Pomra union news

  • Home
  • Pomra union news

Pomra union news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pomra union news, Media/News Company, .
(1)

02/02/2024

স্কুল কলেজ ইউনিভার্সিটি সংগঠন

স্যার : কী হয়েছে মফিজ স্কুল
এ আসিস না কেন তুই?
মফিজ: স্যার আমি আর আপনাদের স্কুল পড়ব না।
স্যার : কি বলছিস তো কোন
স্কুলে পড়বি?
মফিজ : আমাদের এক বড় ভাই
স্কুল কলেজ ইউনিভার্সিটি
না পড়ে বিসিএস ক্যাডার
হয়ে গেছে।
স্যার : কী বলছিস, কেমনে ?
মফিজ : সংগঠন করে।
স্যার : তা কেমন সংগঠন মফিজ ?

মফিজ : স্যার বড় ভাই বলেছে
স্কুল কলেজ ইউনিভার্সিটি
ঐ সংগঠন এ-র মতো শিক্ষা
দেওয়া হয়না ঐ সংগঠন এ যে শিক্ষা দেওয়া হয় ।
স্যার: ও আচ্ছা,তুমি ঐ ইউনিভার্সিটিতে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হউ।

17/08/2023

এটাই চিরন্তন সত্য যে!
যদি আপনি স্পষ্টবাদী হোন, দেখবেন অনেকের সাথেই আপনার সম্পর্ক থাকবে না !

The world doesn't care about you & your feeling. 🤕
28/01/2023

The world doesn't care about you & your feeling. 🤕

01/01/2023
✅ ২০১৫ - বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ✅ ২০১৭ - চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল ✅ ২০১২ - এশিয়া কাপ ফাইনাল ✅ ২০১৬ - এশিয়া কাপ ফ...
30/09/2022

✅ ২০১৫ - বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল
✅ ২০১৭ - চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল
✅ ২০১২ - এশিয়া কাপ ফাইনাল
✅ ২০১৬ - এশিয়া কাপ ফাইনাল
✅ ২০১৮ - এশিয়া কাপ ফাইনাল

মাঝে মধ্যে দু'একটা ম্যাচ জিতে কি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল, এশিয়া কাপের ৩ আসরে ফাইনাল খেলা যায়? - প্রশ্নটা তুলা থাকলো পাকিস্তানি কিংবদন্তি বিশ্লেষক মোহাম্মদ হাফিজের কাছে'ই! 🙁


|

23/09/2022

"যার যোগ্যতা যত কম, তার হিংসা তত বেশি" |

28/08/2022

ইছাখালী লক্ষীরখীল পাহাড়ী এলাকা থেকে অজ্ঞাতনামা কিশোরের লাশ উদ্ধার। সূত্র- রাঙ্গুনিয়া থানা

রাতের চট্টগ্রাম রেলস্টেশন ❤️
12/07/2022

রাতের চট্টগ্রাম রেলস্টেশন ❤️

" দ্যাখ আমার দ্যাশের লোকজন হইলো গরীব আর আমি হইলাম গরীবের নেতা। বাবারে দেখ্, আমার কাছে বহু রকমের লোক আসে, তো যারা বড়লোক আ...
07/09/2020

" দ্যাখ আমার দ্যাশের লোকজন হইলো গরীব আর আমি হইলাম গরীবের নেতা।
বাবারে দেখ্, আমার কাছে বহু রকমের লোক আসে, তো যারা বড়লোক আমার লগে দেখা করতে আইলে দেখা করতে দেস বা না দেসI কিন্তু আমার অনেক বন্ধু চাষাভুষা, শ্রমজীবী মানুষ আসবে, কোন গরীব যেন আমার লগে দেখা করতে আইসা ফিইরা না যায়।
বড়লোকেরা আমার দেখা না পাইলেও কোন একটা ব্যাবস্থা কইরা ঠিকই কাজ উদ্ধার করবোI গরীবরা তা পারবো না, কাজ করতে তাদের যদি সাহায্য না করস, তাহলে তাদের কাজ কোনো সময়ই হইবনা। গ্রামবাংলার মানুষ খুবই অসহায়। বাংলাদেশের স্বাধীনতার মূল কারণ ছিল সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করা, কল্যাণ রাষ্ট্র সৃষ্টি করা।"

- ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
(সাবেক গভর্ণর, বাংলাদেশ ব্যাংক)
বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে যোগদানকালে ফরাসউদ্দিন সাহেবকে বলা বঙ্গবন্ধুর কথা।

22/05/2020

আজকের_করোনা_ভাইরাসের_আপডেট:(২২-০৫-২০২০)
নতুন আক্রান্ত শনাক্ত: ১৬৯৪জন। মোট নমুনা পরীক্ষাঃ ৯৭২৭জন। সর্বমোট নমুনা পরীক্ষাঃ২২৩৮৪১ জন।
সর্বমোট আক্রান্তঃ৩০২০৫ জন।
নতুন মৃত্যুঃ২৪ জন।
সর্বমোট মৃত্যুঃ ৪৩২জন।
নতুন সুস্থ : ৫৮৮জন।
সর্বমোট সুস্থঃ ৬১৯০জন।
সূত্রঃ স্বাস্থ্য অধিদপ্তর
Stay Home,
Stay Safe.

21/05/2020

করোনা ভাইরাসে সৃষ্ট চলামান পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন দেশের সকল মসজিদের জন্য ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী বিশ্বরত্ন শেখ হাসিনা।❤

21/05/2020

COVID-19 এ আজ ২২ জনের মৃত্যু😭😭😭😭
আল্লাহ হেফাজত করুন❤

21/05/2020

যশোরে ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে

😭মা মেয়ের মৃত্যু😭

😊আল্লাহ বেহেস্ত নাসিব করুক 💔

20/05/2020

ব্রেকিং নিউজ
রাঙ্গুনিয়ায় করোনা আক্রান্ত ৬ জনের মধ্যে ৪ জনই সরফভাটার, ১ জন পুলিশ কর্মকর্তা ও অন্যজন পারুয়ার😭ভাল করে ঈদ শপিং করুন

10/05/2020

█▒▒▒ব্রেকিং/Breaking▒▒▒█

*** ২৪ ঘণ্টায় ৫৭৩৮ নমুনা পরীক্ষায় ৮৮৭ করোনা রোগী শনাক্ত
*** দেশে করোনায় আরো ১৪ জনের প্রাণহানি, মোট মৃত্যু ২২৮
*** গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী
*** করোনায় সারাদেশে এ পর্যন্ত আক্রান্ত ১৪৬৫৭
*** ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৩৬, মোট সুস্থ ২৬৫০
stay Home stay safe

03/05/2020

েমন_লক_ডাউন ?

#জানালা বন্ধ করে #দরজা খোলা রাখার মতোই

রাংগুনিয়ার প্রবেশ মুখ তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং ইউনিয়ন হিসেবে ৬ নং #পোমরা ইউনিয়ন ষ্টেশন হিসেবে বুড়ির দোকান প্রথমে পড়ে।
লক ডাউনের শুরু থেকেই রাংগুনিয়া থানার পুলিশ পোমরা সত্যপীর মাজার গেইটে অবস্থান নিলে ও যা বর্তমানে বুড়ির দোকান শান্তির হাটের মাঝখানে খাঁ মসজিদ গেইটে রোদ বৃষ্টি উপেক্ষা করে দিন-রাত পরিশ্রম করে অবস্থান করছেন।

একজন পুলিশ ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম তাঁরা মানুষের অযথা ঘুরাফেরা, আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়া এবং এক জায়গার মানুষ অন্য জায়গায় গমন ঠেকানো অর্থ্যাৎ রাংগুনিয়া উপজেলায় যেন অন্য উপজেলার মানুষ আসা যাওয়া করতে না পারে। এক কথায় ভাইরাস নিয়ন্ত্রনে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
তাদের কে হাজারো স্যালুট জানাই।

#তারপরেও_মনে_কেমন_জানি_খটকা_লাগছে

আসুন বিষয়টা ক্লিয়ার করি.....

পুলিশ ভাইদের এই পরিশ্রম কতটুকু #সুফল বয়ে আনছে........?

#প্রশ্ন রইলো আপনাদের কাছে, আশা করি #কমেন্টের মাধ্যমে #উত্তর দিবেন।

পুলিশ ভাইদের অবস্থানের কিছুটা পূর্বে শান্তির হাট ঈদগাহ সামনে এবং পশ্চিমে ওয়াসা গেইটের সামনে প্রতিদিন অসংখ্য গাড়ির ভিড় দেখা যায়,,,
এক #ড্রাইভার ভাইকে জিজ্ঞাস করাতে জানতে পারি পশ্চিমের গাড়ি গুলো রাউজান পাহাড়তলি অথবা সুযোগ হলে একে বারে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত যাত্রি নিয়ে আসা যাওয়া করে,
আর পূর্বের গাড়ি গুলো গোডাউন গেইট অথবা সুযোগ পেলে লিচুবাগান পর্যন্ত যাত্রি আনা নেয়া করে।

পশ্চিমের যাত্রিরা গাড়ি করে শহর থেকে এসে ওয়াসা গেইটে নেমে একটু হেঁটে পুলিশ চেক পোস্ট ক্রস করে শান্তির হাট থেকে আবার গাড়ি করে অনায়েসে এদিক সেদিক যেতে পারছে।
ঠিক একি ভাবে পূর্বের যাত্রিরা ও শান্তির হাটে নেমে চেক পোস্ট ক্রস করে আবার গাড়ি করে অনায়েসে শহরে চলে যাচ্ছে।

যেখানে মানুষ শহর থেকে গ্রামে আর গ্রাম থেকে শহরে অনায়েসে আসা যাওয়া করছে সেখানে এই াউনের মানে কী?

আজ রাংগুনিয়াতে একজন করোনা পজেটিভ, না জানি আগামীকাল কয় জন হয়।

শুনেছি ঐ মহিলার নমুনা সংগ্রহ করা হয়েছিল ৪/৫ দিন আগে তাহলে এতদিন না জনি সে কত জনের মধ্যে এই ভাইরাসটি উপহার স্বরুপ দিয়ে দিয়েছে।

#হে_আল্লাহ_রক্ষা_কর।

#পরামর্শ ::-- ১ টি চেক পোস্টে এক সাথে ৪/৫ জন পুলিশ না দিয়ে চেক পোস্টের সংখ্যা বাড়ান।
প্রতিটি ষ্টেশনে কম পক্ষে ১/২ জন পুলিশ দিন যাতে করে মানুষ অযথা ঘুরাফেরা এবং দূর দূরান্তে গমন করতে না পারে।

অনেকদিন ধরে ভাবছিলাম এই বিষয়ে কিছু লিখবো কিন্তু সুফলের অপেক্ষায় ছিলাম।
অলরেডি রাংগুনিয়াতে একজনের পজেটিভ তাই আর না লিখে থাকতে পারলাম না।

ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আসুন নিজে সুস্থ থাকি.....
তাহলে সুস্থ থাকবে পরিবার,সমাজ ও দেশ।

03/05/2020

একটু সময় নিয়ে পড়ুন 🙏🙏
রাংগুনিয়ায় প্রথম করোনা রোগী সনাক্ত।তিনি উপজেলার উচ্চপদস্থ কর্মকর্তার বাসায় কাজ করেন যতটুকু খবর পেলাম।
সবচেয়ে ভয়ংকর কথা তার কোন লক্ষণ নেই।

এখন আসেন আসল কথায়।
ধরেন তিনি কাজ শেষে বাড়ি গেলেন।যে এলাকায় উনার বাড়ি তা খুব জনবহুল এলাকা।উক্ত এলাকার অধিকাংশ মানুষ রাংগুনিয়ায় বিভিন্ন গ্রামে মাছ বিক্রি করেন আবার হয়ত তারা মাছ সংগ্রহ করেন চোমুহনী মাছ বাজার হতে।সেখানে পুরো রাংগুনিয়ার মানুষের সমাগম হয় সাতসকালে।ধরেন রোগীটি বাজার করলেন ইছাখালী বাজার বা রোয়াজারহাটে।প্রতিদিন সেখানে হাজার মানুষের আনাগোনা। তাহলে তিনি কতজনকে অজান্তে ভাইরাসটি ছড়ালেন?

উল্টো আরেক হিসেবে আসুন।তিনি যে কর্মকর্তার বাসায় কাজ করেন তিনি হয়তো পুরো উপজেলা চষে বেড়িয়েছেন দায়িত্বের তাগিদে।উনার কন্টাক্ট এ শতজন, হাজারজন হয়ত এসেছেন।

এখন সবার পরীক্ষা করা কি সম্ভব!!!কখনো না।তার মানে লক্ষণ ছাড়াই করোনা রোগী আমার,আপনার পাশে ঘুরে বেড়াচ্ছে।

সাম্প্রতিক এক জার্নালে পড়লাম ২৮-৫৬ জন লক্ষণবিহীন করোনা রোগী থাকে প্রতি জন করোনা পজেটিভ রোগীর অনুপাতে।

সমাধান কি তাহলে? সমাধান একটাই,মনে রাখতে হবে তিন জন সমাগম হলে ধরে নিতে হবে আমি ছাড়া বাকি দুজন পজেটিভ।
তাই সমাগমের চিন্তা করা আর করোনা হাসপাতালে করোনা রোগীর সাথে লুডু খেলা একি কথা রাংগুনিয়ার ক্ষেত্রে।

সরকার নির্দেশিত নিয়ম কানুন মেনে চলুন।বাসায় থাকুন,বাড়িতে ইবাদত করুন,সপ্তাহে বা ১৫ দিনে ১ বার বাজার করুন।

এই পোস্টের উদ্দেশ্য আতংকিত করা না,একটা তুলনামুলক হিসাব করে আমরা যাতে সচেতন হই এবং নিজেদের নিরাপদ রাখি।

মনে রাখতে হবে ২০২০ সালে যদি আপনি বেঁচে যান সেটাই আপনার ব্যবসার সবচেয়ে বড় মুনাফা।
বেঁচেই যদি না থাকেন তাহলে ব্যবসা,শিক্ষা,ব্যাংক ব্যালেন্স দিয়ে কি করবেন????

১ দিন আইসোলেশনে থাকার চেয়ে ১ বছর পরিবারের সাথে আবদ্ধ রুমে কাটানো উত্তম।

সিদ্ধান্ত আপনার!!!ঘরে থাকবেন নাকি আশে পাশে ঘুরতে থাকা লক্ষণবিহীন করোনা রোগীর অবয়ব নেয়া আজরাইলের সাথে সাক্ষাৎ করতে যাবেন???????

02/05/2020

রাঙ্গু‌নিয়ায় প্রথম ক‌রোনা রোগী সনাক্ত। ইছাখালী জলদাস পাড়ার এক নারী। তি‌নি কাজ ক‌রেন এক সরকা‌রি কর্মকর্তার বাসায়।

02/05/2020

চট্টগ্রামে ১৭৭টি নমুনা পরীক্ষায় আক্রান্ত ৬ জন। চট্টগ্রামে ৩ জনের বাড়ি যথাক্রমে চন্দনাইশ, সন্ধীপ ও রাঙ্গুনিয়ায়। ৩ জন বাইরের
রাংগুনিয়া উপজেলার সকলকে জানায় আপনারা সচেতন হোন,
ঘরে থাক সুস্থ থাক

24/04/2020

আল্লাহ, আমাদের সবাইকে, ধৈর্য্যের সাথে সদা সন্তুষ্টির সাথে এই রমজানের নাজ নেয়ামত রহমত বরকত অর্জন করার তওফিক দান করুন....আমিন

23/04/2020

আহলান সাহলান হে মাহে রমজান।
রমজান মোবারক

জাতির  জনক ❤❤
29/01/2020

জাতির জনক ❤❤

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Pomra union news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share