11/10/2023
গাজা একটা অবরুদ্ধ শহর। ফিলিস্তিনের কথা চিন্তা করে আপনার যে ধ্বংসস্তুপের চিত্র মাথায় আসে, সেটা গাজার ছবি। ওদিকে পশ্চিম তীর হলো সেই ফিলিস্তিন, যেখানে আপনি যেতে পারবেন, ওখানে গিয়ে আল আকসার সামনে দাঁড়িয়ে ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দিতে পারবেন, আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কম। যেখানের ফিলিস্তিনীরা ইসরাইলে গিয়ে চাকরি করতে পারে। বিদেশে যেতে পারে। দেশে দেশে এম্বেসি খুলতে পারে। এম্বেসির বিকাশ একাউন্ট খুলে ডোনেশন তুলতে পারে। শুধু যেটা পারেনা সেটা হলো, অস্ত্র রাখতে, সেনাবাহিনী রাখতে। পশ্চিম তীর নামে ফিলিস্তিন, আদতে একটুকরো মুসলিম অধ্যুষিত ইসরাইল। ওখানেও নির্যাতন চলে। কিন্তু ওখানে আমার কোনো আশা নাই। আমার আশা গাজায়। যেখান থেকে রকেট মারে দেখে ইসরাইলীরা মুসলিম মারে। যারা ইহুদী শাসকের অনুমতি না নিয়ে শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে খারেজি হয়ে গেছে, সেই হামাসেই আমার আশা। আমি একটাকাও ফিলিস্তিন এম্বেসিতে দিবোনা। একটাকা দিয়েও ইসরাইলের অনুগত পিএলওকে সাহায্য করবোনা। "হামাস রকেট মারে দেখে ইসরাইল মুসলিম মারে"এই যুক্তি দিয়ে যারা বাঁচতে চায়, তাদের নিয়ে আমার আশা নাই। আমার আশা হামাসে, আমার আশা গাজায়...
—মাহমুদ হিশাম