতে পারবেন।

CAR SPEED:

এই ফিচারে মাধ্যমে আপনি নির্দিষ্ট স্পিডের তুলনায় ২ গুন বেশী স্পিডে গাড়ি চালাতে পারবেন।

WALL HACK:

Wall Hack ব্যবহার করে Wall এর পিছনে থাকে Enemy কে মেরে দিতে পারবেন।

GOD VIEW:

এই ফিচারে মাধ্যমে আপনি অন্যদের তুলনায় ভিন্ন রকম Look ফিচার উপভোগ করতে পারবেন।

MAGIC BULLET:

এটা সবথেকে বিপদজনক হ্যাক কারন আপনি যেখানেই গুলি করেন না কেন তা গিয়ে সোজা আপনার Enemy এর গায়ে গিয়ে লাগবে।

কাজটি করতে আপনার যা প্রয়োজন পড়বেঃ

১. কম্পিউটার
২. Gameloop Emulator
৩. VN-Hax

যাদের পিসিতে এই ট্রিক টি চালানোর কথা চিন্তা করছেন তাদের বলে নেই কাজটি করতে আপনার 4GB+ MB প্রয়োজন পড়বে। আর আপনার পিসির কনফিগ 8GB Ram , 3.20Ghz Processor, 4GB Graphics থাকতে হবে।

23/05/2020

Games Review :
****************
ভুতুড়ে গেমস !!!!!!!!!

Granny: Chapter two
( play store এ পাবেন )

*** কি ভাবে খেলবেনঃ

☑️একজন বুড়ি এবং বুড়ো মানে দাদা এবং দাদি তার হাতে একটা লাঠি দেখতে পাবেন ৷

☑️তাদের লাঠির আঘাত থেকে আপনাকে বাঁচতে হবে ৷
এখানে আপনি কোন আঘাত করতে পারবেন না ৷

☑️আপনাকে একটা ঘরে তালা বদ্ধকরে রাখবে ৷

☑️আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকে ঐ বাড়ি থেকে খুব সাবধানতার সাথে বেরিয়ে আসতে হবে ৷ যদি ভুল করে টের পায় তাহলে মৃত্যু ! মানে গেম ওভার ৷

☑️দাদি সবকিছু শোনেন, দাদা খুব একটা শুনতে পায় না, তবে সে খুব ভয়নাক ৷

☑️আপনি মেঝেতে কোনকিছু ফেললে ওরা শুনতে পাবে এবং সেখানে আসবে ৷

আপনি চাইলে ৫দিন লুকিয়ে থাকতে পারবেন ৷

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tech Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tech Solution:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share