TIME8 BARAK

TIME8 BARAK সত্যের পক্ষে বলিষ্ঠ আওয়াজ

01/10/2023

১৬১৭ নং দক্ষিণ হরিনগর এলপি স্কুলে গোপনে সবা করে করে এস এম সি গঠনের অভিযোগ

01/07/2023

ঈদের দিন সকাল এগারটার সময় শিলচর কলেজ রোড এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে আচমকা গন্ডগোল বাজে, কাছাড় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার কাছাড় পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানান । বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন প্রত্যেক ধর্মাবলম্বী লোক শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার আহ্বান করেন , কাছাড়ের প্রত্যেক ধর্মাবলম্বী মানুষদের কে ঈদের শুভেচ্ছা জানান কাটিগড়ার বিধায়ক ।জাকির হোসেন লস্কর বিরো চিফ কাছাড় TIME8 BARAK

31/01/2023

কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির অন্তর্গত হরিটিকর নদী ভাঙ্গনের কাজের ধীরগতি ও নিন্মমানের কাজের জন্য ঠিকাদার ও বিভাগীয় আধিকারিকদের উপর ক্ষুব্ধ এলাকার জনগণ। জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

26/01/2023

বিভিন্ন কার্যসূচির মধ্যেমে ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালন করলো surma valley development society NGO

04/01/2023

আগামী কাল ৫/১/২০২৩ তারিখ সকাল ১০ ঘটিকায় হরিনগর জিপি থেকে শুরু করে রাজারটিলা হয়ে কাটিগড়া সার্কেল অফিস পর্যন্ত আসাম সরকারের চক্রান্তে রচিত ইলেকশন কমিশনারের হট কারী সিদ্ধান্তের বিরুদ্ধে এলাকার পীড়িত হওয়া সচেতন নাগরিক এর পক্ষ থেকে এক প্রতিবাদী আন্দোলনি যাত্রার ডাক দেওয়া হয়েছে উক্ত যাত্রায় পীড়িত হওয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি নিজ নিজ কর্তব্য এবং আগামী কালকের উক্ষ যাত্রায় সুরমা ভ্যালি ডেভেলপমেন্ট সোসাইটিও অংশগ্রহণ করবে ধন্যবাদ।।

হরিনগর জিপির মন্ডল কংগ্রেসের ডাকে আয়োজিত সাংগঠনিক  সভার কিছু মুহুর্ত।উপস্থিত ছিলেন কাঠিগড়ার সম্মানিত বিধায়ক খলিল উদ্দ...
27/10/2022

হরিনগর জিপির মন্ডল কংগ্রেসের ডাকে আয়োজিত সাংগঠনিক সভার কিছু মুহুর্ত।

উপস্থিত ছিলেন কাঠিগড়ার সম্মানিত বিধায়ক খলিল উদ্দিন মজুমদার মহাশয়,কাঠিগড়ার ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমদ চৌধুরী, বিশ্বজিৎ মালাকার, রাহিদ আহমদ বড়ভূইয়া,শরফুল আলম চৌধুরী, এনামুল হক, নিখিলেশ দেব,মেহেবুব হুসেন লস্কর , তারিখ আজিজ প্রমুখরা ।

19/10/2022

কাছাড় জেলার DDMA এর আওতাধীনে ও surma valley development society NGO এর সহযোগিতায় হরিনগর জিপির সংযোগ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।

📌গুণোৎসবে রাজ্যের ৩৩টি জিলার মধ্যে কাছাড়ের স্থান ১৭ তম ।
05/09/2022

📌গুণোৎসবে রাজ্যের ৩৩টি জিলার মধ্যে কাছাড়ের স্থান ১৭ তম ।

02/09/2022

ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সীমান্তরক্ষীদের সীমান্তবর্তী কৃষি জীবীদের উপর অত্যাচার ,অভিযোগ গ্রামবাসীদের।

11/08/2022

আজাদি কী অমৃত মহোৎসব পালনের ডাক দিয়ে সজাগতা পদযাত্রা করলেন # surma valley development society NGO

02/08/2022

হরিনগর জিপির ২য় খণ্ডে বিকল হওয়া ট্রান্সফরমার বিভাগীয় তরফ থেকে বরাদ্দ হলেও লাইনম্যান টাকা দাবি করায় খুব গ্রামবাসী।

 িলোমিটার  #পায়ে_হেটে_হজ্জযাত্রা_২০২৩  কেরালা রাজ্যের শিহাব চত্তুর নামক একজন মুসলিম যুবক তার ইচ্ছা, পায়ে হেঁটে হজ্জ করবে...
24/07/2022

িলোমিটার #পায়ে_হেটে_হজ্জযাত্রা_২০২৩

কেরালা রাজ্যের শিহাব চত্তুর নামক একজন মুসলিম যুবক তার ইচ্ছা, পায়ে হেঁটে হজ্জ করবেন। কিন্তু তার বাড়ি থেকে মক্কা নগরীরর যে দূরত্ব তাতে পায়ে হেঁটে হজ করা মোটেই সহজসাধ্য নয়; কিন্তু তিনি যে প্রতিজ্ঞা করেই ফেলেছেন। তাই বাড়ি থেকে ৮৬৪০ কিলোমিটার দূরে মক্কায় পায়ে হেঁটে গিয়েই পবিত্র হজ্জ আদায় করবেন শিহাব।

তিনি গত ২ জুন হজ্জযাত্রা শুরু করেছেন। ৪৭তম দিনে তিনি অনেকটা পথ পাড়ি দিয়ে তিনি এখন ভারতের গুজরাটে অবস্থান করছেন। তার আশা, ২৮০ দিনে তিনি আট হাজার ৬৪০ কিলোমিটার পথ পায়ে হেটেপাড়ি দিতে সক্ষম হবেন।

তিনি প্রতিদিন ২৫কিলোমিটার করে পথ হাঁটছেন।
তার পরিবার, বন্ধুমহলসহ অসংখ্য মানুষ তাকে সমর্থন করছেন।
শিহাব তার সাথে নিয়েছেন ১০কেজি ওজনের একটি ব্যাগ,

তিনি ভারতের কেরালা থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের পৌঁছাবেন। শিহাবের আশা, ছয় দেশের সীমানা অতিক্রম করে তিনি ২০২৩ সালের হজে অংশগ্রহণ করতে পারবেন।
আল্লাহ তার দীর্ঘ পরিশ্রম কবুল করবেন ( #আমিন)💖




ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন দ্রূপদী মুর্মু ।
21/07/2022

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন দ্রূপদী মুর্মু ।

09/07/2022

আসাম রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি মাওলানা বদর উদ্দিন আজমল কাছাড় জেলা জমিয়ত উলামার অন্তর্গত কাটিগড়া সমষ্টির প্রত্যেক মুক্বামী জমিয়ত উলামার কাছে কিছু ত্রান সামগ্রী পৌঁছিয়ে ছিলেন সেই ত্রান সামগ্রী সীমিত থাকায় হরিনগর মুক্বামী জমিয়ত উলামার তত্ত্বাবধানে দ্বীন দরদী ভাইদের সহযোগিতায় প্রায় একশ এর উর্দ্ধে হরিনগর আঞ্চলিকের চন্ডিনগর বড়বন্দ স্থানীয় হরিনগর টুকেরগ্ৰামে বিধবা দরিদ্র পরিবারে ঈদ উপলক্ষে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
একই দিনে সুরমা ভ্যালি ডেভেলপমেন্ট সোসাইটিও হরিনগর জিপির বিভিন্ন এলাকায় প্রায় সত্তরটি পরিবারকে ঈদ কিট বিতরণ করে।।

05/07/2022

এ আই ইউ ডি এফ প্রধান তথা ধুবড়ীর সাংসদ মৌলানা বদর উদ্দিন আজমল আলকাছিমী কাটিগড়া সমষ্টির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন।

04/07/2022

কাটিগড়া সীমান্ত এলাকায় গরু মহিষ চুরির ঘটনায় নাজেহাল গ্রামের জনগণ। এক মাসের মধ্যে কয়েকটি পরিবারের ২০/২৫ টি গরু মহিষ চুরি হয়ে গেল প্রশাসনের ভুমিকা নিরব অভিযোগ গ্রামবাসীদের।

04/07/2022

আগামী কাল কাটিগড়া সমষ্টির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন এ আই ইউ ডি এফ এর প্রধান তথা ধুবড়ীর সাংসদ মৌলানা বদর উদ্দিন আজমল আলকাছিমী। এই খরব জানিয়েছেন কাটিগড়া এ আই ইউ ডি এফ এর সমষ্টি কমিটির সভাপতি আতাউর রহমান লস্কর।

03/07/2022
03/07/2022
03/07/2022

কাটিগড়া সমষ্টির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার মানুষের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ঘর বাড়ি শীগ্রই পুনর্বাসনের জোরালো দাবি।

02/07/2022

বন্যার জল কিছু কমলেও কাটিগড়া সমষ্টির কিছু এলাকায় বিশুদ্ধ পানিয় জল এর হাহাকার । পপুলার ফ্রন্ট ওফ ইন্ডিয়া ।তাহাদের আবেদন স্থানীয় প্রশাসন কাছে উক্ত এলাকায় বিশুদ্ধ পানিয় জল সরবরাহ করার জন্য।

01/07/2022

ভয়াবহ বন্যায় কাটিগড়া সমষ্টির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করলে ও সপ্তম দিনে শিলচর শহর অঞ্চলে খাদ্য সামগ্রী বিতরণ করেন surma valley development society (NGO)এবং শিলচর যাএার পথে বাগমারা, কালিনগর,কাটাখাল এলাকায় রাস্তার পাশে শিবির বানিয়ে থাকা অসহায় মানুষের মধ্যে কিছু খাদ্য সামগ্রী তোলে দেন ।

29/06/2022

নদীর জল কিছুটা কমলেও শিলচর শহর এখনও জলের তলায়/,তাই বন্যা পিড়িত দের জন্য প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানিও জল বিতরনে রয়েছেন NDRF বাহিনী। পিছিয়েও নয় খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানিও জল বিতরনে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন তাহাদের দেখা গেল শিলচর শহরের বিভিন্ন এলাকায়।

26/06/2022

কাটিগড়া সমষ্টির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিশুদ্ধ পানিয় জল বিতরণ করলেন Surma valley development society (NGO)

জল স্থিতিশীল অবস্থায় রয়েছে।
24/06/2022

জল স্থিতিশীল অবস্থায় রয়েছে।

23/06/2022

ভয়াবহ বন্যায় আজ পঞ্চম দিন অতিবাহিত করলেন বন্যাআক্রান্ত জনগণ, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য সুযোগ সুবিধা মিলেনি খূব প্রকাশ করেছেন জনগণ দেখুন খবর TIME8 BARAK এ।।

Address


Telephone

+19859160187

Website

Alerts

Be the first to know and let us send you an email when TIME8 BARAK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TIME8 BARAK:

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share