15/03/2025
২০২৩ এ কোন একদিন ভাই কল দিয়ে বললো, মিরপুর আসলাম আয় একটা রেস্টুরেন্টে বসি। ততদিনে ভাই টেন্সেন্টের কর্মকর্তা। কাম কাজ নাই ভাই আসছে মিরপুর আমার মাথা খাইতে 😭। গেলাম দেখা হলো, বললো যা ভালো লাগে অর্ডার করতে, কথা বলার কোন একসময় ভাই হঠাৎ করে বলে, আশিক তোর কিন্তু পটেনশিয়াল অনেক ই-স্পোর্টস ছেড়ে দিসনা। তখন আমি সামান্য একটা কাস্টার। এত বড় এক কোম্পানির কর্মকর্তা এইভাবে আমাকে বললো, ভাবতেইতো কেমন লাগে। সেইখান থেকে প্রায় ৮ মাস পর আমিও একটা গ্লোবাল গেমিং মিডিয়া কোম্পানিতে চলে যাই। আলভী ভাই যদি সেইদিন এই কথাটা না বলতো আমি হয়তো ই-স্পোর্টস গায়েই নিতাম না।
১১ মাস হয়ে গেলো আমার চাকরির, চাকরিটা ছেড়ে দিয়েছি আমি গতকাল। এখন অবশ্য বেকার তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কয়েকদিন আগে আলভী ভাইকে নিয়ে পাব্জি কমিউনিটিতে অনেক কথা হয়েছে যার কোন প্রমান কাউকে দিতে দেখলাম না। উনার সাথে কথা হলো যখন তখন উনি শুধু বললো উপর ওয়ালা পরীক্ষা নিচ্ছে আমার। পরে সব চুপচাপ হয়ে গেলো এবং এরপরতো সেমিনারের আমন্ত্রণ পাই😝।
ই-স্পোর্টস সামনে এগিয়ে যাবে বাংলাদেশে, আপনার মনমত কমিউনিটি আপনি বানাতে পারবেন না। তবে এই জায়গায় শিক্ষিত, সৎ, ভালো লোকদেরকে দরকার। আমার চোখে এই লোকের সাথে যা হয়েছে তা কখনোই উনার প্রাপ্য না। তবে গেম যদি আনবেন হয়ে যায়, তাহলে সকলের একসাথে মিলে মিশে কাজ করতে হবে। নইলে যা ছিল তাই রয়ে যাবে।