Anika's Era

Anika's Era Hey, Welcome to Anika's Era. Here I share vlogs of my usual activities. Enjoy my journey!

21/01/2024

রাত্রে তিনটায় প্রচুর ক্লান্ত হয়ে ঘুমাতে‌ যাচ্ছিলাম।‌ হঠাৎ করে মনে হইলো‌ ইউনিভার্সিটিতে সারাদিনের কাজকর্ম নিয়ে একটা কন্টেন্ট জমা দিতে হবে। ১০ সেকেন্ডের একটা ক্লিপ নেওয়ার জন্য‌ কমিউনাল‌ রুমে গেলাম।‌

গিয়ে দেখি আমার‌ Housemate ব্লাইথ‌ বিরাট আয়োজন করে পয়পরিষ্কারের কাজ করছে। দেখতে বড়সর হলেও বয়স আঠারো। সে আমাকে বলেছে তার এই পুরা পরিষ্কার করার আমি যেন একটা ভিডিও‌ বানাই এবং অবশ্যই যেন সেটা ইউনিভার্সিটিতে পাঠাই।

02/01/2024

Anika dates Anika 🤝

01.01.2024

01/01/2024

১০ মিনিটের Happy New Year 🎉

31/12/2023

ফুটবে ঠিক মন মাফিক মন পলাশ...

17/12/2023

Night Before Exam

13/12/2023

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন 🤝

12/12/2023

10/12/2023
05/12/2023

খাইতে বসলেই দুনিয়ার গপ্প শুরু হয়...

01/12/2023

In this busy life, blessed to have ❤️

30/11/2023

পরীক্ষা শেষে আমি যেভাবে সবাইকে জ্বালাই 🙃

বাংলাদেশের ছোট্ট একটা শহরে ছোট্ট একটা গন্ডির ভিতরে ২৫/২৬ বছর কাটিয়ে ভিন্ন একটা দেশে চলে আসা আর পাশাপাশি বেশ বড় কিছু পরিব...
22/11/2023

বাংলাদেশের ছোট্ট একটা শহরে ছোট্ট একটা গন্ডির ভিতরে ২৫/২৬ বছর কাটিয়ে ভিন্ন একটা দেশে চলে আসা আর পাশাপাশি বেশ বড় কিছু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোটা কখনোই সহজ না।

জীবনে পরিবর্তন আসা বা নতুন পরিবেশে খাপ খাওয়ানো কোনোটাই খুব কঠিন না, জীবনের অংশ। না চাওয়া কিছু ঝড়তুফান জীবনে আসাও জীবনের অংশ, যেই তুফানে আমি গত কয়েক মাস ছিলাম।

আমি সেই তুফানকে লাথি মেরে সেটা নিয়ে একটা দিন 'আমার কি হয়ে গেলো!' এই চিন্তা না করে দিব্যি পড়াশোনা করছি, গাইছি, নাচছি, কাজ করছি, সব একা সামলে যাচ্ছি। এই কয়েকটা দিনে আমাকে আমি বেশি করে চিনলাম, নিজের অভিযোজন ক্ষমতা সম্পর্কে জানলাম।

আল্লাহ্ এমন এক চেহারা বানিয়েছে সেই চেহারায় হুদাই হাসি লেগে থাকে, নামে 'তাবাসসুম' থাকাটাও হয়তোবা তার কারণ।

আমার জীবন নিয়ে যে গল্প আমি লিখতে শুরু করেছি সেটা বিশেষ কিছুই হতে চলেছে...🌿

সুন্দর ওয়াশরুম দেখলে আমারো ছবি তুলতে মন চায়, তবে ওয়াশরুমে ছবি তুললে তুলবেন সর্বোচ্চ ১ টা ☺️
21/11/2023

সুন্দর ওয়াশরুম দেখলে আমারো ছবি তুলতে মন চায়, তবে ওয়াশরুমে ছবি তুললে তুলবেন সর্বোচ্চ ১ টা ☺️

✨
06/11/2023

02/11/2023

Top 10 study hacks! | How I manage my timetable for study | Student Life | Lincoln Diaries 3

I had a big exam yesterday, total score was 50.40 for mcq, 10 for written, so I got 82.5% on 40. I asked Professor is it...
31/10/2023

I had a big exam yesterday, total score was 50.

40 for mcq, 10 for written, so I got 82.5% on 40. I asked Professor is it possible to get 10 out of 10 in the writing part if I correct them all. He said yes, you can! Then I said I'm pretty sure I'm gonna get 10 😁

Then my Professor said, you're gonna get 86%, which is a wonderful score, Anika! ☺️

After the exam & coming home, I called my Mom & Dad & said, I've to study more, I'm not satisfied. They smiled but my mom said 'Pagol howar dorkar nai' 🙃

16/10/2023

Freshers' Welcome Ceremony ✨

14/10/2023

একটা গুরুত্বপূর্ণ Assignment এর পিছনে প্রচুর সময় দিচ্ছি, প্রচুর খাটা খাটনি করছি। গতকাল প্রফেসরকে কিছু Drafts দেখাতে হয়েছিলো। Writing দেখিয়ে প্রফেসরের প্রশংসা পেয়ে সারাদিন খুব ফুরফুরা মেজাজে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ক্লাস করেছি। এর মধ্যে একটা ক্লাস ছিলো টানা ৪ ঘন্টা।

ইউনিভার্সিটিতে আমার এমন একজন বান্ধবী হয়েছে যে আমাকে মুখে তুলে খাইয়ে দেয়। সে হচ্ছে Anu...
Anu মাস্টার্স করছে Law তে।

Anu বললো ক্যাম্পাসে Bingo competition আছে ৬ টায়, সে আমাদের দুজনের জন্য টিকেট বুক করেছে। উশকা খুশকা অবস্থাতেই গেলাম সেখানে। এই খেলা আমি জীবনে খেলি নাই, এখন বলছি খেলা, কিন্তু গ্যালারি তে বসে বারবার বলছিলাম, এক্সাম কখন শুরু হবে! Anu বলছিলো, Anika, it's a game!

আসলে খুবই মজার একটা জিনিস, ঐখানেই শিখলাম, participate করলাম। আর কতদিন পর গান গাইলাম! আমি ইংরেজি গান পারি না, গান গাওয়ার আগে Music has no language বলে শুরু করে সব বৈদেশীদের সামনে আমার দেশের গান গাইলাম।

এই সপ্তাহের এতো খাটাখাটনির পর শুক্রবারের সন্ধ্যাটা আমাকে চাঙ্গা করে দিলো!

Anupama Shally you made it happen!

বাংলাদেশের বাসায় বন্ধুবান্ধবদের নিয়ে গান গাইতে বসলে আম্মু খালি সবাইকে বলতো, 'সেই তুমি' গাও।

So, this song is for my Evergreen Mom!

11/10/2023

First time at our university radio station as a studio presenter 🧡


আজকাল লাইব্রেরিতে আসার এমন নেশা হয়েছে, ইচ্ছা করে এখানেই খাই, এখানেই ঘুমাই।পৃথিবীর সকল সুস্থ নেশার জয় হোক 🙌 িবার
08/10/2023

আজকাল লাইব্রেরিতে আসার এমন নেশা হয়েছে, ইচ্ছা করে এখানেই খাই, এখানেই ঘুমাই।

পৃথিবীর সকল সুস্থ নেশার জয় হোক 🙌

িবার

আমরা অনেক সময় শুনি যে আমাদের সবসময় আমাদের থেকে বেশি জ্ঞানসম্পন্ন মানুষের সাথে চলা উচিত। আমার এই কথাটাতে একটু আপত্তি আছে।...
07/10/2023

আমরা অনেক সময় শুনি যে আমাদের সবসময় আমাদের থেকে বেশি জ্ঞানসম্পন্ন মানুষের সাথে চলা উচিত। আমার এই কথাটাতে একটু আপত্তি আছে। আমার মনে হয় এই চলাফেরার ব্যাপারটাকে আমরা তিনভাগে ভাগ করতে পারি। একভাগে থাকবে যারা আমার সমান জানে, দ্বিতীয় ভাগে থাকবে যারা আমার থেকে বেশি জানে আর শেষভাগে থাকবে যারা আমার থেকে কম জানে।

সমান জ্ঞানসম্পন্ন মানুষের সাথে একসাথে চলাফেরার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে জীবনে চলতে ফিরতে একটা আরাম পাওয়া, যারা আমাদের থেকে কম জানে তাদের সাথে চললে দুইটা লাভ, তাদের জ্ঞান বিলিয়ে উপকার করা আর নিজের মধ্যে শেখানোর একটা অভ্যাস তৈরি করা। তবে অনেকটা বেশি সময় কাটানো উচিত নিজের থেকে বেশি জ্ঞানের মানুষের সাথে, যেন নিজের জ্ঞানের পরিধি বাড়ানো যায়। তবে সবসময় যদি নিজের থেকে বেশি জ্ঞানসম্পন্ন মানুষের সাথে চলা হয়, তখন নিজের ভিতরে একটা Inferior Complexity চলে আসে, যেটা মোটেই Healthy Practice না।

এটা গেলো শিক্ষা বা কর্মক্ষেত্রের Communication strategy. এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা Communication নিয়ে বলবো, যেটা হচ্ছে খুব Informal এবং আমরা সেটাকে প্রায়ই অবহেলা করি। বয়স বাড়তে থাকলে, কাজের ব্যস্ততা বেড়ে যেতে থাকলে আমরা যাদের সাথে Communication কমানো শুরু করি তারা হচ্ছে আমাদের পরিবারের লোকজন। যেমন বাবা, মা, দাদি, নানি । অনেক সময় Communication ভালো থাকলেও Conversation করার সময় এমন কিছু প্রসঙ্গ চলে আসে তখন আমরা তাদের বলে ফেলি, "এটা তুমি বুঝবা না"

এই কথাটা যখন আমরা কাউকে বলি, সে যেই পর্যায়ের, যেই বয়সের মানুষই হোক না কেনো, সেই মানুষটার মনের এক কোণায় গিয়ে আঘাত লাগবে। মানুষের মনের আঘাত দূর করার কারিগর কারো হওয়ার দরকার নাই, তবে আমাদের থেকে সবচেয়ে সুন্দর Communication পাওয়ার দাবি রাখে আমাদের সবচেয়ে আপনজনেরা।

বুঝানোর মতো করে বুঝালে না বুঝার লোক দুনিয়াতে নাই। যে কথা কঠিন, সেটা সহজ করে বলাটা অন্যায় না। কাজেই সারাদিন Anatomy class করে বাসায় ফিরলে যদি নানি, দাদিরা জিজ্ঞেস করে, কি পড়লি সারাদিন, তখন "তুমি এসব বুঝবা না" এটা না বলে আমরা তাঁদের বলতেই পারি, "আজকে সারাদিন হাড্ডিগুড্ডি নিয়ে পড়ে আসছি"

এটা ছিলো আমার বিদেশে পড়ালেখার প্রথম সপ্তাহ, সবকিছু বুঝতে না বুঝতেই শুরু হয়ে গেছে পরীক্ষা। সোমবারে সকালে প্রফেসর ক্লাস কর...
30/09/2023

এটা ছিলো আমার বিদেশে পড়ালেখার প্রথম সপ্তাহ, সবকিছু বুঝতে না বুঝতেই শুরু হয়ে গেছে পরীক্ষা।

সোমবারে সকালে প্রফেসর ক্লাস করালেন, ক্লাসের শেষে এক্সাম ধরিয়ে দিলেন, আমি ভাবলাম ক্লাসে যা বুঝেছি, যতটুকু মনে আছে ঐটুকু থেকেই এক্সাম, রাতে এক্সাম দিতে বসে দেখি পেয়েছি 75%। এক্সাম শেষ করে দেখি প্রফেসর ক্লাস লেকচার সাবমিট করে রেখেছেন, যেনো সবাই ভালো করে পড়ে এক্সাম দেয়। এমন আফসোস লাগা শুরু হলো এর পর থেকে, গতকাল প্রফেসরের সাথে Lab Session ছিলো, প্রফেসরকে বললাম, আমি আমার marks নিয়ে Satisfied না, আমি পড়ে এক্সাম দেই নাই। রাতে Blackboard open করে দেখি প্রফেসর আবার এক্সাম নেওয়ার ব্যবস্থা করেছেন, খুব ভালো করে পড়ে এক্সাম দিয়েছি আবার, এবার আসলো 95%...এই খুশিতে আজকে খুব ভাব নিয়ে চলছিলাম ।

আব্বু আম্মুকে ফোনে বলেছি আজকে অনেক কিছু রান্না করবো। আজকে সেই সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত ক্লাস ছিলো, বিরাট আলসেমি লাগছিলো। পরে মনে হলো কিছু কাপড় ধোয়া দরকার, Hull এর washing machine এর system আর এখানকার টা একটু আলাদা। আমার Accommodation এ washing machine কে পাউন্ড না দিলে সে কাপড় ধুবে না। washing machine এর app কাজ করছিলো না, আমি আর Ama মিলে এই ঝামেলা solve করলাম, Ama আমার Housemate, ব্রিটিশ সিটিজেন, বাড়ি ঘানায়, খুব ভালো মেয়ে। এগুলো করতে করতে রান্নার preparation নিতে দেরি হয়ে গেছে। রান্না করতে গিয়ে দেখি Ginger Garlic Paste নাই, এটা আমার তরকারি জাতীয় রান্নার main ingredient..Ama কে দেখলাম Grocery Shopping এ যাচ্ছে, আমিও তার সাথে গেলাম।

আমাদের হলের কাছেই shop আছে, কিন্তু আমার জিনিস ছিলো না। রাগে দুঃখে পরে রান্না করতে না পেরে Kitchen পরিষ্কার করেছি এবং Lamb Curry অর্ডার করে Lamb কারির Lamb এর সাথে আমার আগের রান্না করা Beef কারির কাারি মিশিয়ে খেয়ে আমার আজকের ডিনার শেষ করেছি।

ভেবেছিলাম আজকে সুন্দর করে রান্না বান্না করে খেয়ে একটা বিরাট পড়ালেখা দিবো, যেই রান্নার কারণে পড়তে পারলাম না, সেই রান্নার দিকে আমি ঠিক করেছি আগামী ৪/৫ দিন বেশি একটা ঘেষবো না, গরুর মাংসের ঝোল দিয়েই ভেড়ার মাংস খাবো।

Now I need some 'Feluda-Dose'

Night before the weekend has just started 🤟

Tomorrow is a big day for me!আগামীকাল থেকে আমার একটা নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। তার আগে আমি আমার প্রথম এবং সবচেয়ে প্রি...
24/09/2023

Tomorrow is a big day for me!

আগামীকাল থেকে আমার একটা নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। তার আগে আমি আমার প্রথম এবং সবচেয়ে প্রিয় বিশ্ববিদ্যালয়ের সাথে জীবনের সবচেয়ে সেরা মুহুর্তের কিছু স্মৃতির বাকিটুকু আমার টাইমলাইনে রেখে দিতে চাই।

ছোটবেলা থেকে 'গোল্ড মেডেল' নামের জিনিসটা নিয়ে অনেক শুনেছি, দেখেছি। পড়াশোনা আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আমি কখনো পড়াশোনার জন্য গোল্ড মেডেল পেয়ে যাবো, ভাবলেই স্বপ্ন স্বপ্ন লাগে।

সেই মুহুর্তটা আমি আমার মা, বাবা আর বোনের সাথে মিলে উদযাপন করতে পেরেছি এটাও স্বপ্নের মতোন।

Graduation, Post Graduation মিলিয়ে দীর্ঘ সাত বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার official সম্পর্ক। আমাদের ফ্যাকাল্টির শ্রদ্ধেয় শিক্ষকদের সাথে যে স্মৃতিগুলো আমার জন্য অবিনশ্বর সেগুলো আমি একটু বলতে চাই আর আমার শিক্ষকদের আমি যে নামে ডেকে অভ্যস্ত সেভাবেই লিখলাম।

Department of Anatomy & Histology:

আমাদের এনাটমির হাতে খড়ি রবি স্যার আর জুয়েল স্যারের কাছে। রবি স্যার ক্লাসে বলতেন যতোই উপরের ক্লাসে উঠবে, পড়ালেখা ততোই সহজ হয়ে যাবে।
আসলেই তাই।

আওয়াল স্যারের ক্লাসে বান্ধবীদের সাথে ৩২ টা দাঁত বের করে হাসার কারণে বিরাট ধমক খেয়েছিলাম, প্রথম হিস্টোলজি ভাইভাতে স্যারের কাছে ১০ এ ৯ পাওয়া।

আমার প্রিয় তিনজন ম্যাম শান্তা ম্যাম, মারিয়া ম্যাম আর সোনালী ভক্ত ম্যাম- উনাদের প্রথম ব্যাচ ছিলাম আমরা। খুব ভালো করে Anatomy & Histology আয়ত্ত করতে পেরেছিলাম এই স্যার, ম্যামদের জন্যেই।

খুব সম্ভবত আমরা ছিলাম প্রয়াত বারী স্যারের Last Batch.

Dept. of Biochemistry:

যদিও এটা Direct আমাদের ডিপার্টমেন্ট
না, আমাদের কিছু course ছিলো, Biochem আমার খুব ভালো লাগতো।

বায়োকেমিস্ট্রির হান্নান স্যার এতো সুন্দর করে পড়াতেন,আনোয়ার স্যারের ক্লাসে বোর্ডে গিয়ে প্রথম গ্লুকোজ ফ্রুক্টোজের Structure আঁকা। তখন first year, স্যার ভাইভাতে জিজ্ঞেস করেছিলেন, আমি কি determined কিনা যে আমি veterinary medicine নিয়েই পড়বো, আমি স্যারকে বলেছিলাম, without any doubt, Sir.

Dept. of Microbiology:

সুকুমার স্যারের ভাইভাতে আমি আমার ছোটবেলার (Class 10) প্রথম বানানো গান গেয়েছিলাম, ভাইভাতে তেমন কিছুই পারি নাই কিন্তু গান গেয়ে বেঁচে গিয়েছিলাম।

খান স্যারের কাছে আমাদের প্রথম Virus এর আদ্যোপান্ত শেখা,
তোফাজ্জ্বল স্যারের অবাক করা বিষয় হচ্ছে তিনি সবার রোল মনে রাখেন, একবার ফাইনাল এক্সামের ভাইভাতে আইডি কার্ড নিয়ে যাই নাই, স্যার বাসায় পাঠিয়ে আইডি কার্ড আনিয়ে ভাইভা শেষ করেছিলেন।

নাজির স্যার একটা event বানিয়েছিলেন যেখানে সবার নিজের এলাকার খাবার নিয়ে আসতে হতো, স্যারের প্রথম প্র্যাক্টিক্যাল ক্লাসে স্যার তাঁর ছোটবেলার কথা বলেছিলেন, আমি সেগুলো লিখে রেখেছিলাম, স্যার বলেছিলেন লেখাটা দেয়ার জন্য, সেটা আর সম্ভব হয় নাই।নাজির স্যারের কাছেই প্রথম ব্যাকটেরিয়ার colony দেখা।

তানভীর স্যারের সাথে রাস্তায় দেখা হলে সবসময় সালামের উত্তর দিয়ে বলতেন, কেমন আছো।
মিনারা ম্যামের ফুড হাইজিন ক্লাস আমার অনেক প্রিয় ছিলো আর অমৃতা ম্যামের দিকে শুধু তাকিয়েই থাকতাম।

Dept. of Parasitology:

নুরজাহান ম্যাম ছিলেন মায়ের মতোন,

তাহসিন ফারজানা ম্যামের ক্লাসে আমি শুধু ম্যামের ড্রেস দেখতাম, পরের ক্লাসে অপেক্ষা করতাম ম্যাম কি পরে আসেন দেখার জন্য।

আলিম স্যারের ছাত্রছাত্রীদের প্রতি ডেডিকেশন অন্য লেভেলের, স্যারের ক্লাস করে পরীক্ষায় খারাপ করার কোনো উপায় ছিলো না।

Dept. of Pharmacology:

পূর্বা ম্যামকে আমরা খুব কম পেয়েছি, কিন্তু উনার কাছেই প্রথম Laboratory Safety নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা,পূর্বা ম্যামের বাড়ি গফরগাঁওয়ে, আমার দাদারবাড়ি গফরগাঁও, পূর্বা ম্যাম গফরগাঁওয়ের কেউ আছে কিনা জিজ্ঞেস করেছিলেন ক্লাসে, একমাত্র আমিই দাঁড়িয়েছিলাম, ম্যাম বলেছিলেন, সবাই সাবধানে থাকিস 😁

পূর্বা ম্যামের 'তুই' ডাকটা অনেক আদরের, আমার খুব ইচ্ছা ম্যামকে জড়িয়ে ধরার।

সব্যসাচী স্যারের প্রত্যেক লেকচারের পর life learning quote ছিলো আর জান্নাতুল ফেরদৌস ম্যামের Straightforwardness.

সিকদার স্যারের সাথে প্রথম পরিচয় কালচারাল প্রোগ্রামের রিহার্সালে, He is an asset to our university.

প্রয়াত মাহবুব মোস্তফা স্যার ভাইভাতে একদিন বলেছিলেন, চলো আনিকা আমরা একদিন কবিতা লিখি।

Dept. of Physiology:

কামরুল স্যারের কাছে প্রথম WBC, RBC count শেখা, একদিন রাত ৮ টা পর্যন্ত ভাইভা হচ্ছিলো আমাদের, স্যারের ভাইভাতে Hemolytic Anemia নিয়ে একটা সহজ প্রশ্নের উত্তর পারি নাই দেখে আমার এখনো আফসোস হয়।

ইলিয়াস স্যারের কাছ থেকে প্রথম শিখেছিলাম, রোজার সময় আমাদের শরীরের মেটাবলিজম টা ঠিক কিভাবে run করে।
ফিজিওলজি ডিপার্টমেন্টে আমার সবচেয়ে প্রিয় নাজিম স্যার, স্যারের একটা সুন্দর টুপি ছিল, নেপালী টাইপ, স্যারের এক ক্লাস টেস্টে আমি ব্লাড প্রোটিনের নামের spelling নিয়ে খুব চিন্তায় ছিলাম, খাতা দেওয়ার দিন স্যার আমাকে ক্লাসে দাঁড় করিয়ে বলেছিলেন, এই পিচ্চিটা Highest পেয়েছে।

Dept. of Medicine:

মাহবুব স্যার ক্লাসে সব লিখাতেন, সিদ্দিক স্যার বলতেন আনিকা তোমার বাসার কাছে একটা চ্যাম্বার দিবে, আনিস স্যারের ক্লাসে কেউ কথা বললে স্যার তাদের বলতেন 'মাফিয়া', এই শব্দটা আমাদের জীবনে যোগ হওয়ার পর আমাদের পুরো third year টাই হয়ে গিয়েছিলো মাফিয়াময়, রেস্টুরেন্টে খেতে গেলেও বলতাম, 'হালকা মাফিয়া খানাপিনা'!

তৌহিদ স্যারের ভাইভাতে আমরা একবার কিছুই পারি নাই, স্যার বললেন, পড়া শেষ করে আবার আসতে, স্যার আবার ভাইভা নিলেন, একটা প্রশ্নের উত্তর দিয়ে বেঁচেছিলাম সেদিন।

মাহিন স্যারের ক্লাসে দৌঁড়াদৌঁড়ি করে যেতাম কারণ ১ মিনিট দেরি হলেই জরিমানা। স্যার আমার অনেক প্রিয়।

Dept. of Surgery & Obstetrics:

মিজান স্যার কিছু Surgical term শিখিয়েছিলেন, contusion term টা প্রথম উনার কাছে শেখা,
বারী ম্যামের কাছে প্রথম AI এর বিস্তারিত জানা, রফিক স্যারের Radiology class ছিলো আমার সবচেয়ে প্রিয়, ডার্করুমের কথা মনে হলে এখনো মনের মধ্যে একটা অদ্ভুত fascination জাগে।

সকালের ক্লাসে অনেক সময়ই ঘুমিয়ে যেতাম, চোখ খুলে দেখতাম জয়ন্ত স্যার তাকিয়ে আছেন।

রুনা ম্যামকে কখনো কাউকে বকা দিতে দেখি নাই, জুয়েনা ম্যামের কাছে প্রথম C-section দেখা।
মইনুল স্যারের Humbleness ছিলো অনেক উঁচু পর্যায়ের।

মাহমুদুল স্যার প্রতিদিন পড়া ধরতেন, কত রকমের Horse নিয়ে যে পড়িয়েছেন এখন মনে পড়লেও মাথা আওলিয়ে যায়, সার্জারীতে আমাদের একটা কঠিন সংজ্ঞা ছিলো, লিখতে গেলে পৃষ্ঠা শেষ হয়ে যেতো।

আমাদের হসপিটালে মাঝেমধ্যে আমি এপ্রনের পকেটে হাত দিয়ে ঘুরতাম, একটা ডাক্তার ডাক্তার ভাব আসতো, তবে সেটা স্যার ম্যাডামদের সামনে না, মাহমুদুল স্যার একদিন দেখে ফেলে বলেছিলেন, আনিকা, আর যেনো কখনো পকেটে হাত দিতে না দেখি।

Dept of Pathology:

আমার সবচেয়ে প্রিয় ডিপার্টমেন্ট যেখানে আমি দুই বছর মাস্টার্স করেছি।

আমাদের প্যাথোলজি ডিপার্টমেন্ট ভাগ্যবান কারণ আমাদের রফিক স্যার আছেন।
বারী স্যারের Tuberculosis class আমার সবচেয়ে প্রিয়, এমদাদুল হক স্যারের Biotechnology, মকবুল স্যারের Sense of Humour, সেন্টমাটিনে যাওয়ার পথে জাহাজে বসে মিথুন ম্যামের PCR ক্লাস করা, Happy Ma'am এর poutry pathology, খোকন স্যারের কাছে প্রথম Pathology Lab দেখা, রুবা ম্যাম বলতেন ম্যাম সবকিছু খুব Detail এ সময় নিয়ে পড়েন।
আর রুবা ম্যামের হাতে প্র্যাক্টিক্যাল খাতায় Good পেয়ে আত্মার শান্তি পাওয়া আর মুমু ম্যামের কাছে online এ fungal disease এর ক্লাস।

বিনা ম্যামের মতোন helpful teacher অনেক বেশি দরকার।

এখন আমি যে তিনজন মানুষের কথা বলবো তাঁরা আমার অনেক বেশি আপন।

সাজেদা ম্যাম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু ম্যাম যখন পিএইচডি করছিলেন তখন আমি নতুন মাস্টার্স স্টুডেন্ট। এমন অনেক কিছু আছে যা ম্যাম শিখিয়েছিলেন, একদিন দুপুরবেলা ম্যাম আমাকে খুব মজার একটা বার্গার খাইয়ে ছিলেন, সেই খাবার আর আদর এখনো আমার মনে লেগে আছে।

Undergrad এ হাদী স্যার ক্লাসে বলতেন, বিদেশে চলে আসতে, বিদেশে ছাত্রছাত্রীরা কোনো কাজকেই ছোট মনে করে না, কথাটার প্রমাণ আমি এখন চোখের সামনে দেখি। হাদী স্যার আমার Supervisor মাস্টার্স থেকে, কিন্তু স্যারের ক্লাস পেয়েছি Third Year থেকে, স্যার পড়ানোর পাশাপাশি জীবন গঠনের যে কথা বলতেন সেগুলো সবার জন্য Best Life Lesson.

Last but not the least, বিশ্ববিদ্যালয়ে আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমার মুনমুন ম্যাম। মাস্টার্সে ম্যাম ছিলেন আমার Co-supervisor.

মুনমুন ম্যামকে প্রথম পেয়েছিলাম ফাইনাল ইয়ারে, প্যারাসাইটোলজি আমাদের সেকেন্ড ইয়ারের সাবজেক্ট, কিন্তু আমার প্যারাসাইটোলজির হাতেখড়ি মুনমুন ম্যাম।

শিক্ষকদের কথা আসলে আমার মা বাবার নাম নিতেই হয়, তার সাথে সাথে আমার সেই শিক্ষকদের কথা আমি মনে করতে চাই যাদের জন্য আমি লিখতে পারি, বলতে পারি, যারা আমায় এতোদূর বড় করেছেন।

আমার সব শিক্ষকদের অনুপ্রেরণায় আমি এখন বিদেশী আকাশ দেখে ঘুম থেকে উঠি। আগামীকাল থেকে আমার সবসময় সর্বোচ্চ চেষ্টা থাকবে যে শিক্ষা আমার দেশের শিক্ষকরা আমায় দিয়েছেন, যতোবার সুযোগ পাই সেগুলো যেনো অনেক গর্ব নিয়ে কাজে লাগাতে পারি 🌿

Course Introductory Session DoneGoing to spend most of my time in this building 🫶
21/09/2023

Course Introductory Session Done

Going to spend most of my time in this building 🫶

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Anika's Era posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share