Asif's Academy

  • Home
  • Asif's Academy

Asif's Academy There are no shortcuts to success
(1)

24/09/2023
বাংলা সাহিত্যের প্রাচীন যুগ
24/09/2023

বাংলা সাহিত্যের প্রাচীন যুগ

বাংলা সাহিত্যের যুগ বিভাগ
24/09/2023

বাংলা সাহিত্যের যুগ বিভাগ

বাংলা ভাষার উৎপত্তি
23/09/2023

বাংলা ভাষার উৎপত্তি

 ⬛⬛ বর্তমান সদস্য– ৫টি।→ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।🟩🟩 নতুন সদস্য– ৬টি।→ আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, স...
26/08/2023



⬛⬛ বর্তমান সদস্য– ৫টি।
→ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।

🟩🟩 নতুন সদস্য– ৬টি।
→ আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরান।

#টেকনিকঃ ''Argentine MESSI''।
১) Argentinar = আর্জেন্টিনা (দ: আমেরিকার),
২) M = মিশর (আফ্রিকা),
৩) E = ইথিওপিয়া (আফ্রিকা),
৪) S = সৌদি আরব (এশিয়া),
৫) S = সংযুক্ত আরব আমিরাত (এশিয়া),
৬) I = ইরান (এশিয়া)।

🔴🔴 ''BRICS এখন Argentine MESSI এর'' 😁😁

18/08/2023

Democracy - গনতন্ত্র
Democratic - গনতান্ত্রিক
Autocracy -একনায়ক তন্ত্র/স্বৈরতন্ত্র ( Dictatorship)
Autocratic - স্বৈরতান্ত্রিক

18/08/2023

সনেটের জনক - পেত্রাক
বাংলা সনেটের জনক- মাইকেল মধুসূদন দত্ত

17/08/2023

Ladder - মই
Stair - সিঁড়ি
Escalator - চলন্ত সিঁড়ি
Elevator - লিফট
Elevate -উপরে তোলা

17/08/2023

টার্গেট প্রতিদিন একটা ইংলিশ ওয়ার্ড শেখা এবং তা দিয়ে সেন্টেন্স মেইক করা।

Day-01

Structure : be verb ( am/is/are/was/were) + supposed to

কারো কোনো কিছু করা অর্থে এই স্ট্রাকচার বসে

যেমন:

আমার আজ ঢাকা যাওয়ার কথা - I am supposed to go to Dhaka today

আমার আজ ঢাকার যাওয়ার কথা না - I am not supposed to go to Dhaka today

তুমি আমার জন্য অপেক্ষা করার কথা - You are supposed to wait for me

তুমি আমার জন্য অপেক্ষা করার কথা না - You are not supposed to wait for me

তাদের ঐ কাজটি করার কথা - They are supposed to do that work

তাদের ঐ কাজটি করার কথা না - They are not supposed to do that work.

এইভাবে আপনারা চাইলে আরো অনেক সেন্টেন্স মেইক করতে পারেন

মো: আসিফ হায়দার
বিএসসি ইন টেক্সটাইল ইন্জিনিয়ারিং
শেখ কামাল টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে, ঝিনাইদহ।

সর্বকালের শ্রেষ্ঠ গণিতবিদ...
16/08/2023

সর্বকালের শ্রেষ্ঠ গণিতবিদ...

16/08/2023

আসসালামু আলাইকুম
প্রিয় ২৩ ব্যাচের শিক্ষার্থী, ইনশাআল্লাহ আগামীকাল (১৭/০৮/২০২৩) থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের এইচ এস সি এক্সাম। এই এক্সাম কে কেন্দ্র করে একেক জনের একেক রকম স্বপ্ন,যেমন কেও হতে চায় ডাক্তার, কেওবা ইঞ্জিনিয়ার আবার কিওবা উকিল। তো সবার স্বপ্ন-ই ইনশাআল্লাহ পূরণ হবে কিন্তু তার আগে তোমাদের তো এইচ এস সি এক্সাম টা ভালো ভাবে পাশ করতে হবে।

অনেকে এক্সাম হলে গিয়ে তাড়াহুড়ো করে, মনে রাখবা তাড়াহুড়ো করলে নিজদেরি লস। তাড়াহুড়ো করতে গিয়ে যদি রোল নম্বর বা রেজিষ্ট্রেশন নম্বর বা এমসিকিউর সেট কোড ভূল লিখো তাইলে যতোই ভালো এক্সাম দাও দিন শেষে ফলাফল শুন্য। মনে রাখবা তোমার তাড়াহুড়োর কারনে তোমারি লস হবে আর কারো না। সো, এক্সাম হলে ও এম আর শীট পাওয়ার পর ৩ টা কাজ খুব ভালো ভাবে দেখে শুনে করবা-
১. রোল নম্বর
২.রেজিষ্ট্রেশন নম্বর
৩.এমসিকিউর সেট কোড
এইগুলা দেখেশুনে ফিলাপ করবা

প্রিয় ২৩ ব্যাচের শিক্ষার্থী তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো।
২৩ ব্যাচ এগিয়ে যাক দূর্বার গতিতে

মো:আসিফ হায়দার
বিএসসি ইন টেক্সটাইল ইন্জিনিয়ারিং
শেখ কামাল টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে, ঝিনাইদহ

প্রতিযোগিতামূলক পরিক্ষার প্রস্তুতি শুরু হোক এখান থেকেই....
15/08/2023

প্রতিযোগিতামূলক পরিক্ষার প্রস্তুতি শুরু হোক এখান থেকেই....

11/03/2023

Self দিয়ে কিছু শব্দ
Self-service – স্ব-সেবা
Self-promotion – স্ব-প্রচার
Self-esteem – আত্মসম্মান
Self-employed – স্ব-নির্ভর
Self-educated – স্বশিক্ষিত
Self-sufficient – স্বয়ংসম্পূর্ণ
Self-confidence – আত্ম-বিশ্বাস
Self-conscious – আত্ম-সচেতনতা
Self-criticism – আত্ম-সমালোচনা
Self-control – আত্মসংযম
Self-denial – আত্মবিসর্জন
Self-defense – স্ব-প্রতিরক্ষা
Self-portrait – আত্মপ্রকৃতি
Self-centered – আত্মসর্বস্ব
Self-evident – স্বত:সিদ্ধ/স্বত:প্রমাণ
Self-destruction – স্ব-ধ্বংস

মহাদেশ পরিচিতি
22/01/2023

মহাদেশ পরিচিতি

গণিতের প্রাথমিক আলোচনা।
20/01/2023

গণিতের প্রাথমিক আলোচনা।

great initiative
17/01/2023

great initiative

25/10/2022

✪ Believe in yourself - নিজের ওপর বিশ্বাস রাখ
✪ Nothing is impossible – কোন কিছুই অসম্ভব নয়।
✪ Don’t get nervous - ঘাবড়াবে না
✪ Stay strong - শক্ত হও
✪ I’m behind you absolutely - আমি তোমার পেছনে সম্পূর্ণভাবে আছি
✪ Rest assured - নিশ্চিন্তে থাকুন
✪ Don’t hesitate - সংকোচ করবে না
✪ Do your best - সাধ্যমতো চেষ্টা করো
✪ Don’t worry - চিন্তা করো না
✪ It doesn’t matter - এটা কোন ব্যাপার না
✪ That’s a real improvement - এটা বাস্তবে উন্নতি হচ্ছে

🤘পড়া শেষে done লিখতে ভুলবেন না ©️

23/10/2022

বিশ্বের প্রাচীন সভ্যতা | Ancient Civilizations of the World

💥 মানব বিবর্তনের যুগ
প্রাগৈতিহাসিক যুগকে ধরা হয় প্রায় ২.৫ মিলিয়ন বছর আগে থেকে খ্রিস্টপূর্ব ২৫০০। এই সময়কালকে ৩টি প্রধান যুগে ভাগ করা হয়-
1️⃣ প্রস্তর যুগ
2️⃣ ব্রোঞ্জ যুগ
3️⃣ লৌহ যুগ
4️⃣ সিন্ধু সভ্যতা

✅ সিন্ধু সভ্যতা
▪️হরপ্পা ও মহেঞ্জোদারো অন্তর্গত – সিন্ধু সভ্যতার।
সিন্ধি ভাষায় ‘মহেঞ্জোদারো’ শব্দের অর্থ মৃতের ঢিবি।
সিন্ধু সভ্যতা ছিল একটি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা (৩৩০০ – ১৩০০ খ্রিস্টপূর্বাব্দ; পূর্ণবর্ধিত কাল ২৬০০ – ১৯০০ খ্রিস্টপূর্বাব্দ)।
▪️হরপ্পা ছিল এই সভ্যতার প্রথম আবিষ্কৃত শহরগুলির অন্যতম।

✅ মেসোপটেমিয় সভ্যতা
▪️বর্তমান ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল।
▪️মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে সবচেয়ে প্রাচীন হলো সুমেরীয় সভ্যতা।
▪️সুমেরীয়রা কিউনিফর্ম নামে একটি নতুন লিপির উদ্ভাবন করেন। কিউনিফর্মকে বলা হয় অক্ষরভিত্তিক বর্ণমালা।
▪️জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা মেসোপটেমিয় সভ্যতার অবদান।

✅ব্যাবিলনীয় সভ্যতা
▪️মধ্য-দক্ষিণ মেসোপটেমিয়া (বর্তমান ইরাক,সিরিয়া) অঞ্চলে খ্রিস্টপূর্ব ১৮৯৪ সালে আক্কাডিয়ান ভাষাভাষি একটি সাংস্কৃতিক অঞ্চল হিসেবে গড়ে উঠেছিল।
▪️ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি ছিলেন বিখ্যাত আমেরাইট নেতা হাম্বুরাবি।
▪️হাম্বুরাবি লিখিত আইন প্রণয়ন করেন যা ‘হাম্বুরাবি কোড’ হিসেবে পরিচিত।
▪️আবিষ্কৃত মোট ১২টি পাথরের টুকরোয় খোদাই করে লেখা ২৮২টি আইন।
▪️বর্তমানে এই আইন সংকলনগুলো ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে।

✅ অ্যাসেরীয় সভ্যতা
▪️অ্যাসেরীয় ছিল প্রাচীন নিকট প্রাচ্যের একটি প্রধান সেমিটিক রাজত্ব বা সাম্রাজ্য।
▪️বৃত্তকে ৩৬০ ডিগ্রিতে প্রথম ভাগ করে অ্যাসেরীয়রা।
পৃথিবীকে প্রথমে তারাই অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেছিল।

✅ ক্যালেডীয় সভ্যতা
▪️ব্যাবিলন শহর ঘিরে গড়ে ওঠায় ক্যালডীয় সভ্যতাকে ‘নতুন ব্যাবিলনীয় সভ্যতা’ও বলা হয়।
ক্যালেডীয় সভ্যতার স্থপতি সম্রাট নেবুচাদনেজার।
▪️নেবুচাদনেজার তার সম্রাজ্ঞীর জন্য মনোরম উদ্যান নির্মাণ করেন যা ব্যাবিলনের শূন্য উদ্যান নামে পরিচিত। এটি প্রাচীন সপ্তাশ্চর্যের একটি।
▪️ক্যালেডীয়রা সর্বপ্রথম সপ্তাহকে ৭ দিনে বিভক্ত করে।
▪️প্রতিদিনকে ১২ জোড়া ঘণ্টায় ভাগ করার পদ্ধতিও ক্যালেডীয়রা আবিষ্কার করে।
▪️ক্যালেডীয়রা ১২টি নক্ষত্রপুঞ্জের সন্ধান পায়। এর থেকেই ১২টি রাশিচক্রের সৃষ্টি হয়।

✅ মিশরীয় সভ্যতা
▪️বুক অফ ডেথ মিশরীয় সভ্যতার সাহিত্যের আদিতম নিদর্শন।
▪️মিশরীয় সভ্যতার লিখনপদ্ধতির নাম হায়রোগ্লিফিক।
৪২০০ খ্রিস্টপূর্বাব্দতে তারা প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে। অর্থাৎ, তারা ১২ মাসে ১ বছর, ৩০ দিনে ১ মাস এই জাতীয় গণনারীতি চালু করে। ৩৬৫ দিনের হিসাবও তারাই প্রথম ব্যবহার করে।

✅ ফিনিশীয় সভ্যতা
▪️ফিনিশীয়রা পরিচিত শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে।
▪️বর্ণমালার উদ্ভাবন করেন ফিনিশীয়রা।
ফিনিশীয়রা ২২টি ব্যঞ্জনবর্ণ উদ্ভাবন করেছিল। এখান থেকে আধুনিক বর্ণমালার সূচনা হয়।

✅ গ্রিক সভ্যতা
▪️সক্রেটিস > প্লেটো >অ্যারিস্টোটল > আলেকজান্ডার।
অলিম্পিক খেলার জন্ম প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নামক স্থানে।
▪️ইতিহাস রচনার সূত্রপাত করেছিল গ্রিকরা।
▪️ইতিহাসের জনক গ্রিক দার্শনিক হিরোডোটাস।
▪️গ্রিকদের ১২জন দেবদেবী ছিল। দেবতাদের রাজা ছিলেন জিউস। অ্যাপোলো ছিলেন সূর্যের দেবতা, পোসিডন ছিলেন সাগরের দেবতা, এথেনা ছিলেন জ্ঞানের দেবী।

✅ রোমান সভ্যতা
▪️রোম নগরীর উদ্ভব ৭৫৩ খ্রিস্টপূর্বে। টাইবার নদীর তীরে অবস্থিত রোম শহর। রোম সাম্রাজ্যের পতন ঘটে – ৪৭৬ খ্রিস্টাব্দে।
▪️রোম নগরীকে “Roma Aeterna” (শাশ্বত শহর) এবং “Caput Mundi” (বিশ্বের রাজধানী) হিসেবে গণ্য করা হয়, প্রাচীন রোমান সংস্কৃতি দুইটি কেন্দ্রীয় ধারণা।
▪️সম্রাট কন্সটান্টাইন এর আমলে রোমান সাম্রাজ্য একটি খ্রিস্টধর্মীয় সাম্রাজ্যে পরিণত হয়।

✅চৈনিক সভ্যতা
▪️চৈনিক সভ্যতা তাম্রযুগের অন্তর্গত।
▪️চৈনিক ইতিহাসে প্রভাবশালী দার্শনিক ছিলেন কনফুসিয়াস।
▪️সান জু একজন চৈনিক সমরনায়ক। তার রচিত প্রাচীন যুদ্ধবিদ্যার বই “আর্ট অব ওয়ার” বা “রণকৌশল”।
▪️এরাই সর্বপ্রথম – আগ্নেয়াস্ত্র, গান পাউডার ও কাগজ আবিষ্কার করে।

✅পারস্য সভ্যতা
▪️বর্তমান ইরান, ইরাক, সিরিয়া, তুরস্কে প্রভৃতি অঞ্চলে গড়ে উঠেছিল পারস্য সাম্রাজ্য।
▪️প্রাচীন পারস্য সভ্যতায় স্থাপত্যকলায় পাথরের অন্যন্য স্থাপত্যশৈলী লক্ষ্য করা যায়। সোনা, রুপার ব্যবহার লক্ষ্য করা যায় এই সভ্যতার মধ্যে। হাতে বোনা কম্বল প্রাচীন পারস্যের অন্যতম একটি আকর্ষণীয় নিদর্শন ছিল।
▪️পারস্য সাম্রাজ্যের বিখ্যাত শহর – পার্সিপোলিস, টেসিফন, ইস্পাহান।

✅ ইনকা সভ্যতা
▪️দক্ষিণ আমেরিকার পেরু, ইকুয়েডর, বলিভিয়া ও চিলিতে অবস্থিত।
▪️প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্য মাচু পিচু(পেরু) ইনকা সাম্রাজ্যের একটি নিদর্শন।

✅অ্যাজটেক সভ্যতা
▪️মধ্য আমেরিকার মেক্সিকো, বেলিজ, গুয়াতেমালা ও হন্ডুরাসে গড়ে ওঠে।

✅ মায়া সভ্যতা
▪️মায়া সভ্যতার অবস্থানও মধ্য আমেরিকায় অবস্থিত। বর্তমানের গুয়েতেমালা, বেলিজ, এল সালভেদর ও হন্ডুরাসের পশ্চিম অঞ্চল এবং মেক্সিকোর কিছু শহর (তাবাসকো ও চিয়াপাস) নিয়ে এই সভ্যতা গড়ে উঠেছিল।
▪️মায়া সভ্যতা স্থাপত্যশৈলী, গণিত, জ্যোতির্বিজ্ঞানে অনেক উন্নতি সাধন করে। তারাও শূন্যের ব্যবহার করেছিল, ৩৬৫ দিনে এক বছরের ক্যালেন্ডারও তারা ব্যবহার করতো। এছাড়াও চকোলেট ও রাবারের আদিরুপের উদ্ভাবনে তাদের উল্লেখযোগ্য অবদান আছে।

18/10/2022

১. “সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।
হউক দূর অকল্যাণ সকল অশোভন”। — চরণ দুইটি কার লেখা?
উত্তর: শেখ ফজলুল করিম

২. যে ভূমিতে ফসল জন্মায় না—
উত্তর: ঊষর

৩. অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
উত্তর: বিপরীত

৪. ‘সোনালী কাবিন’ এর রচয়িতা কে?
উত্তর: আল-মাহমুদ

৫. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
উত্তর: বসন্ত

৬. বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম—
উত্তর: উত্তরাধিকার

৭. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন –
উত্তর: কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ

৮. ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
উত্তর: আলালের ঘরের দুলাল

৯. বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ১৮৭২ সালে

১০. ট্রাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য-
উত্তর: জীবনানুভূতির গভীরতায়

১১. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য –
উত্তর: ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে

১২. সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন-
উত্তর: সিকানদার আবু জাফর

১৩. ‘প্রভাত চিন্তা’, ‘নিভৃত চিন্তা’, ‘নিশীত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা –
উত্তর: কালীপ্রসন্ন ঘোষ

১৪. সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’-এ উক্তিটি কার?
উত্তর: প্রমথ চৌধুরী

১৫. শুদ্ধ বানানটি নির্দেশ করুন –
উত্তর: মুহুর্মুহু

১৬. দ্যুলোক শব্দের যথার্থ সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উত্তর: দিব্ + লোক

১৭. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ –
উত্তর: শৈত্য

১৮. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন –
উত্তর: ইচ্ছাময়

১৯. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
উত্তর: সে গভীর চিন্তায় মগ্ন

২০. Wisdom শব্দের বাংলা অর্থ-
উত্তর: প্রজ্ঞা

18/10/2022

জলবায়ু পরিবর্তন
বাংলাদেশের জলবায়ু পরিবর্তন (Climate Change in Bangladesh)
পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু
পরিবেশকে দুই ভাগে ভাগ করা যায়।
কোনো স্থানের বাতাসের তাপ, উষ্ণতা, চাপ, আর্দ্রতা, মেঘ, বৃষ্টি, জলীয়বাষ্পের পরিমাণ, বায়ু প্রবাহ প্রভৃতির দৈনন্দিন অবস্থাকে ঐ স্থানের আবহাওয়া বলে।
কোন একটি অঞ্চলের ৩০/৪০ বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলা হয়।
আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান- মেটিওরোলজী।
বাতাসে জলীয়বাষ্পের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা বলে।
বায়ু প্রবাহিত হয়— উচ্চ চাপের স্থান থেকে নিম্নচাপের দিকে।
বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়লে বায়ুর চাপ কমে যায়।
ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুচাপ ক্রমশ কমতে থাকে।
বায়ুচাপ মাপা হয় ব্যারোমিটার দ্বারা।
বাংলাদেশের জলবায়ু
বাংলাদেশের জলবায়ু- সমভাবাপন্ন।
বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা- ২৬.০১° সেলসিয়াস।
বাংলাদেশের গড় বৃষ্টিপাত – ২০৩ সেন্টিমিটার।
সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়- সিলেট অঞ্চলে।
বাংলাদেশের উষ্ণতম মাস- এপ্রিল ।
বাংলাদেশের শীতলতম মাস- জানুয়ারি।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর- আগারগাঁও, ঢাকা।
বাংলাদেশে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র- ৪টি (চট্টগ্রাম,ঢাকা, রংপুর ও সিলেট)।
বাংলাদেশে আবহাওয়া স্টেশন— ৪১টি।
বাংলাদেশের জলবায়ুকে তিনটি ঋতুতে ভাগ করা যায়- গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল
বৈশ্বিক উষ্ণতা
বৈশ্বিক উষ্ণতা বলতে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিকে বোঝানো হয়।
বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে।
বৈশ্বিক উষ্ণতার মূল কারণ হচ্ছে- বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া। এটি গ্রিন হাউস ইফেক্ট নামেও পরিচিত।
গ্রিন হাউজ গ্যাস
সুইডিশ রসায়নবিদ আরহেনিয়াস সর্বপ্রথম গ্রিনহাউজ কথাটি ব্যবহার করেন ১৮৯৬ সালে।
প্রকৃতপক্ষে গ্রিন হাউজ হলো এমন একটি কাঁচের তৈরি এবং শীতপ্রধান দেশে ব্যবহৃত এক ধরনের ঘর যার ভেতরে গাছপালা লাগানো হয়।
গ্রিনহাউজ প্রতিক্রিয়া হচ্ছে এমন একটি ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে ভূপৃষ্ঠ হতে বিকিরিত তাপ বায়ুমন্ডলে গ্রিন হাউজ গ্যাস দ্বারা শোষিত হয়ে পুনরায় বায়ুমন্ডলে ফিরে আসে এবং ভূপৃষ্ঠকে উষ্ণ রাখে।
এসিড বৃষ্টি
মূলত সালফার ডাই অক্সাইড এসিড বৃষ্টির প্রধান উপাদান।
ওজোন স্তর
ভূপৃষ্ঠ থেকে ৬৫ মাইল উপরে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন স্তর অবস্থিত।
ওজোন অক্সিজেনের একটি রূপভেদ, এর সংকেত- O3O_3O3​
১৯৭৩ সালে সর্বপ্রথম ওজোন স্তর ধ্বংসের কারণ হিসেবে CFC- কে চিহ্নিত করা হয়।
অতিবেগুনি রশ্মি (UV ray)
এটি এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী।
পরিবেশ বিষয়ক সম্মেলন
মন্ট্রিল প্রটোকল
এই চুক্তিতে স্বাক্ষরিত দেশের সংখ্যা ১৯৭টি।
মন্ট্রিল প্রটোকলের পুরো নাম Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer
কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় জাপানের কিয়োটো শহরে, ১১ ডিসেম্বর, ১৯৯৭ সালে। ২০১২ সালে কাতারের দোহায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে দ্বিতীয় প্রতিশ্রুত মেয়াদ ২০২০ সাল পর্যন্ত করা হয়েছে। ভিয়েনা কনভেনশন জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা এবং সংরক্ষণ বিষয়ক একটি কনভেনশন। ধরিত্রী সম্মেলন (The Earth Conference ) ১৯৯২ সালের ৩-৪ জুন ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়- ‘আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত চুক্তি’ (Convention on Climate Change) এবং ‘প্রাণিজগতের বৈচিত্র্য সংক্রান্ত চুক্তি‘ (Convention on Biological Diversity)। COP- 21 (Conference of Parties)
২০১৭ সালের ২রা জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেন।
২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় প্যারিস চুক্তিতে স্বাক্ষর করেন।
পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক দিবসসমূহ
তারিখ দিবসের নাম তারিখ দিবসের নাম ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস ৩ মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ১৪ মার্চ আন্তর্জাতিক নদী রক্ষা দিবস ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস ২১ মার্চ বিশ্ব বন দিবস ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস ২২ মার্চ বিশ্ব পানি দিবস অক্টোবরের প্রথম সপ্তাহে বিশ্ব প্রতিবেশ দিবস ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবস
পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক দশক সমূহ
দশক উপজীব্য ২০০৫-২০১৫ ‘জীবনের জন্য পানি’ কর্মপরিকল্পনা দশক ২০১০-২০২০ ‘খরা ও মরুকরণের বিরুদ্ধে আন্দোলন’ দশক ২০১১-২০২০ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দশক ২০১৪-২০২৪ ‘সবার জন্য টেকসই জ্বালানি’ দশক ২০১৬-২০২৫ জাতিসংঘ ও পুষ্টি উন্নয়ন দশক ২০১৮-২০২৮ ‘টেকসই উন্নয়নের জন্য পানি’ দশক ২০২১-২০৩০ ‘ইকোসিস্টেম পুনরুদ্ধার’ এর দশক
বাংলাদেশে অবস্থিত পরিবেশ বিষয়ক সংস্থাসমূহ
বাংলাদেশ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ফোর্স
বাংলাদেশ পরিবেশ আন্দোলন
বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (BELA)
বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সংস্থা
পরিবেশ বাঁচাও আন্দোলন
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ
ঘূর্ণিঝড় (Cyclone) সাধারণভাবে ঘূর্ণিঝড়কে সাইক্লোন বা ট্রপিক্যাল সাইক্লোনও বলা হয়ে থাকে। সাইক্লোন সৃষ্টিতে ভূমিকা রাখে—নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রা। নিরক্ষরেখার ০ ডিগ্রি থেকে ৫ ডিগ্রির মধ্যে কোনো ঘূর্ণিঝড় হতে দেখা যায় না। নিরক্ষরেখার ১০ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রির মধ্যে ঘূর্ণিঝড় হতে দেখা যায় ।
বাংলাদেশ ও ভারতীয় অঞ্চলে – সাইক্লোন।
জাপান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে – টাইফুন।
ফিলিপাইনে – বাগুইড বা বোগিও।
অস্ট্রেলিয়ায় – উইলী উইলী।
আমেরিকা ও আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলে – হ্যারিকেন।
সুনামি (Tsunami)
‘সুনামি’ জাপানি শব্দ, এর অর্থ- পোতাশ্রয়ের ঢেউ।
সমুদ্র তলদেশে ভূ-কম্পনের ফলে উপরের জলভাগে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়, একে সুনামি বলে।
সাম্প্রতিককালে ভয়াবহ সুনামি হয় ২০০৪ সালে।
সাধারণত ৭.৫ মাত্রার ভুমিকম্পের সাথে সুনামি সংঘটিত হয়।
বন্য

18/10/2022

বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য
বাংলাদেশের জাতীয় অর্জন (National Achievement of Bangladesh)
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
২০১৮ সালের ১২ মে, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপন করা হয়।
উৎক্ষেপন কেন্দ্র: যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার।
প্রস্তুতকারক প্রতিষ্ঠান: থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি (ফ্রান্স)।
উৎক্ষেপিত রকেট: স্পেসএক্সের “ফ্যালকন ৯”।
স্যাটেলাইটটির ওজন: ৩.৭টন।
স্যাটেলাইটটির মেয়াদ ধরা হয়েছে ১৫ বছর। মোট খরচ হয়েছে ২ হাজার ৭৬৫ কোটি টাকা।
অরবিটাল স্লট কেনা হয়েছে রাশিয়ার ইন্টার স্পুটনিকের কাছ থেকে।
বাংলাদেশের ভূ-কেন্দ্র: গাজীপুর জেলার জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায়।
ভারতের সাথে ছিটমহল বিনিময়
ছিটমহল বিনিময় কার্যকর হয়: ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে।
বাংলাদেশের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের অন্তর্ভুক্ত হলো।
ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হলো।
বাংলাদেশের ভাগে অন্তর্ভুক্তি- ১৭,১৬০ একর জায়গা।
ভারতের ভাগে অন্তর্ভুক্তি – ৭১১০ একর জায়গা।
ইউনেস্কো কর্তৃক ৭ই মার্চের ভাষণের স্বীকৃতি
ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে “ডকুমেন্টারি হেরিটেজ” (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি দেয়।
স্বীকৃতি প্রদানের তারিখ: ৩০ অক্টোবর, ২০১৭।
এই ভাষণটিসহ মোট ৭৭টি গুরুত্বপূর্ণ নথিকে একইসাথে স্বীকৃতি দেওয়া হয়।
“মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে (এমওডব্লিউ)” ৭ মার্চের ভাষণসহ এখন পর্যন্ত ৪২৭টি গুরুত্বপূর্ণ নথি সংগৃহীত হয়েছে।
বাংলাদেশের সমুদ্রজয়
সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে রায় দেয়- International Tribunal for the Law of the Sea (ITLOS)
মিয়ানমারের বিরুদ্ধে রায় প্রদানের তারিখ: ১৪ মার্চ, ২০১২ সাল।
ভারতের সাথে সমুদ্রসীমা নিয়ে PCA (Permanent Court of Arbitration) রায় দেয় ৭ জুলাই, ২০১৪ সালে।
জাতিসংঘের কনভেনশন অনুযায়ী বাংলাদেশের রাজনৈতিক সীমা হচ্ছে ভিত্তি রেখা থেকে ১২ নটিক্যাল মাইল।
পদ্মা সেতু
পদ্মা সেতুর প্রকল্পের নাম- পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
পদ্মা সেতুর দৈর্ঘ্য- ৬.১৫ কিলোমিটার।
সেতুতে রেলপথ সংযুক্তির সিদ্ধান্ত হয়- ২০১১ সালের ১১ জানুয়ারি।
পদ্মা সেতুর কাজ শুরু হয়- ৭ ডিসেম্বর ২০১৪ সালে।
মোট স্প্যান- ৪১টি।
পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয়- ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর।
সর্বশেষ স্প্যান বসানো হয়- ১০ ডিসেম্বর, ২০২০।
পদ্মা সেতুর পিলার সংখ্যা- ৪২টি।
রাজধানী ঢাকার সাথে সংযোগ স্থাপন করবে- দক্ষিণাঞ্চলের ২১টি জেলার।
মেট্রোরেল
প্রকল্পের নাম- Dhaka Mass Rapid Transit Development Project (DMRDP)।
বাস্তবায়নকারী সংস্থা- Dhaka Mass Transit Company Ltd।
একনেকে অনুমোদন- ১৮ ডিসেম্বর, ২০১২।
সরকারের সংশোধিত মেট্রোরেল সম্পর্কিত পরিকল্পনা অনুযায়ী, ঢাকা ও এর আশপাশের এলাকা জুড়ে ১৩১ কিলোমিটার এলাকায় মেট্রোরেল সংযোগ স্থাপিত হবে। এরমধ্যে MRT- 6 প্রকল্পটি নির্মাণাধীন রয়েছে এবং বাকি প্রকল্পগুলো পরিকল্পনাধীন রয়েছে।
বিশ্ব ঐতিহ্যের তালিকায় বাংলাদেশ
ইউনেস্কোর মতে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান
ঐতিহ্য স্থানের নাম স্বীকৃতিকাল সোমপুর বিহার পাহাড়পুর, নওগাঁ ১৯৮৫ সাল ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট ১৯৮৫ সাল সুন্দরবন খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট ১৯৯৭ (৭৯৮ তম)
এভারেস্ট বিজয়ে বাংলাদেশ
প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন মূসা ইব্রাহীম (২৩মে, ২০১০ সালে)।
বাংলাদেশের হয়ে দুই বার এভারেস্টের চূড়ায় আরোহন করেছেন- এম এ মুহিত।
প্রথম বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট জয় করেন- নিশাত মজুমদার (১৯ মে, ২০১২)।
সামরিক ক্ষেত্রে অর্জন
বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত সাবমেরিন দুটির নাম- “বিএনএস জয়যাত্রা” ও “বিএনএস নবযাত্রা”।
সাবমেরিন থাকা দেশের মধ্যে বাংলাদেশ ৪১তম।
দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি চট্টগ্রামে নির্মাণাধীন। এর নাম “বিএনএস শেখ হাসিনা”।
বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিবর্গ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৯৭৪- ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলায় ভাষণ প্রদান করেন।
২০০৪- ২৬ মার্চ বিবিসি বাংলা সার্ভিসের শ্রোতা জরিপে বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় প্রথম স্থানে ঘোষণা করা হয়।
বঙ্গবন্ধু কর্তৃক রচিত গ্রন্থসমূহ
অসমাপ্ত আত্মজীবনী
কারাগারের রোজনামচা
আমার দেখা নয়া চীন
বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গ্রন্থসমূহ
গ্রন্থের নাম লেখক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সিরাজ উদদীন আহমেদ বঙ্গবন্ধুর সহজ পাঠ ড. আতিউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালি কামাল উদ্দিন হোসেন
শেরে বাংলা এ. কে. ফজলুল হক
“বাংলার বাঘ” ও “হক সাহেব” নামে পরিচিত।
১৯৫৪ সাল- পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী।
১৯৪০ সালের ২৩ মার্চ ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
তাঁর সমাধি “তিন নেতার মাজার” নামে পরিচিত।
হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী
১৯২৪ সালে তিনি কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র নির্বাচিত হন।
১৯৫৫-১৯৫৬ সাল পর্যন্ত পাকিস্তান আইনসভায় বিরোধী দলীয় নেতা ছিলেন।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
১৯৪৯ সালে মাওলানা ভাসানী ও সোহরাওয়ার্দী প্রচেষ্টায় আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
১৯৫৭ সালে ঐতিহাসিক কাগমারী সম্মেলনের আহ্বায়ক ।
১৯৭৬ সালের ১৬মে মাওলানা ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক লংমার্চ পরিচালিত হয়।
তাজউদ্দীন আহমদ
তিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী (১০ এপ্রিল, ১৯৭১- ১২ জানুয়ারি, ১৯৭২)
১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাগারে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়।
এই দিনটি “জেলহত্যা দিবস” নামে পরিচিত।
বাংলাদেশের পুরস্কার ও সম্মাননা
স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
বীরশ্রেষ্ঠ ৭ জন বীর উত্তম ৬৮ জন বীর বিক্রম ১৭৫ জন বীর প্রতীক ৪২৬ জন মোট ৬৭৬ জন
২০০১ সালে সার্ক সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়। প্রথম সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কবি শামসুর রাহমান।
সর্বপ্রথম “জগত্তারিণী পদক” লাভ করেন- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৯২১ সালে)।
বাংলা একাডেমি কর্তৃক ১৯৬০ সালে এই পুরস্কার চালু হয়। ১৯৮৫, ১৯৯৭ এব

18/10/2022

বাংলাদেশের সকল দিবস সমূহ জেনে রাখুন।
-
০১। জাতীয় শিক্ষক দিবস- ১৯ জানুয়ারী
০২। জাতীয় পতাকা দিবস - ২ মার্চ
০৩। বিশ্ব নারী দিবস- ৮ মার্চ
০৪। শিশু দিবস- ১৭ মার্চ
০৫। বিশ্ব আবহাওয়া দিবস- ২৩ মার্চ
০৬। স্বাধীনতা দিবস- ২৬ মার্চ
০৭। বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল
০৮। মুজিবনগর দিবস- ১৭ এপ্রিল
০৯। বিশ্ব মেধা সম্পদ দিবস- ২৬ এপ্রিল
১০। মহান মে দিবস- ১ মে
১১। আন্তর্জাতিক শিশু দিবস- ৪ মে
১২। বিশ্ব মা দিবস- ১৩ মে
১৩। বিশ্ব পরিবার দিবস- ১৫ মে
১৪। বিশ্ব টেলিযোগাযোগ দিবস- ১৭ মে
১৫। নিরাপদ মাতৃত্ব দিবস- ২৮ মে
১৬। বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১ মে
১৭। বিশ্ব পরিবেশ দিবস- ৫ জুন
১৮। ছয় দফা দিবস- ৭ জুন
১৯। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- ১২ জুন
২০। পলাশী দিবস- ২৩ জুন
২১। বিশ্ব সংগীত দিবস- ২১ জুন
২২। জন্ম নিবন্ধন দিবস- ৩ জুলাই
২৩। বিশ্ব সমবায় দিবস- ৭ জুলাই
২৪। মুসক দিবস- ১০ জুলাই
২৫। বিশ্ব জন সংখ্যা দিবস- ১১ জুলাই
২৬। ম্যান্ডেলা দিবস- ১৮ জুলাই
২৭। বিশ্ব বাঘ দিবস- ২৯ জুলাই
২৮। হিরোশিমা দিবস- ৬ আগস্ট
২৯। বিশ্ব যুব দিবস- ১২ আগস্ট
৩০। জাতীয় শোক দিবস- ১৫ আগস্ট
৩১। বিশ্ব স্বাক্ষরতা/ নিরক্ষরতা দিবস- ৮ সেপ্টেম্বর
৩২। জাতীয় আয়কর দিবস- ১৫ সেপ্টেম্বর
৩৩। মহান শিক্ষা দিবস- ১৭ সেপ্টেম্বর
৩৪। শিক্ষক দিবস- ৫ অক্টোবর
৩৫। বিশ্ব ডাক দিবস- ৯ অক্টোবর
৩৬। বিশ্ব খাদ্য দিবস- ১৬ অক্টোবর
৩৭। জাতীয় সড়ক নিরাপদ দিবস- ২২ অক্টোবর
৩৮। জেলহত্যা দিবস- ৩ নভেম্বর
৩৯। সংবিধান দিবস- ৪ নভেম্বর
৪০। সশস্ত্রবাহিনী দিবস- ২১ নভেম্বর
৪১। মুক্তিযুদ্ধা দিবস/ বিশ্ব এইডস দিবস- ১ ডিসেম্বর
৪২। রোকেয়া দিবস- ৯ ডিসেম্বর
৪৩। বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর
৪৪। শহীদ বুদ্ধিজীবী দিবস- ১৪ ডিসেম্বর
৪৫। বিজয় দিবস- ১৬ ডিসেম্বর
৪৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারি
৪৭। সুন্দরবন দিবস - ১৪ ফেব্রুয়ারি
৪৮। জাতীয় আয়কর দিবস- ৩০ নভেম্বর
৪৯। মূসক দিবস- ১০ ডিসেম্বর।

collected

18/10/2022

✨ বার বার আসে এমন কিছু প্রশ্ন & উত্তরঃ-
(সংগ্রহে রাখুন, কাজে আসবে ইনশাআল্লাহ) ✨

► সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা : ফ্যাদোমিটার। (২০ তম BCS )
► দিনরাত্রি সর্বত্র সমান : নিরক্ষরেখায়। (২৮ তম BCS)
► ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র : সিসমোগ্রাফ। (২২ তম BCS)
► উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র : ট্যাকোমিটার।(২২ তম BCS)
► বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর : ৫ জুন। (৩০তম বিসিএস)।
► CNG -এর অর্থ : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস। (২৫তম বিসিএস)।
► জোয়ার ভাটার তেজকটাল হয় : অমাবস্যায়। (১৮তম বিসিএস)।
► ফররুখ আহমদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম : সাত সাগরের মাঝি।(২৯ তম BCS)
► ‘অনল প্রবাহ’ রচনা করেন : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।(২৯ তম BCS)
► রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ : একটি উপন্যাস।(২৪ তম BCS)
■ শাবলু শাহাবউদ্দিনের "অনামিকা নামের রহস্য" : একটি উপন্যাস । (১৭তম)
► ‘বত্রিশ সিংহাসন’ এর রচয়িতা : মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। (২৬ তম BCS)
► বাংলা গীতি কবিতায় ভোরের পাখি বলা হয় : বিহারীলাল চক্রবর্তীকে। (১১ তম BCS)
► কোন দেশ শিশুদের ইংরেজি শেখানোর জন্য রোবট শিক্ষক নিযুক্ত করেছে? -দক্ষিণ কোরিয়া।
► যুক্তরাষ্ট্রের কোন স্টেটটি ফ্রান্সের নিকট থেকে ক্রয় করা হয়েছিল?-ফ্লোরিডা।
► কোন দেশ তার প্রাইমারি স্কুলগুলোর কাগজের বইয়ের পরিবর্তে ডিজিটাল বই চালুর পরিকল্পনা করেছে? -জাপান।
► ২০১২ সালে সুইজারল্যান্ডের সাময়িকী ‘গ্লোবাল জার্নাল’ বিশ্বের সেরা এনজিও কোনটি? – উইকিমিডিয়া ফাউন্ডেশন। (বাংলাদেশের ব্রাক ৪র্থ ও আশা ৩২তম)…।
► বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে অনশনরত কবি ও মানবাধিকার নেত্রীর নাম কি? – ইরম শর্মীলা (মণিপুর, ভারত)।
► ‘ফেয়ার ফ্যাক্স’ কি? -গোয়েন্দা সংস্থার নাম।
► সংযুক্ত আরব আমিরাত স্বাধীনতা অর্জন করে কবে? -১৯৭১ সালে।
► লেডি উইথ দি ল্যাম্প হিসেবে কাকে অভিহিত করা হয়? -ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
► বিশ্বের সবচেয়ে উঁচু সেতু কোথায় অবস্থিত? – মেক্সিকোতে।

18/10/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Asif's Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share