Star Barta

Star Barta Most Popular Online BD News Portal. https://www.starbarta.com/

08/01/2023

রাশিয়া কি আবারো কিয়েভ দখলের পরিকল্পনা করছে? | BBC Bangla

07/01/2023

নির্বাচনের আগে ইসলামি দল গুলোর কদর বাড়ে কি? ইসলামি দল গুলো ঐক্যবদ্ধ নয় কেন?

07/01/2023

স্মার্ট বাংলাদেশের নামে ভাঁওতাবাজি জনগণ প্রত্যাখান করেছে। ওরা নিজেদের মঞ্চ তৈরি করতেও দূর্নীতি করে বিশ্ব চোরের খাতায় নাম লিখিয়েছে।

05/01/2023

জ্বালানি তেলের দাম, রিজার্ভ সংকট, পদ্মা সেতু, মেট্রোরেল চালু সহ বছরজুড়ে আলোচিত যত খবর

04/01/2023

বিএনপি সাংসদদের পদত্যাগের রাজনৈতিক তাৎপর্য কি? ফারদিনের মৃত্যু নিয়ে ডিবি-রাবের তদন্তে কি প্রতীয়মান হচ্ছে?

04/01/2023

বিএনপি-খালেদা জিয়া ৪০ বছর; এ সম্পর্কের ভবিষ্যৎ কী? |

বাংলাদেশের চাওয়া সাড়ে ৪ বিলিয়ন ডলারের 'বেইল আউট'  নিয়ে আইএমএফ'-এর  সঙ্গে প্রাথমিক আলোচনায় অগ্রগতি হয়েছে। প্রায় নয় দিন ধর...
02/08/2022

বাংলাদেশের চাওয়া সাড়ে ৪ বিলিয়ন ডলারের 'বেইল আউট' নিয়ে আইএমএফ'-এর সঙ্গে প্রাথমিক আলোচনায় অগ্রগতি হয়েছে। প্রায় নয় দিন ধরে আলোচনার পর এই অগ্রগতির ফলে এখন দ্বিতীয় প্রতিনিধি দল ঢাকা আসবে। ইতিমধ্যেই আই এম এফ-এর শর্তগুলো সম্পর্কে কিছু ধারণা পাওয়া যাচ্ছে। সেখানে যা বলা হচ্ছে সেগুলো নতুন কিছু নয় এই অর্থে যে এগুলো নিয়ে দেশের ভেতরে গত কয়েক বছর ধরেই বলা হচ্ছিলো। যারা বলছিলেন তাঁদের কথা সরকার শোনেন নি, সরকার সমর্থকরা এই বক্তব্যগুলোকে 'দেশ বিরোধী' 'উন্নয়ন বিরোধী', এমন কি 'রাষ্ট্র বিরোধী' বলেও অভিহিত করেছেন। দুর্ভাগ্যজনক যে, যাদের এই প্রশ্নগুলো করা দরকার ছিল সেই অর্থনীতিবিদদের এক বড় অংশ এই প্রশ্নগুলো এড়িয়ে গেছেন।

আই এম এফের প্রাথমিক শর্তগুলোর মোদ্দা কথা হচ্ছে দুর্নীতি, বেহিসেবি ব্যয় এবং অবাধ লুন্ঠনের যে মহোৎসব চলেছে তা বন্ধ করতে হবে। ঠিক এই ভাষায় আইএমএফ বলতে পারেনা, তাঁদের সেই এখতিয়ার নেই; ফলে তাঁদের ভাষায় এখন হিসেব চাওয়া হয়েছে জ্বালানী খাতে দেয়া ভর্তুকি কোথায় কীভাবে ব্যয় হয়েছে, কোভিড মোকাবেলায় প্রণোদনার নামে যে টাকা দেয়া হয়েছে তার হিসেব কোথায়, আর মেগা প্রকল্পে 'অতি-মুল্যায়ন' - সহজ ভাষায় অতিরিক্ত ব্যয় - কেনো হয়েছে। এগুলোতে স্বচ্ছতার কথাও বলা হয়েছে। এই সব শর্ত আলোচনার প্রথম ধাপেই এসেছে, সামনে আর কী কী তাতে যুক্ত হবে আমরা তা জানিনা।

শর্তগুলোর যৌক্তিকতা আছে কীনা সেটা বিবেচনা করুন। আইএম এফ-এর কাছে অর্থ নেয়ার প্রয়োজন দেখা দিচ্ছে কেনো সেটা ভাবুন। আর এটাও মনে রাখুন সরকার কেবল যে আইএমএফ আর বিশ্বব্যাংকের কাছেই টাকা চেয়েছে তা নয়, ইতিমধ্যেই বিভিন্ন উন্নয়ন অংশীদারদের কাছেও বাংলাদেশ অর্থ চেয়েছে। তার পরিমাণ তিন বিলিয়ন ডলারের বেশি। গত বছরগুলোতেও বাংলাদেশ এই ধরণের ঋণ নিয়েছে। অথচ বলা হয়েছে উন্নয়নের রেলগাড়ী বুলেট গতিতে এগুচ্ছে।

একটি অস্বচ্ছ ব্যবস্থার মধ্য দিয়ে এই সব ঋণ নেয়া হচ্ছে। এর জবাবদিহিতার ব্যবস্থা নেই। এমন কি সাজানো সংসদে এই নিয়ে কোনও ধরণের আলোচনা পর্যন্ত হচ্ছেনা। এইসব হচ্ছে এমন এক সময়ে যখন আমরা জানি যে ইতিমধ্যে যে ঋণ আছে সেগুলোর কারনে আগামী তিন বছরের মধ্যে ঋণ পরিশোধের পরিমাণ দ্বিগুন হবে। এই সব অর্থ ফেরত দেয়ার দায় জনগণের। আগামীতে প্রতিটি পয়সা হিসেব করে ফেরত দিতে হবে। কিন্ত এই নিয়ে তাঁদের জানানোর পর্যন্ত কোনও ব্যবস্থা নেই। সংকটের মাত্রাটা বোঝা দরকার, সামনে কী ধরণের পরিস্থিতির সূচনা হতে পারে সেই বিষয়ে ভাবা দরকার।

-লেখাঃ আলী রিয়াজ

10/06/2022

মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে ঢাকা সহ সারাদেশে মুসল্লিদের জোড়ালো প্রতিবাদ, ভারতের পন্য বর্জনের ডাক।

26/05/2022

ছাত্রলীগ গত কয়েকদিনে ঢাবিতে ইতিহাসের জঘন্য ঘটনা ঘটিয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে- ভিপি নুর

‘শ্রমিকদের পাওনা পরিশোধঃ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার” শিরোনামে প্রকাশিত খবরে প্রফেসর ইউনূস সম্বন্ধে দেয়া সংবাদে...
24/05/2022

‘শ্রমিকদের পাওনা পরিশোধঃ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা প্রত্যাহার” শিরোনামে প্রকাশিত খবরে প্রফেসর ইউনূস সম্বন্ধে দেয়া সংবাদের তীব্র প্রতিবাদ
গ্রামীণ টেলিকমের বক্তব্যঃ
বিগত ২৩শে মে কয়েকটি পত্র পত্রিকায় এবং টেলিভিশনের প্রতিবেদনে ভুলভাবে জানানো হয়েছে যে, “গ্রামীণ টেলিকম অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান” । এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
গ্রামীণ টেলিকম কোম্পানী আইনের ২৮ ধারায় সৃষ্ট একটি নট ফর প্রফিট কোম্পানী। এই আইনে সৃষ্ট প্রতিষ্ঠানে কোন মালিক থাকে না। যেহেতু শেয়ারহোল্ডার থাকে না সেজন্য এর মুনাফাও বন্টনযোগ্য নয়। প্রফেসর ইউনূস এধরণের প্রতিষ্ঠানের মালিক হবার কোন সুযোগ নেই। গ্রামীণ টেলিকমের যাতে কেউ কোনদিন মালিক হতে না পারে সেজন্য তিনি এই কোম্পানীকে কোম্পানী আইনের ২৮ ধারায় প্রতিষ্ঠা করেছেন। এই কোম্পানী ও অন্যান্য কোন কোম্পানী থেকে তিনি কোন বেতনও নেন না।
প্রফেসর ইউনূস এপর্যন্ত বহুবার বলেছেন যে তিনি বাংলাদেশে কিংবা পৃথিবীর অন্য কোন দেশের কোন কোম্পানীতে তাঁর এক বা একাধিক শেয়ার বা মালিকানা নেই। অতএব খবরে গ্রামীণ টেলিকমকে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান বলাতে সত্যের বড় রকম বরখেলাপ হয়েছে এবং মানুষের মনে ভুল ধারণার জন্ম দিয়েছে। তাঁর সহকর্মী হিসাবে এই মিথ্যা সংবাদ আমাদেরকে বিশেষভাবে আঘাত দিয়েছে। বিষয়টি স্পষ্টিকরণের জন্য আমাদের প্রতিবাদটি আপনার সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ হামলায় ছাত্রদলের কমপক্ষে ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।মঙ্গলবা...
24/05/2022

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ হামলায় ছাত্রদলের কমপক্ষে ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার, মে ২৪, ২০২২, সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোঃ ইয়াহিয়া, সাবেক সহ সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক এজাজুল কবির রুয়েল, সজীব মজুমদার, শরীফুল ইসলাম শরীফ, জহুরুল হক হলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আহবায়ক সদস্য মানসুরা আলম সহ ৩০ জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

ঢাবি শাখার সদস্য সচিব আমান উল্লাহ আমান বলেন, আমরা প্রতিদিনের মত স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাসের দিকে যাছিলাম। ক্যাম্পাসের অবস্থা আপনারা জানেন। গতকাল তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হামলা করার কথা বলে। তারই অংশ হিসেবে আমাদের ওপর অতর্কিতে হামলা করে। আমাদের নেতাকর্মীরা মেডিক্যালের এমারজেন্সিতে আছে। আমরা মনে করি, আমাদের শিক্ষার্থীবান্ধব কর্মসূচিতে তারা ক্ষুব্ধ হয়ে এই হামলা করেছে। তাদের হাতে লাঠি-সোটা, হকিস্টিক সহ সব ধরনের দেশীয় অস্ত্র ছিল, আপনারা সেগুলো দেখেছেন।

16/05/2022

█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
**আলোচিত রেলের টিটিই শফিকুল ইসলাম তদন্তে নির্দোষ প্রমাণিত: কর্তৃপক্ষ

নিউমার্কেট এলাকা চাঁদাবাজের হাট!নিউমার্কেট এলাকায় শুধু ফুটপাত ও রাস্তায় পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসছেন প্রায় ৭ হাজার হকা...
27/04/2022

নিউমার্কেট এলাকা চাঁদাবাজের হাট!
নিউমার্কেট এলাকায় শুধু ফুটপাত ও রাস্তায় পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে বসছেন প্রায় ৭ হাজার হকার। এদের কাছ থেকে দিনে চাঁদা তোলা হচ্ছে অন্তত ৫০ লাখ টাকা। ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ঢাকা কলেজ ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী এ চাঁদাবাজিতে জড়িত।
প্রতিদিন চাঁদা তুলতে ২০ জন লাইনম্যানের তত্ত্বাবধানে পালা করে দায়িত্ব পালন করছেন অন্তত ১০০ জন পেশাদার চাঁদাবাজ। এদের নিয়ন্ত্রণ করেন ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন ইবু।
Source: https://www.jugantor.com/todays-paper/first-page/545722/

গতকাল টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ থেকে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে...
27/04/2022

গতকাল টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ থেকে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে।

এই মহতি কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছে ‘বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ’ টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলার নেতাকর্মীরা।ইফতার সামগ্রী বিতরণে আর্থিক সহযোগিতা করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ও বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ।
https://www.starbarta.com/archives/5509/

গতকাল টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ থেকে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার....

অনুসন্ধানী সাংবাদিকদের জন্য এবং যারা অনুসন্ধানী সাংবাদিক হতে চান তাদের জন্য একটা চমৎকার রিসোর্স: টোটেম প্রজেক্ট। এটা একট...
23/04/2022

অনুসন্ধানী সাংবাদিকদের জন্য এবং যারা অনুসন্ধানী সাংবাদিক হতে চান তাদের জন্য একটা চমৎকার রিসোর্স: টোটেম প্রজেক্ট। এটা একটা ই-লার্নিং প্ল্যাটফর্ম। ডিজিট্যাল সিকিউরিটি, ফিল্ড রিসার্চ, ডেস্ক রিসার্চ নিয়ে অনেকগুলো *ফ্রি* অনলাইন কোর্স আছে। একটিভিস্টদেরও কাজে লাগবে। আগ্রহীরা দেখতে পারেন।

https://totem-project.org/

Digital Security training for activists and journalists

 #কুরিয়ারকর্মী_নাহিদের_হত্যাকারীদের_পরিচয়_চাইঃনাহিদকে টোটাল ৩ জন মিলে খুন করে। ১ম জনঃ শার্ট পরিহিত হেলমেট মাথায় যে রাম দ...
22/04/2022

#কুরিয়ারকর্মী_নাহিদের_হত্যাকারীদের_পরিচয়_চাইঃ

নাহিদকে টোটাল ৩ জন মিলে খুন করে।

১ম জনঃ শার্ট পরিহিত হেলমেট মাথায় যে রাম দা দিয়ে নাহিদকে কোপায়।

২য় জনঃ টি শার্ট পরিহিত নাহিদকে রোড/রামদা জাতীয় কিছু দিয়ে পিটায়/কোপায়।

৩য় জনঃ টি শার্ট ও হেলমেট পরিহিত নাহিদকে কোপায়।

**কুরিয়ারকর্মী নাহিদ হত্যাকান্ডের ছবিগুলো ঘটনার দিনের ভিডিও থেকে স্ক্রিনশট নেয়া হয়েছে।**

বিঃদ্রঃ হত্যাকারীদের নাম পরিচয় যারা জানেন তারা ইনবক্সে জানাতে পারেন সেক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

22/04/2022

ঢাকা কলেজ ও নিউমার্কেটের ঘটনায় নাহিদ হত্যায় সরাসরি জড়িত ৩ জন। ৩ জনের মধ্যে ১জন হেলমেট বিহীন ছিল যার হাই কোয়লিটি ছবি ও ভিডিও আমাদের কাছে চলে আসছে। এ বিষয়ে বিস্তারিত আসছে অতিশীঘ্রই।

21/04/2022

সর্বশেষ:
চাঁদপুরে প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জমি অধিগ্রহণে জালিয়াতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

আমি রোজাদার, প্লিজ তোমাদের পায়ে পড়ি, আমাকে ইফতার পর্যন্ত প্রাণ ভিক্ষা দাও। মারতে চাইলে ইফতারের পর মারিও।'😢😢— এমন আকুতি জ...
08/04/2022

আমি রোজাদার, প্লিজ তোমাদের পায়ে পড়ি, আমাকে ইফতার পর্যন্ত প্রাণ ভিক্ষা দাও। মারতে চাইলে ইফতারের পর মারিও।'😢😢

— এমন আকুতি জানিয়েও শেষ রক্ষা হলো না যুবক মোরশেদ আলী ওরফে বলী মোরশেদের (৩৮)। ইফতার কেনার সময় জনসম্মুখে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

**হামলার মূল নির্দেশদাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা আলাল**।

-বৃহস্পতিবার রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন মোরশেদ মারা যান। তিনি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাইজপাড়ার মৃত মাওলানা ওমর আলীর ছেলে। তিনি এলাকায় ‘অন্যায়ের প্রতিবাদকারী’ হিসেবে পরিচিত ছিলেন।

নিহতের ভাই জয়নাল আবেদীন ও আইনজীবী জাহেদ আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ভাই মোরশেদ ইফতারসামগ্রী কিনতে চেরাংঘর বাজারে যান। সেখানে মাহমুদুল হক, জয়নাল, কলিম উল্লাহসহ তাদের গোষ্ঠীর ১৫-২০ জন লোক লোহার রড, ছুরি ও লাঠি নিয়ে এরশাদ আলীর ওপর হামলা চালায়। আকস্মিক হামলা ও রোজায় ক্লান্ত মোরশেদ হতবিহ্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় মোরশেদ হামলাকারীদের বলছিলেন— সারাদিনের রোজায় বেশি ক্লান্ত, মারতে চাইলে ইফতারের পর মারিও।

জয়নাল ও জাহেদ আরও জানান, এর পরও তারা মোরশেদকে মাটিতে ফেলে মারধর ও কুপিয়ে হামলাকারীরা চলে যান। স্থানীয়রা মুমূর্ষু মোরশেদকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হলে আইসিইউতে স্থানান্তর করার পর সেখানকার চিকিৎসকরা রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, সরকারি একটি সেচ প্রকল্প দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে পরিচালনা করে আসছিল মোরশেদের পরিবার। সেই সেচ প্রকল্পের পানির স্কিম নিয়ে হামলাকারীদের সঙ্গে বেশ কিছু দিন ধরে মোরশেদ আলীর বিরোধ চলছিল। হামলাকারীরা চাষিদের ভোটে নির্বাচিত স্কিম পরিচালনাকারীদের পানির পাম্পের পাশে জোরপূর্বক নিজেদের পাম্প বসানো বা চলমান প্রকল্প দখল করতে চেয়েছিল। কিন্তু মোরশেদ তাতে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বিবাদ চলে আসছিল।
কিছু দিনের মধ্যে ওই সেচ প্রকল্প নতুন করে ইজারা হওয়ার কথা রয়েছে। ইজারা পাওয়ার জন্য মোরশেদের পরিবার আবারও আবেদন করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ। সেই থেকে তাকে হত্যার জন্য পরিকল্পনা করে আসছিল ওই চক্রটি।

নিহতের স্বজনদের অভিযোগ, মাহমুদুল হক মেম্বার, জয়নাল আবেদিন হাজারি, কলিম উল্লাহ, আবদুল মালেকসহ হামলার মূল নির্দেশদাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা আলাল।
তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সিরাজুল মোস্তফা আলাল, আবদুল মালেকসহ অন্যান্যরা পলাতক থাকায় অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গিয়াস বলেন, খবর পেয়ে সদর হাসপাতাল ও ঘটনাস্থলে যায় পুলিশের পৃথক টিম। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে। ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের ছাড় দেওয়া হবে না।

মালয়েশিয়ায় পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে হাইকমিশনের কর্মচারীদের মারধরের শিকার হয়েছেন সবুজ (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশ...
22/03/2022

মালয়েশিয়ায় পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে হাইকমিশনের কর্মচারীদের মারধরের শিকার হয়েছেন সবুজ (৩৮) নামে এক প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালয়েশিয়া শাখা অতিদ্রুত এই ঘটনার তদন্ত ও ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলের প্রত্যাহার দাবী জানিয়েছে।
https://www.starbarta.com/archives/5490/

মালয়েশিয়ায় পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে হাইকমিশনের কর্মচারীদের মারধরের শিকার হয়েছেন সবুজ (৩৮) নামে এক প্রবাস.....

ড. মারুফ মল্লিক: ৫০ বছর পেরুনো ব্র্যাক কি এখনো উন্নয়ন সংস্থার চরিত্র ধরে রেখেছে। কাগজে কলমে হয়তবা। কিন্তু কর্মকাণ্ডের ...
21/03/2022

ড. মারুফ মল্লিক: ৫০ বছর পেরুনো ব্র্যাক কি এখনো উন্নয়ন সংস্থার চরিত্র ধরে রেখেছে। কাগজে কলমে হয়তবা। কিন্তু কর্মকাণ্ডের দিক দিয়ে ব্র্যাক এখন পুরোদস্তুর এক কর্পোরেট প্রতিষ্ঠান। উন্নয়ন সংস্থা হওয়ার কারণেই ব্র্যাককে সম্ভবত কর্পোরেট কর ও আয়কর দিতে হয় না সরকারকে। ফলে দেখা যাচ্ছে ব্র্যাক দুই দিক দিয়েই মুনাফা অর্জন করছে। অলাভজনক উন্নয়ন সংস্থা হিসাবে বিভিন্ন ভাবে কর মওকুফ পাচ্ছে। আর ব্যবসা করে কর দিতে হচ্ছে না। তবে ব্র্যাক বিভিন্ন বিক্রিত পন্যের উপর ভ্যাট প্রদান করতে পারে। তবে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে ভ্যাটও দেওয়ার কথা না।

https://www.starbarta.com/archives/5486/

ড. মারুফ মল্লিক: ৫০ বছর পেরুনো ব্র্যাক কি এখনো উন্নয়ন সংস্থার চরিত্র ধরে রেখেছে। কাগজে কলমে হয়তবা। কিন্তু কর্মক....

26/02/2022

বশেমুরবিপ্রবিতে শিক্ষার্থী ধর্ষণ ও আন্দোলনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকের মশাল মিছিল।

War is never a solution to any problem. Every war generates a new war because defeated country can never live in peace ....
24/02/2022

War is never a solution to any problem. Every war generates a new war because defeated country can never live in peace .

We want peace in Ukraine.

22/02/2022

২১ শে ফেব্রুয়ারীতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গেলে বিভিন্ন স্থানে গণ অধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠন গুলোর উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের মোমবাতি প্রোজ্জ্বল

Address


Alerts

Be the first to know and let us send you an email when Star Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Star Barta:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Star Barta

For More News Please Visit https://www.starbarta.com/