Tech Gator

Tech Gator Tech Gator is a community of Gray Hat Hackers and Tech Passionates.R you a tech passionate? WELCOME

04/10/2023

Learn Free Graphics Design (Batch-3)
Class-13
Topics-
1.Social Media Fashion Banner



বাংলাদেশের Edtech  ফিল্ডে শিক্ষার্থীদের জন্য অভূতপূর্ব পরিকল্পনা বাস্তবায়ন এর লক্ষ্য নিয়ে   Tech Gator  এগুনোর স্বীকৃতিস...
30/09/2023

বাংলাদেশের Edtech ফিল্ডে শিক্ষার্থীদের জন্য অভূতপূর্ব পরিকল্পনা বাস্তবায়ন এর লক্ষ্য নিয়ে Tech Gator এগুনোর স্বীকৃতিস্বরুপ এবছর দেশ সেরা শত শত Startup এর মাঝে বিজয়ী Top 5 Startup হিসেবে স্বীকৃতি পায়... ICT Division, Bangladesh Hi-Tech Park Authority এবং Startup Rajshahi এর আয়োজনে আয়োজিত North Bengal Startup Summit 2023 অনুষ্ঠানে

দেশের Tech ফিল্ডে Skill Developed
করতে বাংলা ভাষায় প্রথমবার আপনাদের সাধ্যের মাঝে শেখা ও চর্চার এ যাত্রা মহান সৃষ্টিকর্তা কবুল করুন, এ কামনা করছি।

Stay tuned with Tech Gator (Learn Ethical Hacking And Graphics Design Free)



19/09/2023

Learn Free Graphics Design (Batch-3)
Class-12
Topics-
1.Social Media Banner
2.Social Media Banner Size difference
3.Social Media Banner Presentation



04/09/2023

Learn Free Graphics Design (Batch-3)
Class-10
Topics-
0.Introduction of Signature logo
1.Creat a Signature logo
2.Presentation of a logo



02/09/2023

C Programming শেখার জন্য কিছু ফ্রি রিসোর্স
[~] Book: Computer Programming ১ম খন্ড
Writer: Tamim Shahriar Subeen
Language: Bangla
Download Link : https://cutt.ly/wOQb2AR

[~] Playlist: সবার জন্য সি প্রোগ্রামিং
Creator: Anisul Islam
Language: Bangla
Playlist Link: https://cutt.ly/hOQmdij

[~] Playlist: C Programming Bangla Tutorial
Creator: Bangla Coding Tutor
Language: Bangla
Playlist Link: https://cutt.ly/SOQmB00

[~] Playlist: C Programming
Creator: Neso Academy
Language: English
Playlist Link: https://cutt.ly/cOQQIdW

[~] Video: C for beginners
Creator: freecodecamp
Language: English
Video Link: https://cutt.ly/tOQQKI7

[~] Playlist: C Language Tutorial
Creator: Codewithharry
Language: Hindi/Urdu
Playlist Link: https://cutt.ly/bOQWAsB

WEBSITES
- https://www.learn-c.org/
- https://www.programiz.com/c-programming

Join With Tech Gator

অনেক আগে একটি ম্যালওয়্যার এনালাইসিস করছিলাম। ম্যালওয়্যারটি যেই folder -এ ছিলো, সেই ফোল্ডারে প্রবেশ করতেও পারছিলাম না; de...
01/09/2023

অনেক আগে একটি ম্যালওয়্যার এনালাইসিস করছিলাম। ম্যালওয়্যারটি যেই folder -এ ছিলো, সেই ফোল্ডারে প্রবেশ করতেও পারছিলাম না; delete করতেও পারছিলাম না। Double click করলে দেখাচ্ছিলো যে, ফোল্ডারটি নাকি কম্পিউটারে নেই! অবশেষে খুঁজে পেলাম আসল রহস্য-

মনে করুন, আপনি একটি ফোল্ডার create করার জন্য right click করে new > folder সিলেক্ট করলেই হয়ে যাবে। কিন্তু, আপনি যদি Windows কম্পিউটারে search bar -এ গিয়ে CMD লিখে Enter প্রেস করেন এবং নিচের command টি run করেন তাহলে 'abc.' নামের ফোল্ডার তৈরি হবে-

md abc.::$index_allocation

এখন এই ফোল্ডারে double click করে open করতেও পারবেন না; delete করতেও পারবেন না। সবকিছু CMD তে কমান্ড করেই কাজ করতে হবে। উপরে উল্লেখ করা সেই ম্যালওয়্যারটিও এমনটাই করেছিলো।

ব্রিটিশ ইউনিভার্সিটির রিসার্চাররা একটা ডিপ লার্নিং মডেল বের করসে যেটা দিয়ে জাস্ট আপনার মাইক্রোফোনের সাউন্ড থেকে আপনি কি ...
15/08/2023

ব্রিটিশ ইউনিভার্সিটির রিসার্চাররা একটা ডিপ লার্নিং মডেল বের করসে যেটা দিয়ে জাস্ট আপনার মাইক্রোফোনের সাউন্ড থেকে আপনি কি টাইপ করেছেন সেটা প্রায় ৯০-৯৫% একিউরেসি দিয়ে বের করা সম্ভব। মানে কারো সাথে অডিও কলে থাকলেও সে মোটামুটি বুঝতে পারবে আপনি কি টাইপ করতেসেন।
এম আই টির রিসার্চাররা জাস্ট ওয়াইফাই রাউটার ব্যবহার করে ওয়ালের পিছনে থাকা মানুষদের পুরো ডিটেইলস বের করার টেকনোলজিস বের করেছে।
কার্নেগি মেলন ইউনিভার্সিটির মানুষগুলো নরমাল ওয়াইফাই রাউটার দিয়ে ওয়ারলেস সিগনাল দিয়ে একটা ঘরে কে কোথায় আছে, তারা দেখতে কেমন, এইরকম কিছু জিনিস বের করার সিস্টেম বের করেছে।
নুড ছবির ব্যাপারটা ত মোটামুটি অনেকেই জানেন এখন। যেকোন মানুষের চেহারা দিলে পুরো শরীরের ছবি ও ভিডিও তৈরি করে ফেলা সম্ভব হচ্ছে।
মেশিন কতটা শক্তিশালী হয়ে উঠতেসে আপনারা কল্পনাও করতে পারবেন না। কিন্তু আমরা কি করতেসি? অমুক কবির জন্মসাল, তমুক ২৫ নাম্বার অটোপাস, সমুক কোর্স করে ফ্রিল্যান্সার, ক্লিক করে ইনকাম, পাবজি, ফ্রিফায়ার, টিকটক হেন তেন।
সাধে কি আর মানুষ দেশ ছেড়ে ভাগতে চায়? 😕 মেধার মূল্যায়ন নাই, সময়ের মূল্যায়ন নাই, কিছুই নাই। কিছু বললে উলটা হামলে পড়ে।


Nmap কি?Nmap এর সম্পূর্ণ রূপ হলো Network Mapper। Nmap টুলটি নেটওয়ার্ক স্ক্যান করতে এবং নেটওয়ার্কের সাথে সংযুক্ত আছে সক...
12/08/2023

Nmap কি?
Nmap এর সম্পূর্ণ রূপ হলো Network Mapper। Nmap টুলটি নেটওয়ার্ক স্ক্যান করতে এবং নেটওয়ার্কের সাথে সংযুক্ত আছে সকল ডিভাইস এবং সার্ভিসের তথ্য জানতে ব্যবহার করা হয়।
এটি সাধারণত সিস্টেম এডমিনিস্ট্রেটরগণ, নেটওয়ার্ক পেনেট্রেশন টেস্টারগণ, সার্ভিস ডিসকভারি ও সার্ভিস স্ক্যানিং করার জন্য ব্যবহার করা হয়।
একটি ব্যবহারিক কমান্ড উদাহরণ হিসেবে দিয়:
* nmap target_IP: এই কমান্ড টি নির্দিষ্ট আইপি ঠিকানা ডিভাইস স্ক্যান করে সার্ভিস ও পোর্টের তথ্য প্রদান করে। যা আপনার ডিভাইস দখলে খুব সহজেই নিতে সহায়তা করবে।
এটি কেবল নিজের নেটওয়ার্কের সুরক্ষা মান দেখার জন্য ব্যবহার করা উচিত, যাতে করে আপনি আপনার নেটওয়ার্কের দূর্বলতা দেখতে পারেন এবং হ্যাকাররা যেন অবৈধ ভাবে আপনার তথ্য হাতিয়ে নিতে না পারে সেটির উপায় খুঁজে বের করতে পারেন।
নিজে জানুন অপর কে জানার সুযোগ করে দিন।

যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছবি আ...
04/08/2023

যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছবি আর এই এডিটেড ছবি জমা দিবেন, তাহলেই তারা ইন্টারনেট এর যত জায়গায় এই এডিটেড ছবি আছে তা সরিয়ে দিবে। এর জন্য আপনার কারো সাথে সরাসরি কথা ও বলা লাগবে না। নিজের পরিচয় ও গোপন থাকবে।

যদি কেউ আপনার ছবি এরকম ভাইরাল করে ব্যাপারটি তাৎক্ষণিক সাইবার নিরাপত্তা টিম কে জানান, তাদের কাছে মামলা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে।

জনসচেতনতায় পোস্ট টি শেয়ার করুন ❤️


হ্যাকিং মেথডযে প্রোগ্রাম বা সিস্টেম ব্যবহার করে হ্যাকিং করা হয় সেটিকে বলে হ্যাকিং মেথড। হ্যাকিংএ ব্যবহৃত মেথড এর মধ্যে দ...
15/05/2023

হ্যাকিং মেথড
যে প্রোগ্রাম বা সিস্টেম ব্যবহার করে হ্যাকিং করা হয় সেটিকে বলে হ্যাকিং মেথড। হ্যাকিংএ ব্যবহৃত মেথড এর মধ্যে দুইটি সহজ মেথড হলো—
ফিশিং মেথড
হ্যাকিংএ ব্যবহৃত ফিশিং হল একটি জনপ্রিয় এবং কার্যকরী মেথড। যেটি সহজ ধোকার মাধ্যমে আপনার বিভিন্ন তথ্য হাতিয়ে নেয়।
কি-লগার
ইউজারনেম এবং পাসওয়ার্ড হ্যাক করার একটি সহজ পদ্ধতি হল কি-লগার প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে কীবোর্ডের তথ্য গুলো সংগ্রহ করে রাখা হয়।
এই ব্যাপারে যদি বিস্তারিত ভিডিও চান তাহলে কমেন্ট করুন
Tech Gator - On Telegram
Gray Hat Hackers Community
& Deisinger Community
https://t.me/techgator14
যারা Hacking & Graphics Design related Courses, Resources এবং Practice এর সুযোগ চাচ্ছেন... আমাদের সাথে যুক্ত হবার জন্য অনুরোধ জানাচ্ছি।

আমরা সকলেই কম বেশি জানি, আসছে সময়ে ক্লাউড সিকিউরিটি ডোমেইন আরো বুম করবে। তাই আজকের পোস্টে থাকছে ক্লাউড সিকিউরিটি কিভাবে...
13/05/2023

আমরা সকলেই কম বেশি জানি, আসছে সময়ে ক্লাউড সিকিউরিটি ডোমেইন আরো বুম করবে। তাই আজকের পোস্টে থাকছে ক্লাউড সিকিউরিটি কিভাবে শেখা শুরু করতে পড়েন সেটা নিয়ে ছোট্ট একটা ধারণা।
একেবারে শুরু থেকে ক্লাউড সিকিউরিটি শেখাটা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং একটা টাস্ক কিন্তু এটা Worth it!
ক্লাউড সিকিউরিটি স্পেশালিস্ট এর চাহিদা এখন যেমন অনেক, সামনেও অনেক বাড়বে। কারণ দিনদিন সব কিছু এখন ক্লাউড বেইজড হয়ে যাচ্ছে। আপনার জন্য থাকছে কিছু টিপস যা দিয়ে আপনার লার্নিং টা শুরু করে দিতে পারেন
(এই টিপস গুলো আমার পরিচিত আমাজনের একজন প্রফেশনাল ক্লাউড সিকিউরিটি আর্কিটেক্ট এর থেকে নেয়া, তাই বেস্ট)
ধাপ ১: ক্লাউড সিকিউরিটি পরিচিতি
শুরুতেই ক্লাউড সিকিউরিটির সাথে পরিচিত হয়ে নিন। এই নিয়ে যত ভালোমানের ভিডিও আছে ইউটিউব এ সব দেখে ফেলুন (বুঝুন বা না বুঝুন)। ক্লাউড কম্পিউটিং এবং বিভিন্ন ক্লাউড সার্ভিস মডেল নিয়ে ঘাটাঘাটি করুন কিছুদিন, যেমন:
Infrastructure-as-a-Service (IaaS)
Platform-as-a-Service (PaaS) এবং
Software-as-a-Service (SaaS)
সাথে কিছু ক্লাউড ডিপ্লইমেন্ট মডেল সম্পর্কে জানুন, যেমন পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড এবং হাইব্রিড ক্লাউড কি, কেন এবং কিভাবে কাজ করে, কেন কাজ করে ইত্যাদি বিষয়াদি।
ধাপ ২: ক্লাউড সিকিউরিটি ব্যাসিক:
এ ধাপে এসে আপনাকে শিখতে হবে কিছু ব্যাসিক জিনিস। এক্ষেত্রে কিছু কিছু ক্লাউড সিকিউরিটি কনসেপ্ট আপনাকে বুঝতে হবে যা সকল সিকিউরিটি ডোমেইনেই আপনাকে প্রায় জানতে হয়, যেমন:
১. confidentiality
২. integrity
৩. availability
এর পর আপনাকে জানতে হবে ক্লাউড সিকিউরিটির কিছু রিস্ক এবং থ্রেট সম্পর্কে, যেমন:
ক্লাউড সিকিউরিটিতে কিভাবে ডাটা ব্রিচ হয়,
কি কি সাইবার অ্যাটাক হয়
DoS অ্যাটাক কিভাবে হয় কোনো ক্লাউড সার্ভিস প্ল্যাটফর্ম এ
ধাপ ৩: ক্লাউড সিকিউরিটি কন্ট্রোলস:
এ ধাপে এসে আপনাকে ক্লাউড সিকিউরিটি কন্ট্রোলস সম্পর্কে জানতে হবে, এবং বুঝতে হবে কি কি ধরনের ক্লাউড সিকিউরিটি কন্ট্রোলস এখন কাজ করে, যেমন ধরুন,
Access Control
Identity Management
Access Management
Encryption
Network Security
আরো আছে যদিও ...
ধাপ ৪: ক্লাউড সিকিউরিটি স্ট্যান্ডার্ডস:
আপনাকে ক্লাউড সিকিউরিটি স্ট্যান্ডার্ডস সম্পর্কে মাস্ট জানতে হবে আপনাকে, ৩ টা স্ট্যান্ডার্ডস বলি
ISO/IEC 27001,
SOC 2, এবং
PCI DSS
এই গুলো নিয়ে বিশদ জানতে হবে, এর পরে আসে আমাদের ধাপ ৫
ধাপ ৫: ক্লাউড সিকিউরিটি বেস্ট প্রাকটিসেস
প্রত্যেকটা ফিল্ডের কিছু কিছু বেস্ট প্রাকটিসেস থাকে, সেরকম ক্লাউড সিকিউরিটির ক্ষেত্রেও আছে, সেগুলো নিয়ে বিস্তারিত জানবেন
ধাপ ৬: প্রাকটিস, প্রাকটিস এবং প্রাকটিস
এর কোনো বিকল্প নেই... (এ যাবত যা যা শিখে ফেলবেন সব এখন এক এক করে কাজে লাগাবেন)। ক্লাউড সিকিউরিটি প্রজেক্ট/সিমুলেশন করবেন, বিভিন্ন ক্লাউড সিকিউরিটির টুলস এবং টেকনিক্স নিয়ে রিসার্চ করেবন সাথে ইউজ করবেন। এভাবে ধীরে ধীরে আরো পোক্ত হবেন
ধাপ ৭: ক্লাউড সিকিউরিটির সমস্ত টপিক নিয়ে চেষ্টা করবেন সবসময় নিজেকে আপডেটেড রাখার। কি কি ট্রেন্ড চলছে বর্তমানে, কি কি থ্রেট আছে এবং আসছে ইন্ডাস্ট্রি লেভেলে এগুলো নিয়ে সবসময় ঘাটাঘাটি করবেন + ক্লাউড সিকিউরিটির বিভিন্ন ফোরামে যুক্ত হবেন ।
আরেকটা কথা, সবসময় মনে রাখবেন এটা একটা প্রসেস। একেবারে শিখে শেষ করে ফেলবেন এমনটা না, তাই নিজেকে কন্টিনিউ আপগ্রেড করবেন শিখে শিখে।
নিচে কয়েকটা ভিডিও লিংক দিচ্ছি, এগুলো দেখে ক্লাউড সিকিউরিটি নিয়ে আইডিয়াটা আরো ক্লিয়ার করে নিতে পারবেন

Eid Mubarak 💕Stay connected 😚
22/04/2023

Eid Mubarak 💕

Stay connected 😚

ChatGPT জেলব্রেক|লিংকের লেখাটা পুরোটাই কপি করে আপনার chatgpt তে দিবেন।এর পর রেসপন্স আসবে যে সে দুইটা মোডে কাজ করবে একটা ...
16/04/2023

ChatGPT জেলব্রেক|
লিংকের লেখাটা পুরোটাই কপি করে আপনার chatgpt তে দিবেন।
এর পর রেসপন্স আসবে যে সে দুইটা মোডে কাজ করবে একটা নরমাল অন্যটা ডেভলপার মোড।
এরপর আপনি যাই একে বলবেন নরমাল মোডে নিষেধ করে দিলেও ডেভলপার মোড এ এটা কাজ করে দিবে।
লিংক:
https://anotepad.com/notes/fh5jtap7

Tech Gator - On Telegram
Gray Hat Hackers Community
& Deisinger Community
https://t.me/techgator14
যারা Hacking & Graphics Design related Courses, Resources এবং Practice এর সুযোগ চাচ্ছেন... আমাদের সাথে যুক্ত হবার জন্য অনুরোধ জানাচ্ছি।

16/04/2023
16/04/2023

আমাদের Community Members খুব ই কম.. আমি চাচ্ছিলাম যারা ফ্রি তে শেখার সুযোগ টা পায় না + শেখার তীব্র ইচ্ছে থাকা সত্বেও নানা ভাবে ধোকার স্বীকার হয়েছে.. তাদের একসাথে নিয়ে বাংলায় ফ্রিতে শেখানোর।

কিন্তু একা আর কত মানুষের কাছে পৌঁছাবো বলেন 🙃

তাই আপনাদের সহোযোগিতা কামনা করছি..

কে কীভাবে সাহায্য করতে পারেন আমাদের Community Buildup করার পাশাপাশি Learners দের সংখ্যা বাড়াতে?? 🙂

 #মোবাইল_ফোন_সিকিউর_রাখার_১৫টি_উপায়-১। কারো দেয়া কোন লিংকে ক্লিক করা যাবে না।২। অ্যাপ ইন্সটলেশনের ক্ষেত্রে অবশ্যই গুগোল ...
15/04/2023

#মোবাইল_ফোন_সিকিউর_রাখার_১৫টি_উপায়-
১। কারো দেয়া কোন লিংকে ক্লিক করা যাবে না।
২। অ্যাপ ইন্সটলেশনের ক্ষেত্রে অবশ্যই গুগোল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করতে হবে।
৩। তৃতীয় পক্ষের দেয়া বা থার্ডপার্টি কোন ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড ও ইন্সটল করা যাবে না।
৪। গুগোল প্লে-প্রোটেকশন সবসময় অন রাখতে হবে।
৫। অ্যাপ ইন্সটলের আগে অ্যাপ পারমিশনগুলো চেক করতে হবে।
৬। অ্যাপলিকেশনের সাথে যায় না বা দরকার নেই এমন কোন পারমিশন দেয়া যাবে না।
৭। ভালো মানের একটি অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে।
৮। খুব প্রয়োজন ছাড়া পাবলিক ওয়াইফাই ইউজ করা যাবে না। আর খুব প্রয়োজনে ব্যবহার করতে হলে ভিপিএন কানেক্ট করে ব্যবহার করুন।
৯। অ্যাডভান্স ইউজার ছাড়া জাস্ট কোন পারটিকুলার অ্যাপ ইন্সটল করার জন্য ফোন রুট করা যাবে না।
১০। অন্য কারো হাতে নিজের ফোন না দেয়াই ভালো।
১১। লোভনীয় কোন অ্যাড বা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।
১২। লোভনীয় অ্যাপ ইন্সটল করা থেকে বিরত থাকুন।
১৩। অফিশিয়াল ও ট্রাস্টেড সাইট ছাড়া কোথাও থেকে কিছু ডাউনলোড করা থেকে বিরত থাকুন।
১৪। অ্যান্ড্রয়েড ফোনে গুগোল অ্যাকাউন্ট যুক্ত ও সিনক্রোনাইজেশন অন রাখুন, যাতে করে ডেটা হারালে ফেরত পাওয়া যায়।
১৫। সর্বোপরি সতর্কতা ও সচেতন থাকতে হবে।
যে কোন সাইবার ক্রাইম, অনলাইন প্রতারণা ও হ্যারেজমেন্টের শিকার হলে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানান ও জরুরী প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফ্রি কল করুন।

Tech Gator - On Telegram
Gray Hat Hackers Community
& Deisinger Community
https://t.me/techgator14
যারা Hacking & Graphics Design related Courses, Resources এবং Practice এর সুযোগ চাচ্ছেন... আমাদের সাথে যুক্ত হবার জন্য অনুরোধ জানাচ্ছি।





অবশ্যই আমাদের সকলের জেনে রাখা দরকার যে , হোয়াইট হ্যাট হ্যাকার  হল আসলে  মূলত  কারো ক্ষতি করার জন্য কিন্তু তারা আসলে হ্য...
15/04/2023

অবশ্যই আমাদের সকলের জেনে রাখা দরকার যে , হোয়াইট হ্যাট হ্যাকার হল আসলে মূলত কারো ক্ষতি করার জন্য কিন্তু তারা আসলে হ্যাকিং করে না , অর্থাৎ তারা কারো ক্ষতি করার জন্য হ্যাকিং কার্যক্রম গুলো করে না । ইথিক্যাল হ্যাকার যারা রয়েছে তারা আসলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার পরে সিস্টেম এর ভিতর যে সমস্ত ভুলত্রুটি রয়েছে (BUG) খুঁজে বের করে আর সেটাকে সঠিক করে দেওয়ার বিনিময়ে তারা টাকা আয় করে থাকে এই কাজ করার মাধ্যমে।

অপরদিকে , ব্ল্যাক হ্যাট হ্যাকার (Black hat hacker) ভালো যে কোন সিস্টেম এর কতৃপক্ষ যারা রয়েছেন তাদের অনুমতি ছাড়াই তাদের সিস্টেমে প্রবেশ করে তাদের ভুলত্রুটি যেগুলো রয়েছে সে গুলো তারা খুঁজে বের করে, এর পরে তারা সে সকল ভুল ত্রুটি গুলো খুজে বের করার পরে তারা তাদের সাইটের ভিতরে বিনা অনুমতিতে প্রবেশ করে, আর সিস্টেম এর ভিতরে অনেক ক্ষতি সাধন করে থাকে ব্ল্যাক হ্যাট হ্যাকাররা

বাংলা ভাষায় সেরা ইথিক্যাল হ্যাকিং শিখতে আমাদের সাথে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হন -
https://t.me/techgator14




15/04/2023

হ্যাকিং শব্দটা শুনলেই আমাদের মনের ভিতরে একটা ভয়ের সৃষ্টি হয় , কি রকমের যেন একটা আতঙ্কের সৃষ্টি হয় আমাদের ভিতরে । হ্যাকিং শব্দটার কথা শুনলেই আমাদের মনে হয় যেন , আমরা হয়তো কোনো না কোনো সমস্যার ভিতরে পড়তে যাচ্ছি এরকমটা মনে হয় আমাদের । হ্যাকিং সম্পর্কে বলার আগে আপনাদের কে বলে রাখি যে -



হ্যাকার হচ্ছে মূলত তিন ধরনের যেমন -

ব্ল্যাক হ্যাট হ্যাকার

হোয়াইট হ্যাট হ্যাকার

গ্রে হ্যাট হ্যাকার

এইসকল হ্যাকার সম্পর্কে বিস্তারিত জানবেন পরবর্তী পোস্ট এ

বাংলা ভাষায় সেরা ইথিক্যাল হ্যাকিং শিখতে আমাদের সাথে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হন -
https://t.me/techgator14

15/04/2023

ঢাকা নিউমার্কেট এ আগুন লেগেছে।

সম্রাট আকবরের সময়ে বাংলা সাল চালু হয়। কিন্তু মূলত বাংলা সালকে জনগনের মধ্যে জনপ্রিয় করেন আওরঙ্গজেবএইটা ছিল ইতিহাস, আর এখন...
14/04/2023

সম্রাট আকবরের সময়ে বাংলা সাল চালু হয়। কিন্তু মূলত বাংলা সালকে জনগনের মধ্যে জনপ্রিয় করেন আওরঙ্গজেব
এইটা ছিল ইতিহাস, আর এখন ইতিহাস পরিবর্তন হয়ে বলা হচ্ছে, বাংলা সালের জন্ম হয়েছে মুর্তি, হুতুম পেঁচার মিছিলের মাধ্যমে যা না করলে নাকি ঐতিহ্যকে অস্বীকার করা হচ্ছে এবং বাঙ্গালী থেকে নাম কেটে পাকিস্তান চলে যেতে হবে। হাস্যকর।

বাংলা ভাষায় সেরা ইথিক্যাল হ্যাকিং শিখতে আমাদের সাথে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হন -
https://t.me/techgator14

সকল আপডেট পেতে ফলো দিন আমাদের ফেসবুক পেজ এ-
https://www.facebook.com/techgator14?mibextid=ZbWKwL




'বাংলাদেশকে খোঁজো' স্লোগান নিয়ে ২০১৫ - এপ্রিলে চালু হয়েছে বাংলাদেশি সার্চ ইঞ্জিন চরকি (www.chorki.com) । এর আগে ২০১৩ স...
13/04/2023

'বাংলাদেশকে খোঁজো' স্লোগান নিয়ে ২০১৫ - এপ্রিলে চালু হয়েছে বাংলাদেশি সার্চ ইঞ্জিন চরকি (www.chorki.com) । এর আগে ২০১৩ সালে চালু হয় পিপীলিকা ডটকম (www.pipilika.com) নামের আরেকটি সার্চ ইঞ্জিন।
অথচ বর্তমানে এ দুটোর ই করুন অবস্থা 🙂
Chorki এখন দেশী Netflix আর Pipilika তো সার্ভার সহ গায়েব 💔
দেশে কোটি কোটি টাকার বাজেটে Apps, Software, Website Develop করা হয়! কিন্তু সেগুলোর পরিচর্যা করে কারা?
আমরাই বা কতটা ব্যবহার করি??
মুখে আর দিবসে আর মঙ্গল শোভা যাত্রায় দেশ প্রেম - অত:পর এক জাতি নাম তার
“ বাঙ্গালী “

বাংলা ভাষায় সেরা ইথিক্যাল হ্যাকিং শিখতে আমাদের সাথে অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হন -
https://t.me/techgator14




❝AI কি আমাদের চাকরি খেয়ে নিবে?❞      ঠিক এই মূল একটা পয়েন্টে এসে প্রায় সবাই ভাবিতেসে যে AI ভয়ঙ্কর। এর উত্তর কি জানেন?এর ...
13/04/2023

❝AI কি আমাদের চাকরি খেয়ে নিবে?❞

ঠিক এই মূল একটা পয়েন্টে এসে প্রায় সবাই ভাবিতেসে যে AI ভয়ঙ্কর। এর উত্তর কি জানেন?এর উত্তর হলো:- হ্যাঁ/না, AI আপনার চাকরি খেয়ে নিবে/নিবে না।

একটু যুক্তি আর অনেক উদাহরণ দিয়ে বিষয়টা বোঝায়। দেখেন, AI এর মত শক্তিশালী একটা বট বা টুল যখন বাজারে আসছে বা বৈপ্লবিকভাবে আসতেসে সে তখন কিছু মানুষের চাকরি এবং কিছু চাকরিক্ষেত্র পার্মানেন্টলি খেয়ে নিবে এটা তো নরমাল যুক্তির কথা।

প্রথমে আসি কোন কোন চাকরিক্ষেত্র AI দখল করে নেবে:- ডিজিটাল ফিল্ডের যেকোন ধরণের চাকরিক্ষেত্র যেখানে কোন মাথার কাজ নেই বা যেই কাজের জন্য মস্তিষ্ক খাটাতে হয় না, যেই কাজের কোন সুদূরপ্রসারী ভবিষ্যৎ নেই, কিন্তু সেই কাজে ভালো পরিমাণ উপার্জন করা যায় এবং বর্তমানে.

AI : Probably The Last Invention Of Humanity???দেখেন! AI, AI, AI করে আশপাশ পাগলই হয়ে যাচ্ছে। আপনার বৃদ্ধ দাদা যার কাছে ম...
13/04/2023

AI : Probably The Last Invention Of Humanity???

দেখেন! AI, AI, AI করে আশপাশ পাগলই হয়ে যাচ্ছে। আপনার বৃদ্ধ দাদা যার কাছে মোবাইল নাই তাকেও যদি আপনি AI ওয়ার্ডটা শুনসে কিনা জিজ্ঞেস করেন ৯০% সম্ভাবনা থাকে যে তিনি শুনছেন। প্রায় প্রতিদিনই খবরে এই নিয়ে নানা জল্পনা-কল্পনা আছেই। এবং বেশিরভাগ মানুষ(আমার ছোট্ট একটা জরিপ মতে) মনে করে:

❝AI is dangerous and need to be banned from Earth RIGHT NOW!!!!❞

বিষয়টা ভাবা অমূলক না। কারণ ChatGPT আসার পর বেশিরভাগ মানুষের মনে বদ্ধমূল ধারণা জন্মে গেসে যে "AI freaking loves to eat JOBS"। বেশিরভাগ মানুষ যে বিষয়টা নিয়ে চিন্তিত তা হলো AI তাদের চাকরি খেয়ে নিবে। অদ্ভুদ হলেও সত্যি মানুষ ChatGPT আসার পর থেকে এটা নিয়ে চিন্তিত! AI আসার পর থেকে না!! AI আবিষ্কার হয়ে পৃথিবীতে আসছে অনেক আগে এবং ChatGPT থেকে ভয়ঙ্কর AI এই টেকনোলজি দুনিয়ায় আসছে ChatGPT এরও আগে এবং এর নাম: "MidJourney"। কিন্তু তখনও এই নিয়ে কোন আলোচনা হয়নি।

আচ্ছা তার আগে একটা Query সলভ করি যে আমি Cyber Security গ্রুপে AI নিয়ে কেন লিখতেসি। কারণ, Cyber Security এমন একটা ফিল্ড যেখানে অনেক ক্রিয়েটিভ হতে হয় কোন কাজ করার জন্য। আর এই Creativity নিজের থেকে বের করা আনতে গেলে আগে নিজের বদ্ধমূল ভুল ধারণাগুলোর উপর যেমন "ভিম ১০০ লেবুর শক্তি" ঘঁসতে হবে, তেমনই মূলত সার্বিক পৃথিবী সমন্ধে বিশেষ করে টেক দুনিয়া সমন্ধে আপডেটেড থাকতে হয়। তাই মূলত এই পোস্ট।

 #বিশ্বের_মধ্যে_সবচেয়ে_বড়_হ্যাকার_কে?বিশ্বের সবচেয়ে বড় হ্যাকার হচ্ছে কেভিন ডেভিড মিটনিক। যিনি যুক্তরাষ্ট্রের একজন সাজা প...
13/04/2023

#বিশ্বের_মধ্যে_সবচেয়ে_বড়_হ্যাকার_কে?

বিশ্বের সবচেয়ে বড় হ্যাকার হচ্ছে কেভিন ডেভিড মিটনিক। যিনি যুক্তরাষ্ট্রের একজন সাজা প্রাপ্ত হ্যাকার। এবং সেই সময়কার পুলিশদের নিকট মোস্ট ওয়ান্টেড হ্যাকার। তাকে ফাদার অফ হ্যাকার বলা হয়।
মাত্র ১২ বছর বয়সে তিনি হ্যাকিং নিয়ে কাজ শুরু করে। তিনি প্রাথমিক জীবনে ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ ব্যবহার করে লস এঞ্জেলসের বাসে পাঞ্চ কার্ড হ্যাকিং করেন, যাতে অনায়েসে ফ্রী রাইড করা যেত। এর ফলে তাদের ১৬০০০০ ডলার ক্ষতি হয়েছিলো ...

১৯৭৯ সালে মাত্র ১৬ বছর বয়সে তার বন্ধুর মাধ্যমে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রনালয়ের নেটওয়ার্ক আরপানেটের অ্যাকসেস পেয়ে যায়। সেটা হ্যাক করে তাদের স্পর্শকাতর ফাইল দেখেন কেভিন মিটনিক।

এরপর তিনি মটোরোলা, নকিয়া, ফুজসুর মতো বড় প্রতিষ্ঠানের কম্পিউটার হ্যাক করেছিলেন । তার হ্যাকিং বিদ্যার জন্য তাকে গ্লেন কেজ উপাধি দেওয়া হয়।

মিটনিক, ইউনিভার্সিটি অব সাউথ ক্যালোলিনার ছাত্র ছিলেন। এফবিআই ১৯৯৫ সালে উপরোক্ত অপরাধ সমূহের জন্য তাকে গ্রেপ্তার করেন। এছাড়াও তার বিরুদ্ধে বহু ওয়েবসাইট হ্যাক করার অভিযোগ উঠেছিলো।
১৯৮৮ সালে ডিইসি নামের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করায় তিনি ১ বছর জেল খাটেন। এরপরে আর একটি হ্যাকিং এর ঘটনাতে তার এরেস্ট ওয়ারেন্টি ইস্যু হলে সে ২.৫ বছর পালাতক থাকেন। এরপরে ১৯৯৫ সালে তাকে মটোরোলা, নকিয়া ও পাঞ্চ কার্ড হ্যাকিং এর জন্য গ্রেপ্তার করে ৫ বছরের জন্য জেলে পাঠানো হয়।

২০০০ সালে কেভিন এই বলে মুক্তি পান যে, তিনি ২০০৩ সালের আগে তিনি কোনো কম্পিউটার, সেল ফোন এবং ইন্টারনেট ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

বর্তমানে তিনি নিজের মাল্টিন্যাশনাল কোম্পানি মিটনিক সিকিউরিটি কনসালটিং -এ সিক্যুরিটি কনসালটেন্ট হিসেবে কাজ করছেন।

12/04/2023

Welcome TO Tech Gator . A cyber learning community

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tech Gator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share