Zannat's Daily Dose

  • Home
  • Zannat's Daily Dose

Zannat's Daily Dose Sharing my Regular Activities, Experience And Entertaining You

22/03/2023

বরিশাইল্লা আচার 😁😁

06/03/2023

মাটির চুলায় ছাদ বাগানের সবজি রান্না করলাম🌶️🍆🍅

26/05/2022

#সংগ্রহিত
আব্বা যেদিন মারা যান, ওই দিন সকাল দশটার মধ্যে ঢাকায় থাকার কথা ছিলো। সবকিছু ঠিকঠাক। কিন্তু শিবচরঘাটে এ্যাম্বুলেন্স পৌঁছানোর পর শুনলাম নাব্যতা সংকটে ফেরী বন্ধ। দীর্ঘ অপেক্ষার পরে দুপুরের দিকে এ্যাম্বুলেন্স নিয়ে রাজবাড়ির গোয়ালন্দ ঘাট পার হয়ে মানিকগঞ্জ, সাভার ঘুরে ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা। আব্বা ফার্মগেটের কাছাকাছি থাকা অবস্থায় মারা গিয়েছিলেন। মৃত্যুর সিদ্ধান্ত আল্লাহর হাতে। তবুও সন্তান হিসেবে একটা আফসোস আজীবনই থেকে যাবে। হয়তো সঠিক সময়ে ঢাকা পৌঁছাতে পারলে আব্বা বেঁচে থাকতেন। মৃত্যুর সময়টাতে অন্তত অনেকেই পাশে থাকতে পারতাম।

আমাদের বাড়ি থেকে ঢাকার দূরত্ব মাত্র ১১০ কি.মি.। কিন্তু একটি দিন লাগিয়েও ঢাকায় পৌঁছাতে পারেনি।

লঞ্চ তখন চাঁদপুরের মোহনায়। মধ্য রাত। মুষলধারে বৃষ্টি, তীব্র ঝড় আর উথাল-পাতাল ঢেউ। ঢেউয়ের সাথে সাথে পানি ঢুকছে লঞ্চেও। গতিপথ ঠিক রাখতে বাতাস সঞ্চালনের জন্য লঞ্চের জানালার কাপড় তুলে দেওয়া হয়েছে। চোখ খোলা যাচ্ছে না বৃষ্টির পানির ঝাপটায়। সবাই দোয়া-দুরুদ পড়ছে। লঞ্চের কর্মচারীরা সবাইকে তওবা পড়ে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে বললেন। অল্প কিছু লাইফ বয়া, তার জন্য হুড়োহুড়ি শুরু হলো। অনেকে সব কিছু ফেলে রেখে কেবল শর্ট প্যান্ট পড়ে স্টিলের স্ট্রাকচার ধরে দাঁড়িয়ে রয়েছেন। সন্তানকে বুকে জড়িয়ে কাঁদছেন মা। কি ভয়ঙ্কর দৃশ্য !! আল্লাহর অশেষ কৃপায় লঞ্চ একসময় কোনো এক চড়ে নোঙ্গর করতে সক্ষম হলো। সেদিন দেখা মানুষের অসহায়ত্ব এখনও ভুলতে পারিনি।

এটি ২০০৪ সালের স্মৃতি। ঢাকা থেকে লঞ্চে প্রথমবারের মতো বাড়ি যাচ্ছিলাম। এরপর আর কখনোই লঞ্চে কোথাও যাইনি। যদিও নদীর পাড়ের মানুষ আমি। হাঁটতে শেখার পর পরেই সাতার শিখেছি। উত্তাল আড়িয়াল খা পাড়ি দিয়েছি শত শত বার। ছোট্টবেলায় ব্যাট-বলসহ ত্রিশ/চল্লিশ মিনিট সাতরিয়ে নদীর মাঝে জেগে ওঠা চরে খেলতে যেতাম। আমাদের পুএকটিরো শৈশবটাই ছিলো নদীময়।

তবুও ভয় এখনও পিছু ছাড়েনি। এরপর মাওয়ায় লঞ্চে পদ্মা পাড়ি দিতে গিয়ে অনেকবার ছোট-বড় বিপদে পড়েছিলাম। দক্ষিণ বঙ্গের কয়েক কোটি মানুষ এর ভুক্তভোগী। একজনও বলতে পারবেন না, অন্তত একবার জীবন হাতের মুঠোয় করে নদী পাড়ি দেন নি। অনেক মানুষের জীবনও কেড়ে নিয়েছে নদীপথের যাত্রা। আর যাদের নদীভীতি রয়েছে তারা ভ্রমনের নামে দুর্বিসহ সময় পার করেন। আবহা্ওয়া খারাপ থাকলে যতোই প্রয়োজন থাকুক, যাওয়ার সুযোগ নেই।বাধ্য হয়ে আবার আরিচা হয়ে ঢাকা পৌঁছাতে হয়েছে, তারপরও হয়ত যে কাজের জন্য যাওয়া হয়েছে সেটা আর করা হয়নি। প্রিয়জনের মৃত্যুতেও বসে চোখের জ্বল ফেলা ছাড়া অন্য কিছু করার নেই। চাকরির পরীক্ষা দিতে গিয়ে শীতের রাতে কত শত শিক্ষার্থীরা ফেরিতে অথবা ফেরিঘাটে রাত কাটিয়ে দিয়েছে, পরীক্ষা দেওয়া আর হয়নি তাদের।এমন অসংখ্য বাস্তব গল্পের সাক্ষী দক্ষিণাঞ্চলের মানুষ।

আর মাত্র কয়েক ঘন্টা, এরপর হাজার হাজার বছরের দূরত্ব ঘুচিয়ে দুই পাড়ের মিলবন্ধন হবে।
পদ্মা সেতুটা অনেকের কাছে কেবলই কংক্রিটের একটি সেতু। কিন্তু আমাদের কাছে এটি একটি স্বপ্ন। আবেগ। সময়ের মূল্য।
প্রজন্ম থেকে প্রজন্মের অপেক্ষা শেষে একটি ইচ্ছেপূরণ। যেখানে টোল কম না বেশি তা মূল্য রাখেনা।

22/05/2022

মেকাপ শিখাইয়া দেলাম সবাইরে🥰

19/05/2022

সিলেট ট্যুরে কেনাকাটা থেকে সাবধান❌❌,
কি কি gift পেলাম😀

14/01/2022

বরিশাইল্লাগো সাজেক ভ্রমন👍🔥

11/01/2022
11/01/2022
11/01/2022

সে যখন বলে তুমি আর আগের মতো নাই , বাকিটা 👇👇😜

Address


Alerts

Be the first to know and let us send you an email when Zannat's Daily Dose posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share