14/12/2021
~ ভাই, কলাবাগান যাবেন?
~ যাব?
~ ভাড়া কত নিবেন?
~ ভাই ১০০ টাকা।
কোন কথা না বলে, ঠিক আছে চলেন।
কিছুক্ষন পর জিজ্ঞেস করলাম ভাই, সবাই ২০০, ২৫০/- চাচ্ছে আপনি ১০০ টাকা চাইলেন যে?
চালকঃ ভাই গরীব হইতাম পারি কিন্তু আমি গলায় পাড়া দিয়া টাকা নেই না, মানুষের এই মুহুর্তে সবারই ক্রাইসিস, আমি বুঝি। আমি গত বছরের লকডাউনে ২ দিনে ৫০০০ টেহা কামাইছিলাম। এরপরের দিন আমার অসুখ, আমার বৌ এর অসুখ, বাচ্চার অসুখ, বাপ মা সবার অসুখে ৫০০০ টেকা শেষ। টেকাও শেষ, অসুখও শেষ। এরপরের তে কানে ধইরা তওবা কাটছি যত যাই থাকুক ন্যায্য ভাড়া নিমু,
না পোষাইলে ১০-২০ টাকা চাইয়া নিমু। বিপদের সময় কারো কাছ থেইকা বেশী নিমু না। আমি নামার পর ব্যবহারের কারণে অতিরিক্ত বকশিস দিলাম জোর করে। উনি নিতে রাজি নন। গল্প করলাম অনেক কিছু নিয়ে, খারাপ এর ভিতরে এখনো অনেক ভালো মানুষ আছে সবাই সুযোগ সন্ধানী না।
🔥রিযিকের এই সরল সমীকরণ কয়জন মিলাতে পারে⁉️
(কালেক্টেড)