S K Shuvo

S K Shuvo Blogs, Short Film, Music Vedio

14/01/2023
13/01/2023

এক সপ্তাহ পর আবার আমার বাবাটাকে দেকলাম।।

01/07/2022

জগন্নাথের রথ উৎসব!!

03/05/2022

🥭🥭🥭🥭 কাচা আম

18/02/2022

জীবনের এতগুলো দিন.. কেটে গেলো একা একা.. তুমি কেনো আগে আসো নি।। 💝💝

31/12/2021

নতুন বছরে সবার জন্য রইল প্রাণঢালা অভিনন্দন ও অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা।। নতুন বছর সবার জন্য অনেক সুখের ও সুন্দর হোক। স্বাগতম ২০২২ সাল।।

24/12/2021

সময়ের সাথে সাথে খুব চেনা মানুষগুলো একসময় বদলে যায়।।

19/12/2021

বর্তমান সমসাময়িক একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই আর সেটা হচ্ছে বেসরকারী প্রতিষ্ঠাগুলোর সিনিয়র ম্যানেজমেন্ট বডিতে যারা আছেন তাদের একটা কমন মিনিয়া বা মানুষিক ব্যামো হচ্ছে কমর্চারীদের যতবেশি সময় অফিস করানো যাবে তত বেশি কাজ হবে “ এমন একটা ভুল ধারণা দেশের অনেক প্রতিষ্ঠানেই ভীষণভাবে প্রচলিত" । যার কারণে অনেক সংখ্যক কর্মজীবি মানুষ শুধুমাএ চাকরি হারানোর ভয়ে সিনিয়র ম্যানেজমেন্টের মাএারিক্ত কাজের পেশার ও মানুষিক অত্যাচারে দিন দিন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যা থেকে বেড়িয়ে আসা খুবই জরুরি একটি বিষয় এখন। এসব একচেটিয়া জুলুম নিপিড়ন রুখে দেওয়ার জন্য বাংলাদেশ শ্রম আইন প্রতিটা সেক্টরে নিবিরভাবে বাস্তবায়ন করাটা এখন সময়ের দাবি। আশা করি সবাই আমার সঙ্গে একমত হবেন। তবে যাদের চাকরি হারানোর ভয় আছে তারা প্রকাশ্যে মত প্রকাশ না করলেও চলবে।

19/09/2021

Explanation of a Relation

15/08/2021

পিছন থেকে মানুষ যতই আপনার সমালোচনা করুক, তাদের ভূল প্রমাণিত করাই হতে পাড়ে তাদের প্রতি সবচাইতে বড় প্রতিবাদ।

22/07/2021

করোনা টিকার নিবন্ধন নিয়ে ভাবছেন?

৩৫ নয়, ৩০ বছর হলেই এখন টিকার জন্য আবেদন করতে পারবেন।
৩০ বছর বয়সোর্ধ নাগরিক ও তালিকাভুক্ত পেশাজীবীরা সুরক্ষা ওয়েবসাইটে (www.surokkha.gov.bd) নিবন্ধনের মাধ্যমে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। নিবন্ধন সংক্রান্ত সহায়তায় কল করুন ১৬২৬৩ নাম্বারে।

15/07/2021

করোনাকালিন দুঃসময়ে গরিব অসহায় ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করছেন গাজীপুর-৫ আসনের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এমপি মহাদয় মেহের আফরোজ চুমকি আপা।

05/07/2021

কঠোর লকডাউন উপেক্ষা করে ঢাকার রাস্তায় ভুক্তভোগী মানুষের বিক্ষোব।

10/06/2021

মা ও সন্তানের ভালোবাসা, মৃত্যুর আগ মুহুর্তে সন্তান মাকে শেষ বারের মত দেখতে এসেছে।

01/06/2021

Let's Chill

25/05/2021

যে প্রেমে থাকেনা || কোন প্রত্যাশা || তাকেই বলে || প্রকৃত ভালোবাসা ❤️❤️

23/05/2021

হিন্দু ধর্ম মতে মৃত্যুর পর আত্না শরীরের কোন কোন জায়গা থেকে দেহ ত্যাগ করে।

19/05/2021

প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনাকে সচিবালয়ে নির্যাতনের সম্পূর্ণ ভিডিও প্রকাশিত।

18/05/2021

আপনি কি জানেন হিন্দু ধর্মে অন্তিম সংস্কার শেষে ফেরার সময় পিছনে দেখতে নেই কেন?

https://watchlivenews24.blogspot.com/2021/05/blog-post_16.html
18/05/2021

https://watchlivenews24.blogspot.com/2021/05/blog-post_16.html

বার বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত রোজিনা ইসলাম একজন সত্যিকারের সৎ, পরিশ্রমি, কর্ত্বব্যনিষ্ঠ এবং পেশাদার সাংবাদিকের...

লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্বেও কেন এত বিপুল সংখ্যক মানুষ শত ভোগান্তি থাকা সত্বেও কষ্ট স্বীকার করে দেশের বাড়িতে চল...
12/05/2021

লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্বেও কেন এত বিপুল সংখ্যক মানুষ শত ভোগান্তি থাকা সত্বেও কষ্ট স্বীকার করে দেশের বাড়িতে চলে যাচ্ছে আপনাদের বোধগম্য হচ্ছে না, না?
চুল দাড়িতো মনে হয় আপনাদের কিছু গজায়নি বা পাকাও শুরু করেনি। অবশ্য না গজিয়ে থাকলে পাকবেও বা কেমন করে। খুব মজা লাকতেছে, খুব হাসি পাচ্ছে? খুব হাস্যরস নিয়ে মেতে আছেন দেখছি!! কেন এত এত মানুষ দল বেধে বাড়ির উদ্দেশ্যে গমন করছে।
আপনি কি জানেন ঢাকা শহরের একটা বৃহত্তর মানুষ ভাসমান অবস্থায় রয়েছে, বললে ভূল হবেনা। একরকম দায় ঠেকে কয়েক কোটি মানুষ দেশের বিভিন্ন জেলা থেকে এসে ঢাকায় থাকছে শুধুমাএ দুবেলা পেট ভড়ে ভাত খাবে এ আশায়। নিজের পরিবারের মানুষকে একটু ভালো রাখতে ঢাকা শহর নামক একটা যান্ত্রিক শহরে মাথা ঠুকে ঠুকে জীবন পার করে দিচ্ছে। যে শহরে কেও কারো নয়। বিপদে পরলে যার বিপদ তাকেই সামলাতে হয় নয়ত চারদেওয়ালে নিরবে শুধু কেঁদেই যেতে হয়। যার কারনে জীবিকার তাগিদে নিজের শহর ছেড়ে আসা এসব মানুষ কখনওই ঢাকা শহরকে নিজের শহর মনে করে না। জীবিকার প্রয়োজনে এসব ঘর ছাড়া মানুষ দিনের পর দিন, মাসের পর মাস বৌউ, সন্তান বাবা,মা ভাই বোন আত্নীয় স্বজন ছেড়ে এই ঢাকা শহরে খেয়ে না খেয়ে পড়ে থাকে। একদিন না খেয়ে থাকলেও কেও জিজ্ঞেস করতে আসে না তুমি কেন খাওনি। পকেটে টাকা না থাকলে কেও দাম দেয় না এই শহরে বুজলেন।
এতকিছু জানার পরও যদি আপনারা বলেন এই মানুষগুলোকে এবার ঢাকায় ঈদ কাটানোর জন্য। এদের জন্য আপনারা কি আয়োজন বা ব্যাবস্থা রেখেছেন শুনি। অর্থ সাহায্য দিচ্ছেন যা প্রয়োনের তুলনায় অতি সামান্য, কেও পাচ্ছে আবার কেও পাচ্ছনা। যারা এই সাহায্য থেকেও বন্চিত হচ্ছে তারা কি করে কাটাবে এই পবিএ দিনটি। ভেবেছেন একবারও?

এরপর আসি লকডাউনের বিষয়টা নিয়ে। দির্ঘদিন টানা লকডাউনের কারনে দেশের অর্থনীতির যে কি অবস্থা কেও কি জানে? কত মিলকলকারখানা, প্রাইভেট কিন্টার গার্ডেন, অফিস,গার্মেন্টস ইত্যাদি বন্ধ হয়ে গেছে এবং সামনে আরো বন্ধ হতে থাকবে। দেশের একটা বৃহত্তর অংশ কর্মহীন বেকার হয়ে পড়বে এবং ইতিমধ্যেই বহু মানুষ মানোবেতর জীবন যাপন করতে শুরু করেছে। এদের খোঁজ খবর কে রাখছে? শুধুমাএ জীবিকার তাগিদে যেসব মানুষ ঢাকায় পড়ে আছে তাদের জীবনের ঠিক এমন একটা অনিশ্চিত পরিস্থিতি জেনেশুনে কে ঢাকায় পড়ে থাকতে চাইবে বলুনতো?
আমি আপনি যদি টাকা পয়শার মালিক হই কিংবা দুচারটা ফ্লাটের ভাড়া বসে বসে পাই তাহলে হয়ত আমাদের জন্য বিষয়টা হবে Let the Country go to hell, I don't care।
পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই আমার কথাগুলো অনেকের কাছে মন্দ লাগলেও এটাই নিষ্ঠুর বাস্তবতা। সাধারণ জনগনের উপর অন্ধের মত এভাবে লকডাউনের অভিশাপ চাপিয়ে না দিয়ে বিচক্ষনতার সহিত সবকুল ঠিক রেখে সর্বস্তরের মানুষের একটা সুনিশ্চিত ভবিষ্যৎ নিশ্চিত করা শুধু সময়ের দাবি।

28/04/2021

://www.facebook.com/viralvedios2021/videos/966809227389918/

সময়ের আলোচিত ঘটনা মুনিয়া, বসুন্ধরা গ্রুপের এমডি এবং মুনিয়ার বড় বোন। মুনিয়া হত্যাকান্ডের জন্য আসলে কে দায়ি? এ রাষ্ট্র, সমাজ, সায়েম, মুনিয়া নিজে নাকি মুনিয়ার বড় বোন দায়ি ? দৃশ্যত প্রত্যেকেই দায়ি।

প্রথমত দায়ি সায়েম কারণ কোটিপতি বাপের সন্তান এত অঢেল সম্পত্তি দিয়ে কি করবে। একটু আকটু আয়েশ করবে টাকা ঢালবে, ফ্লাটে ফ্লাটে নারি রাখবে, চাটুকার যারা আছে তারা কোন কথা বলবে না ভয়ে চুপ থাকবে। সায়েমেরা ডে বাই ডে এগুলা করতে থাকবে, ফেমিলি ঠিক রাখবে সবকিছু ঠিকঠাক রেখে দিনশেষে এরাই ভালো থাকবে, কোন ঝামেলাই হবে না। অন্যদিকে আমি আপনি এ সমাজের মানুষ অযথাই শুধু গলা ফাটাবো। আমি আপনি কিছুই বদলাতে পারবো না। শুধু আমাদের নিজেদেরই গলা ব্যাথা হবে। যাইহোক তার জায়গায় সে অপরাধ করছে।

দ্বিতীয় হচ্ছে মুনিয়া, মুনিয়া হচ্ছে সেই নারী যে মধ্যবিত্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহন করে কোটি কোটি টাকার স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন লিগ্যাল ওয়েতে খুঁজতে না গিয়ে ইলিগ্যাল ওয়েতে খুঁজতে গিয়ে অবশেষে নিজের প্রাণটাই দিতে হলো। অত্যান্ত দুখের সঙ্গে বলতে হয়, সে মারা গেছেতো কি হয়েছে, সে নিজেও একজন নারি হয়ে জেনেশুনে অন্য নারির সংসার ভাংগতে গেছে। সে জেনেশুনে সায়েমের মত একজন বিবাহিত পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়েছে। এটাকে আপনারা কোন দৃষ্টিতে দেখবেন। এরকম একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে কোটি কোটি টাকার স্বপ্নে মুনিয়া এতটাই বিভোর হয়ে ছিলেন যে নূন্যতম হিতাহিত জ্ঞানও সে হারিয়ে ফেলেছিলেন। এখন তার শেষ পরিণতি কোথায় হয়েছে? কবরস্থানে। যাইহোক তারপরও প্রার্থনা করি সে জান্নাতবাসী হোক, উপরওয়ালা তার সব ভূল ত্রুটি মার্জনা করুন।

তৃতীয় যে ব্যাক্তিটার নাম সামনে আসছে এ ঘটনার পিছে যার একটা বড় ভূমিকা ছিল। সে হচ্ছে মুনিয়ার বড় বোন নূসরাত জাহান যার ডাকনাম তানিয়া। মুনিয়ার বাবা মা মারা যাওয়ার পর উনিই ছিলেন মুনিয়ার একমাএ লিগ্যাল গার্ডিয়ান যে কিনা মুনিয়ার লাইফ স্টাইল সম্পর্কে সবই জানত এবং মুনিয়াকে উস্কে দেওয়ার পিছনে উনারই মূলত একটা বড় ভূমিকা ছিল যতটা জানতে পাড়া গেছে। মুনিয়া যখন কুমিল্লা বেড়াতে যেতো দামি বিলাসবহুল গাড়ি নিয়ে যেতো। এলাকার মানুষ তাকিয়ে থাকতো, বিদেশী কুত্তা পালতো। দামি ফ্লাটে তার বসবাস ছিল। বোনতো ঢাকায় কোন নামি দামি চাকরি করতো না, ২২ বছর বয়সে সে এখনও ইনটার মিডিয়েটে পরে বিষয়টা বুঝতে পারছেন। কোথায় পেতো তার বোন এত টাকা? মুনিয়ার বড় বোন কি এসব কিছুিই জানতো না বলে আপনাদের ধারণা। সে তার ছোট বোন মুনিয়ার ব্যাপারে সব কিছুই জানত। এমনকি মুনিয়াকে বনানীতে ফ্লাট নিতে তার বড় বোন এবং তার স্বামীর আইডিকার্ড ব্যাবহার করা হয়েছে। যেখানে তাদের নিয়মিত যাতায়াত ছিল এটা প্রমানিত। এরকম একটা পরিস্থিতিতে নিজের বোনকে না থামিয়ে উল্টো তাকে সায়েমের সঙ্গে সম্পর্কে জড়াতে মুনিয়ার বড় বোন মুনিয়াকে সর্বাত্নক সাহায্য সহযোগিতা করেছেন। আজকে মুনিয়ার মৃত্যতে বিচারের দাবিতে মুনিয়ার বড় বোন লাইভে এসে কান্নাকাটি করতেছেন। এখন সব ফাস হয়ে যাওয়াতে নতুন গল্প ফান্দাইছেন যে, তার বোনকে তারা অনেক বুঝাইছেন, তার বোন কারো কোন কথা শুনতো না, ভিষন একরোখা জেদি টাইপের মেয়ে ছিলেন। এসব কথা এখন জাতি খাবে বলেন? আমি জানি না আপনাদের দৃষ্টিতে কে বেশি অপরাধী? আমার দৃষ্টিতে মুনিয়ার বড় বোনই বেশি অপরাধী। যে কিনা টাকার লোভে, বোনের ক্যারিয়ারের লোভে নিজের আপন বোনকে একজন পয়শাওয়ালা লোকের বিছানায় পাঠানোর পথ তৈরি করে দিয়েছেন। যেখানে মুনিয়ার বড় বোনের মূল দায়িত্ন ছিল মুনিয়াকে থামানোর এবং বোঝানোর। গত বছর যখন একবার সব জানাজানি হওয়ার পর সায়েমের পরিবার মুনিয়াকে কুমিল্লা চলে যেতে বাধ্য করেছিলো তখন এমন পরিস্থিতিতে কিভাবে উনি নিজের বোনকে পুনরায় আবার সায়েমের কাছে পাঠালেন। এবার সায়েম মুনিয়াকে গুলশানে একটা দামি ফ্লাটে এনে তুললেন। বিয়া নাই টিয়া নাই। শুধু বিয়ের আশ্বাস দিছে। শুধু এই ভরশায় বোনকে সায়েমের বিছানায় পুনরায় আবার পাঠায় দিলেন। বাহ!! বাহ!! কি চমৎকার!! এবার যখন বোন এ ঘটনার শেষ পরিণতির স্বীকার হলেন এখন লাইভে এসে কেঁদে কেঁদে খুনি সায়েমের বিচার চাইতেছেন। এই হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা। আমি আপনি রাষ্ট্র কিভাবে এগুলো বন্ধ করতে পারবো যদিনা আমরা নিজেরাই নিজেদের না বদলাই। এতক্ষন আমার এই দির্ঘ লেখা যারা মন দিয়ে পড়লেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।

07/04/2021
19/03/2021
13/03/2021

মজার টিভিতে ভাইরাল হওয়া সেই কষ্টের গাড়িকে এবার চলতে দেখা গেল রাজপথে - নিজ চোখে আসল সেই ঘটনা দেখে নিন।😆😆

আবাহমান বাংলার চিরাচরিত ঐতিহ্য মেঝেতে বসে খাওয়ার পাঁচ উপকারিতা।
10/03/2021

আবাহমান বাংলার চিরাচরিত ঐতিহ্য মেঝেতে বসে খাওয়ার পাঁচ উপকারিতা।

আবহমান বাংলার সংস্কৃতি ছিলো মেঝেতে বসে খাওয়া। হালে পাশ্চাত্য জীবনাচারে অভ্যস্ত হয়ে আমরা হারিয়ে ফেলছি আমাদের নি.....

27/02/2021

আজও অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে লঙ্কাধিপতি রাবণের স্বর্গে যাবার সিড়ি।।
বাকিটা ভিডিওতে চোখ রাখুন।।

সিলেটের রশিদপুর হাইওয়ে রোডে ভয়াবহ এক্সিডেন্ট, এনা ও লন্ডন এক্সপ্রেস। নিহতের সংখ্যা যানা যায়নি, তবে ড্রাইভার সহ বেশ কয়েকজ...
26/02/2021

সিলেটের রশিদপুর হাইওয়ে রোডে ভয়াবহ এক্সিডেন্ট,
এনা ও লন্ডন এক্সপ্রেস।
নিহতের সংখ্যা যানা যায়নি, তবে ড্রাইভার সহ বেশ কয়েকজন যাত্রী প্রায় ১১জন নিহত হয়েছেন।

সড়ক দুর্ঘটনা ব্যাপকভাবে বাড়ছে #বি_আর_টি_সি কে আরো দ্বায়িত্বশীল হওয়া জরুরী ঘুষ নিয়ে লাইসেন্স দেওয়া সম্পূর্ণ ভাবে বন্ধ করতে হবে।একজন সচেতন নাগরিক হিসেবে এইসব দূর্ঘটনা সহ্য করার মতো না।

অভিনয় জগৎ এর রাজা 🔥অভিনয়ই  যেন  তার  কাছে  হার  মেনে  বসে ❤
24/02/2021

অভিনয় জগৎ এর রাজা 🔥
অভিনয়ই যেন তার কাছে হার মেনে বসে ❤

13/02/2021

তোমায় ভালোবাসা ছিলো আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ , আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা। ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো, আজ বললাম ও সারা জীবন বলবো। হ্যাপি ভ্যালেন্টাইন ডে...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when S K Shuvo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S K Shuvo:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share