28/12/2023
শহুরে শকুনের দল। মানুষ নয় অমানুষ।
রাজধানীর ধানমন্ডির ঘটনা। গৃহকর্ত্রী কেমন অবলীলায় ছোট্ট গৃহকর্মী শিশু মেয়েটিকে নয় তালার কার্নিশে নামিয়ে কোটি টাকার ফ্ল্যাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে মশগুল। যাকে দিয়ে তিনি তাঁর হুকুম তালিম করাচ্ছেন সেই শিশুটির বয়স কতোই বা হবে ৯ কিংবা ১০। কোন এক মায়ের আদরের ‘ধন’! সে কথা আজ আর মনে নেই শিশুটিরও। সব ভুলে তাঁর উপর ন্যস্ত ‘দায়িত্ব’ টুকু কী গভীর মনোযোগে পালন করে চলেছে সে। বালতির পানিতে কাপড় ভিজিয়ে ভিজিয়ে শরীরের সব টুকু শক্তি যুগিয়ে ঘষে ঘষে কার্নিশের ময়লা পরিষ্কার করে চলেছে বেশ সময় নিয়ে। কিন্তু বাড়ি ওয়ালা গৃহকর্ত্রীর মনের ভিতরে জমে থাকা ময়লা কে পরিষ্কার করার দায়িত্ব নিবে ?
তবে শিশুটি মাঝে মাঝে কার্নিশের প্রান্তে এসে প্রাণ ভয়ে লোহার গ্রিল ধরার চেষ্টা করতেই গৃহকত্রীঁ বড় দয়ায়’ শিশুটির ছোট্ট হাতটা ধরে তাঁকে সাহস আর নিরাপত্তা যুগিয়ে ! কি মানবিক (?)। ভাগ্যিস ঐ টুকু বোধ তখনো ছিল তাঁর।
কোটি টাকার ঐ বাড়ি কেনার মুরোদ নেই আমার। কিন্তু যাঁদের আছে এই ধানমণ্ডিতে তাঁদের ন্যূনতম মানবিক বোধ কি আর একটুও অবশিষ্ট নেই ? মূল্যবোধ(?) কি একবারও উঁকি দেয়না। যে মানব ঐ শিশুটি আজ পেটের তাগিদে জীবনের সব আহ্লাদ পরিবার পরিজন মায়ের মায়া অমূল্য স্নেহ ছেড়ে যার কাছে এসেছে তিনি একটু মানবিক হবেন প্লিজ!
ছবি ও বর্ণনা : বিখ্যাত ফটো সাংবাদিক পাভেল রহমান ভাই।