30/04/2022
Episode 2: Bookzone Special
পর্বটি নির্মানাধীন আছে; আমরা চাই আপনাদের ধ্যান-ধারণা, পরিকল্পনা, স্বপ্ন, প্রশ্ন, পরামর্শ ও আলোচনা গুলো উঠে আসুক বুকজোন ঘিরে।
মত ব্যক্ত করার জন্য লিংকঃ
https://forms.gle/BrvRhUtcrKjBWMu66
ইতোমধ্যে যারা বুজজোন রেজিস্ট্রেশন করেছিলেন, অর্থাৎ ফর্ম পূরণ করেছিলেন; তাঁদের বুকজোন গুলোকে কিছুটা (কয়েক দফায়) পলিশিং এর মধ্য দিয়ে যাবো। এর প্রথম ধাপ শুরু হবে কাল হতে। কিছু প্রাথমিক নিয়ম, যা এখনি অনুসরণ করা শুরু করুন।
PAGE INFO
নামকরণের নিয়মঃ
NFSC [space] - [space] (region বা এলাকার নাম) [space] BookZone
উদাহরণঃ
NFSC - Narayanganj BookZone
USER NAME
হুবুহু নামের মতো করেই হবে স্পেস গুলো বাদ দিয়ে ক্যামেল কেইস আকারে লিখতে হবে। যেমন উপরের উদাহরণের পেইজটির ইউজার নেইম NfscNarayanganjBookZone হবে। কাঙ্ক্ষিত নাম না পাওয়া গেলে, কিছুটা রদবদল করতে হবে।
CATEGORIES
Book & Magazine Distributor দিতে হবে।।
পেইজের লোগো বা ব্যানার হুবুহু মূল পেইজের লোগো ও ব্যানারের মতো দিবেন না। এই পেইজটি (https://www.facebook.com/NfscNarayanganjBookZone) ভিজিট করে আসতে পারেন ব্যাবহারিক একটা ধারণা পাওয়ার জন্য। (এটা ফাইনালাইজ করা পেইজ নয়, কিন্তু এই অব্দি যা বলেছি সেটুকু করা আছে)।
এখনও যারা বুকজোন রেজিস্ট্রেশন করেননি, তারা রেজিস্ট্রেশন করতে পারেনঃ
https://forms.gle/Ye7t2kyBJy3aD95YA
উল্লেখ্য এটা (বুকজোন) বাধ্যতামূলক কোন কাজ নয়, ঐচ্ছিক। কেবল আগ্রহীদের জন্য। সবাই একই বিষয়ে আগ্রহী থাকে না, তবে আপনারা নিজ নিজ জায়গা থেকে নানাভাবে সমৃদ্ধ করে যাচ্ছেন ও যাবেন, আমরা তার প্রত্যক্ষ স্বাক্ষী।
কবে প্রকাশিত হবে ভেরিফাইড নামগুলো?
ইপিসোড ২ (bookzone special) এর সাথে আপনাদের বেশ কিছু পেইজের ভেরিফাইড নাম লাইভ ওয়েবসাইটে প্রদর্শন চালু হবে। তাঁরপর ক্রমেই তা সমৃদ্ধ হতে থাকবে। মে মাসের এক তারিখ নাগাদ একটা পলিশড রূপে চলে যাওয়ার আশা রাখি।
ইপিসোড ০১ঃ স্কলারশিপ প্রোগ্রাম ও পাব্লিক ইনভল্ভমেন্ট https://fb.watch/cpe6u1flFT/
(ইপিসোড ০১) প্রকল্পটির কারণ ও সম্ভাবনা নিয়ে আলাপঃ
পাব্লিক লিংকঃ https://www.facebook.com/100009954879646/videos/559650668707904/
প্রাইভেট লিংকঃ https://www.facebook.com/100009954879646/videos/1108705919910914/
একটা টিম আপনাদের সাথে যোগাযোগ করতে পারে, বুকজোন নিয়ে ব্যাপার গুলোতে আপনাদের সর্বাত্মক সহায়তা করবেন তাঁরা।
তাঁরা হলেনঃ
Muhammad Abdullah Al Sarwar
https://www.facebook.com/maasarwar
+88019****7859
Mominul Islam Jewel
https://www.facebook.com/profile.php?id=100008295891775
+88017****5381
Rasel Khan (Rony)
https://www.facebook.com/raselnbro
+88018****3632
Antaheen Nepo
https://www.facebook.com/ch.nepo
+88017****5342
Hossain Ismail Hossain
https://www.facebook.com/hossain.i.hossain
+88016****0848