Sincerely, Shanto

  • Home
  • Sincerely, Shanto

Sincerely, Shanto Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sincerely, Shanto, Video Creator, Savar, .

A Bangladesh-based storyteller, I weave tales that blend the vibrancy of my writing, the adventures of my travels, and the vivid imagery captured through my photography.

26/11/2024

পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম্‌।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।।❤️

24/11/2024

বুটেক্সের আজীজ হলে ঢুকে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা হামলা করেছে। এটা নিন্দানীয়!
দেশসেরা টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের হলগুলো আরো নিরাপত্তার আওতায় আনা উচিত। হলে ঢুকে হামলা করা নিন্দনীয়।

24/08/2024

রাত ২ টা ২৩! লক্ষ্মীপুরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং অতিমাত্রায় প্লাবিত বিভিন্ন জায়গা।
রেস্কিউ করতে গিয়ে নিজেরাই বিপদে পড়ছে আমার বন্ধুরা, ছোট ভাইরা। নৌকাসহ অন্যান্য সরঞ্জাম বেশি নেই। এখনো অনেকে বাসায় যেতে পারেনাই এই বৃষ্টিতে। ভিতরের এলাকাগুলোতে ত্রান পৌছাচ্ছেনা।একটু তাকাইয়েন লক্ষ্মীপুরের দিকে। 🙏

Urgent For Noakhali⚠️আপনাদের বাসা-বাড়ীতে পানির পরিমাণ বেড়ে গেলে, আমাদের নোয়াখালীর হানিফ এমেরিকান সিটিতে আশ্রয় নেওয়ার অ...
22/08/2024

Urgent For Noakhali⚠️

আপনাদের বাসা-বাড়ীতে পানির পরিমাণ বেড়ে গেলে, আমাদের নোয়াখালীর হানিফ এমেরিকান সিটিতে আশ্রয় নেওয়ার অনুরোধ রইল। ১০০ ফ্যামিলি পর্যন্ত এখানে আশ্রয় নিতে পারবে।

দয়া করে যাদের আশ্রয় লাগবে শুধু তারা এই ফোন নাম্বারে যোগাযোগ করেন - Mainuddin - 01810306549

৪০ টি পরিবারকে আশ্রয় দেওয়া যাবে আমাদের বসুরহাট ৭ তলা বাড়িতে ! যোগাযোগ করতে পারেন। বাবুল : ০১৯২১৩৯০০৮২

ওমর আলী,রাজ
হানিফ আমেরিকান সিটি - Hanif American City

Note: দয়া করে যোগাযোগ না করে আসবেন না। আর মানুষের নজরে আসার জন্য পোস্ট ছড়িয়ে দিয়েন।

22/08/2024

অপারেশন সি এঞ্জেল

(Operation Sea Angel) ছিল একটি মানবিক সহায়তা অভিযান, যা আমেরিকা ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর বাংলাদেশের ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য পরিচালনা করে।

১৯৯১ সালের ২৯শে এপ্রিল, বাংলাদেশে যে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল তাতে প্রায় ১,৪০,০০০ মানুষ প্রাণ হারায় এবং লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়ে। উপকূলীয় অবকাঠামো বিধ্বস্ত হয়ে যায়, এবং বিএনপি সরকার প্রথম দিকে পরিস্থিতি মোকাবেলা করতে হিমশিম খায়।

এই বিপর্যয়ের পর, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চায়। মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী একটি বৃহৎ ত্রাণ অভিযানের আয়োজন করে, যা ইতিহাসে "অপারেশন সি এঞ্জেল" নামে পরিচিত হয়। ১০ই মে থেকে মার্কিন মেরিন, নৌ ও সেনাবাহিনীর প্রায় সাত হাজার সদস্যের একটি টাস্কফোর্স বাংলাদেশে এসে ত্রাণ কার্যক্রম শুরু করে। এই টাস্কফোর্সের নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল হেনরি সি. স্টাকপোল।

অপারেশন সি এঞ্জেলের অধীনে মার্কিন বাহিনী দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী, ওষুধ ও খাদ্য সরবরাহ করে। তারা হেলিকপ্টার এবং এলসিএসি ব্যবহার করে বিচ্ছিন্ন দ্বীপ এবং প্রত্যন্ত অঞ্চলে সাহায্য পৌঁছে দেয়।

.0

22/08/2024

🟥

ব্রহ্মপুত্র উত্তাল! প্রবল বেগে পানি আসছে ব্রহ্মপুত্র দিয়ে!
হবিগঞ্জ দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে।
নেত্রকোনাবাসী,শেরপুর,জামালপুর,কিশোরগঞ্জ (ইটনা, মিঠামইন,অষ্টগ্রাম, করিমগঞ্জ, তাড়াইল, নিকলী, বাজিতপুর,কুলিয়ারচর, ভৈরবসহ হাওর অঞ্চলের সবাই সতর্ক থাকুন)যথা সম্ভব পূর্ব প্রস্তুতি নিয়ে রাখেন যেনো যে কোন প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে পারেন। সকলেই সতর্ক হোন 🙏🏻

22/08/2024

বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনীর জরুরী নম্বর সমূহ

১। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার জেলা:

০১৭৬৯১৭৫৬৮০
০১৭৬৯১৭২৪০০

২। কুলাউড়া, জুরি, বড়লেখা, মৌলভীবাজার জেলা :
০১৭৬৩৯০১৬৯৮

৩। হবিগঞ্জ জেলা:
০১৭৬৯১৭২৫৯৬
০১৭৬৯১৭২৬৩৪

৪। ফেনী জেলা:
০১৭৬৯৩৩৫৪৬১
০১৭৬৯৩৩৫৪৩৪
০১৬১৪৪০৯৫৬৫
০১৯১৯৭৭৪৮৪০
টেলিফোন: ০২৩৩৭৭৩৪১১০

৫। চট্টগ্রাম মেট্রোপলিটন: ০১৭৬৯-২৪৪০১২

৬। সীতাকুন্ড-মীরসরাই, চট্টগ্রাম জেলা:
০১৭২৮-২০২৬৭৭ ০১৭৬৯-২৪২১৩২ ০১৭৬৯-২৪২১২৮

৭। ফটিকছড়ি, চট্টগ্রাম জেলা: ০১৭৬৯-২৭২৩৪২ ০১৭৬৯-২৭২৩৩৬

৮। খাগড়াছড়ি জেলা: ০১৭৬৯-৩০২৩৪২ ০১৭৬৯-৩০২৩৩৬

Bangladesh Army

আমি ভালো সিজিপিএ নিয়ে শিক্ষিত হতে পারি নাই, কিন্তু শিক্ষায় সুশিক্ষিত হতে চাই! যতটা সুশিক্ষিত হতে পারলে!নিজেকে অন্যের মা...
13/07/2024

আমি ভালো সিজিপিএ নিয়ে
শিক্ষিত হতে পারি নাই,
কিন্তু শিক্ষায় সুশিক্ষিত হতে চাই!
যতটা সুশিক্ষিত হতে পারলে!
নিজেকে অন্যের মাঝে উৎসর্গ করতে পারবো।

- শান্ত মালো

জীবনটা নদীর স্রোতের মতো! তবুও আমরা বিভিন্ন মায়া,ভালোবাসা আটকাই। ছোট একটা প্রশ্ন রেখে যাই, একটা মানুষকে নিজের মায়ের মতো স...
12/07/2024

জীবনটা নদীর স্রোতের মতো! তবুও আমরা বিভিন্ন মায়া,ভালোবাসা আটকাই। ছোট একটা প্রশ্ন রেখে যাই, একটা মানুষকে নিজের মায়ের মতো সমান মর্যাদা দিয়ে কি তার সম্মান হানী হয় এমন কাজ করতে পারবেন? নিশ্চয়ই না। আমিও পারবো না। কেউ একজন আছে, যে থার্ড পার্টি হিসেবে এমন কিছু করছে। আমার বিশ্বাস ঈশ্বর একদিন তাকে সামনে আনবেই। আমার প্রতিটা প্রার্থনায় তোমার জন্য শুভ কামনা থাকবে আমৃত্যু। ভালবাসি ভালোবাসি তোমায়। ঈশ্বর যদি লিখে রাখে কোনো অপশক্তি পারবে না রুখতে। তোমাকে আমি কোনো রকম দোষারোপ করি না, তুমি পরিহিস্তির শিকার। আমিই পারিনি তোমার আমার প্রতি বিশ্বাস রাখতে। রাগের মাথায় সিচুয়েশন টা তৈরি করে ফেলি। তোমার জন্য শুভ কামনা অপর্না! ভালোবাসি ভালবাসি।

11/07/2024

ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস ছিলো, তাই তো সার্কাস দেখা শুরু করছি। চলিতেছে সার্কাস, চলবে। ঈশ্বর আছে বলেই নিজের কিছু করা লাগে না, অটোমেটিক ভাবে প্রকৃতি করে দেয়। তার বাপেরাও যখন লাগছিলো জাস্ট ঈশ্বরের উপর ছেড়ে দিছি উপযুক্ত ফল পেয়েছে। এবারও তাই হয়েছে। হ্যাডম কই গেলো?

ওম নমঃ শিবায়

বৃক্ষরোপণ কর্মসূচি
10/07/2024

বৃক্ষরোপণ কর্মসূচি

08/07/2024

আমাগো সময়ে প্রশ্ন ফাঁসের প্রয়োজন পরে নাই, স্টেকের ১৩/১৪ পৃষ্ঠার একটা পিডিএফই যথেষ্ট! একদম A,B,C,D সিরিয়ালে। তাও পড়তাম না

07/07/2024

দম্পতি ও জোড়ায় জোড়ায় বিসিএস নিয়ে এখন আমার যথেষ্ট সন্দেহ!

স্বামী পারলে বউ পারে, আবার বউ পারলে স্বামী পারে!
না মানে একসেট কিনলেই হয়ে যায় না?!!!!🫣😃

-Lutfun Nessa Smrity

06/07/2024

আমি বিশ্বাস করি, একদিন হলেও সব কিছু ঠিকঠাক হবে! সকল ভুল বুঝাবুঝি নিজে বুঝতে পারবে। ইফোর্টটা এখন বিরক্ত লাগলেও, তখন ঠিকই রিয়ালাইজ করবে। ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে।

ওম নমঃ শিবায় 🔱

04/07/2024

কোটা নয়, মেধা গুরুত্ব পাক!

30/06/2024

A Bangladesh-based storyteller, I weave tales that blend the vibrancy of my writing, the adventures of my travels, and the vivid imagery captured through my photography.

16/09/2022

Congratulations AUST.

AUST and DBL Group sign MoU to build skilled graduates.

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sincerely, Shanto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share