infoviews

infoviews An e-magazine without any political discussion and any religious bias. Only concerned with informati

'নাটক' বা 'নাট্য' শব্দটির উৎপত্তি হয়েছিল 'নট' শব্দটি থেকে, যার অর্থ নড়াচড়া করা, অঙ্গ চালনা করা বা কোন কিছু করা। মানুষের ...
27/03/2023

'নাটক' বা 'নাট্য' শব্দটির উৎপত্তি হয়েছিল 'নট' শব্দটি থেকে, যার অর্থ নড়াচড়া করা, অঙ্গ চালনা করা বা কোন কিছু করা। মানুষের অনুকরণ করার সহজাত প্রবৃত্তি থেকেই নাটকের উৎপত্তি ঘটেছিল। নাটকের প্রথম উৎপত্তি প্রাচীন গ্রিস দেশে। ভারত উপমহাদেশে নাটকের উৎপত্তি ঘটেছিল সেই বৈদিক যুগে। বেদের অনেক স্ত্রোত্র বা মন্ত্র কথোপকথনের আকারে রচনা করা হয়েছিল। এইসব স্ত্রোত্র নৃত্যগীতের সঙ্গে যুক্ত হয়ে 'নাটকে' রূপলাভ করেছিল বলে ঐতিহাসিকরা মনে করে থাকেন।

আধুনিক ভারতে নাট্যচর্চার নতুন ধারা বিবর্তন করেছিলেন ঔপনিবেশিক আমলে নাট্যাচার্য গিরীশ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায় এবং মাইকেল মধুসূদন দত্ত।

পরবর্তীকালে ভারতে পরিলক্ষিত হয়ে থাকে গণনাট্যের বিবর্তন। গণনাট্যে অবদান অনেকেরই আছে। তবুও তাঁর মধ্যে উল্লেখ করতে হয় পৃথ্বীরাজ কাপুর, বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, শিশির ভাদুড়ি, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, হাবীব তনভির, সফদর হাসমি, বাদল সরকার এবং হুমায়ূন আহমেদ - এর মতো নাট্যকারদের।

আজ 'বিশ্ব নাট্য দিবসে' আমরা স্মরণ করি দিকপাল এই নাট্য ব্যক্তিতদের তাঁদের নাটকের প্রতি অবদানের জন্য। প্রণাম জানাই তাঁদের সকলকে।

Please Like, Comment and Share.

#বিশ্ব_নাট্য_দিবস

Today is World Radio Day. Here wishing all my Radio friends/Dx-ers and Patrons warm greetings and love.Radio itself is a...
13/02/2023

Today is World Radio Day. Here wishing all my Radio friends/Dx-ers and Patrons warm greetings and love.
Radio itself is a friend to us. Not only a mere friend but a true friend since my childhood days. Radio was initiated in me by my father at a very young age who had expired on the eve of 15 February 2022. I remember him in this special day.
I also remember and wish my teachers who taught me, guided me in radio journalism and led me to Radio broadcasting as a profession. I fondly remember and owe to Chitrabani Society, Kolkata and its past and present Directors and Staff who had given me lots of freedom to experiment and work in Short Wave Radio.
This is a day to celebrate for lovers of the Radio and Journalism Media.
But a sad note to end, a note of grave concern for all radio lovers loom large upon, how long will Short Wave Radio thrive on earth? All Radio Stations being burdened with heavy cost for broadcasting have either shut down their Short Wave Medium broadcast or is on the verge of shutting down their broadcasting in the near future. The only cause is instruments, spare parts and machineries required for broadcasting have been raised at an enormous rate by the Machinery Producing Companies. So no way. The matter understood very well. Better therefore to shift to Online system of broadcasting.
But a few immaterial questions to be asked for the large and famous Radio Centers and the Machineries Companies of the world - Did you ever go through the history of the effectiveness of Radio as a Media? Is it such a Media that needs to be discarded as we now have internet, mobiles and Computers? When there will be no radio set on this earth how will you name this day or will there be no need of this day? -Atanu Das.

Please Comment, Like and Share.

28/10/2021
শ্রদ্ধার্ঘ্য 🖋️🖋️🖋️১৮৩৩ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে এক সম্ভ্রান্ত পরিবারে আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন। নোবেল এবং ক্য...
10/12/2020

শ্রদ্ধার্ঘ্য 🖋️🖋️🖋️
১৮৩৩ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে এক সম্ভ্রান্ত পরিবারে আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন। নোবেল এবং ক্যারোলিনা অ্যাড্রিয়েট তাঁর বাবা-মা। পৈতৃক দিক থেকে নোবেল ছিলেন সুইডিশ বিজ্ঞানী ওলাস রুডবেকের উত্তরসূরি। নোবেল নিকোলাই জেনিনের কাছে রসায়ন বিষয়ে পড়াশোনা করেন। ১৮৫০ সালে উচ্চতর পড়াশোনার জন্য প্যারিসে চলে আসেন। ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে আসেন ৪ বছরের জন্য রসায়ন পড়তে। ডিনামাইটসহ মোট ৩৫০টি স্বত্ব রয়েছে নোবেলের নামে।সে বছরই তার বাবা ইমানুয়েল নোবেল আর্থিক ভাবে প্রায় দেউলিয়া হয়ে যান। ১৮৩৭ সালে ইমানুয়েল নোবেল স্টকহোমে তার পরিবার রেখে প্রথমে ফিনল্যান্ড এবং পরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলে যান ভাগ্যের সন্ধানে। এই সময়ে তিনি সেন্ট পিটার্সবার্গে একটি মেকানিক্যাল ওয়ার্কশপ প্রতিষ্ঠা। ইস্পাত কারখানা বোফর্সের মালিকানা নেওয়ার পর তিনি এটাকে বিখ্যাত অস্ত্র নির্মাণ কারখানায় পরিণত করেন।পরবর্তী কালে নোবেল পুরস্কার প্রবর্তনের জন্য তিনি তাঁর সম্পদ দান করে যান।
🙏🙏🙏

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when infoviews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share