Roy Provash

Roy Provash Digital Marketer

14/11/2023

অস্কার পাওয়া পৃথিবীর সবচেয়ে সেরা ২৫ টি সিনেমার লিস্ট। যেগুলো না দেখলে আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। তাই সময় নষ্ট না করে দ্রুত দেখে ফেলুন।

1. Ben-Hur (1959)

2. Titanic (1997)

3. The Lord of the Rings: The Return of the King (2003)

4. West Side Story (1961)

5. Gigi (1958)

6. The Last Emperor (1987)

7. The English Patient (1996)

8. Gone with the Wind (1939)

9. From Here to Eternity (1953)

10. On the Waterfront (1954)

11. My Fair Lady (1964)

12. Cabaret (1972)

13. Gandhi (1982)

14. Amadeus (1984)

15. Slumdog Millionaire (2008)

16. The Best Years of Our Lives (1946)

17. The Bridge on the River Kwai (1957)

18. Lawrence of Arabia (1962)

19. Patton (1970)

20. The Sting (1973)

21. Out of Africa (1985)

22. Dances with Wolves (1990)

23. Schindler's List (1993)

24. Shakespeare in Love (1998)

25. Gravity (2013)

03/11/2023
25/10/2023

দাম্পত্যজীবনে কলহ,হতাশা,অস্থিরতা,হতাশা,কিংবা পারষ্পরিক সম্পর্কের টানাপোড়েন এর অনেক কারনের মধ্যে অন্যতম একটি হলো পুরুষের দ্রুত বীর্যপাত বা Premature Ej*******on.কিন্তু সামাজিক ব্যবস্থা ও লোক লজ্জার ভয়ে এই ব্যাপারগুলি কখনো সামনে আসে না।

দ্রুত বীর্যপাত বা Premature Ej*******on এর লক্ষণ সমুহঃ DMS-5 অনুসারে,একজন ব্যক্তি যদি নিম্নোক্ত সমস্যা সমূহ অনুভব করেন,তবে তার দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছেঃ

ক) শারীরিক সম্পর্কের ১মিনিটের কম সময়ের মধ্যে বীর্যপাত।

খ) যদি এই সমস্যা ৬মাস বা তার অধিক সময় ধরে চলতে থাকে।

গ) ৭৫-১০০% ক্ষেত্রে যদি সময়ের আগেই বীর্যপাত হয়ে যায়।

ঘ) পার্টনারের মধ্য যৌন অসন্তোষ, হতাশা সৃষ্টি হওয়া।

ঙ) কোন মানসিক বা শারীরিক রোগের উপস্থিতি, যা থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে।

চ) কোন মাদকদ্রব্য বা ওষুধ সেবন,যার কারণে দ্রুত বীর্যপাত হচ্ছে।

দ্রুত বীর্যপাতের কারণঃ

দ্রুত বীর্যপাতের কারণগুলোকে দুই ভাগে ভাগ করা যায়ঃ

১)জৈবিক কারন

২) মানসিক কারন

১) জৈবিক কারণ সমূহঃ

ক) ডায়াবেটিস।

খ) থাইরয়েড গ্রন্থির সমস্যা।

গ) বিভিন্ন হরমোন জনিত সমস্যা।

ঙ)হৃদরোগ।

চ) মূত্রনালির সংক্রমন ও প্রদাহ।

ছ) বিভিন্ন রোগ, যেমনঃ সিফিলিস, গনোরিয়া ইত্যাদি।

জ) বিভিন্ন ওষুধ।

ঝ) সার্জারি বা আঘাত জনিত কারণে স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে।

২) মানসিক কারণ

ক) দুঃশ্চিন্তা/মানসিক চাপ/ডিপ্রেশন।

খ) শারীরিক দূর্বলতা।

গ) সঠিক যৌন শিক্ষার অভাব।

ঘ) প্রি ম্যারাইটাল বা বিবাহ পূর্ব কাউন্সিলিং এর অভাব।

ঙ) সেক্স সম্পর্কে ভুল ধারনা।

চ) কম বয়সে সহবাস।

ছ) অতিরিক্ত প্রত্যাশা।

জ)আগের ব্যর্থতা বার বার মনে করা।

ঝ)সেক্সুয়াল এবিউজ।

ঞ)সম্পর্ক অবনতি /দাম্পত্য কলোহ।

ট)চাকরি -ব্যবসা জনিত কারণে দূরে থাকেন এবং অনেকদিন পরপর শারীরিক সম্পর্কের সুযোগ পান।

ঠ)মাদকাসক্ত /নেশাগ্রস্ত।

সমাধান ও চিকিৎসাঃ

সঠিক রোগ নির্ণয় এবং সে অনুযায়ী চিকিৎসা ও কাউন্সেলিং গ্রহনের মাধ্যমে ৯০-৯৫% ক্ষেত্রে দ্রুত বীর্যপাত রোগে আক্রান্ত পুরুষ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।তাই ভয় বা লজ্জা পেয়ে রোগ না লুকিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন,সুস্থ থাকুন।

পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই অর্গানিক ভেষজ চিকিৎসার মাধ্যমে যেকোন যৌ/ন সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন।
✆ WhatsApp : 01303-891946

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Roy Provash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share