03/07/2023
▪️আজ পাহাড়সম গুনাহ করে তাওবাহ করলেই আল্লাহ্ ক্ষমা করে দিচ্ছেন কিন্তু এমন এক সময় আসবে যখন চোখের পানি রক্ত হয়ে পড়লেও তিনি ক্ষমা করবেন না।
আজ আল্লাহ্ কে নীরবে ডাকলেও তিনি সাড়া দিচ্ছেন কিন্তু এমন একটা সময় আসবে যখন চিৎকার করে ডাকলেও তিনি সাড়া দিবেন না।
আজ দুফোটা চোখের পানিই যথেষ্ট আল্লাহ্ কে খুশি করার জন্য কিন্তু এমন একটা সময় আসবে যখন অশ্রুতে সাগর হয়ে গেলেও তাঁকে খুশি করা যাবেনা।
অন্যের মনে কষ্ট দিয়ে, অপর ভাইকে ছোট করে, কারো নামে কুৎসা রটিয়ে আজ ক্ষমার চাওয়ার সুযোগ থাকলেও এমন এক সময় আসবে যখন কেউ কাউকে আর ক্ষমা করবেনা।
আজ সামান্য সবরের বিনিময়ে বিশাল প্রতিদান পেলেও এমন একটা সময় আসবে যখন ধৈর্য্যের প্রতিমূর্তি হয়ে ও কোন লাভ হবেনা।.
আজ সামান্য সদকার বিনিময়ে যা অর্জন হবে, কিন্তু এমন এক সময় আসবে যখন সারা দুনিয়া পরিমান সম্পদেও তা হাসিল হবেনা।
আসুন সেই দিনটি আসার আগেই সাবধান হই। সেই দিন আসার আগে আমল করি, যেদিন কারো কোন আমল আর গ্রহণ করা হবেনা।
আল্লাহ্ তা'আলা বলেন,
"আর সে দিনের ভয় কর, যখন কেউ কারও সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোন সুপারিশও কবুল হবে না; কারও কাছ থেকে ক্ষতিপূরণও নেয়া হবে না এবং তারা কোন রকম সাহায্যও পাবে না।"
-[সূরা আল বাকারা, আয়াত: ৪৮]
সেই দিন আসার পূর্বেই শ্বাস বন্ধ হওয়ার আগেই আল্লাহ্ তা'আলা আমাদেরকে দ্বীনকে মজবুত করে ধারণ করার ও তাঁর ইবাদতে মগ্ন থাকার তাওফীক দান করুন,, আমিন।।