Halal Video Creator

  • Home
  • Halal Video Creator

Halal Video Creator "Halal video creator" is a platform from which we want to give ethical messages to the people. It is a non-profit platform. It will cover :

1. Halal Drama
2.

"Halal Video Creator" wants to promote positive and ethical video contents. It works for upholding ethics and good deeds among the people including ourselves. Motivational Speaking
3. Event Video
4. Quran Recitation
5. Blogging
6. Halal Song Video and more related with video and photography. All things should be done beyond a limit which is not prohibited and accepted by all types of people. May Allah bless you all. Thank you.

03/07/2024

#মাকে_খুশি_করার_উপায় ০৪

যারা ইনকাম করেন তাদের জন্য এই উপায় গুলো খুবই কার্যকরী।

মাকে খুশি করতে কী কী উপায় অবলম্বন করা যায়?
৪র্থ পর্বে, আরও কিছু অনুপ্রেরণামূলক এবং সৃজনশীল ধারণা শেয়ার করা হলো।
পরবর্তী ভিডিও দেখতে লাইক,কমেন্ট,শেয়ার করে উৎসাহ দিতে পারেন।

ধারাবাহিক সিরিজ টি দেখতে যুক্ত হতে পারেন,
https://t.me/ma_ke_khosi_korar_upay

#মাকে_খুশি_করার_উপায়

29/05/2024

#মাকে_খুশি_করার_উপায় ০৩

মাকে খুশি করতে কী কী উপায় অবলম্বন করা যায়?
তৃতীয় পর্বে, আরও কিছু অনুপ্রেরণামূলক এবং সৃজনশীল ধারণা শেয়ার করা হলো।
পরবর্তী ভিডিও দেখতে লাইক,কমেন্ট,শেয়ার করে উৎসাহ দিতে পারেন।

ধারাবাহিক সিরিজ টি দেখতে যুক্ত হতে পারেন,
https://t.me/ma_ke_khosi_korar_upay

#মাকে_খুশি_করার_উপায়

10/04/2024

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

হে বিবেক!কবে হবে তুমি জাগ্রত❓
15/01/2024

হে বিবেক!
কবে হবে তুমি জাগ্রত❓

05/09/2023

"বড় পরিসরে কল্যাণের চিন্তা
ছোট ছোট কষ্ট লাঘব করে।"

20/08/2023

এলজিটিবি কে প্রতিরোধ করার করার সর্বশেষ দূর্গ মুসলিম বিশ্ব।
#এলজিটিবি

**জরুরী পোস্ট। সময় নিয়ে  মনোযোগ দিয়ে পড়বেন প্লিজ।**আলহামদুলিল্লাহ্,গতকাল RAMFIT এর পক্ষ থেকে শরীয়াহ হাসপাতাল বিষয়ক...
15/07/2023

**জরুরী পোস্ট। সময় নিয়ে মনোযোগ দিয়ে পড়বেন প্লিজ।**

আলহামদুলিল্লাহ্,

গতকাল RAMFIT এর পক্ষ থেকে শরীয়াহ হাসপাতাল বিষয়ক প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল।

যারা সেশনটি তে যুক্ত হতে পারেন নি তাদের জন্যে আলোচনার চুম্বক অংশ তুলে ধরছি, আশা করছি উপকৃত হবেন, ইনশা আল্লাহ।

** **১.**ইসলামী হাসপাতাল বা শরীয়াহ হাসপাতাল কী? এই কনসেপ্ট কি বাংলাদেশে নতুন?**

◾ অনেকেই ভাবেন শুধু হসপিটালে পর্দা রক্ষা হলেই সেটা ইসলামী হাসপাতাল বা শরীয়াহ হাসপাতাল। আসলে বর্তমানে যেসব হাসপাতালকে আমরা ইসলামী হাসপাতাল হিসেবে জেনে এসেছি, তাঁরা বেশ কিছু ভ্যালু প্রোভাইড করলেও, পুরোপুরি শরীয়াহ হাসপাতালের থিম বাস্তবায়ন করতে পারেন নি।

শরীয়াহ হাসপাতাল এমন একটি প্রতিষ্ঠান হবে যেখানে-

> আলেম ও ডাক্তারদের সমন্বয়ে গঠিত *শরীয়াহ বোর্ড থাকবে* যাতে চিকিৎসা ব্যবস্থায় উদ্ভুত যে কোনো সমস্যার শরীয়াহ ভিত্তিক সমাধান করা যায়। এবং

১. পরিপূর্ণ **পর্দা রক্ষার** চেষ্টা করা হবে।

২. প্রতিটি **লেনদেন** হবে স্বচ্ছ।

৩. **দালাল কমিশন, টেস্ট কমিশন** ইত্যাদি অনৈতিক প্র্যাকটিস পুরোপুরি বন্ধ থাকবে।

৪. **হালাল হারাম ওষুধের মূলনীতি মেনে প্রেসক্রিপশন করা হবে। **বিকল্প হালাল ঔষধ থাকাকালীন হারাম পদার্থ দিয়ে তৈরি এমন কোনো ঔষধ প্রেসক্রাইব করা হবে না।

৫. শরীয়াহ কমিটির নিবিড় পর্যবেক্ষণে যে কোনো **অপারেশন, অ্যাবর্শন, অঙ্গ কর্তন **সহ সকল সেনসিটিভ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো জানতে ভিজিট করুন -

https://www.facebook.com/groups/966291381255385/permalink/967261141158409/?mibextid=Nif5oz

> সুতরাং শরীয়াহ হাসপাতাল এমন একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট যেটা প্রতিটি সমাজে বিদ্যমান থাকা আবশ্যক।

** ২. বাংলাদেশে কি এমন কোনো উদ্যোগ আছে?**

▪️ জ্বি, বাংলাদেশে RAMFIT তথা BIMS এর উদ্যোগে শরীয়াহ হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে।

> ময়মনসিংহ জেলায় ছোট পরিসরে একটি ডায়াগনষ্টিক ও কনসালটেশন সেন্টার,একটি মা ও শিশু হাসপাতাল তৈরির মাধ্যমে কার্যক্রমটি বাস্তবায়ন করার চেষ্টা করা হবে ইনশা আল্লাহ্।

সবকিছু সুচারুরূপে সম্পাদন করা গেলে সামনে আরো বড় প্রজেক্ট এর উদ্যোগ নেওয়া হবে।

**৩. RAMFIT বা BIMS কী?**
# # RAMFIT - Research Academy for Medical Fiqh and Islamic treatment গ্রুপটির নতুন পরিবর্তিত নাম , BIMS তথা - Bangladesh Islamic Medical Society, এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, যারা মেডিকেল সেক্টরে ইসলাম মেনে চলতে চায় তাদের নিয়ে কাজ করে।

এর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, ইসলামিক অনুশাসনের আলোকে একটি মেডিকেল সিস্টেম প্রতিষ্ঠা করা যেনো এ দেশের ধর্মপ্রাণ মুসলিমগণ তাঁদের ধর্মীয় অনুভূতি অক্ষুণ্ন রেখে সেবা দিতে ও নিতে পারেন।

**৪.কীভাবে হাসপাতালের উদ্যোগ নেওয়া হচ্ছে?**

▪️ ময়মনসিংহ হাসপাতালের জন্যে, ***Safe Food ***(https://www.facebook.com/safefoodsshop) নামক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়েছে। সে অনুযায়ী RAMFIT ঐ হাসপাতালের *৫০% শেয়ার এবং Safe Food ৫০% শেয়ার বহন করবে।*

প্রতিষ্ঠানটিতে Safe Food মূলত আর্থিকভাবে যুক্ত থাকবে এবং সকল **ম্যানেজমেন্ট কেন্দ্রিক কার্যক্রম এর সাথে যুক্ত থাকবে RAMFIT**

** ৫. আমরা কি যুক্ত হতে পারবো? এখানে যুক্ত হওয়ার আগে কী কী জিনিস নিয়ে ভাবা উচিত?**

▪️জ্বি, আপনারা সবাই চাইলে যুক্ত হতে পারবেন এবং সামর্থ্যবানদের জন্যে অবশ্যই যুক্ত হওয়া উচিত।

যাঁরা যুক্ত হতে চাচ্ছেন তাঁদের জন্য গুরুত্বপূর্ন -

* ১. আগে নিজের নিয়ত পরিশুদ্ধ করা, যে আপনি একটি ইসলামিক কাজের জন্যে এই ইনভেস্টমেন্ট করছেন । এটি এমন একটি ফরয কাজ যার মাধ্যমে মুসলিমদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে ইন শা আল্লাহ, তার অংশীদার হতে চলেছেন।

* ২. নিজের হালাল টাকা ইনভেস্ট করবেন। যদিও আমরা বিশ্বাস করি মুসলিমদের সকল ইনকাম হালাল হওয়া বাঞ্ছনীয়।

* ৩. যে কোনো ব্যবসায় রিস্ক থাকে, লাভ লোকসান থাকে। ঠিক তেমনি শরীয়াহ হাসপাতাল ও এর ব্যতিক্রম কিছু নেই , তাই আপনার ইনভেস্টমেন্ট থেকে এমনও হতে পারে আপনি কোনো লাভ পাবেন না , এমনকি লসও হতে পারে।

* ৪. আমরা চাইনা আপনি টাকাটা শুধুই আমাদের দান করে দেন। সেক্ষেত্রে আপনার ownership আসবে না, আপনি তখন শরীয়াহ হাসপাতাল নিয়ে অতটা ভাববেন না। তাই আমরা চাই **আপনি এখানে ইনভেস্ট করুন এবং আমাদের এই কাজকে Own করুন এবং এই মহতী কার্যক্রমকে সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করুন।**

যদিও কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করবে লাভ হবে এমনভাবে কাজ করার, স্বচ্ছতা নিশ্চিত করে কাজ করার পরেও যদি লস হয় সেটা কে মেনে নিয়েই আপনার অংশগ্রহণ করতে হবে।

**৬. আমি নিয়ত ঠিক করেছি, এবার কীভাবে যুক্ত হব?**

▪️বর্তমানে **মুদারাবার** ভিত্তিতে ইনভেস্ট নেওয়া হচ্ছে। আপনি নূন্যতম এক লাখ টাকা এখানে বিনিয়োগ করতে পারেন। চাইলে এর বেশি ও বিনিয়োগ করতে পারেন।

নির্দিষ্ট সময় পরে প্রতিষ্ঠান যদি লাভের মুখ দেখে তাহলে আপনি লভ্যাংশ পাবেন ইনশা আল্লাহ্।

**৭. আমি কি কোম্পানির শেয়ার হোল্ডার হব?**

▪️ দুঃখিত, আপনি কোম্পানির শেয়ার হোল্ডার হবেন না।

আপনি হবেন প্রাথমিক বিনিয়োগকারী।

এবং আপনার মতামত কোম্পানিতে সবসময়েই priority পাবে ইনশা আল্লাহ্।

** ৮. আমি কি টাকা ফেরত নিতে পারবো প্রয়োজন হলে?**

▪️ জ্বি ,নূন্যতম ৬ মাস আগে জানানোর প্রেক্ষিতে আপনি আপনার টাকা ফেরত পাবেন।

তবে সেক্ষেত্রে কোম্পানির ফিনান্সিয়াল অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার ইনভেস্টমেন্ট এর ফেরত মূল্য কমবেশি হতে পারে।

** ৯. আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কে দেখবে?**

▪️ IFA consultancy থেকে আমরা ফিনান্সিয়াল সকল ব্যাপার অডিট এর ব্যবস্থা করবো ইনশা আল্লাহ।

আমাদের ফিনান্সিয়াল সকল কার্যক্রম উনাদের দ্বারা পরিচালিত হবে।

সুতরাং আর্থিক বিষয়ে ইসলামিক ভাবে স্বচ্ছতার ব্যাপারে আমরা সর্বোচ্চ আশাবাদী।

**১০. কবে থেকে আপনাদের কার্যক্রম শুরু হচ্ছে?**

▪️বর্তমানে ময়মনসিংহে একটি **ডায়াগনস্টিক সেন্টার এবং ডক্টর চেম্বারের জন্যে স্থান নির্ধারণ এবং ইন্টেরিয়র প্রস্তুতকরণ কার্যক্রম শুরু হয়েছে আলহামদুলিল্লাহ।**

এরই পাশপাশি স্থানে একটি ২৫ শয্যার মা ও শিশু হাসপাতালের কার্যক্রম ও শুরু হবে খুব শীঘ্রই।

> সেখানে আমাদের হাসপাতালের নাম হবে, Immunity Medical Center.

আগামী কয়েক মাসের মধ্যেই আমরা আমাদের কার্যক্রম শুরু করতে চলেছি ইনশা আল্লাহ্ ।

যাঁরা আমাদের xdxdxd###nr যুক্ত থাকতে চান তাঁরা কমেন্ট করতে পারেন, তাহলে তাঁদেরকে নিয়ে আলাদা গ্রুপ খুলে আমরা বিস্তারিত বিজনেস মডেল শেয়ার করবো ইনশা আল্লাহ্।

On behalf of -

Dr. Shariful Islam Shishir

Founder, Bangladesh Islamic Medical Society (BIMS) (BIMS), RAMFIT & IMABA limited

এক ফোটা অশ্রু......
06/07/2023

এক ফোটা অশ্রু......

⚠️ঈদ উল আযহা প্রজেক্ট -২০২৩আপডেট:🔴 Arh Raju   (সাধারণ সম্পাদক) ভাই এর তত্তাবধানে একটি ছাগল কুরবানী হবে ইনশা আল্লাহ।স্থান...
28/06/2023

⚠️ঈদ উল আযহা প্রজেক্ট -২০২৩
আপডেট:

🔴 Arh Raju (সাধারণ সম্পাদক) ভাই এর তত্তাবধানে একটি ছাগল কুরবানী হবে ইনশা আল্লাহ।

স্থান : বরগুনা সদর,বরগুনা, বরিশাল।

🔴 সা'দ ইবনে আমিরুল ইসলাম (কার্যনির্বাহী সদস্য) ভাই এর তত্তাবধানে একটি ছাগল কুরবানী হবে ইনশা আল্লাহ।

স্থান :বেলকুচি, সিরাজগঞ্জ।

যারা এই ঠিকানার কাছাকাছি আছেন, ওনারা ভাইয়ের সাথে যোগাযোগ করুন।

16/06/2023

হাসি ☺

ইয়া রহমানুর রহিম!আপনি বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ওপর রহম করুন।তাদের এই বিপদ কাটিয়ে উঠার তৌফিক দান করুন।
04/04/2023

ইয়া রহমানুর রহিম!
আপনি বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ওপর রহম করুন।তাদের এই বিপদ কাটিয়ে উঠার তৌফিক দান করুন।

19/02/2023

একটি পাকা চুল তুললে দশটি জন্মায়।কথা সত্য নাকি?

আলোচ্য বিষয়:
"চুল সাদা(পাকা) হওয়ার কারণ এবং ভুল ধারনার জবাব।"

আমার ক্ষুদ্রজ্ঞানে বই,ইন্টারনেট থেকে তথ্যের সংস্করণ করে উপস্থাপন করা হয়েছে।ভুলত্রুটি অবশ্যই ধরিয়ে দিবেন।আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।

N:B: seek advice,diagnosis,treatment from registered doctor."

15/02/2023

সূর্যালোকে ভিটামিন-ডি কখন সবচেয়ে বেশি পাওয়া যায়?

আলোচ্য বিষয়:
সূর্যলোকে ভিটামিন-ডি কিভাবে উৎপাদন হয়?
এর উপকারিতা?
সূর্যালোকে ভিটামিন-ডি কখন সবচেয়ে বেশি পাওয়া যায়?

আমার ক্ষুদ্রজ্ঞানে বই,ইন্টারনেট থেকে তথ্যের সংস্করণ করে উপস্থাপন করা হয়েছে।ভুলত্রুটি অবশ্যই ধরিয়ে দিবেন।

N:B: seek advice,diagnosis,treatment from registered doctor."

05/02/2023

"কু-ধারণা vs ইসলাম"

"Breaking the Cycle: Overcoming the Harmful Effects of Negative Thinking"



অস্ত্র হাতে ময়দানে, বই হাতে জ্ঞান সমরে।
19/01/2023

অস্ত্র হাতে ময়দানে,
বই হাতে জ্ঞান সমরে।

15/01/2023

হাল্লাকা সিররুন;মিশরি আল আফাসি

শায়েখ মিশরি আল আফাসি এর অত্যন্ত জনপ্রিয়, ভাবগম্ভীর একটি নাসিদ।অপরিপক্ক হাতে অনুবাদের চেষ্টা করেছি মাত্র।

Ameen
10/01/2023

Ameen

07/01/2023

ব্যাবসার আইডিয়া -০১//খেজুর রস চুরি;

ব্যাবসার বৈধতা,অবৈধতা,সীমানা সবকিছুই আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন।এই সীমানার বাহিরে সবকিছুই বাতিল।

06/01/2023

শীতকালে দুটি সতর্কতা ;

04/01/2023

শয়তানের ফাঁদ/ traps of soytan;

03/01/2023

মিথ্যা কসম//swear a lie;

ভিডিও টিতে তুলে ধরা হয়েছে,আল্লাহর নাম নিয়ে মিথ্যা কসম কেটে পণ্য বিক্রি করার ভয়াবহতা।
ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।

01/01/2023

মায়ের সাথে জেনা করার চেয়েও ভয়ংকর পাপাচার!

এটি একটি ইসলামি শর্ট ফিল্ম।যেখানে তুলে ধরা হয়েছে খুব কমন কিন্তু ভয়ংকর পাপাচার, যা আমরা হরহামেশাই করে থাকি।


26/12/2022

দান/donation;

এটি একটি ইসলামিক হালাল ভিডিও।
যেখানে তুলে ধরা হয়েছে রমজান মাসে দান করলেই বেশি সওয়াব হয় এমন নয়।যখন কারো সাহায্য প্রয়োজন, তখনই দান করা চাই।
খালেস নিয়ত এবং উত্তম আখলাক আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ❣️

24/11/2022
12/10/2022

গাধার শিক্ষা

(মূল্য পড়া)

একদিন এক কৃষকের গাধা কূপে পড়ে গেল। প্রাণীটি কয়েক ঘন্টা ধরে জোরে জোরে কাঁদছিল, যখন কৃষক তাকে বের করার জন্য কিছু করার চেষ্টা করেছিল।

অবশেষে, কৃষক সিদ্ধান্ত নিয়েছে যে গাধাটি পুরানো এবং কূপটি ইতিমধ্যে শুকিয়ে গেছে এবং যেভাবেই হোক ঢেকে রাখা দরকার; গাধাটিকে কূপ থেকে টেনে বের করে আনাটা আসলেই লাভজনক ছিল না।

তিনি তার সমস্ত প্রতিবেশীদের তাকে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানান। তারা প্রত্যেকে একটি করে বেলচা ধরে কূপে ময়লা ফেলতে লাগল।

গাধা কি ঘটছে বুঝতে পেরে ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল। তারপর, সবাইকে অবাক করে দিয়ে, তিনি কয়েকটা ময়লা ফেলে শান্ত হয়ে গেলেন।

কৃষক অবশেষে কূপের দিকে তাকালেন এবং যা দেখলেন তা দেখে অবাক হয়ে যান... প্রতিটি ময়লার সাথে গাধাটি অবিশ্বাস্য কিছু করছে: এটি ময়লা ঝেড়ে ফেলে এবং ময়লার উপরে পা রাখছিল।

খুব শীঘ্রই সবাই অবাক হয়ে দেখল যে, গাধাটা কিভাবে কূপের মুখে পৌছে গেল, ধার দিয়ে গেল এবং বেরিয়ে গেল...

জীবন আপনার দিকে ময়লা ফেলতে চলেছে, সব ধরনের ময়লা... গর্ত থেকে বেরিয়ে আসার কৌশল হল এটিকে ঝেড়ে ফেলা এবং এটিকে ধাপে ধাপে ব্যবহার করা। আমাদের প্রতিটি সমস্যা একটি ধাপ উপরে। আমরা হাল ছেড়ে না দিলে গভীর গর্ত থেকে বেরিয়ে আসতে পারি...

এগিয়ে যাওয়ার জন্য তারা আপনাকে যে জমিটি ফেলে দেয় তা ব্যবহার করুন!!!

সুখী হওয়ার ৫টি নিয়ম মনে রাখবেন:

1. আপনার হৃদয়কে ঘৃণা থেকে মুক্ত করুন।

2. আপনার মনকে বিভ্রান্তি থেকে মুক্ত করুন।

3. আপনার জীবন সহজ করুন.

4. বেশি দিন এবং কম আশা করুন।

5. আরও ভালবাসুন এবং... ময়লা ঝেড়ে ফেলুন, কারণ এই জীবনে আপনাকে সমস্যা নয়, সমাধান হতে হবে!

12/09/2022

পৈশাচিক আনন্দ//devilish joy//funny & educational

হঠাৎ থাপ্পড় মেরে,কষ্ট দিয়ে
পাশবিক আনন্দ পাওয়া
মানসিক রোগী বন্ধুদের
আল্লাহ সুস্থতা দান করুন।
(আমিন🤲)

27/08/2022

অভিজ্ঞ হাতুড়ে ডাক্তার-হাবলু পেশেন্ট-ওষুধ বিক্রেতা

25/08/2022

বায়োকেমিস্ট্রি ভাইভা//Biochemistry viva//Funny video*

A Fakibaaz student's cute viva with the biochemistry external teacher.The dialogue is collected from online media.
Mistakes will be seen with a forgiving eye.
Let healthy culture develop.

17/03/2022

"সামীহার সাথে ঘুমের দোয়া শিখছি"

20/02/2022

উত্তম কাজ//Good job;

উত্তম কাজ//Good job, is an halal Islamic video. Here the Sunnah of the Prophet (peace be upon him) has been highlighted.
Benefit yourself and benefit others by sharing.
❣️

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Halal Video Creator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Halal Video Creator:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share