27/03/2023
'নাটক' বা 'নাট্য' শব্দটির উৎপত্তি হয়েছিল 'নট' শব্দটি থেকে, যার অর্থ নড়াচড়া করা, অঙ্গ চালনা করা বা কোন কিছু করা। মানুষের অনুকরণ করার সহজাত প্রবৃত্তি থেকেই নাটকের উৎপত্তি ঘটেছিল। নাটকের প্রথম উৎপত্তি প্রাচীন গ্রিস দেশে। ভারত উপমহাদেশে নাটকের উৎপত্তি ঘটেছিল সেই বৈদিক যুগে। বেদের অনেক স্ত্রোত্র বা মন্ত্র কথোপকথনের আকারে রচনা করা হয়েছিল। এইসব স্ত্রোত্র নৃত্যগীতের সঙ্গে যুক্ত হয়ে 'নাটকে' রূপলাভ করেছিল বলে ঐতিহাসিকরা মনে করে থাকেন।
আধুনিক ভারতে নাট্যচর্চার নতুন ধারা বিবর্তন করেছিলেন ঔপনিবেশিক আমলে নাট্যাচার্য গিরীশ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায় এবং মাইকেল মধুসূদন দত্ত।
পরবর্তীকালে ভারতে পরিলক্ষিত হয়ে থাকে গণনাট্যের বিবর্তন। গণনাট্যে অবদান অনেকেরই আছে। তবুও তাঁর মধ্যে উল্লেখ করতে হয় পৃথ্বীরাজ কাপুর, বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, শিশির ভাদুড়ি, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, হাবীব তনভির, সফদর হাসমি, বাদল সরকার এবং হুমায়ূন আহমেদ - এর মতো নাট্যকারদের।
আজ 'বিশ্ব নাট্য দিবসে' আমরা স্মরণ করি দিকপাল এই নাট্য ব্যক্তিতদের তাঁদের নাটকের প্রতি অবদানের জন্য। প্রণাম জানাই তাঁদের সকলকে।
Please Like, Comment and Share.
#বিশ্ব_নাট্য_দিবস