Sangbad kurigram 24

  • Home
  • Sangbad kurigram 24

Sangbad kurigram 24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sangbad kurigram 24, News & Media Website, .

নদীভাঙন থেকে চর সিতাইঝাড় গ্রাম রক্ষায় মানববন্ধনপ্রতিনিধি,কুড়িগ্রাম | নদীভাঙন থেকে চর সিতাইঝাড় গ্রাম রক্ষায় মানববন্ধনকুড়ি...
14/08/2022

নদীভাঙন থেকে চর সিতাইঝাড় গ্রাম রক্ষায় মানববন্ধন

প্রতিনিধি,কুড়িগ্রাম |
নদীভাঙন থেকে চর সিতাইঝাড় গ্রাম রক্ষায় মানববন্ধন
কুড়িগ্রামে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় গ্রামটি নদীভাঙন থেকে রক্ষা পেতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন শেষে স্মারকলিপি জমা দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. এনামুল হকসহ নদীভাঙনের শিকার শতাধিক পরিবারের লোকজন।

মানববন্ধনে তারা বলেন, ‘আমরা চরবাসী বলে আমাদের থেকে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছেন। সরকারের উন্নয়ন থেকে আমরা চরবাসী শুধু নদীভাঙনের কারণে বঞ্চিত হচ্ছি। আমাদের ঘরে বিদ্যুৎ আছে, স্বাস্থ্য সুবিধা পেতে কমিউনিটি ক্লিনিক পেয়েছি। স্কুল, মাদরাসা সবই আছে। অথচ নদীভাঙনের শিকার হয়ে আমরা প্রতি বছরই নিঃস্ব হয়ে পড়ছি।’
তারা বলেন, ‘নদীভাঙনের ফলে গত আট বছর ধরে মোগলবাসা ইউনিয়নটি মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে। গত বন্যায় নদীভাঙন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড থেকে কিছু জিও ব্যাগ ফেলানো হলেও কোনো পরিত্রাণ পাইনি। আমাদের দুঃখ দুঃখই রয়ে গেছে। জেলা প্রশাসকের মাধ্যমে অবিলম্বে নদীরক্ষা বাঁধসহ
আমরা টেকসই ব্যবস্থাপনা চাই।’
মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. এনামুল হক বলেন, ‘গত কয়েকদিনে সিতাইঝাড় গ্রামের ৫০টির বেশি পরিবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নিঃস্ব-অসহায় পরিবারগুলোর অনেকের মাথা গোঁজার ঠাঁই না থাকায় মানবেতর জীবনযাপন করছে। গতবছর বন্যায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে চলে গেছে। ফলে এ অঞ্চলের শিশুরা শিক্ষা থেকে ঝরে পড়ছে। আমরা নদীভাঙন থেকে মুক্তি চাই।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, চর সিতাইঝাড় গ্রামটি নদীভাঙন থেকে রক্ষায় জিও ব্যাগ ফেলা হয়েছে।

একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন "বন্ধন" আজ ১৪ই আগষ্ট ২০২২ খ্রিস্টাব্দ,বন্ধনএর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী।বন্ধন এর সকল উপদে...
14/08/2022

একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন "বন্ধন" আজ ১৪ই আগষ্ট ২০২২ খ্রিস্টাব্দ,বন্ধন
এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী।বন্ধন এর সকল উপদেষ্টামন্ডলী, সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীকে গন কে বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আসাদুজ্জামান খন্দকার
চেয়ারম্যান
৬ নং বুড়াবুড়ী ইউনিয়ন পরিষদ।

ভূরুঙ্গামারী থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে ০৫ বোতল ফেনসিডিল, ০৭ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার। ...
14/08/2022

ভূরুঙ্গামারী থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে ০৫ বোতল ফেনসিডিল, ০৭ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার।

জেলা পুলিশ কুড়িগ্রামের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ভূরুঙ্গামারী থানা কতৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে দক্ষিন শিংঝাড় এলাকা থেকে ০৫ বোতল ফেন্সিডিল, ০৭ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা সহ শামিম মন্ডল ও মুক্তা বেগম (স্বামী -স্ত্রী) দ্বয়কে গ্রেফতার করে।

উলিপুরে অসহায় মানুষের মাঝে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ করলেন পুলিশ সুপারকুড়িগ্রামের উলিপুরে অসহায় মানুষের মাঝে ত্রাণ ও সেল...
13/08/2022

উলিপুরে অসহায় মানুষের মাঝে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ করলেন পুলিশ সুপার

কুড়িগ্রামের উলিপুরে অসহায় মানুষের মাঝে ত্রাণ ও সেলাই মেশিন বিতরণ করেছেন পুলিশ সুপার(অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতিপ্রাপ্ত) সৈয়দা জান্নাত আরা।

শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উলিপুর থানা চত্বরে পুলিশ সুপারের উদ্যোগে জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহায়তায় রবিদাস সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে প্রতিজনকে চাল ৫কেজি, চিড়া ২কেজি, ডাল ২কেজি, আটা ২কেজি, তেল ২লিটার, লবন ১কেজি করে বিতরণ করা হয়। এ সময় পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তার উপহার হিসেবে ৫জন অসহায় নারীকে সেলাই মেশিন দেওয়া হয়।

বিতরণ অনুৃষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির, এসআই মশিউর রহমান প্রমুখ।

প্রেস হাসান- হামার কুড়িগ্রাম

বাংলাদেশের এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীগণ,সাংবাদিকতা করতে পারবে না।জেলা ও উপজেলা প্রশাসনকে তালিকা প্...
13/08/2022

বাংলাদেশের এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীগণ,সাংবাদিকতা করতে পারবে না।

জেলা ও উপজেলা প্রশাসনকে তালিকা প্রস্তুত করে ব্যবস্থা
নিতে নির্দেশ প্রদান করা হয়। সাংবাদিকতায় এই মহান পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের মুল পেশা শিক্ষকতা-
কর্মচারীদের দায়িত্ব পালন সঠিকভাবে করছেন না। তারা প্রতিষ্ঠান ফাকি দিয়ে বেশীর ভাগ সময় জেলা-উপজেলা ও বিভাগীয় শহরে অবস্থান করতে দেখা যায়।

ফুলবাড়ী থানা পুলিশ র্কতৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ;অদ্য ১৩/০৮/২০২২ খ্রি. তারখি ১৪.২০ ঘ...
13/08/2022

ফুলবাড়ী থানা পুলিশ র্কতৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার ;

অদ্য ১৩/০৮/২০২২ খ্রি. তারখি ১৪.২০ ঘটিকার সময় গোপন সূত্রে অফিসার ইনচার্জ জনাব মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে ফুলবাড়ী থানার এসআই মোঃ এনামুল হক সঙ্গীয় এসআই মোঃ মাহাবুব হোসেন, এসআই মোঃ শফিকুল ইসলাম, এএসআই মোঃ জিয়াউর রহমান, এএসআই শ্রী বিষ্ণুপদ দাস, এএসআই মোঃ জুলফিকারুল ইসলাম, নায়েক/৮৮২ মোঃ শাকিল আহমেদ, কং/১৭২ মোঃ সোহেল রানা, কং/৭৩১ মোঃ শাহ শওকত, কং/৩৬৭ মোঃ শাহিনুর রহমান, কং/ ১১৯২ মোঃ নাহিদ হাসান, কং/ ৭২৯ আঃ সালাম, ড্রাইঃ কং/১০৪০ মোঃ ইসমাইল হোসেন সহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক বিরোধী বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ১। মোঃ সফিকুল ইসলাম (৪০) পিতা-মোঃ ছলিমুদ্দিন, মাতা-মোছাঃ রোকেয়া বেগম, ২। মোছাঃ মল্লিকা বেগম (৩৫), স্বামী-মোঃ সফিকুল ইসলাম, মাতা-মোছাঃ আছমা বেগম, উভয়ের সাং-অনন্তপুর (খামারটারী), থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামদ্বয়ের বসত বাড়ী তল্লাশি করে রান্না ঘরের মাচাং এর নিচ হতে ৪২ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন। পরবর্তীতে এই বিষয়ে পলাতক মাদক ব্যবসায়ী ১। মোঃ সফিকুল ইসলাম (৪০) ও ২। মোছাঃ মল্লিকা বেগম (৩৫) এর নামে ফুলবাড়ী থানার মামলা নং-১০, তারখি-১৩/০৮/২০২২ খ্রিঃ; ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ রুজু করা হয়।

এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারীগণ সাংবাদিকতা করতে পারবেনা স্টাফ রিপোর্টারআপডেট :  ০৪:৪০ পিএম, বৃহস্পতিবা...
13/08/2022

এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারীগণ সাংবাদিকতা করতে পারবেনা
স্টাফ রিপোর্টার
আপডেট : ০৪:৪০ পিএম, বৃহস্পতিবার, ২ জুন ২০২২ | ২০২৭

প্রতিকী ছবি
এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারীগণ সাংবাদিকতা করতে পারবেননা এমনটাই নির্দেশনা পাঠানো হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে। গত ১ জুন জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার মারজানা আক্তার এর স্বাক্ষরিত প্রতিটি উপজেলা নির্বাহী অফিসার বরাবর পাঠানো এ চিঠিতে তথ্য উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীগণ বিভিন্ন গণমাধ্যমে, পত্রিকা,অনলাইনে জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার হিসাবে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর ১১.১৭ লঙ্ঘন করে সাংবাদিকতা করে যাচ্ছেন। এই মহান পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের মুল পেশা শিক্ষকতা/কর্মচারীদের দায়িত্ব পালন সঠিকভাবে করছেন না। তারা প্রতিষ্ঠান ফাকি দিয়ে বেশীর ভাগ সময় জেলা.উপজেলা ও বিভাগীয় শহরে অবস্থান করতে দেখা যায়। বিভিন্ন সরকারী অফিসে গিয়ে অফিসারদের উপরে হুমকি,ধামকিসহ নানাবিধ কর্মকান্ড চালিয়ে যায়। যার ফলে প্রশাসন ও প্রকৃত সাংবাদিকদের ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।

প্রশাসন ও প্রকৃত সাংবাদিকদের ভাবমুর্তি রক্ষার্থে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক , কর্মচারীগণরা সাংবাদিকতা পেশায় নিয়েজিত থাকার বিষয়ে তালিকা প্রস্তুত পুর্বক বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ এর ১১.১৭ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহন করতে অনুরোধ করা হয়। ব্যবস্থা গ্রহনের জন্য বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে, জেলা প্রশাসকের দপ্তর থেকে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল বাগেরহাট টুয়েন্টিফোরকে বলেন, আমি ছুটিতে, চিঠি পেলে রবিবার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে অফিস সহকারী মো.আলী চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাব্বেরুল ইসলাম বাগেরহাট টুয়েন্টিফোরকে বলেন, গতকালকে আমরা একটি চিঠি পেয়েছি , চিঠির আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

অভিনন্দনমোঃ আতাউর রহমান, পিতাঃ মোঃ ইসমাঈল হোসেন, গ্রামঃ বোয়াইলভীর, ইউনিয়নঃ ভাঙ্গামোড়, উপজেলাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম।স...
13/08/2022

অভিনন্দন
মোঃ আতাউর রহমান, পিতাঃ মোঃ ইসমাঈল হোসেন, গ্রামঃ বোয়াইলভীর, ইউনিয়নঃ ভাঙ্গামোড়, উপজেলাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম।সে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং ২০২১-২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছে ইন্জিনিয়ারিং এ মেধাক্রমঃ ৩২০২ এবং GST - A ইউনিটে ভর্তির জন্য সুযোগ লাভ করেছে।তার মেধাক্রমঃ ২১৪ তম। কুড়িগ্রাম সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

13/08/2022
বাল্যবিয়ে করতে গিয়ে গণধোলাইয়ের শিকার খাদ্য কর্মকর্তাকুড়িগ্রামের রৌমারীতে বাল্যবিয়ে করতে এসে জনতার হাতে গণধোলাইয়ের শিকার ...
13/08/2022

বাল্যবিয়ে করতে গিয়ে গণধোলাইয়ের শিকার খাদ্য কর্মকর্তা

কুড়িগ্রামের রৌমারীতে বাল্যবিয়ে করতে এসে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হওয়ার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও এর রাণী শংকৈল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইসকে আব্দুল্লাহ (৫৪)।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বড়াইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরে জনতার রোষানল থেকে ওই কর্মকর্তাকে উদ্ধার করেন রৌমারী সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু। স্থানীয়দের দাবি, প্রথম স্ত্রী’র ভূয়া অনুমতি সনদ ও কিশোরীকে ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করতে আসায় ওই কর্মকর্তাকে গণধোলাই দেওয়া হয়েছে।

ইসকে আব্দুলাহ দিনাজপুর সদরের সুইহারী (খালপাড়া) গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে এবং তিনি ঠাকুরগাঁও জেলার রাণী শংকৈল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

শৌলমারী ইউনিয়নের ওয়ার্ড সদস্য ইউনূছ আলী জানান, ২০২০ সালের এসএসসি পরীক্ষায় শৌলমারী এমআর স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইসকে আব্দুল্লাহ। এর সুবাদে কেন্দ্রেই পরিচয় হয় এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে। পরে ওই শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল নম্বরও নেন ওই কর্মকর্তা। এরপর বিভিন্ন সময়ে মোবাইলে কল দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন তিনি। প্রেমের সম্পর্ক গভীর হলে মঙ্গলবার (৯ আগষ্ট) সন্ধ্যার দিকে তিন সদস্যের বরযাত্রী নিয়ে বিয়ে করার উদ্দেশ্যে উপস্থিত হন ওই শিক্ষার্থীর বাড়িতে। বিধি মোতাবেক প্রথম স্ত্রীর ভূয়া অনুমতির প্রত্যয়নপত্র নিয়ে এসেছেন। তার সঙ্গে আসা দুই খাদ্যগুদাম কর্মকর্তা (কুড়িগ্রাম সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হাসান ও নাগেশ্বরী উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান) বিয়েতে সাক্ষী হতে রাজি হননি। এমনকি তার কোনো স্বজনও আসেননি এবং ওই শিক্ষার্থীর বিয়ের বয়স না হওয়ায় তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। এসময় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে একপর্যায় তাকে গণধোলাই দেয়। পরে জনতার রোষানল থেকে উদ্ধার করে অন্যত্র পাঠিয়ে দেন রৌমারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু।

রৌমারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু বলেন, ওই কর্মকর্তা বিয়ে করতে এসে জনতার রোষানলের শিকার হয়েছেন। পরে বড় ধরনের দূর্ঘটনা এড়াতে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বাড়িতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত ওই কর্মকর্তার স্ত্রী কামরুন আরার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, ‘তাদের ঘরে দুই কন্যা সন্তান ও এক ছেলে সন্তান রয়েছে। এক মেয়ের বিয়েও দেওয়া হয়েছে। আরেক মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত এবং ছেলে সন্তান দ্বাদশ শ্রেণিতে পড়ে। তিনি আরও জানান, তার স্বামী কিছু দিন ধরে দ্বিতীয় বিয়ে করার জন্য তাকে বিভিন্নভাবে চাপ দেন এবং বিয়েতে সম্মতি না দেওয়ায় তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করেন। এনিয়ে দিনাজপুর থানায় যৌতুক ও নারী নির্যাতন আইনে মামলা করা হয়েছে।’

অভিযুক্ত রাণী শংকৈল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইসকে আব্দুল্লাহ বলেন, ‘আমার প্রথম স্ত্রীর দু’টি অপারেশনের কারনে সে শারীরিকভাবে অপারগ। ফলে আমি দ্বিতীয় বিয়ে করতে আসছি। মেয়ের বয়স কম এটা আমার জানা ছিলনা। (১০ আগষ্ট) বুধবার কোর্টের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করবেন বলেও জানান তিনি।’

ওই কর্মকর্তার সঙ্গে বরযাত্রী হিসেবে আসা কুড়িগ্রাম সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব হাসান ও নাগেশ্বরী উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, ‘তিনি তাঁর এক আত্মীয়র বাড়িতে দাওয়াতের কথা বলে আমাদেরকে রৌমারীতে নিয়ে আসেন। পরে দেখি তিনি বিয়ে করার উদ্দেশ্যে এসেছেন। এসময় আমাদের দু’জনকেই বিয়ের সাক্ষী হতে বলেন। আমরা সরকারি কর্মকর্তা, বাল্য বিয়েতে সাক্ষী হতে রাজি না হওয়ায় স্থানীয়দের সাথে হট্টগোলের সৃষ্টি হয়। এসময় রৌমারী সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শালুর সহযোগিতায় আমরা ঘটনাস্থল থেকে সরে আসি।’

ওই শিক্ষার্থীর বাবা বলেন, ‘কুড়িগ্রাম সদরে ৩০শতক জমিতে বাড়ি করে দেবেন। ১০ভরি স্বর্ণাঙ্কারসহ মোটা অঙ্কের টাকা দেওয়ার লোভ দেখিয়ে আমার কোমলমতি মেয়েকে প্রতারণার ফাঁদে ফেলে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এই সুবাদে তার প্রথম স্ত্রী’র ভূয়া অনুমতি সনদসহ দু’জন লোককে সঙ্গে নিয়ে বাড়িতে আসেন। এসময় গ্রামবাসীর সঙ্গে বাগবিতন্ডার একপর্যায়ে হাতাহাতি হয়।’

এব্যাপারে ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘রাণী শংকৈল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দু’দিনের ছুটিতে রয়েছেন। এঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে জানান ওই তিনি।’

প্রতিবেদকঃ আতাউর রহমান বিপ্লব

চালকের দক্ষতায় থেমে গেলো ট্রেন, রক্ষা পেল  ব্যাটারি চালিত অটোরিকশাআজ সকাল ১০:১২ মিনিটে ঢাকাগামী ৭৯৮/ডাউন কুড়িগ্রাম এক্...
13/08/2022

চালকের দক্ষতায় থেমে গেলো ট্রেন, রক্ষা পেল ব্যাটারি চালিত অটোরিকশা

আজ সকাল ১০:১২ মিনিটে ঢাকাগামী ৭৯৮/ডাউন কুড়িগ্রাম এক্সপ্রেস হঠাৎ রাজারহাট হাসপাতাল রোড রেলগেটে(T15J) দাড়িয়ে ২মিনিট পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।কারণ হিসেবে সেখানে একটি ব্যাটারি চালিত অটোরিকশা অবৈধভাবে রেললাইনের উপর দাঁড়িয়ে ছিলো। কুড়িগ্রাম এক্সপ্রেসের লোকো মাস্টার দুর থেকে দেখার পর ট্রেন দাড় করান। দ্রুতগামী ট্রেন হলে আজ আরেকটি নির্মমঘটনার সাক্ষী হত সারাদেশ।

এটি রাজারহাটের একটি গুরুত্বপূর্ণ রেলগেট যেটি দিয়ে দিনে শতশত মানুষ রাজারহাট স্বাস্থ্যকমপ্লেক্সে যাওয়া আসা করে। কিন্তু এই গেটে দীর্ঘদিন থেকে কোন গেটম্যান নাই। প্রায় ঘটে ছোট বড় দূর্ঘটনা
বেশকয়েকবার উদ্বর্তন কতৃপক্ষকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোন সমাধান মেলে নি
আশাকরি কতৃপক্ষ এই বিষয়টি দ্রুত আমলে নিবেন।

শিক্ষার মানোন্নয়ন সম্পর্কিত মতবিনিময় সভাকুড়িগ্রাম সরকারি কলেজের কলেজ প্রশাসনের সাথে  প্রেস ক্লাব, কুড়িগ্রাম এর প্রিন্ট ও...
13/08/2022

শিক্ষার মানোন্নয়ন সম্পর্কিত মতবিনিময় সভা
কুড়িগ্রাম সরকারি কলেজের কলেজ প্রশাসনের সাথে প্রেস ক্লাব, কুড়িগ্রাম এর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর জনাব মীর্জা মো: নাসির উদ্দিন এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক জনাব মো: মোস্তাফিজুর রহমান খান। সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ হলেন- জনাব মো: রাজু মোস্তাফিজ, সভাপতি, প্রেস ক্লাব, কুড়িগ্রাম ও স্টাফ রিপোর্টার দৈনিক জনকন্ঠ; জনাব মো: আব্দুল খালেক ফারুক, সাধারণ সম্পাদক, প্রেস ক্লাব,কুড়িগ্রাম ও জেলা প্রতিনিধি দৈনিক কালের কন্ঠ; এডভোকেট জনাব আহসান হাবীব নিলু, প্রাক্তন সভাপতি, প্রেস ক্লাব, কুড়িগ্রাম; জনাব ছানালাল বকসী, সম্পাদক, দৈনিক কুড়িগ্রাম খবর; জনাব শ্যামল ভৌমিক, জেলা প্রতিনিধি, চ্যানেল আই; জনাব ফজলে এলাহী স্বপন, জেলা প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক;জনাব মাহফুজার রহমান টিউটর, জেলা প্রতিনিধি, দ্য ডেইলি ইনডেপেনডেন্ট; জনাব মো : মিজানুর রহমান মিন্টু, জেলা প্রতিনিধি, দৈনিক মানব জমিন ও দৈনিক করতোয়া। সভায় শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানোর জন্য অধ্যক্ষ মহোদয় যে সকল পদক্ষেপ নিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ সে ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। চারটি ছাত্রাবাসের পরিবেশ রক্ষার জন্য সকল বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের জন্য অধ্যক্ষ মহোদয়ের প্রতি আহবান জানানো হয় এবং এ ব্যাপারে তাঁরা সবসময় সহযোগিতা প্রদান করবেন মর্মে আশ্বস্ত করেন। এছাড়াও স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এরুপ মতবিনিময় সভা করার জন্য কলেজ প্রশাসনকে পরামর্শ প্রদান করা হয়। অভিভাবকদের সাথে বর্তমানে যে যোগাযোগ রয়েছে তা অব্যাহত রাখা সহ অভিভাবকদের নিয়ে নিয়মিত সাধারণ সভা করার প্রস্তাব প্রদান করা হয়।

 #একটি_শোক_সংবাদ"গভীর দু:খের সহিত জানাচ্ছি যে,জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকাররৌমারী উপজেলা প্রতিনিধি ও রৌমারী প্রেসক্লাবে...
13/08/2022

#একটি_শোক_সংবাদ"
গভীর দু:খের সহিত জানাচ্ছি যে,
জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার
রৌমারী উপজেলা প্রতিনিধি ও রৌমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক,
বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী শাখার
সহসভাপতি, Csdk NGO 'র সহকারী পরিচালক Ag Amir Hossen ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।

ফুলবাড়িতে স্কুলে ক্লাস নেওয়াকে কেন্দ্র করে সহকর্মীদের মাঝে কথা-কাটাকাটি, শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানোর অভিযোগ উত্তম কুমা...
12/08/2022

ফুলবাড়িতে স্কুলে ক্লাস নেওয়াকে কেন্দ্র করে সহকর্মীদের মাঝে কথা-কাটাকাটি, শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানোর অভিযোগ

উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুলে ক্লাস নেত্তয়াকে কেন্দ্র করে এক শিক্ষিকা অপর শিক্ষিকাকে জুতা পেটা করে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় অত্র প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান এলাকার জনমনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে১০(আগষ্ট) বুধবার উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই মধ্যেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,এঘটনার পর লাঞ্ছিত ওই শিক্ষিকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্ম‌কর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে জানাগেছে,বুধবার ১০(আগষ্ট) সকাল নয়টার দিকে সহকারী শিক্ষিকা মোছাঃ মাছুমা খাতুন বিদ্যালয়ে পৌঁছে দেখতে পান তার তিন সহকর্মী মোছাঃ মিলি খাতুনসহ অপর দুই সহকর্মী মোছাঃ রেবেকা সুলতানা ও মোছাঃ সাবিনা ইয়াসমিন তিনজনের মধ্যে বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছে এক পর্যায়ে অস্রাব্য ভাষায় গালি গালাজও শুরু করে দেয় এসময় ছাত্র,ছাত্রীসহ দুই চারজন অভিভাবকও জরোহতে থাকেন সহকর্মীদের এহেন অবস্থার বেগতিক দেখে মোছাঃ মাছুমা খাতুন সহকর্মী মোছাঃ মিলি খাতুনকে অনুরোধ করেন বাকবিতন্ডা না করার জন্য কিন্তূ মোছাঃ মিলি খাতুন বদ মেজাজি হওয়ায় বিষয়টি কে অন্যভাবে নিয়ে সহকর্মী মাছুমার প্রতি ক্ষিপ্তহয়ে নিজের পায়ের স্যান্ডেল খুলে মাছুমাকে বেদম মারপিট করতে থাকেন মারপিটের এক পর্যায়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটেপরে জ্ঞান হারিয়ে ফেলন সহকারী শিক্ষিকা মোছাঃ মাছুমা খাতুন পরেন।অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত অভিভাবক বৃন্দ আহত শিক্ষিকাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

লাঞ্ছিতের শিকার ওই শিক্ষিকা বলেন ঘটনার সময় প্রতিষ্ঠান প্রধান মোঃকামরুজ্জামান বকুল স্যার উপস্থিত থেকেও নিরব ভূমিকা পালন করেছেন। তিনি বলেন,প্রতিষ্ঠান চলাকালীন সময়ে ছোট কোমল মতি শিক্ষার্থী অভিভাবক বৃন্দের সামনে প্রকাশ্যে দিবালোকে আমার সাথে এমন নোংরা ঘটনার অবতরণে আমি মনে করি মানহানি সহ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ও অবিভাবকদের কাছে বিদ্যালয়ের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়েছে বলে মনে করেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়ে একথা বলেন যে অভিযুক্ত শিক্ষিকা প্রধান শিক্ষকের ছোট ভাইয়ের স্ত্রী হত্তয়ায়গত-বিশ বছর ধরে অন্যান্য সহকর্মীদের সাথে সবসময় কারণে অকারণে খারাপ ব্যবহার সহ দাপুটে আচরণের মধ্যে নজরদারি খবরদারি করে থাকেন।

অভিযুক্ত শিক্ষিকা মিলি খাতুনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে কোন সারা পাওয়া যায়নি পরে তার স্বামী মুকুল মিয়ার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, শিক্ষকদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে আমরা অভিভাবক বৃন্দের সাথে কথা বলেছি মিমাংসা করার চেষ্টা চালাচ্ছি।

এব্যাপারে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কামরুজ্জামান(বকুল)ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সহকর্মীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি কে অবহিত করা হয়েছে বিষয়টি নিয়ে আগামী শনিবার প্রতিষ্ঠানে মিটিংয়ের আহ্বান করা হয়েছে। অভিযোগের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান।

প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ারুল হক খন্দকার বলেন ঘটনাটি শোনার পর আমি বিদ্যালয়ে গিয়েছি এবং শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা করে অপ্রিতিকর ঘটনার নিন্দা জানিয়েছি কারণ শিক্ষার শুরু যেখান থেকে সেইখানে শিক্ষক দের কাছ থেকে এমন নোংরা ঘটনা আমরা
আশাকরি না। শুনেছি আমাদের ভুক্তভোগী শিক্ষিকা উপজেলা শিক্ষা অফিস বরাবরে লিখিত অভিযোগ করেছেন এছাড়া আমরাও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য আগামী শনিবার পরিচালনা পর্ষদের মিটিংয়ের আহ্বান করেছি।

এব্যাপারে ফুলবাড়ী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহসীন আলী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত কার্যক্রম চলমান তদন্তশেষে প্রতিবেদন দাখিল করাহবে।

উচ্চ শিক্ষার্থে আমেরিকা যাত্রা!কুড়িগ্রাম সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী খাজা সামির সাদাত BUET থেকে  graduation শেষ কর...
12/08/2022

উচ্চ শিক্ষার্থে আমেরিকা যাত্রা!
কুড়িগ্রাম সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী খাজা সামির সাদাত BUET থেকে graduation শেষ করে আমেরিকার Arkansas State University তে scholarship with full funding এ M.S করার সুযোগ লাভ করে গত ১১/৮/২০২২ তারিখে Arkansas State University তে শিক্ষার্থী হিসেবে যোগদান করেছে। সে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ২০১৪ সালে এইচ এসসি পরীক্ষায় পাসের পর BUET এ ভর্তি হয়। তার পিতা খাজা শরিফ উদ্দিন,প্রাক্তন অধ্যক্ষ, মজিদা আদর্শ ডিগ্রী কলেজ এবং মাতা সৈয়দা সনজিদা আক্তার, সিনিয়র সহকারি শিক্ষক, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় । তার বড় বোন পেশায় একজন চিকিৎসক এবং বোন জামাই একজন সেনা কর্মকর্তা। আমরা কুড়িগ্রাম সরকারি কলেজের পক্ষ থেকে কৃতী এই শিক্ষার্থীকে ও তার মাতা-পিতা সহ পরিবারের অন্যান্য সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

12/08/2022

মাদক সম্রাট বাচ্ছু বুড়াবুড়ী থেকে পুলিশের হাতে আটক।

আজকের যায়যায়দিন পত্রিকায় আমার সাক্ষাৎকার --মহিলা ফুটবল এগিয়ে যাওয়ার কারন--প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা -...
12/08/2022

আজকের যায়যায়দিন পত্রিকায় আমার সাক্ষাৎকার --মহিলা ফুটবল এগিয়ে যাওয়ার কারন--প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা --
ধন্যবাদ -ভাইয়া -Mahbobur Rahman Neerob
12/08/2022

পাকিস্তানিদের আত্মসমর্পণের জন্য প্রচারপত্র
12/08/2022

পাকিস্তানিদের আত্মসমর্পণের জন্য প্রচারপত্র

🎗️আসল ঘটনাটা সবার জানা উচিত🎗️সংবাদ সম্মেলনসময়ঃ ১০ আগস্ট, রাত ৯ ঘটিকাস্থানঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সফুলবাড়ী, কুড়িগ্র...
12/08/2022

🎗️আসল ঘটনাটা সবার জানা উচিত🎗️

সংবাদ সম্মেলন
সময়ঃ ১০ আগস্ট, রাত ৯ ঘটিকা
স্থানঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ফুলবাড়ী, কুড়িগ্রাম
বিষয়ঃ মিথ্যার আশ্রয় নিয়ে মানববন্ধন করে আমাকে ব্যক্তিগত এবং
পারিবারিকভাবে সম্মানহানীর প্রতিবাদস্বরূপ জবাবী সম্মেলন

আসসালামু আলাইকুম | আমি ডা. আনোয়ার,মেডিকেল
অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলবাড়ী, কুড়িগ্রাম |
৭ আগস্ট দিবাগত রাত ৩ঘটিকায় ইমার্জেন্সি তে একটা ডেলিভারির
রোগী দেখে ২য় তলায় এসে সিস্টারকে প্রয়োজনীয় করণীয় বলে
RMO রুমে বসে ঐ রোগীর জন্য চিকিৎসারপত্র লিখছিলাম |
এমতাবস্থায় একজন ব্যক্তি সম্ভবত আশরাফ নামের কেউ একজন
রোগী নিয়ে ইমার্জেন্সিতে ওয়ার্ডবয়কে জিজ্ঞেস করেন আপনি কি
ডাক্তার, উত্তরে ওয়ার্ডবয় বলেন আমি ডাক্তার নই, ডাক্তার উপরে
আছেন| উনারা এটুকুই শুনেই রোগীকে নিয়ে উপরে আসেন, ইমার্জেন্সি
রেজিস্ট্রার খাতায় নাম ঠিকানা কিছুই এন্ট্রি না করেই, ওয়ার্ডবয় নিচে
বসতে বললেও না বসেই উপরে এসে RMO রুমে আমাদের চেয়ারের
পিছনে বেডে বসে পড়েন রোগী, আর সেই লোক দাঁড়ানো | আমি
কিছুক্ষণ পরে লেখা শেষ করে যখন পিছনে তাকাবো তখন দেখি
উনাদের। জিজ্ঞেস করলাম আপনারা কারা এখানে কেনো?? এটেন্ডেন্ট
বললেন উনি রোগী, আমি উত্তরে বললাম তাহলে নিচে যান, নিচে
দেখতে হবে। তখন আবারও সেই এটেডেন্ট বললেন উনি একজন
টিচার| তখন বলেছিলাম টিচার হয়েছে তো কি হয়েছে – নিচেই
আমাদের সব জিনিসপত্র, সেখানেই দেখতে হবে, উনি বুক চেপে ধরে
এসেছেন, মানে ইসিজি, অক্সিজেন এগুলোই উনার আগে ব্যবস্থা করতে
হবে।আর এগুলো সবকিছুই নিচেই থাকে। কিন্তু উনারা একগুঁয়েমিভাবে সেখানেই (২য় তলায়ই) দেখার
জন্য পীড়াপীড়ি শুরু করেন, আমি আপত্তি করায় আমাকে বেয়াদব
বলে সম্বোধন করেন এবং চাকরি কিভাবে করি তা দেখে নিবেন
বলেন| তখন ডেলিভারির সাথে আসা রোগীর এটেন্ডেন্ট উনাদেরকে
বলেন আপনারা কার সাথে এরকম ব্যবহার করছেন, ওর বাড়ী
বালাটারি, সে আমিনুলের ছোট ভাই | তারপরেও উনারা ফকিরনীর
বাচ্চা বলে গালিগালাজ শুরু করেন। তখন আমিও উঠে উচ্চবাচ্য
শুরু করি। এক পর্যায়ে ডেলিভারি রোগীর সেই এটেন্ডেন্ট আমাকে
রোগীটা দেখতে বলেন। তখন আমি এবং আমাদের স্যাকমো নিচে গিয়ে
ইমার্জেন্সি রুমে বসলাম উনাকে দেখবো বলে | কিন্তু তখনও উনারা
ইতোমধ্যে ৪/৫ জন হয়ে গেছিলো, উপরেই গালিগালাজ উচ্চবাচ্য
করতে থাকে। কিছুক্ষণ পর নিচে নেমে এসে কেউ বলে
দেখাই, কেউ বলে না এই ডাক্তারকে দেখাবে না, অহংকারী,
কলঙ্ক| চাকুরী খেয়ে দিব ইত্যাদি ইত্যাদি বলে চলে যায় | অথচ মানববন্ধনে মিথ্যাচার করেছিল যে,আমরা নাকি হাসপাতাল থেকে বের করে দিয়েছি।!!!
হাসপাতালে এরকম ঘটনা সিস্টার ডাক্তার সবার সাথেই মাঝেমধ্যেই ঘটে থাকে। কিছু উশৃংখল মানুষ এসে এটা
নাই কেনো, সেটা নাই কেন, এটা কিনতে হবে কেনো, অমুক তমুক বিভিন্ন ব্যাপার নিয়েই উশৃংখল আচরণ করে
থাকেন।তখন কথার প্রেক্ষিতে উচ্চবাচ্য হয়, এটা আমরা একদম স্বাভাবিক ভাবেই নিই।
তাই বলে উনারা এরকমভাবে শুরুতেই আমাকে ব্যক্তিগত এবং পারিবারিক ভাবে আক্রমণ করেও সোসাল
মিডিয়ায় মিথ্যাচার এবং প্রপাগাণ্ডা ছড়াচ্ছেন যে, অনুমতি নিয়ে প্রবেশ না করায় প্রথমেই আমি নাকি সম্বোধন
করেছি- এই বেয়াদব এখানে অনুমতি ছাড়া কেনো ঢুকেছেন? একজন সুস্থ বিবেকসম্পন্ন মানুষ কিভাবে এই
মিথ্যাচার করতে পারেন? আর কিভাবেই বা একজন মানুষ সর্বোপরি একজন ডাক্তার আর একজন মানুষকে
এভাবে সম্বোধন করতে পারেন? এটা কি সুস্থ বিবেকবোধ সম্পন্ন মানুষ একবারও চিন্তা করে দেখলো না, চিন্তা না
করেই উনাদের মিথ্যা প্রচারণায় শামিল হয়ে মানববন্ধন করলেন? যেকেউ মুকুল বিদ্যুত সাহেবের এই লাইনটা
নিরপেক্ষ মনমগজ নিয়ে পড়লেই বুঝতে পারবেন এটা কত বড় মিথ্যাচার। কোন মানুষই আরেকজন মানুষকে
অনুমতি নিক বা না নিক এভাবে সম্বোধন করতে পারেন না,হয়তো চোখে মুখে বিরক্তির ভাব ফুটে উঠতে পারে। এই মুকুল বিদ্যুত সাহেবকে আমি দেখতেই পাই নি কোথাও, আর উনি RMO রুমে তো ঢুকেনই নাই। তাহলে কিভাবে উনি RMO রুমের ভেতরের কথাবার্তা এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে পুরোপুরি উল্টোভাবে আমার বিরুদ্ধে প্রচার করতে পারেন? হয়তো বাইরে ছিলেন অথবা পরে এসেছিলেন। অথচ উনি সোসাল মিডিয়ায় লিখেছেন উনি এবং একরামুল মেম্বার রোগীটাকে নিয়ে এসেছিলেন। অথচ RMO রুমে রোগী সহ আমি আরেকজনকে পেয়েছিলাম। এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগেও এই একরামুল মেম্বার সাহেব আমার সিস্টার এবং অন্যান্য স্টাফদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছিল। উনি মাঝেমধ্যেই হাসপাতালে এসে এরকম আচরণ করেন বলে অভিযোগ পেয়েছি।

আমাকে একজন শিক্ষক, মানুষ গড়ার কারিগর কিভাবে বেয়াদব, ফকিরনীর বাচ্চা বলে গালিগালাজ করতে পারেন? তাহলে আমাদের কোমলমতি বাচ্চারা তাদের কাছে কি শিখবেন??? উনাদের এরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অশালীন গালিগালাজ এবং মিথ্যাচারের আশ্রয় নিয়ে একজন মানুষকে, একজন ডাক্তারকে, সর্বোপরি গণপ্রজাতন্ত্রের একজন সরকারি কর্মকর্তাকে এরকম মিথ্যা এবং অযৌক্তিক মানববন্ধন করে আমার পরিবারকে ছোট করা এবং আমার সম্মানহানী করবার চেষ্টা করায় সুষ্ঠু তদন্তপূর্বক উনাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ডা. মোঃ আনোয়ার হোসেন
মেডিকেল অফিসার
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
ফুলবাড়ী, কুড়িগ্রাম।
©

আপনি জানেন কি?একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটাররক্ত শুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকেএক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে।যাতে হির...
12/08/2022

আপনি জানেন কি?
একটি জোঁক ২ থেকে ১৫ মিলিলিটার
রক্ত শুষতে পারে। সেই সঙ্গে মুখ থেকে
এক ধরনের লালা মিশিয়ে দেয় রক্তে।
যাতে হিরুডিন, ক্যালিক্রেইন, ক্যালিনের
মতো কিছু উৎসেচক থাকে। যা রক্তের দূষণ দূর
করতে সাহায্য করে।
জোঁক শরীরের পচনশীল অংশের দূষিত রক্ত দ্রুত শুষে নিয়ে নতুন রক্ত সঞ্চালনে সাহায্য করে৷ এমনকি, রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। জোঁকের শরীর থেকে ডেস্টাবিলেস নামে এক ধরণের প্রোটিন প্রবেশ করে মানুষের দেহে। যা বহু জেদি জীবাণুকে মেরে ফেলে।
জয়েন্ট পেইনেও দারুণ কাজ করে জোঁক থেরাপি। ব্যথার জায়গায় কিছুক্ষণ জোঁক রাখলে রক্ত সরবরাহের উন্নতি হয়!
★আশা করি নতুন কিছু জানতে পেরেছেন★

 #কেঁচো_সার ভার্মিকম্পোস্ট সারে গাছের অত্যাবশ্যকীয় ১৬টি খাদ্য উপাদানের ১০টিই বিদ্যমান। গবেষণায় দেখা গেছে, আদর্শ ভার্মিকম...
12/08/2022

#কেঁচো_সার

ভার্মিকম্পোস্ট সারে গাছের অত্যাবশ্যকীয় ১৬টি খাদ্য উপাদানের ১০টিই বিদ্যমান। গবেষণায় দেখা গেছে, আদর্শ ভার্মিকম্পোস্টে জৈব পদার্থ ২৮.৩২ ভাগ, নাইট্রোজেন ১.৫৭ ভাগ, ফসফরাস ১.২৬ ভাগ, পটাসিয়াম ২.৬০ ভাগ, ক্যালসিয়াম ২ ভাগ, ম্যাগনেসিয়াম ০.৬৬ ভাগ, সালফার ০.৭৪ ভাগ, বোরন ০.০৬ ভাগ, আয়রন ৯৭৫ পিপিএম, ম্যাঙ্গানিজ ৭১২ পিপিএম, জিঙ্ক ৪০০ পিপিএম এবং কপার ২০ পিপিএম রয়েছে।

কেঁচোসার বা ভার্মিকম্পোস্টের গুরুত্ব:

বিজ্ঞানী চালর্স ডারউইন সর্বপ্রথম কেঁচোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সবাইকে অবগত করান। তিনি বলেন কেঁচো ভূমির অন্ত্র এবং পৃথিবীর বুকে উর্বর মাটি তৈরি করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে, যার ওপর ফসল উৎপাদন করি। এ অতি সাধারণ, ক্ষুদ্র প্রাণীটি পচনশীল জৈবপদার্থ থেকে সোনা ফলাতে পারে, কেঁচোসার বা ভার্মিকম্পোস্টে রূপান্তরিত করে। আহার পর্বের পর যে পাচ্য পদার্থ মলরূপে নির্গমন হয় তাকে কাস্ট বলে। এ কাস্টের ভেতর জীবাণু সংখ্যা এবং তার কার্যকলাপ বাড়ার কারণে মাটির উর্বরতা বাড়ে। দেখা গেছে, পারিপার্শ্বিক মাটির তুলনায় কাস্টের মধ্যে জীবাণু সংখ্যা প্রায় হাজার গুণ বেশি। এ কাস্টের ওপরে বিভিন্ন প্রকার উৎসেচক উৎপাদনকারী ব্যাক্টেরিয়া জীবাণু বেশি থাকায় মাটির উর্বরতাও বাড়ে। কাস্টের কারণে মাটি থেকে গাছে ৬ শতাংশ নাইট্রোজেন এবং ১৫-৩০ শতাংশ ফসফরাস যোগ হতে দেখা গেছে। এছাড়াও অন্যান্য উদ্ভিদ খাদ্য উপাদান ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম গাছ বেশি পরিমাণে গ্রহণ করতে পারে। কেঁচোর উপস্থিতিতে জৈবপদার্থের কার্বন ও নাইট্রোজেন অনুপাত প্রায় ২০:১ এর কাছাকাছি হয়। এ অনুপাতে গাছ সহজেই কম্পোস্ট থেকে খাদ্য গ্রহণ করতে পারে।

মাঠ পর্যবেক্ষণে দেখা যায়, কেঁচো সার ব্যবহারে মাঠ ফসলে ফলন শতকরা ২০ থেকে ২৫ ভাগ বৃদ্ধি পেয়েছে। সবজিতে ফলন বৃদ্ধিসহ গুণগতমান ও স্বাদ বাড়ে। এমনকি ফল না ধরা অনেক পুরনো ফল গাছে নতুন করে ফল ধরাসহ ফলদ বৃক্ষে দুইগুণ অবধি ফলন বেড়েছে। জমির স্বাস্থ্য ও উর্বরতা বজায় রাখার জন্য জৈব সার ব্যবহারের প্রবণতা ক্রমশ বাড়ছে। মানুষ এখন অনেক বেশি সচেতন এ ব্যাপারে। তাই ভার্মিকম্পোস্ট উৎপাদন ও তার ব্যবহার এক মূল্যবান ভূমিকা পালন করতে চলেছে আগামী দিনগুলোতে।

সুত্রঃ
কৃষিবিদ মো. আবু সায়েম
* আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক অফিস, রংপুর।

১০০% পিওর ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার
খুচরা ও পাইকারী বিক্রয় করা হয়।

খুচরা মূল্যঃ প্রতি কেজি ১৫ টাকা।

যোগাযোগঃ মামুনুর রশীদ মামুন
মোবাইলঃ 01773271472
লোকেশনঃ ক্রিয়েশনস কেচো খামার।

চিলমারীতে প্রভাবশালীরা গিলে খাচ্ছে ব্রহ্মপুত্রের বালুপ্রকাশ : ১১ আগস্ট ২০২২, ২১:৫৫চিলমারী প্রতিনিধি, কুড়িগ্রামকুড়িগ্রামে...
12/08/2022

চিলমারীতে প্রভাবশালীরা গিলে খাচ্ছে ব্রহ্মপুত্রের বালু
প্রকাশ : ১১ আগস্ট ২০২২, ২১:৫৫

চিলমারী প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামের চিলমারীতে প্রতিনিয়ত ব্রহ্মপুত্র নদ থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। ফলে ভাঙছে নদী, নিঃস্ব হচ্ছে নদীর তীরবর্তি বহু পরিবার।

স্থানীয়রা জানান, সরকারিভাবে বালু মহল ঘোষণা না হওয়ায় রাজস্ব থেকে সরকার বঞ্চিত হলেও পকেট ভারী হচ্ছে বালু প্রবাবশালীদের। বালু উত্তোলনের ফলে অব্যাহত ভাঙনের হুমকিতে রয়েছে ডানতীর রক্ষা প্রকল্প। তাই সরকারিভাবে বালু মহল ঘোষণা কিংবা অপরিকল্পিতভাবে যত্রতত্র থেকে বালু উত্তোলন বন্ধ করার দাবি স্থানীয়দের।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সরেজমিন ঘুরে দেখা গেছে, বিভিন্ন পয়েন্টে শ্যালো মেশিন ছাড়াও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে বাল্কহেড ও ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন কতিপয় প্রভাবশালী ব্যক্তি। বালু উত্তোলনের ফলে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে, ডানতীর প্রকল্পেও দেখা দিয়েছে ধস।

নয়ারহাট ইউনিয়নের ফেইসকাচর এলাকার বাসিন্দারা জানান, গত বছরের বন্যায় চিলমারী ইউনিয়নের একটি চরের ২ শতাধিক বসতঘর নদীগর্ভে চলে গেছে। ওই সময় দক্ষিণ খাউরিয়া স্কুল অ্যান্ড কলেজের মুল ভবনসহ একটি টিনসেট ঘরও নদীতে চলে যায়। বর্তমানে ওই প্রতিষ্ঠানটির অবশিষ্ট আরেকটি ভবন হুমকিতে রয়েছ। ভাঙ্গণের সামান্য দূর থেকে উঠানো হয় বালু। নিষেধ বা বাধা দিতে গেলে ভয়ভীতি আর হুমকি প্রদান করছে তারা। প্রশাসনকে জানিয়েও লাভ হচ্ছে না।

জানা গেছে, চিলমারীতে বর্তমানে জোড়গাছ বাজার থেকে শুরু করে রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকা পর্যন্ত প্রায় ১০ থেকে ১২টি বালুর পয়েন্ট রয়েছে। যেখান থেকে প্রতিনিয়ন লক্ষ লক্ষ টাকার বালু বিক্রি হচ্ছে। এখান থেকে প্রতি রাতে কমপক্ষে ১‘শ ট্রাক বালু নিয়ে দেশের বিভিন্ন জায়গায় পরিবহন করছেন সংশ্লিষ্টরা। ট্রাক্টর প্রতি বালু ৫ থেকে ৬শ’ ও ডামট্রাক ৫ হাজার থেকে ৬ হাজার টাকা দরে বিক্রি হলেও সরকারের রাজস্ব ভান্ডার একেবারেই শূন্য থাকছে।

এদিকে, বালু পরিবহন করায় রমনা ইউনিয়নের রিখতাবানু প্রতিবন্ধী স্কুলে যাওয়ার পাকা রাস্তাটি বর্তমানে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার শতাধিক পরিবার।

চিলমারী ইউনিয়নের শাখাহাতী এলাকার মাইদুল ইসলাম বলেন, বালু উত্তোলনের কোনো নিয়মনীতি নেই। এই বালু উত্তোলনের ফলে পূর্বের তুলনায় বর্তমানে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিন চিলমারী থেকে শত শত ট্রাক, ট্রাকটর বালু যাচ্ছে বিভিন্ন প্রান্তে।

বালু উত্তোলনের জন্য ব্যবসায়ীদের কাছে প্রশাসনিক অনুমতি আছে কিনা জানতে চাইলে তারা বলেন, প্রশাসনের অনমুতি নেই। কিন্তু, পাওয়ারম্যানের অনুমতি রয়েছে। তবে সেই পাওয়ারম্যানের নাম বলতে তারা রাজি হননি।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা বালু মহলের জন্য আবেদন করেছি। আশা করি, দ্রুত তার বাস্তবায়ন হবে।

নিজের পদই ‘অবৈধ’, অন্যকে শোকজকুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী মতিয়ার রহমান স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক অবসর নেও...
12/08/2022

নিজের পদই ‘অবৈধ’, অন্যকে শোকজ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী মতিয়ার রহমান স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক অবসর নেওয়ার পর সরকারি বিধি ভঙ্গ করে স্কুলের সহকারী শিক্ষক আহম্মদ হোসেনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। স্কুল গভর্নিং বডির এমন সিদ্ধান্তকে সরকারি আইন পরিপন্থী এবং সর্বকনিষ্ঠ শিক্ষকের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়াকে অবৈধ বলেছে জেলা শিক্ষা বিভাগ।

তবে নিজের দায়ত্বভার গ্রহণ অবৈধ হলেও প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে উল্টো সহকারী প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সহকারী শিক্ষক আহম্মদ হোসেন। কারণ দর্শানোর নোটিশের একটি কপি এই প্রতিবেদকের হাতে এসেছে।

সহকারী প্রধান শিক্ষককে পাঠানো কারণ দর্শানোর নোটিশে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক/অধ্যক্ষ হিসেবে স্বাক্ষর করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহম্মদ হোসেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলী আকবর ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। এছাড়া তিনি (সহকারী প্রধান শিক্ষক) স্বেচ্ছাচারিতা এবং প্রতিষ্ঠানের ক্ষতিসাধন অব্যাহত রেখেছেন। এ অবস্থায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা পত্র জারির সাত দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। নোটিশে গভর্নিং বডির সভাপতি ও শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম প্রতি স্বাক্ষর করেছেন।

কারণ দর্শানোর নোটিশের বিষয়ে সহকারী প্রধান শিক্ষক আলী আকবর বলেন, ‘আমি বিষয়টি জেনেছি। তবে ওই নোটিশ আমি গ্রহণ করিনি। তার নিজের পদই বৈধ নয়। তিনি কীভাবে আমাকে নোটিশ দেন?’

এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী শিক্ষক আহম্মদ হোসেন বলেন, ‘সহকারী প্রধান শিক্ষক বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকায় দায়িত্ব না দিয়ে কমিটি আমাকে দায়িত্ব দিয়েছে। কর্তৃপক্ষ আমাকে দায়িত্ব দিলে আমি তা পালন করতে বাধ্য। বিদ্যালয়ের শৃঙ্খলার স্বার্থে আমি সহকারী প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।’

নিজের দায়িত্বভার গ্রহণ বৈধ না হলেও অন্যকে কারণ দর্শানোর নোটিশ দিতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে আহম্মদ হোসেন বলেন, ‘কমিটি যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে, সেজন্য আমি এটা করেছি।’

তবে জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম বলেছেন, ‘সহকারী প্রধান শিক্ষক থাকার পরও অন্য কোনও শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করা হলে সরকারি বিধি মোতাবেক তা অবৈধ। এটি বিদ্যালয়ের প্রশাসনিক কার্যকলাপ পরিচালনার ক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি করে। শৌলমারী মতিয়ার রহমান স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করায় সরকারি নির্দেশনার লঙ্ঘন হয়েছে। ফলে ওই সহকারী শিক্ষকের প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করাটাই অবৈধ।’

নিজের পদের বৈধতা না থাকলে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, ‘কখনই পারেন না। তিনি নিজে বৈধ না হলে অন্যকে কীভাবে কারণ দর্শানোর নোটিশ দেবেন। এটা বিধিবহির্ভূত কাজ। সহকারী প্রধান শিক্ষক থাকার পরও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অবজ্ঞা করে তাকে (আহম্মদ হোসেন) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কাউকে এভাবে নোটিশ করতে পারেন না।’

‘সহকারী প্রধান শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদানের নির্দেশনা দিয়ে বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতিকে শোকজ করা হয়েছে। তিনি নির্দেশনা অনুযায়ী কাজ না করলে ওই কমিটি ভেঙে দেওয়ার জন্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর সুপারিশ পাঠানো হবে।’ যোগ করেন জেলা শিক্ষা কর্মকর্তা।

প্রতিবেদকঃ আরিফুল ইসলাম রিগান

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sangbad kurigram 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share