23/10/2022
সচিনের ব্যাট এককালে দেশের রোড ট্রাফিক কন্ট্রোল করত। আজ অটোতে উঠলাম যখন ৮ বলে ২৮ বাকি, ড্রাইভারের চোখ মোবাইল স্ক্রিনে। বাকি তিনজন প্যাসেঞ্জারের ও তাই। যে যার মোবাইলে বুঁদ। একজন উঠলেন সামনের সিটে।
'দাদা, চারজন হয়ে গেছে, এবার ছাড়ুন...'
'বিরাট খেলছে। ম্যাচটা জিতব। তারপর স্টার্ট দেব গাড়ি...'
এটাকে বলে জেনারেশনাল। এক জেনারেশনে একজনই। বা অনেক জেনারেশন পর একজন। সবাই কালজয়ী নন। সবাই সচিন-বিরাট নন। একশো কোটির দেশে ট্রাফিক স্তব্ধ করে দিতে সবাই পারেন না...