১৬১৭ নং দক্ষিণ হরিনগর এলপি স্কুলে গোপনে সবা করে করে এস এম সি গঠনের অভিযোগ
ঈদের দিন সকাল এগারটার সময় শিলচর কলেজ রোড এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে আচমকা গন্ডগোল বাজে, কাছাড় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার কাছাড় পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জানান । বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বলেন প্রত্যেক ধর্মাবলম্বী লোক শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার আহ্বান করেন , কাছাড়ের প্রত্যেক ধর্মাবলম্বী মানুষদের কে ঈদের শুভেচ্ছা জানান কাটিগড়ার বিধায়ক ।জাকির হোসেন লস্কর বিরো চিফ কাছাড় TIME8 BARAK
কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির অন্তর্গত হরিটিকর নদী ভাঙ্গনের কাজের ধীরগতি ও নিন্মমানের কাজের জন্য ঠিকাদার ও বিভাগীয় আধিকারিকদের উপর ক্ষুব্ধ এলাকার জনগণ। জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।
বিভিন্ন কার্যসূচির মধ্যেমে ৭৪ তম প্রজাতন্ত্র দিবস পালন করলো surma valley development society NGO
কাছাড় জেলার DDMA এর আওতাধীনে ও surma valley development society NGO এর সহযোগিতায় হরিনগর জিপির সংযোগ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।
ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সীমান্তরক্ষীদের সীমান্তবর্তী কৃষি জীবীদের উপর অত্যাচার ,অভিযোগ গ্রামবাসীদের।
আজাদি কী অমৃত মহোৎসব পালনের ডাক দিয়ে সজাগতা পদযাত্রা করলেন# surma valley development society NGO
হরিনগর জিপির ২য় খণ্ডে বিকল হওয়া ট্রান্সফরমার বিভাগীয় তরফ থেকে বরাদ্দ হলেও লাইনম্যান টাকা দাবি করায় খুব গ্রামবাসী।
আসাম রাজ্যিক জমিয়ত উলামার সভাপতি মাওলানা বদর উদ্দিন আজমল কাছাড় জেলা জমিয়ত উলামার অন্তর্গত কাটিগড়া সমষ্টির প্রত্যেক মুক্বামী জমিয়ত উলামার কাছে কিছু ত্রান সামগ্রী পৌঁছিয়ে ছিলেন সেই ত্রান সামগ্রী সীমিত থাকায় হরিনগর মুক্বামী জমিয়ত উলামার তত্ত্বাবধানে দ্বীন দরদী ভাইদের সহযোগিতায় প্রায় একশ এর উর্দ্ধে হরিনগর আঞ্চলিকের চন্ডিনগর বড়বন্দ স্থানীয় হরিনগর টুকেরগ্ৰামে বিধবা দরিদ্র পরিবারে ঈদ উপলক্ষে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
একই দিনে সুরমা ভ্যালি ডেভেলপমেন্ট সোসাইটিও হরিনগর জিপির বিভিন্ন এলাকায় প্রায় সত্তরটি পরিবারকে ঈদ কিট বিতরণ করে।।
এ আই ইউ ডি এফ প্রধান তথা ধুবড়ীর সাংসদ মৌলানা বদর উদ্দিন আজমল আলকাছিমী কাটিগড়া সমষ্টির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন।
কাটিগড়া সীমান্ত এলাকায় গরু মহিষ চুরির ঘটনায় নাজেহাল গ্রামের জনগণ। এক মাসের মধ্যে কয়েকটি পরিবারের ২০/২৫ টি গরু মহিষ চুরি হয়ে গেল প্রশাসনের ভুমিকা নিরব অভিযোগ গ্রামবাসীদের।
আগামী কাল কাটিগড়া সমষ্টির বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন এ আই ইউ ডি এফ এর প্রধান তথা ধুবড়ীর সাংসদ মৌলানা বদর উদ্দিন আজমল আলকাছিমী। এই খরব জানিয়েছেন কাটিগড়া এ আই ইউ ডি এফ এর সমষ্টি কমিটির সভাপতি আতাউর রহমান লস্কর।
কাটিগড়া সমষ্টির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার মানুষের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ঘর বাড়ি শীগ্রই পুনর্বাসনের জোরালো দাবি।
বন্যার জল কিছু কমলেও কাটিগড়া সমষ্টির কিছু এলাকায় বিশুদ্ধ পানিয় জল এর হাহাকার । পপুলার ফ্রন্ট ওফ ইন্ডিয়া ।তাহাদের আবেদন স্থানীয় প্রশাসন কাছে উক্ত এলাকায় বিশুদ্ধ পানিয় জল সরবরাহ করার জন্য।
ভয়াবহ বন্যায় কাটিগড়া সমষ্টির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করলে ও সপ্তম দিনে শিলচর শহর অঞ্চলে খাদ্য সামগ্রী বিতরণ করেন surma valley development society (NGO)এবং শিলচর যাএার পথে বাগমারা, কালিনগর,কাটাখাল এলাকায় রাস্তার পাশে শিবির বানিয়ে থাকা অসহায় মানুষের মধ্যে কিছু খাদ্য সামগ্রী তোলে দেন ।
নদীর জল কিছুটা কমলেও শিলচর শহর এখনও জলের তলায়/,তাই বন্যা পিড়িত দের জন্য প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানিও জল বিতরনে রয়েছেন NDRF বাহিনী। পিছিয়েও নয় খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানিও জল বিতরনে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন তাহাদের দেখা গেল শিলচর শহরের বিভিন্ন এলাকায়।
কাটিগড়া সমষ্টির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিশুদ্ধ পানিয় জল বিতরণ করলেন Surma valley development society (NGO)
ভয়াবহ বন্যায় আজ পঞ্চম দিন অতিবাহিত করলেন বন্যাআক্রান্ত জনগণ, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য সুযোগ সুবিধা মিলেনি খূব প্রকাশ করেছেন জনগণ দেখুন খবর TIME8 BARAK এ।।