True Neem leaves news

  • Home
  • True Neem leaves news

True Neem leaves news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from True Neem leaves news, Media/News Company, .

যতদিন গণমাধ্যমগুলো গতানুগতিক সত্য প্রকাশ না করে ততদিন এ-ই দায়িত্ব আপনাদের আর প্রচারের দায়িত্ব আমাদের। আমরা লজ্জিত ফিলিস্তিনের খবর কবার করতে সমস্যা হচ্ছে
সত্য নিম পাতার খবর আমরা সবসময় তিতা খবরগুলো প্রছার করি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশি কিশোর নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রক...
09/09/2024

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশি কিশোর নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামী। রোববার (৯ সেপ্টেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সই করা এক বিবৃতিতে এ কথা বলা হয়।

তিনি বলেন, ১ সেপ্টেম্বর রাতে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে ১৪ বছরের কিশোরী স্বর্ণা দাস নিহতের শোক কাটতে না কাটতেই আবার ৮ সেপ্টেম্বর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামে এক কিশোর নিহত ও দুজন আহত হওয়ার ঘটনার নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। ভারতের এ আচরণে বাংলাদেশের জনগণ মর্মাহত ও উদ্বিগ্ন। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বিএসএফ প্রায়ই বাংলাদেশের মানুষকে বিনা উস্কানিতে ও বিনা কারণে গুলি করে হত্যা করছে। এ ধরনের আচরণ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে হাজী মুহাম্মদ মুহসীন হলে ইসলামিক পেজে লাইক দেওয়ায় শিবির সন্দেহে পাঁচ শিক্ষার্থীকে রাতভর ভ...
09/09/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে হাজী মুহাম্মদ মুহসীন হলে ইসলামিক পেজে লাইক দেওয়ায় শিবির সন্দেহে পাঁচ শিক্ষার্থীকে রাতভর ভয়াবহ নির্যাতনের মাধ্যমে রক্তাক্ত করে হল ছাড়া করা হয়। এ ঘটনায় ১৩ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ঐ ঘটনার ভুক্তভোগীরা শাহবাগ থানায় মামলা দায়ের করেছে।

আসামিরা হলেন- মুহসীন হল ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম ওরফে সরকার রায়হান জহির, ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. সাইফুর রহমান (বর্তমান সেকশন অফিসার, রেজিস্ট্রার বিল্ডিং, যবিপ্রবি), মুহসীন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান (সানী), হল ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক এসএম খালেদ চৌধুরী (৪১তম বিসিএস অডিট ক্যাডারে কর্মরত), সাবেক সহসভাপতি সৈয়দ আশিকুর রহমান (বর্তমানে রাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক), হল ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মেহেদী হাসান মিজান (বর্তমানে গাইবান্ধার এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক), সাবেক সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শুভ্র (বর্তমানে বিমানবন্দর থানার এসআই), সাবেক উপ-ছাত্রবৃত্তি সম্পাদক মুহাম্মদ সরওয়ার উদ্দিন (সম্প্রতি ধর্ষণের অভিযোগে আলোচিত)।

এক বান্ডিল আকিজ বিড়ি সাথে থাকলে এসব কিছুই না রে পাগলা😆
09/09/2024

এক বান্ডিল আকিজ বিড়ি সাথে থাকলে এসব কিছুই না রে পাগলা😆

সমালোচিত ইসলাম বিদ্বেষী কার্টুন পেজ 'Apu's Cartoon' এর কার্টুনিস্ট এর পরিচয় Systemadminbd কর্তৃক ফাঁস করা হলো।Raqib Hasa...
09/09/2024

সমালোচিত ইসলাম বিদ্বেষী কার্টুন পেজ 'Apu's Cartoon' এর কার্টুনিস্ট এর পরিচয় Systemadminbd কর্তৃক ফাঁস করা হলো।

Raqib Hasan Apu একজন কট্টর ইসলামবিদ্বেষী। একই সাথে সে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কটুক্তিকারী ও ব্যঙ্গচিত্র অঙ্কনকারী।

তার আরো কিছু তথ্য আমাদের আর্কাইভে প্রকাশ করা হয়েছে: https://archive.systemadminbd.com/2024/09/09/islamophobic-cartoonist-apus-cartoons-identity-leaked/

You Can Hide, But You Can't Escape!
- Systemadminbd Official

মিয়ানমারের সামরিক জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে গত দুই সপ্তাহে প্রায় ১০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে ...
09/09/2024

মিয়ানমারের সামরিক জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষের কারণে গত দুই সপ্তাহে প্রায় ১০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

এই সংখ্যা আগস্ট ২০১৭ থেকে বাংলাদেশে থাকা ১২ লাখ রোহিঙ্গা স্মরণার্থীর সাথে নতুন করে যুক্ত হবে।

👉⫸আদ্যোপান্ত🌍

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি!বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরে পুলিশের ছররা গুলিতে...
09/09/2024

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরে পুলিশের ছররা গুলিতে আহত দিনমজুর আব্দুর রশিদ চিকিৎসার অর্থ জোগাড় করতে নিজের শিশু কন্যাকে অন্যের হাতে তুলে দিয়েছিলেন।

দারিদ্রতা আর অর্থের অভাবে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আব্দুর রশিদের স্ত্রী বাধ্য হয়ে কুড়িগ্রামে তাদের এক আত্মীয়ের কাছে পঁচিশ হাজার টাকার বিনিময়ে তিন দিন বয়সী মেয়েকে তুলে দেন। তবে বিষয়টি জানতে পেরে তার চিকিৎসার জন্য জেলা সমাজসেবা অধিদপ্তর, হাসপাতাল কর্তৃপক্ষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

এদিকে দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ তাৎক্ষণিকভাবে সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে কুড়িগ্রামে একটি টিম পাঠিয়ে শিশুটিকে ফিরিয়ে এনেছেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক শাকিল আহমেদ সময় সংবাদকে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের দিনমজুর মো. আব্দুর রশিদ গুলিবিদ্ধ হয়েছিলেন। তলপেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় গত ৮ আগস্ট তিনি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এদিকে তার গর্ভবতী স্ত্রী দিনাজপুর জেনারেল হাসপাতালে ৪ আগস্ট থেকে চিকিৎসাধীন ছিলেন। এরপর ৯ আগস্ট তিনি কন্যা সন্তানের জন্ম দেন।

পরিবারের আর্থিক অনটনের কারণে নবজাতক শিশুটিকে কুড়িগ্রামে দূর সম্পর্কিত এক আত্মীয়ের কাছে পাঠিয়ে দেন। দত্তক গ্রহণকারী ব্যক্তি আহত মোহাম্মদ আব্দুর রশিদের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা দেন।

সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে কুড়িগ্রাম সদর শিশু দিনাজপুরে নিয়ে আসা হয়েছে বলে সময় সংবাদকে নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান।

নবজাতকের মা রোকেয়া বেগম বলেন, ‘৪ আগস্ট আন্দোলনে আমার স্বামীর গুলি লাগে। হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে আমার স্বামীর অপারেশন হয়। অপারেশনের পর আমার স্বামীর অবস্থা খুবই খারাপ ছিল। এর মধ্যেই আমার বাচ্চা হয়। সেই সময় হাতে টাকা ছিল না। স্বামীর চিকিৎসা করাতে হবে, তাই তিনদিনের বাচ্চাকে ২৫ হাজার টাকায় বিক্রি করে দিছি। সেই টাকা দিয়ে স্বামীর চিকিৎসা করছি। খারাপ তো লাগবে। কিন্তু সেই সময় কোনো উপায় ছিল না। স্বামীকে তো বাঁচাতে হবে। স্বামীকে আরও অপারেশন করতে হবে। সুস্থ হতে আরও দু/এক বছর লাগবে। নিজের কোনো জায়গা-জমি নাই। মানুষের বাসায় থাকি। সরকারের কাছে অনুরোধ আমার স্বামী যেন সুস্থ হয়ে কিছু করতে পারে।

গুলিবিদ্ধ আহত আব্দুর রশিদ বলেন, ‘৪ আগস্ট স্ত্রীর প্রসবের ব্যথা ওঠায় হাসপাতালে নিয়ে যাই। আমি টিকেট কাউন্টারের সামনে পুলিশের ছররা গুলিতে আহত হই। পরে আমাকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। আমি চিকিৎসা নিয়ে বাসায় আসি। এর মধ্যে আমার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেন। বাসায় তিনদিন ছিলাম। পরে গ্রামবাসী সহযোগিতা করে আমাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। হাসপাতালে অপারেশন করা হয়েছে।

09/09/2024

মণিপূরের ছাত্রদের বর্তামান অবস্থান সেভেন সিস্টারের পক্ষে।।
Go Ahead.........
I think hopefully you are freedom.

08/09/2024

Gaza today💔

07/09/2024

বাংলাদেশী কিশোরী স্বর্ণা দাসের ভারত ভ্রমণ!

দেশের ভিতরে মরলে সংখ্যালঘু, সীমান্তে মরলে বাংলাদেশী! হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের চেতনাবাজরা কোথায় এখন?

07/09/2024

গু'লি করে মেরে, প্রথমে পুলিশ ভ্যানে তুলে, তারপর পুলিশ নিজেরাই গাড়িতে আগুন লাগিয়ে দেয়" আশুলিয়া থানা

গ*ণ*হ*ত্যা*কা*রী*দে*র পালিয়ে যেতে সাহায্য করলো বিএনপি নেতা কর্মীরা!
05/09/2024

গ*ণ*হ*ত্যা*কা*রী*দে*র পালিয়ে যেতে সাহায্য করলো বিএনপি নেতা কর্মীরা!

ক্যারিয়ারের ৯০০ তম গোলের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ❤️🚨| Cristiano Ronaldo becomes the 𝗙𝗜𝗥𝗦𝗧 player...
05/09/2024

ক্যারিয়ারের ৯০০ তম গোলের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ❤️

🚨| Cristiano Ronaldo becomes the 𝗙𝗜𝗥𝗦𝗧 player to reach 𝟵𝟬𝟬 career goals! 🤯📈

Real Madrid- 450 ⚽

Man Utd - 145 ⚽

Juventus - 101 ⚽

Sporting - 5 ⚽

Al-Nassr- 68 ⚽

Portugal- 131 ⚽

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when True Neem leaves news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to True Neem leaves news:

  • Want your business to be the top-listed Media Company?

Share