Islamic World

  • Home
  • Islamic World

Islamic World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islamic World, Digital creator, .

▪️আজ পাহাড়সম গুনাহ করে তাওবাহ করলেই আল্লাহ্ ক্ষমা করে দিচ্ছেন কিন্তু এমন এক সময় আসবে যখন চোখের পানি রক্ত হয়ে পড়লেও তিনি ...
03/07/2023

▪️আজ পাহাড়সম গুনাহ করে তাওবাহ করলেই আল্লাহ্ ক্ষমা করে দিচ্ছেন কিন্তু এমন এক সময় আসবে যখন চোখের পানি রক্ত হয়ে পড়লেও তিনি ক্ষমা করবেন না।
আজ আল্লাহ্ কে নীরবে ডাকলেও তিনি সাড়া দিচ্ছেন কিন্তু এমন একটা সময় আসবে যখন চিৎকার করে ডাকলেও তিনি সাড়া দিবেন না।
আজ দুফোটা চোখের পানিই যথেষ্ট আল্লাহ্ কে খুশি করার জন্য কিন্তু এমন একটা সময় আসবে যখন অশ্রুতে সাগর হয়ে গেলেও তাঁকে খুশি করা যাবেনা।
অন্যের মনে কষ্ট দিয়ে, অপর ভাইকে ছোট করে, কারো নামে কুৎসা রটিয়ে আজ ক্ষমার চাওয়ার সুযোগ থাকলেও এমন এক সময় আসবে যখন কেউ কাউকে আর ক্ষমা করবেনা।
আজ সামান্য সবরের বিনিময়ে বিশাল প্রতিদান পেলেও এমন একটা সময় আসবে যখন ধৈর্য্যের প্রতিমূর্তি হয়ে ও কোন লাভ হবেনা।.
আজ সামান্য সদকার বিনিময়ে যা অর্জন হবে, কিন্তু এমন এক সময় আসবে যখন সারা দুনিয়া পরিমান সম্পদেও তা হাসিল হবেনা।
আসুন সেই দিনটি আসার আগেই সাবধান হই। সেই দিন আসার আগে আমল করি, যেদিন কারো কোন আমল আর গ্রহণ করা হবেনা।
আল্লাহ্ তা'আলা বলেন,
"আর সে দিনের ভয় কর, যখন কেউ কারও সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোন সুপারিশও কবুল হবে না; কারও কাছ থেকে ক্ষতিপূরণও নেয়া হবে না এবং তারা কোন রকম সাহায্যও পাবে না।"

-[সূরা আল বাকারা, আয়াত: ৪৮]
সেই দিন আসার পূর্বেই শ্বাস বন্ধ হওয়ার আগেই আল্লাহ্ তা'আলা আমাদেরকে দ্বীনকে মজবুত করে ধারণ করার ও তাঁর ইবাদতে মগ্ন থাকার তাওফীক দান করুন,, আমিন।।

বলিউডের তিন “খান” আমাকে কুরআনের একটা আয়াত মনে করিয়ে দেয়। ক্যারিয়ারের শুরু থেকে এখন অবধি তিন “খান” চেষ্টা করেছেন সর্বোচ্চ...
03/07/2023

বলিউডের তিন “খান” আমাকে কুরআনের একটা আয়াত মনে করিয়ে দেয়।

ক্যারিয়ারের শুরু থেকে এখন অবধি তিন “খান” চেষ্টা করেছেন সর্বোচ্চ সেকুলার হওয়ার। নিজেদের গা থেকে মুসলিম গন্ধ মেটানোর আপ্রাণ চেষ্টায় শুধু নিজেদের নাম বাদে মোটামুটি সবই ছেড়েছেন।

শাহরুখ ঘরে মূর্তি রেখেছেন। সন্তানদের স্কুলে ধর্মের জায়গায় “ইন্ডিয়ান” লিখতে বলেছেন। বিয়ে করেছেন হিন্দুকে। আমিরও তাই। সালমান খানও চেষ্টা করেছেন নিজের ধর্মীয় পরিচয় যথাসম্ভব লুকিয়ে রাখার। গতকালও নিউজে দেখলাম সালমান, শাহরুখ দুজনেই গনেশ পূজা করছেন।

কিন্তু এত এত সেকুলার হয়ে কী লাভ হয়েছে? নাম বাদে ধর্মের বাকি সবকিছু বিসর্জন দিয়েও কি তারা বাঁচতে পেরেছেন?

লতা মুঙ্গেশকরের চিতায় “দোয়া” পড়ে ফুঁ দেয়ায় শাহরুখকে ব্যাশিং খাওয়া লাগসে। পাকিস্তান টিমের প্লেয়ারদের পছন্দ করেন কেন প্রশ্ন উঠেছে বহুবার। সালমানের এক ইন্টারভিউ দেখেছিলাম, যেখানে তিনি রেগে গিয়েছিলেন কারণ একটা রাজনৈতিক অবস্থানের পেছনে সালমানের ধর্মীয় পরিচয় খোঁজা হচ্ছিলো। আর আমির খানের “পিকে” সিনেমার জন্য তাকে বয়কট করার ব্যাপারটা তো সবাই জানেই। “পিকে” সিনেমায় তিনি সব ধর্মের বিচিং করলেও তাকে হি*ন্দুফোবিক বলা হয়েছে, মুসলিম হওয়ার কারণে তিনি এমন হি*ন্দুফোবিক এমন কথা বলা হয়েছে। শুধু “পিকে” বয়কট করেছে এমন না, এই সিনেমার বহু পরে আসা রিসেন্ট সিনেমাও বয়কট করা হয়েছে পিকের সূত্র ধরে।

তিন “খান” ধর্মের সবকিছু বাদ দিয়ে শুধু নামটা রেখেছিলেন। এই নামটুকুও যে সমস্যা, সেটা তো তারা জানেন না। আহমেদ দীন রুমির একটা কবিতা পড়সিলাম। ওখানে তিনি বলতেছেন,

“তাও ধরো ভুইলা গেছি, মুইছা ফেলছি বেবাক
গেলাশ ভইরা মদ আর বাটিতে পর্ক না হইলে চলে না
ধরো মুসলমানির দাগ নাই আমার চেহেরা বা কাজে-কামে
ধরো সিজদা দেই মাইয়া বন্ধুর উড়ুতে,
আর ধর্মের মুরুব্বিগোরে দেখাই বুইড়া আঙুল
তাইলে কি ছাইড়া দিবা?”

এরপর বলেন,

“শুনবা নামের সাথে হাসান, আলি, সিদ্দিক, মুহাম্মদ
ভাববা টুইনটাওয়ার, পেন্টাগন, মুম্বাই, গুলশান”

ঠিক তাই। শুধু নামই যথেষ্ট। আপনাকে উগ্র হওয়া লাগবে না। মৌলবাদী হওয়া লাগবে না। আপনি একদম পরিপূর্ণ সেকুলার হয়ে উঠলেও আপনার এই নামটাই যথেষ্ট আপনার উপর WOT চাপায়ে দিতে। এই নামেই তো গন্ধ লেগে আছে। এই গন্ধ সেকুলার পারফিউম মিটাইতে পারবে না। এই তিক্ত সত্যটা খানেরা উপলব্ধি করলেন না। টিকে থাকার লড়াই করলেন। মুছে ফেললেন সব ইতিহাস। ধর্মের চিহ্ন। কিন্তু শেষ অবধিও কি তাদের সন্তুষ্ট করতে পারলেন? পারলেন না।

কী সুন্দর আমার রব্ব বলে দিয়েছেন,

“ইহুদি-নাসারারা তোমার প্রতি ততক্ষণ সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসারী হয়ে যাও”

[সূরা আল বাকারা: ১২০]

16/09/2022
স্ত্রী কে মূল্যায়ন করুন, সম্মান দিন, প্রকাশ্যে তার প্রশংসা করুন, রানীর মতো করে রাখুন!প্রিয়নবী রাসূল ﷺ এর জীবনী পর্যালোচন...
10/09/2022

স্ত্রী কে মূল্যায়ন করুন, সম্মান দিন, প্রকাশ্যে তার প্রশংসা করুন, রানীর মতো করে রাখুন!

প্রিয়নবী রাসূল ﷺ এর জীবনী পর্যালোচনা করলে দেখা যায় তিনি-
স্ত্রীদের মনোভাব বুঝতেন,
স্ত্রীদের সাথে পরামর্শ করতেন,
স্ত্রীদের মতামত কে গুরুত্ব দিতেন,
স্ত্রীদের সাথে হাস্যকৌতুক করতেন,
দৌড় প্রতিযোগিতা করেছেন,
এমনকি নিজ হাটু গেড়ে স্ত্রীকে উটের পিঠে উঠতে সাহায্য করেছেন।
(বুখারী:২৬৯৪, ৫৬৪৯, আবু দাউদ:২৫৭৮)

আল্লাহর রাসূল ﷺ বলেছেন,

‘‘সাবধান! তোমরা নারী (স্ত্রী)দের জন্য মঙ্গলকামী হও। যেহেতু তারা তো তোমাদের হাতে বন্দিনী।’’
(তিরমিযী, ইবনে মাজাহ, আদাবুয যিফাফ ২৭০পৃঃ)

‘‘কোন মু’মিন পুরুষ যেন কোন মু’মিন স্ত্রীকে ঘৃণা না করে। কারণ সে তার একটা গুণ অপছন্দ করলেও অপর আর একটা গুণে মুগ্ধ হবে।’’
(মুসলিম, মিশকাতুল মাসাবীহ ৩২৪০নং)

মহান আল্লাহ আমাদের সবাইকে প্রিয়নবী মুহাম্মাদ ﷺ কে পরিপূর্ণভাবে অনুসরণ করার তাওফিক দিন।

27/04/2022

ছোট থেকেই সলাত আদায় সচেতন হওয়া জরুরি।

হে আমার মেয়ে ! তুমি তোমার বোনদেরকে বল, হে বোন, তুমি জান পুরুষেরা কেন তোমার কাছে আসতে চায়? কেন তোমাকে নিয়ে ভাবে? কারণ ...
27/04/2022

হে আমার মেয়ে !

তুমি তোমার বোনদেরকে বল, হে বোন, তুমি জান পুরুষেরা কেন তোমার কাছে আসতে চায়?

কেন তোমাকে নিয়ে ভাবে?

কারণ তুমি খুব সুন্দরী এবং যুবতী। সে তোমার সৌন্দর্য্যের পাগল। তাই সে তোমার চারপাশে ঘুরে এবং তোমাকে নিয়েই ভাবে। এখন আমার প্রশ্ন হলো, তোমার এই যৌবন ও সৌন্দর্য্য কি চিরকাল থাকবে?

দুনিয়াতে কোন জিনিস কি চিরস্থায়ী হয়েছে?

শিশুর শিশুকাল কি শেষ হয় না?

সুন্দরীর সৌন্দর্য্য কি আজীবন টিকে থাকে ?

তোমার বোন যদি বিবাহের মাধ্যমে পরিবার গঠনে আত্মনিয়োগ না করে এবং ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়ে ইসলামী পারিবারিক জীবনের গণ্ডির বাইরে চলে যেতে চায় তাহলে তাকে প্রশ্ন করো, হে বোন! তুমি যখন বৃদ্ধ হবে, যখন তোমার পিঠ ও কােমর বাঁকা হবে এবং দেহের সৌন্দর্য্য বিলীন হয়ে তখন কে তোমার দায়িত্ব নিবে?
তোমার পরিচর্যাই বা করবে কে? তা কি তোমার জানা আছে?

যারা তার সেবা করবে, তারা হচ্ছে তার ছেলে-মেয়ে, নাতি-নাতনি।আর সে রাণীর মতো সিংহাসনে বসে পরিবারের অন্যদের পরিচালনা করবে।এখন তুমি ভেবে দেখো, তুমি কি করবে ?

বিবাহের মাধ্যমে তুমি কি, এক নির্মল শান্তির সংসার রচনা করবে?

না ব্যভিচারিণী হয়ে স্বল্প সময় উপভোগ করে তোমার ভবিষ্যৎ জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিবে?

স্থায়ী সুখের বিনিময়ে অস্থায়ী সুখ ক্রয় করা কি কোন বুদ্ধিমানের কাজ হবে? যুবক বয়সের সামান্য বিলাসিতা কি শেষকালের করুণ পরিণতির সমান হবে? কখনই হবে না।

→হে আমার মেয়ে ও পর্দার বিধান, ২৪-২৫ পৃষ্ঠা

ওমর (র) কত রাকাত সালাত আদায় এর নির্দেশ দিয়েছিলেন?
19/04/2022

ওমর (র) কত রাকাত সালাত আদায় এর নির্দেশ দিয়েছিলেন?

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share