চুইংগাম ツ

  • Home
  • চুইংগাম ツ

চুইংগাম ツ আস্সাালামুয়ালাইকুম
পেজ এর ভিডিও নিয়মিত পেতে Follow kore rakhun

18/11/2023
"I will do everything to make you happy for the rest of our days. I will never let you go. I will never give up on you, ...
01/10/2023

"I will do everything to make you happy for the rest of our days. I will never let you go. I will never give up on you, on us." 🫀🤎

মধ্যবিত্ত শৌখিন মানুষদের খুব বেশি চাওয়া পাওয়া নেই। একটা দোতলা ছোটা খাটো বাড়ি। 'ঘাসফুল' অথবা 'ছায়াবীথি'র মতো বাড়িটার একটা...
17/09/2023

মধ্যবিত্ত শৌখিন মানুষদের খুব বেশি চাওয়া পাওয়া নেই। একটা দোতলা ছোটা খাটো বাড়ি। 'ঘাসফুল' অথবা 'ছায়াবীথি'র মতো বাড়িটার একটা সুখী সুখী নাম। দিনের মধ্যভাগে দোতলার বারান্দার মেঝে জুড়ে রোদ-ছায়ার লুকোচুরি খেলা। বারান্দার শিককে আষ্টেপৃষ্টে জড়িয়ে রাখা বুনো সবুজ লতাদের একচ্ছত্র আধিপত্য। বাড়ির প্রতিটা কোণে যে অদৃশ্য বলয় থাকবে, তার নাম 'মায়া'।

- সানজিদা মাহি

15/09/2023

Love is a fire. But whether it is going to warm your heart or burn down your house, you can never tell.
—Joan Ceawford

05/09/2023

যত যাই বলেন, হাত ভর্তি টাকা থাকলে সুখ অটোমেটিক্যালি মনের মধ্যে নাচা শুরু করে!🌻

31/08/2023

বি‌দে‌শে বেড়া‌তে গি‌য়ে তা‌দের ঠ‌কি‌য়ে আস‌বো, এত বেয়াদব আমরা না!🏏

31/08/2023

আগস্ট শেষ হওয়ার অপেক্ষায় এমন ভাবে আছে; যেন সেপ্টেম্বরে তাদের বিয়ে!🥱

𝐖𝐡𝐞𝐧 𝐲𝐨𝐮 𝐜𝐡𝐨𝐨𝐬𝐞 𝐡𝐚𝐥𝐚𝐥, 𝐀𝐥𝐥𝐚𝐡 𝐦𝐚𝐤𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐰𝐚𝐲 𝐞𝐚𝐬𝐲.🫶🌷
31/08/2023

𝐖𝐡𝐞𝐧 𝐲𝐨𝐮 𝐜𝐡𝐨𝐨𝐬𝐞 𝐡𝐚𝐥𝐚𝐥, 𝐀𝐥𝐥𝐚𝐡 𝐦𝐚𝐤𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐰𝐚𝐲 𝐞𝐚𝐬𝐲.🫶🌷

30/08/2023

জীবনে যাই ঘটুক না কেন;নিজের ভালো থাকার বেলায় এক বিন্দু ও ছাড় দেওয়া উচিত নয়;জীবন এত ক্ষুদ্র যে তা চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না তাই এই ক্ষুদ্র জীবনে একান্তই নিজের জন্য বাঁচিয়ে রাখা উচিত।💟

18/08/2023

আমেরিকার পুরুষদের একটা বউ থাকে আরেকটা গার্লফ্রেন্ড থাকে, কিন্তু সে ভালোবাসে তার বউ কে ।

ইউরোপের পুরুষদের একটা বউ থাকে
আরেকটা গার্লফ্রেন্ড থাকে,
কিন্তু সে ভালোবাসে তার গার্লফ্রেন্ড কে ।

সৌদি আরবের পুরুষদের কোনো গার্লফ্রেন্ড থাকে না, বউ থাকে চারটা, কিন্তু সে ভালোবাসে তার ঊট কে ।

বাংলাদেশের পুরুষদের বউ থাকে একটা গার্লফ্রেন্ড থাকে চারটা, কিন্তু সে ভালোবাসে তার মা কে ।

17/08/2023

ছোটবেলায় ১০ টাকাকে মনে হতে ১০০ টাকার মতো,আর এখন ১০০ টাকাকে মনে হয় ১ টাকার মতো!🥹

17/08/2023

ছেড়ে আসার পর বা হারিয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে, সে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে, পুরো আকাশটাই হারিয়ে ফেলেছে!🖤

14/08/2023

দুটি মেয়ের মধ্যে কখনোই দীর্ঘস্থায়ী বন্ধুত্ব থাকতে পারে না। মেয়েদের বন্ধুত্ব পরিবর্তনশীল। কখনোই এক মেয়ে আরেক মেয়ের ভালো দেখতে পারে না। গুটি কয়েক মেয়ে ছাড়া সব মেয়ের মনে হিংসে রয়েছে। এক মেয়ে আরেক মেয়ের রূপ, টাকা, বয়ফ্রেন্ড, পরিবার ইত্যাদি সবকিছু নিয়ে হিংসে করে। মেয়েরা সবসময়ই তাদের আশেপাশের মানুষের সাথে তাদের তুলনা করে। অধিকাংশ মেয়েদের বোঝা খুবই জটিল। তারা দেখায় একরকম কিন্তু তারা হয় আরেক রকম। আমি দীর্ঘ পাঁচ বছরের বন্ধুত্ব ভাঙতে দেখেছি কারণ একজন মেয়ে আরেকজন মেয়ের সাথে বেশি দিন থাকতে পারে না। আর যারা থাকে তারা খুবই ভাগ্যবান। কারণ মেয়েদের বন্ধুত্ব পাওয়াটা ভাগ্যের ব্যাপার!🌻

11/08/2023

ইতিহাস সাক্ষী সারারাত বৃষ্টি হতো
স্কুলে যাওয়ার সময় থেমে যেত!🫤

09/08/2023

যেই জীবনে দুঃখ নেই সেই জীবনে আল্লাহর রহমত'ও নেই, দুঃখ আছে বলেই তো রহমত আছে..!🤎🌻

08/08/2023

যেখানে মানুষ স্বর্গ সুখ চায়, সেখানে সুখ ছাড়া বাকি সবকিছু পায়।

08/08/2023

নারী হলো গাছে থাকা ফুল। হয় ঝরে যাবে, নয়তো কেউ এসে ছিঁড়ে নিয়ে যাবে,আটকে রাখা যাবে না!💖

When You Realize She's Romancing with Your Ex-Boyfriend And Husband At The Same Time.🙂
08/08/2023

When You Realize She's Romancing with Your Ex-Boyfriend And Husband At The Same Time.🙂

07/08/2023

বৃষ্টির দিনে রিকশা ভাড়া শুনলে মনে হয় বিয়ের গেট ধরসে!

01/08/2023

প্রতি পরীক্ষার আগে যে ২-৩ দিন বন্ধ ঐদিন সিলেবাস শেষ করবো🙂

01/08/2023

কিয়ামতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে, তারা হলেন ঐসব ব‍্যক্তি যারা সুখে দুঃখে সব সময় আল্লাহর প্রশংসা করেন। আলহামদুলিল্লাহ🖤

{মিশকাতুল :-২৩০৮}

31/07/2023

আমার অনুপস্থিতিতে আমার শূন্যস্থান যে অন্য কাউকে দিয়ে পুষিয়ে নেয় সে আর যাইহোক আমায় ভালোবাসে না!

31/07/2023

চাঁদের লিঙ্গ নিয়ে গবেষণা হওয়া উচিত।
ছোটবেলায় চাঁদকে “মামা” ডেকে বড় হওয়া মানুষ প্রেমিকাকে চাঁদের সাথে তুলনা দেয়!

30/07/2023

আমি সহজে সরে যাই না। সরালেও সরে যাই না। থাকলে খুব শক্ত করে হাতটা ধরে থাকি। থাকলে আমি আমার সবটুকু দিয়ে থাকি। কারোর অনেক কিছুতে খারাপ লাগলেও নিজেকে বোঝাই যে আমরা কেউই নিখুঁত নই, ভুল তো সবারই হয়। আবার সুযোগ দিই এবং থেকে যাই। অসংখ্য ট্রমায়, লক্ষ বার ক্ষমায়, অন্তহীন দাঁড়ি কমায় থেকে যাই। হারিয়ে যাই না।

কিন্তু আমাকে একবার হারিয়ে ফেললে ফের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে ওঠে। চাইলে এই পৃথিবীর ৭৫০ কোটি মানুষের মধ্যে ৭৪৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ জনকে খুঁজে পাবে।
কিন্তু, আমায় পাবে না।
লেখাঃঅমিত

30/07/2023

-আপনি কি Facebook জীবনে অসুখী?
-Post এ Comment করতে ভয় পাচ্ছেন!
-অন্যের Post এ রিয়েক্ট দিতে লজ্জা বোধ করেন?
-তাহলে আর দেরি নয়!
-আজই Facebook Delete করে দিন!🙂

25/07/2023

তাহার হাসিকে প্রজাপ্রতি ভেবে ফুটে যায় পৃথিবীর সমস্ত ফুল!🌻🦋

06/07/2023

মানুষের কথায় কষ্ট পাচ্ছেন? অপমানে চোখ বেয়ে পানি ঝড়ছে? সহ্য করার চেষ্টা করুন!সব কথার জবাব সাথে সাথে দিতে নেই! কিছু কথা হাশরের ময়দানের জন্য রেখে দেওয়া উচিত!নিশ্চয় আল্লাহ উত্তম বিচারক!✨🌻

05/07/2023

সময়ের ব্যবধানে অনেক কিছুই বদলে যাবে কিন্ত এই বদলানোর পিছে যে দায়ী সে একসময় এর থেকেও খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাবে (Revenge of nature)!!!🫠🖤🥀

05/07/2023

"সরি, রাগের মাথায় বলে ফেলসি।""সরি সবটা না জেনেই বলে ফেলসি।" "সরিরে ওর রাগ তোর উপর ঝারসি।" "আমি তোর ফ্রেন্ড তাই এইটা বলতে পারবো না?"🌻

একজনকে খারাপ আর বাজে কথা বলার পর, উপরের এই লাইন গুলো বলে স্বান্তনা দিতে আসবেন না।Bad words mean Bad words, you can't justify them!🌻
হয়তো সামনা-সামনি সব ঠিক হয়ে যায়, কিন্তু যাকে কথাগুলা বলছেন তার মন থেকে খারাপ কথা গুলা কখনোই যায় না। যতোবার আপনাকে দেখবে ততোবারই মনে হবে, ইনিই আমাকে এই কথা বলেছিলো।
So be careful about choosing your words.🌻

25/06/2023

কদর করতে না জানলে সেটা আল্লাহ নসিব থেকে উঠিয়ে নিয়ে যায়>💙

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when চুইংগাম ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share