16/08/2020
PMBC নিয়ে আপনাদের জানা-অজানা অনেকগুলো প্রশ্নের উত্তর
(এর পরেও যে কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন)
১/ কোয়ালিফাই রাউন্ড এ কি কোন ফিক্সড টাইম থাকবে?
উঃ ইন-গেম কোয়ালিফাই রাউন্ডে কোন টাইম ফিক্সড থাকবে না। বাকি রাউন্ডে টাইম ফিক্সড থাকবে।
২/কোয়ালিফাইং ম্যাচ কেমন হবে? ক্লাসিক ম্যাচ নাকি কোনো রুম থাকবে?
উঃ কোয়ালিফাই রাউন্ডের ৩টি ধাপ থাকবে।
ক. ইন-গেম কোয়ালিফাইয়ার্স, খ. প্রি-কোয়ালিফাইয়ার্স, গ. অনলাইন কোয়ালিফাইয়ার্স
ইন-গেম কোয়ালিফাই রাউন্ড: এই রাউন্ডে আপনাকে ২১-২৫ আগস্ট এই ৫ দিনের মধ্যে যে কোন সময় আপনার স্কোয়াড নিয়ে ১০টি ক্লাসিক ম্যাচ খেলতে হবে। লিভিক ব্যাতিত বাকি ৪টি ম্যাপের যে কোনটিতেই খেলতে পারবেন। আপনারা যদি ১০টির বেশি ম্যাচ খেলেন সেখানকার প্রথম ১০টি ম্যাচই উপরোল্লিখিত ১০ ম্যাচ হিসেবে ধরা হবে। উক্ত ১০ ম্যাচ থেকে আপনার বেস্ট যে ৮টি ম্যাচ হবে সেই ম্যাচগুলোর পয়েন্টকে (কীল+পজিশন) যুক্ত করে আপনাকে পরবর্তী রাউন্ডের জন্য নির্ধারণ করা হবে।
প্রি-কোয়ালিফাই রাউন্ড (৩০ আগস্ট - ২ সেপ্টেম্বর): এই রাউন্ডে ২৫২ টি টিম এবং ইনভাইটেড ৪টি টিমকে ১৬টি গ্রুপে ভাগ করা হবে। এই ১৬টি গ্রুপকে নির্দিষ্ট সময়ে অফিশিয়াল টুর্নামেন্ট কাস্টম রুমের অধীনে খেলতে হবে। কাস্টম রুমের আইডি পাসগুলো নির্দিষ্ট সময়ে ডিসকর্ড প্রাইভেট সার্ভারে দেয়া হবে (যারা কোয়ালিফাই করবে তাদের সার্ভারে ইন করানো হবে।) এই রাউন্ডে মাত্র দুটি ম্যাচ হবে, ইরাংগেল এবং সানহক। প্রত্যেকটি গ্রুপের টপ ৩ টি টিম যাবে পরবর্তী রাউন্ড অর্থাৎ অনলাইন কোয়ালিফাই রাউন্ডে।
অনলাইন কোয়ালিফাই রাউন্ড (৪ সেপ্টেম্বর - সেপ্টেম্বর): ১৬ টি গ্রুপের প্রত্যেক গ্রুপ থেকে ৩টি টিম করে মোট ৪৮ টিম এবং আরও ১৬টি ইনভাইটেড টিম সহ মোট ৬৪ টি টিম নিয়ে হবে এই রাউন্ড। ১৬টিমের একটি গ্রুপ করে মোট ৪টি গ্রুপ তৈরি করা হবে। প্রত্যেক গ্রুপের টপ ৪টি টিম কোয়ালিফাই করবে ফাইনালে।
৩/ Kr version দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে?
উঃ PMBC একটি গ্লোবাল ভার্সনের টুর্নামেন্ট। তাই গ্লোবাল ভার্সন ব্যতিত অন্য কোন ভার্সন দিয়েই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা যাবে না।
৪/ এসএসসি কার্ডের সিরিয়াল নাম্বার দিব না রেজিস্ট্রেশন নাম্বার?
উঃ অথোরাইজেশন এর জন্য এসএসসির রেজিস্ট্রেশন/এডমিট কার্ড ব্যবহার করতে চাইলে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে।
৫/ টিমের সবাই কি একই ক্ল্যান এর হতে হবে/ একই নেম ট্যাগ থাকতে হবে? নেম ট্যাগ আলাদা থাকলে কি রেজিষ্ট্রেশন করা যাবে?
উঃ টিমের সবাই একই ক্ল্যান এর হওয়া বাধ্যতামূলক নয়। তবে আপনি যদি ২৫০ টি টিমের মধ্যে নিজের জায়গা তৈরি করতে চান, অফিশিয়াল রুলস অনুযায়ী আপনাদের নেমট্যাগ এক থাকতে হবে। যেমন টিম ট্যাগ যদি হয় XYZ আপনাদের নাম থাকতে হবে XYZxPlayer1Name, XYZxPlayer2Name এরকম।
নেম ট্যাগ ভিন্ন থাকলেও রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে অবশ্যই প্রি-কোয়ালিফাইয়ার থেকে তা এক করে নিতে হবে।
৬/ কয় জন প্লেয়ার এক ক্রু থেকে রেজিস্ট্রার করতে পারবে? আমি জানতাম ৫ জন কিন্তু এখন দেখতেসি ৪ জন !
উঃ PMBC এর প্রাথমিক রেজিস্ট্রেশনে ৪ জন রোস্টার নিয়েই রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তী রাউন্ডে পরিবর্তন আসতে পারে।
৭/ লোগোর রেজুলেশন কতো লাগবে? টিম ওনার/ক্যাপ্টেন এর নামের যে কলাম ওইখানে কি অরজিনাল নাম বসবে নাকি গেইম নেইম (ওইখানে কোনো স্পেস দেওয়া যায় না তাই)
উঃ PMCO রেজিস্ট্রেশন এর মতোই লোগোর সাইজ 256px / 256px রিকমেন্ডেড।
টিম ওনার/ক্যাপ্টেন নেম এর ক্ষেত্রে রিয়েল নেম-ই বসাতে হবে। এক্ষেত্রে স্পেস বিহীন নামটি লিখতে হবে। যেমন নাম যদি হয়: Kazi Arafat Hossain তাহলে লিখতে হবে KaziArafatHossain।
৮/ মোবাইল নাম্বার কি 0 বাদ দিয়ে দিতে হবে..(১০ ডিজিট নেয় মাত্র)
উঃ হ্যাঁ, আপনাকে প্রথম 0 ব্যাতিত বাকি ডিজিটগুলো দিতে হবে।
৯/ আমার বয়স ১৬ হয়নি আমার খেলা কি লিগাল হবে?
উঃ না, PMBC খেলতে হলে আপনার ন্যূনতম বয়স ১৬ হতে হবে।
১০/ রেজিস্ট্রেশন কি পেইড?
উঃ PMBC এর রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি।
১১/ স্কুল আইডি বলতে ঠিক কী বোঝানো হয়েছে?
উঃ প্রত্যেক স্কুল থেকেই একটি আইডিনটিফিকেশন কার্ড প্রদান করা হয়।
যদি আপনার না থেকে থাকে আপনি জন্ম সনদও ব্যবহার করতে পারেন। (যেটি সবার থাকে)
১২/ শুধুমাত্র পাসপোর্ট দিয়ে কি রেজিস্ট্রেশন করা যাবে?
উঃ পাসপোর্ট দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে। তবে পাসপোর্টের যদি ভ্যালিডিটি থাকে (মেয়াদ উত্তীর্ণ না হয়)
১৩/ আমি নিউইয়র্ক থাকি আমি কি PMBC খেলতে পারব?
উঃ রুল অনুযায়ী আপনি বাংলাদেশের বাইরে থাকার কারণে PMBC খেলতে পারবেন না। তবে রেজিস্ট্রেশন করে রাখার অনুরোধ রইলো।
১৪/ কোন সাবস্টিটিউট প্লেয়ার রাখা যাবে কি?
উঃ এই মুহুর্তে সাবস্টিটিউট প্লেয়ার এর সুযোগ নেই। পরবর্তীতে হয়তো সংযুক্ত হতে পারে।
১৫/ একটি টিমে সর্বোচ্চ কয়জন রেজিস্ট্রেশন করা যাবে?
উঃ একটি টিমে ৪ জন রোস্টার নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
১৬/ টিমের ডিটেইলসে একবার ইনফরমেশন দিয়ে নেক্সট বাটনে ট্যাপ করছিলাম। পরে ওই পেইজ থেকে বের হয়ে গেছি। পরে যখন টিমমেটদের ইনফরমেশন নিয়ে রেজিস্ট্রেশন করতে গেলাম, তখন বলতেছে Team name already exist! Email id already exist! এই সমস্যার কারণে টিমের নামই পাল্টে ফেলা লাগছে। এই সমস্যার সমাধান কি?
উঃ নতুন ই-মেইল এবং নতুন নাম দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ রইলো।
১৭/ ১০ টা ম্যাচ কি যেকোন একটা ম্যাপ এ খেললে হবে। নাকি সবগুলা ম্যাপ এ ২ টা করে ম্যাচ খেলা লাগবে..?
উঃ ইন-গেম কোয়ালিফাই এ লিভিক ছাড়া বাকি ৪টি ম্যাচের যে কোনটিতে বা চাইলে সবগুলোতে খেলতে পারবেন। আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করে। (লিভিক কাউন্ট হবে না)
১৮/ Name এর মাঝখানে space দেয়া যাচ্ছে না, করণীয় কি?
উঃ স্পেস বিহীন নাম লিখুন। যেমন নাম যদি হয়: Kazi Arafat Hossain তাহলে লিখতে হবে KaziArafatHossain।
১৯/ বাংলাদেশের নাগরিক বিদেশ থেকে খেলতে পারবে?
উঃ রুল অনুযায়ী আপনি বাংলাদেশের বাইরে থাকার কারণে PMBC খেলতে পারবেন না। তবে রেজিস্ট্রেশন করে রাখার অনুরোধ রইলো।
২০/ প্লাটিনাম টায়ারে কি মাস্ট যাওয়া লাগবে?
উঃ আপনার আইডি লেভেল অবশ্যই ২০ এর উপরে থাকতে হবে এবং টায়ার অবশ্যই প্লাটিনাম-৫ বা তার উপরে থাকতে হবে। এর নিচে হলে আপনি খেলতে পারবেন না।
উল্লেখ্য: রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে জন্ম সনদ (যা সবার থাকে) অথবা এনআইডি অথবা স্টুডেন্ড আইডি, অথবা পাসপোর্ট। যে কোন অথোরাইজড কাগজ ব্যবহার করতে পারবেন।
(Copied)