JZS Memories

JZS Memories All the posts of this page are only for recreation
We don't have any intention to defame the school
(1)

20/09/2023

বাংলাদেশের প্রথম এবং
প্রধান ফ্রি-মিক্সিং মুক্ত
হালাল স্কুল হলো জিলা স্কুল।

Jzs
21/07/2023

Jzs

19/07/2023

২০১১ সালে ভর্তি পরীক্ষা দিয়ে জিলা স্কুলে চান্স পাইসিলাম, যা এখনকার যুগে BCS এর প্রিলী তে টেকার সমান 🫡

29/06/2023

জিলা স্কুলের সকল প্রাক্তন ও বর্তমান ছাত্রদের জানাই ঈদ মোবারক এবং গার্লস স্কুলের সকল ছাত্রীদের জানাই ভালোবাসার শুভেচ্ছা 🫡

চিন্তাভাবনা১:বকুলতলায় গেঞ্জাম লাগাছে জিলা স্কুলের ড্রেস পরা!সাধারণ জনগণ-" জিলা স্কুলের পোলাপাইন নাহ? গ্যাঞ্জাম করবোই। অর...
15/06/2023

চিন্তাভাবনা১:বকুলতলায় গেঞ্জাম লাগাছে জিলা স্কুলের ড্রেস পরা!সাধারণ জনগণ-" জিলা স্কুলের পোলাপাইন নাহ? গ্যাঞ্জাম করবোই। অরা এরকমই। পড়াশোনা নাই শুধু আউল-ফাউল কইরা বেড়ায়।"😅

চিন্তাভাবনা২: রেজাল্ট কি? গোল্ডেন A+ কোন স্কুলে পড়ে?- জিলা স্কুল। এইজন্যই ত রেজাল্ট এত ভালো। স্কুল থেকে বের হয়ে কলেজ/ভার্সিটিতে একটা লিড দেওয়ার প্রবণতা থাকে কারণ জিলা স্কুলের পোলাপাইন। 👊
এরা ক্লাসে যাই করুক রেজাল্ট ভালো করবে।🔥

আসলে জিলা স্কুল মানেই ব্র‍্যান্ড। জিলা স্কুলের পোলাপান মানেই আগুন। এরা এমনভাবে তৈরি হয় যে সবজায়গায় লিড দেওয়ার ক্ষমতা নিয়ে তৈরি হয়।💝


Credit: Ibn Raisul Showkhin

JZS Batch 2019 Iftar Mahfil
19/04/2023

JZS Batch 2019 Iftar Mahfil

Assalamu alaikum everyone! We are excited to announce that we will be hosting an iftar event for our friends from Jamalp...
14/04/2023

Assalamu alaikum everyone! We are excited to announce that we will be hosting an iftar event for our friends from Jamalpur Zilla School Batch 2019. The event will be held on the school premises on April 19, 2023.

We will have a delicious spread of food, decorations, and prayer arrangements. Please join us as we break our fast and celebrate this special time of year together.

We hope to see you all there! Ramadan Mubarak!
--------------------------------------------------------------------------
Please register by April 17, 2023, by contacting Sayem .
If you have any questions or concerns, please feel free to reach out to Sayem as well.

ছয় টাকা বেতনের স্কুলের ছাত্র 'ছিলাম আমি'। 🌻আমার স্কুলের ভর্তির সময় আমাকে কেউ জিজ্ঞেস করেনাই- আমার বাপের বেতন কতো! কেউ জ...
21/03/2023

ছয় টাকা বেতনের স্কুলের ছাত্র 'ছিলাম আমি'। 🌻

আমার স্কুলের ভর্তির সময় আমাকে কেউ জিজ্ঞেস করেনাই- আমার বাপের বেতন কতো!

কেউ জিজ্ঞেস করেনাই স্কুলের বেতন দিতে কোনো তাকলিফ হবে কিনা!
আমার বাপের গাড়ি নাই বলে আমার বন্ধু হতে চায়নাই এমন একজন ছাত্রও আমার স্কুলে নাই।
ব্যাপক মাত্রার হেটেরোজেনাস ক্লাসরুম ছিলো আমাদের।

মজদূরের ছেলের সাথে ক্লাস শেয়ার করসি, বিজনেস টাইকুনের ছেলের সাথে উঠসি বসছি হরদম!
বিশাল হ্যাডমওয়ালা নেতার ছেলেও আমাদের সাথে অটোতে গাদাগাদি করে যাইতো, নেতার প্রাডোতেও কম চড়া হয়নাই!

টপারদের ৯০% নম্বর পেয়ে ক্যলানি খেতে দেখেছি, ব্যাকবেঞ্চারদেরকে ৫ বিষয়ে ফেল খেয়ে চিল মারতে দেখেছি।

ছয় টাকায় পড়সি ঠিক, বারো ডাইমেনশনের বন্ধু হ্যান্ডেল করসি!

জিলা স্কুলিয়ান শুনে মুরব্বিদের,শহরের অনেকেরেই অবাক হওয়া দেখেছি।

আমার স্কুলের একটা লিগ্যাসি তোমার দশ হাজার টাকা বেতনের স্কুল দশবার বেচা দিলেও পাওয়া যাবেনা!

JAMALPUR ZILLA SCHOOL 💝

-Rumman Bin Salim

06/03/2023

ব্রিটিশ আমলের ১৩ জিলা স্কুল

সে ফুল কম্প্লিট ইউনিফর্ম পড়তো,আমি ইন খোলা শার্টের সাথে স্যান্ডেল পড়তাম।প্রতিটা টিউশন ক্লাসে সব লেকচার নোট করতো সে,আমি শে...
10/01/2023

সে ফুল কম্প্লিট ইউনিফর্ম পড়তো,
আমি ইন খোলা শার্টের সাথে স্যান্ডেল পড়তাম।

প্রতিটা টিউশন ক্লাসে সব লেকচার নোট করতো সে,
আমি শেষ বেঞ্চে বসে টিউশনের টাকা মারার হিসেব করতাম।

অঘোষিত হাফ-ক্লাসের ছুটিতে বকুলতলার রাস্তায় এসে দাঁড়াতো সে,
আর স্কুল পালিয়ে রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে আমি বুঝি অলিখিত চুক্তি বাস্তবায়ন করতাম।

ফুল কম্পলিট ইউনিফর্মের সাথে চুলে দুই বেণী করতো সে,
আমি ইন খোলা ইউনিফর্মের নিচে স্যান্ডেল পড়তাম।

সে আমারে ভালোবাসতো,
আমি কি তারে কম বাসতাম?

লিখা ও ইলাস্ট্রেশনঃ Jamilur Ruhit

১৪১ বছরের ইতিহাসে প্রথম বার55 নাম্বারে একজন মেয়ে চান্স পাইলো
12/12/2022

১৪১ বছরের ইতিহাসে প্রথম বার
55 নাম্বারে একজন মেয়ে চান্স পাইলো

30/11/2022

আমাদের একটা ডিসেম্বর ছিল।যে ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে ছিল না আর কোনো সেমিস্টার, চাকরির ভাইভা, ক্যারিয়ার অথবা এরপর কি হবে সেই চিন্তা।সেই ডিসেম্বর ভরা ছিল ব্যাডমিন্টন, পিকনিক, ঘোরাঘুরি, সবাই মিলে অন্য রকম এক আমেজ। মনে হতো জীবনের আর কোন লক্ষ্য নেই জানুয়ারি তে নতুন ক্লাস শুরু না হওয়া পর্যন্ত।
কতটা পাল্টে গেছে আমাদের জীবনের ডিসেম্বর গুলো। সেই ডিসেম্বরের শান্তি গুলো আমাদের আর হবে না কখনই।
আমাদের ডিসেম্বরগুলো চুরি হয়ে গেছে।
লেখাঃজিহাদ রাফী

28/11/2022

SSC RESULT 2022
Jamalpur Zilla School

Total Examinee: 236
Total Passed: 236 (100%)
Total GPA 5.00: 219

Proud To Be a JZSian

টিফিন ক্যাপ্টেন
13/11/2022

টিফিন ক্যাপ্টেন

আকাশ পরিষ্কার থাকায় জামালপুর জিলা স্কুলের পাইলিং থেকেই এভারেস্ট দেখা যাচ্ছে
26/10/2022

আকাশ পরিষ্কার থাকায় জামালপুর জিলা স্কুলের পাইলিং থেকেই এভারেস্ট দেখা যাচ্ছে

❤️
23/01/2022

❤️

সে ফুল কম্প্লিট ইউনিফর্ম পড়তো,
আমি ইন খোলা শার্টের সাথে স্যান্ডেল পড়তাম।

প্রতিটা টিউশন ক্লাসে সব লেকচার নোট করতো সে,
আমি শেষ বেঞ্চে বসে টিউশনের টাকা মারার হিসেব করতাম।

অঘোষিত হাফ-ক্লাসের ছুটিতে বকুলতলার রাস্তায় এসে দাঁড়াতো সে,
আর স্কুল পালিয়ে রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে আমি বুঝি অলিখিত চুক্তি বাস্তবায়ন করতাম।

ফুল কম্পলিট ইউনিফর্মের সাথে চুলে দুই বেণী করতো সে,
আমি ইন খোলা ইউনিফর্মের নিচে স্যান্ডেল পড়তাম।

সে আমারে ভালোবাসতো,
আমি কি তারে কম বাসতাম?

27/10/2021

যখন ক্লাস ১ এ পরতাম তখন থেকেই খুব স্বপ্ন ছিল জিলা স্কুলে পড়ব।আর এইখানে চান্স পাওয়ার জন্য খুব পরিশ্রম করি সাধনা করি।পরিক্ষা দেই।পরিক্ষার পরের দিন খুব সকালে জানতে পারি আমি চান্স হইছে জিলা স্কুলে।আমার স্বপ্ন পুরন হইছে।কি যে খুশি লাগসে সেইদিন তা লিখে প্রকাশ করা যাবে না।আবার আমাদের বন্ধুদের মধ্যে অনেকে চান্স অনেকে পায় নাই।শুরু হলো এক নতুন সোনালি জীবন।প্রথম যেদিন নতুন জুতা কাপড পরে স্কুলে গেলাম ক্লাসের সবাইকে অরকম চিনতাম না।তারপর আস্তে আস্তে সবার সাথে পরিচিত হতে থাকলাম।আস্তে আস্তে এই স্কুল, এই ক্লাসরুম,এই বন্ধুবান্ধব,শিক্ষকগণ আমার জীবনের অনেক বড একটা অংশ হয়ে গেল।সময় যেতে থাকল সময়ের গতিতে।যখন ৩-৪-৫-৬ এ পরতাম তখন ভাবতাম বড ক্লাসে উঠব কবে। বড হবো কবে।আজ বড হয়ে গেছি মোটামুটি। বড ক্লাসেও উঠে গেছি।সেই সাথে স্কুল থেকে বিদায়ের সময়ও ঘনিয়ে আসতে আসতে একেবারে সন্নিকটে।একটা করে মুহুর্ত যাইতেছে আর বিদায়ের পালা মনের ভিতর কড়া নারতেসে মনের ভিতর।সবাই হয়ত খুশি দুইদিন পর র‍্যাগ ডে।আমিও খুশি।কিন্তু যতটুকু খুশি তার থেকেও বেশি কস্ট লাগতাসে যে বিদায় হয়ে যাব
আমাদের।বোবা এক কান্না মনের ভিতর এখন।

এতগুলো বছর এই যে একটা সার্কেল এর ভিতর ছিলাম আমরা।এই সার্কেল এর সমাপ্তি হয়ে যাবে আর কিছুদিন পর।সবাই যে যার মত জীবন আর লাইন বেছে নিবে।

তাই বলতে চাই,"জীবনের কোনো এক অনাকাঙ্খিত মোড়ে দেখা হলে পরিচয় টা দিস।আর তাও না পারলে বলিস আমি ব্যাচ ২১"💞

©Mihrab swopnil

17/02/2021

সালটা ২০১৯। অক্টোবর মাস। টেস্ট এক্সাম।

স্কুলের নিয়ম ৮০% উপস্থিতি না থাকলে কোনো এক্সাম দেয়া যাবেনা। কিন্তু পৃথিবী সূর্যকে ঘিরে ঘোরে এটা যেমন সত্য, তেমনি জামালপুর জিলা স্কুলের ক্লাস টেনের স্টুডেন্টরা ৫০% ক্লাসও করেনা এটাও ঠিক তেমনই এক ধ্রুব সত্য।

এই ট্রাডিশন যুগের পর যুগ ধরে পালন করা হয়, হচ্ছে, হবে।

প্রতিবারই স্যার-ম্যামরা অনেক ভয় দেখান, যে ৮০% এটেন্ডেন্স না থাকলে টেস্ট বাতিল। তবে শেষমেশ তার কিছুই হয়না। সবসময়ই দেখি বড়ভাইরা সুন্দর মতন এক্সাম দিয়ে ঘরের পাখি ঘরে ফিরে।

কিন্তু আমাদের সময় ব্যাপারটা পাল্টে গেল। যাদের এটেন্ডেন্স কম (মানে প্রায় সবাই), তাদের কাউকেই টেস্টের প্রবেশপত্র দেয়া হলো না।

ক্লাসটিচারকে জিজ্ঞেস করি,
-"স্যার! কি হবে আমাদের?"
-"ফেল। পরের বছর টেস্ট দিবি।"

আমরা হতবাক! এ কি ঘটলো! এ কেমন নৃশংসতা!
এ কেমন বর্বরতা! :)

এই ভিডিওটা সম্ভবত আইসিটি প্র‍্যাক্টিকাল এক্সামের দিন। সেইদিন ডে শিফটের ১৩০ জনের মধ্যে এক্সাম দিতে পেরেছিল মাত্র ৫/৬ জন সৌভাগ্যবান, যারা রেগুলার ক্লাস করতো।

বাকি আমরা স্কুলে এসে বসে আছি। ওদের এক্সামরুমে উঁকিঝুকি মারছি অনেকে। সবার মন খারাপ।

একা ডিপ্রেশনে পড়লে খারাপ লাগে। কিন্তু দলগত ডিপ্রেশনে পড়লে একটা ভ্রাতৃত্ববোধ জন্ম নেয়, উৎসব উৎসব ভাব এসে যায়।

তাই এরপরের কাহিনী অত্যন্ত মধুর।

প্যারা নাই চিল মন্ত্রে দীক্ষিত আমরা সেদিন প্রায় দুইঘন্টা স্কুলে গানবাজনা নাচানাচি করেই কাটিয়ে দিয়েছিলাম! এক্সাম হলের সামনে বেশ কিছুক্ষণ গায়ে রক্ত গরম করে তোলা শ্লোগানযুক্ত আন্দোলনও করা হয়। ওই ভিডিওগুলা হারিয়ে গেছে। (ভালো জিনিস কেন হারায় যায়?)

Sifat'র কাছে এই একটা ছোট্ট ভিডিওই পেলাম সেই দিনটার। ভিডিওটায় মাত্র অল্প কজনকে দেখা যাচ্ছে। স্যাড।

ট্রিভিয়া- "প্রচন্ড গণআন্দোলন" এর মুখে "স্বৈরাচারী স্কুল প্রশাসন" এই "প্রহসনমূলক টেস্ট এক্সাম" বাতিল করে এবং পরবর্তীতে সবাইকে প্রবেশপত্র দিতে বাধ্য হয়। 🐸

©Muhtasim Musanna
From Batch '20

Every Zilla-Schoolian can relate Credit: Raisul Islam Shishir
04/01/2021

Every Zilla-Schoolian can relate


Credit: Raisul Islam Shishir

প্রিয় জিলা স্কুলিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি। জিলা স্কুলের স্মৃতি ধরে রাখতে এই শীতে হুডি বানানোর পরিকল্পনা করা হয়েছে। (***...
29/10/2020

প্রিয় জিলা স্কুলিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি।
জিলা স্কুলের স্মৃতি ধরে রাখতে এই শীতে হুডি বানানোর পরিকল্পনা করা হয়েছে।
(***এটি কোন ব্যবসায়িক উদ্দেশ্যে পরিকল্পনা করা হয় নি***)

প্রতিটি ব্যাচের সকলের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি বলে,প্রতি ব্যাচের ২/১ জন সিনিয়র অথবা জুনিয়রদের সাথে যোগাযোগ করা হয়েছে। সকলকে নিজস্ব ব্যাচের নিন্মোক্ত বড় ভাই /ছোট ভাইদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
১।Tanjid Imran Talash(ব্যাচ ১২)
২।Tashriqe Topu(ব্যাচ ১৩)
৩।Yousuf Pranto (ব্যাচ ১৪)
৪।Sharia Ahmed(ব্যাচ ১৬)
৫।Golam Rosul Sium(ব্যাচ ১৭)
~Sajjatul Islam Sifat(ব্যাচ ১৭)
৬।Rubayet Jamil Joy(ব্যাচ ১৮)
৭।Zidane Khan(ব্যাচ ১৯)
৮।Shahria Rion(ব্যাচ ২০)
৯।Shihoron(ব্যাচ ২১)

★২০১৫ ব্যাচ এবং ২০১২ ব্যাচের আগের নির্দিষ্ট কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।২০১৫ ব্যাচ এবং ২০১২ ব্যাচের আগের সকল ব্যাচের যারা হুডি নিতে ইচ্ছুক তাদের সকলকে উপরোক্ত কারো সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
★ট্রান্সপোর্ট সহ অন্যান্য সকল খরচ মিলে হুডির দাম নির্ধারণ করা হয়েছে ৫০০/-।
★হুডির সাইজ -
L-
XL-
XXL-

★★★টাকা জমা দেয়ার সর্বশেষ তারিখ - ১০ নভেম্বর, ২০২০

★★★বিষয়টি সকলে গুরুত্বসহকারে নিবেন এবং শেয়ার করে অন্যদের জানানোর সুযোগ করে দিবেন।
ধন্যবাদ।

25/10/2020

জামালপুর জিলা স্কুল, ভালোবাসার আরেকটা সমার্থক প্রতিরূপ!

রাত্রিবেলার স্ট্রিটল্যাম্পের আলোয় প্রাণের জিলা স্কুল ft. High Hopes.

©Muhtasim Musanna

ক্লাস সেভেনে পড়ি তখন। একদিন প্রচন্ড বৃষ্টি। ক্লাসরুমে ছেলেদের চিৎকার চেচামেচি চলছে। পিরিয়ড না থাকা সত্ত্বেও ক্লাসে আসলেন...
10/10/2020

ক্লাস সেভেনে পড়ি তখন। একদিন প্রচন্ড বৃষ্টি। ক্লাসরুমে ছেলেদের চিৎকার চেচামেচি চলছে। পিরিয়ড না থাকা সত্ত্বেও ক্লাসে আসলেন মরহুম আবদুল কাদির স্যার।

শান্ত করার অনেক চেষ্টাও করলেন। লাভ খুব একটা হলো না। একসময় স্যার বললেন, আজকে হয়তো তোদের ক্লাস ভালো লাগছেনা। কিন্তু একদিন আসবে যখন অনেক চাইবি স্কুলে গিয়ে ক্লাসরুমটায় একটু বসে থাকি। কিন্তু পারবিনা।

কথাটাকে হয়তো সেদিন কেউই আমলে নেয়নি। আমিও না। আজব! স্কুলজীবনটা শেষ হলেই তো লাইফ থেকে একপ্রকারের প্যারার সমাপ্তি।

কিন্তু না। ভুল ছিলাম আমরা। প্রচন্ড রকমের ভুল। স্কুল ছেড়েছি আমরা, বেশিদিন হয়নি। তাও সন্ধ্যাবেলা যখন পাইলিং এর রাস্তাটা দিয়ে হাঁটি, স্কুলের পেছনের ল্যাম্পপোস্টের বাতিগুলো যখন জ্বলে ওঠে, বুকের ভেতরটা কেমন যেন হু-হু করে ওঠে!

নাহ! কাদির স্যার ঠিকই ছিলেন। আমরা আর কখনোই তো পারবো না স্কুলে গিয়ে বসে ক্লাস করতে। উই আর আপ টু আওয়ার টাইম। বাস্তবতা মেনে নেয়াটা আসলেই একটু কঠিনই। 😀

সদ্য-সাবেক ব্যাচ ২০২০ (ডে শিফট) এর কেউ...

ছবিঋণ:  Fahim
04/10/2020

ছবিঋণ: Fahim

Microsoft Flight Simulator 2020 তে জামালপুর জিলা স্কুল (বিমানটির নিচে ডানে)গেম্টি উপগ্রহ ছবি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা দি...
24/09/2020

Microsoft Flight Simulator 2020 তে জামালপুর জিলা স্কুল (বিমানটির নিচে ডানে)

গেম্টি উপগ্রহ ছবি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি

08/09/2020

♥️♥️♥️

আসন্ন ৩০ আগস্ট রোজ রবিবার জামালপুর জিলা স্কুল ব্যাচ ২০১৯ এর আয়োজনে আরম্ভ হতে যাচ্ছে," JZS'19 INDOOR CRICKET TOURNAMENT ...
27/08/2020

আসন্ন ৩০ আগস্ট রোজ রবিবার জামালপুর জিলা স্কুল ব্যাচ ২০১৯ এর আয়োজনে আরম্ভ হতে যাচ্ছে," JZS'19 INDOOR CRICKET TOURNAMENT "❤️
খেলায় অংশগ্রহন করবে জামালপুর জিলা স্কুল ব্যাচ ১৯ এর আটটি দল!খেলাটি অনুষ্ঠিত হবে জামালপুর ইনডোর স্টেডিয়ামে (পুরাতন জিমনেশিয়াম)!

ইতোমধ্যে আমাদের টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন ট্রফির স্পন্সর হওয়ার ইচ্ছা পোষন করেছেন জামালপুর জিলা স্কুল এর প্রাক্তন ছাত্র,মেসার্স তারিফ অটো ফ্লাওয়ার মিলস এর পরিচালক শ্রদ্ধেয় বড় ভাই মোঃ তারিফ হোসাইন।অসংখ্য ধন্যবাদ জানাই তারিফ ভাই কে আমাদের এই আয়োজনে শামিল হওয়ার জন্য!❤️

এছাড়াও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট এর স্পন্সর হয়েছেন Gear Zoo.Gear Zoo কেও আমাদের অসংখ্য ধন্যবাদ!❤️

It was a good response from them!❤️

Jamalpur Zilla School এর SSC Batch 2020 এর শিক্ষার্থীদের বৃত্তির তালিকা
25/08/2020

Jamalpur Zilla School এর SSC Batch 2020 এর শিক্ষার্থীদের বৃত্তির তালিকা

লেখাঃPreozit Dharআমরা যারা জিলা স্কুলের ২০১১ থেকে থেকে ২০২০ ব্যাচের স্টুডেন্ট তাদের কাছে এই মানুষটা অজানা অচেনা নন। স্পে...
14/08/2020

লেখাঃPreozit Dhar

আমরা যারা জিলা স্কুলের ২০১১ থেকে থেকে ২০২০ ব্যাচের স্টুডেন্ট তাদের কাছে এই মানুষটা অজানা অচেনা নন। স্পেশালি ডে শিফটের স্টুডেন্ট অথচ এই মানুষকে চেনেন না, এরকম হতেই পারেনা৷ স্কুলের কো-কারিকুলার এক্টিভিটিজ গুলো একদম অন্যমাত্রায় নিয়ে গিয়েছিলেন তিনি! বিশেষত ডিবেট; আমরা যারা স্কুলের হয়ে ডিবেট করতাম তাদের ম্যাক্সিমামের হাতেখড়ি এই মানুষটার কাছে। তিনি একাধারে ত্রাস, আবার ভালোবাসাও! মাইরের সময় পিটিয়ে হাড়মাংস আলাদা করে ফেলতেন প্রায়, কিন্তু তারপর তাকে যে কি পরিমাণ আদর করতেন সেটা তার মাইর না খেলে বোঝা যেত না! পরীক্ষার সময় যে বিল্ডিং এ তাঁর গার্ড পড়তো; তার উল্টোপাশের বিল্ডিং এর স্টুডেন্ট রা তখন তাঁকে হাত নেড়ে বিদায় জানাতো আর উল্লাস করতো! আর যাই হোক; হিশাম স্যারের গার্ড তো আর পড়েনাই! পাশ নিশ্চিত! ❤
এই মানুষটি জনাব হিশাম আল মহান্নাভ স্যার। ছাত্রদের কান্নার কারণ; হাসির কারণ। স্যার খুব সম্ভবত এখন শেরপুরের কোনো একটা স্কুলে বদলি হয়ে গিয়েছেন। তিনি হয়তো এখন স্কুলে নাই, কিন্তু আছেন এই ২০১১-২০২০ ব্যাচের প্রতিটা স্টুডেন্টের মনে!
আমরা স্কুলে থাকতে দেখেছি স্যার সবসময় ক্লিন শেভ করতেন। এখন করোনাকালীন সময়ে স্যারের বারবার এমন আলাদা আলাদা লুক দেখে ভাবি যে মানুষটা একবার বুড়ো হন, একবার জোয়ান হন৷ ব্যাপার টা কি? ❤
হিশাম স্যারের বিখ্যাত কিছু উক্তি আছে। কার কার মনে আছে সেসব?

জামালপুর জিলা স্কুল- প্রায় ২০ বছর আগের ছবি! 🖤
05/08/2020

জামালপুর জিলা স্কুল- প্রায় ২০ বছর আগের ছবি! 🖤

11/07/2020

তুমি একটা সরকারী বিদ্যালয়ে পড়ছো, মাথার ওপর ফ্যান ঘুরছে, বিদ্যুৎ, পানি, আসবাবপত্র, তোমার সমস্ত খরচ দিচ্ছে সরকার। সরকার কিন্তু নিজের টাকা দিচ্ছে না, দিচ্ছে জনগণের টাকায়।

একটা ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে যখন তার পান্তা ভাতের জন্য এক চিমটি লবণ কিনতে যায়, তখনই সে ট্যাক্স দেয়। সেই ট্যাক্সের টাকায় সরকার খরচ চালায় তোমাদের। এরকম আরও হাজার হাজার শ্রমজীবী মানুষের ঘামের ফসলে পড়ছো তুমি।

দিনশেষে তুমি তাই সেই মানুষটার কাছে ঋণী। সেই মানুষগুলোর ঋণ পরিশোধের জন্যই তোমাকে মনোযোগী হতে হবে। পড়তে হবে। পরিশ্রম করে ভালো মানুষ হতে হবে। সৎমানুষ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। তবেই শোধ হবে এই মহাঋণ।

- নাসিমা আক্তার
(প্রাক্তন প্রধান শিক্ষিকা, জামালপুর জিলা স্কুল)

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when JZS Memories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share