
05/01/2024
_কি ভাবছো আমাকে তোমার মনে পড়বে না......? পড়বে পড়বে আমাকে তোমার ঠিকি মনে পড়বে। মিথ্যা করে হলেও একদিনের জন্য ভালোবাসা দেখিয়ে ছিলে, দেখিয়ে ছিলে তো...? মিথ্যে করে হলেও কাছে তো এসেছিলে? কি এসেছিলে না? তোমার ভালোবাসা মিথ্যা হতে পারে। তোমার কাছে আসা অবুঝ দিনের বেড়ানো সুখ হতে পারে। অপ্রাপ্ত বয়স্ক আবেগ হতে পারে। কিন্তু এইযে তুমি মিথ্যা করে ভালোবাসা নিয়ে গেছো, প্রথম ভালোবাসার ছোঁয়া নিয়ে গেছো, এসব তো সত্য। এসব সত্যের পাচিলে একদিন ঠেকে যাবে তুমি। তখন দেখো ঠিকি মনে পড়বে আমাকে। যার কাছে তুমি প্রথম মানুষ হতে যাবে, সে যদি প্রশ্ন করে আমার আগে তোমার জীবনে কোনো মানুষ এসেছিলো কিনা? কেউ তোমাকে ছুঁয়ে দেখেছিলো কিনা? তখন হয়তো মিথ্যেগুলো সাজিয়ে গুছিয়ে বলবে কিন্তু আমি নামক ছোঁয়া তুমি ঠিকি ভেতরে ভেতরে টের পাবে। কি ভাবছো আমাকে তোমার মনে পড়বে না? পড়বে, আমাকে তোমার ঠিকি মনে পড়বে।🥰🥀😌