H.Monirul100

H.Monirul100 لا إله إلا الله محمد رسول الله🥰

- Best Your Timeline.! 🙂
👇👇
follow my new pages ❤️

সময় পরিবর্তন হতে যতটুকু ধৈর্য্য প্রয়োজন আমাকে দাও মালিক! তারপর ইনশাআল্লাহ। 💙
04/01/2024

সময় পরিবর্তন হতে যতটুকু ধৈর্য্য প্রয়োজন আমাকে দাও মালিক! তারপর ইনশাআল্লাহ। 💙







নিজের দক্ষতা তৈরি করে- নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করুন। ☺️
30/12/2023

নিজের দক্ষতা তৈরি করে- নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করুন। ☺️







খুব সাধারন থাকাও একটা অসাধারন বিষয়। 😍
30/12/2023

খুব সাধারন থাকাও একটা অসাধারন বিষয়। 😍







08/12/2023

রবের কাছে কি চাও?

"একদিন রাতে তাহাজ্জুদ পরে খুব কান্নাকাটি করে ক্ষমা চাইবো। পরের দিন রোজা রাখবো। সেদিন বাহিরে রিমঝিম বৃষ্টি পড়বে। বৃষ্টির। ফোঁটা হাতে নিয়ে আমি প্রার্থনা করবো প্রিয় প্রভুর সাক্ষাতের জন্য.!

সেদিন প্রতিটি ওয়াক্তে খুব সুন্দর করে নামায পড়বো মনোযোগ ও ইখলাসের সাথে। তারপর যখন আসরের ওয়াক্ত হবে আমি সুন্দর করে ওজু করবো। নামায পড়বো এবং শেষ সিজদায় মালাকুল মাউত এসে বলবে,

'হে প্রশান্ত আত্মা! তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্টচিত্তে, সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। আর প্রবেশ করো আমার জান্নাতে!

একটা উত্তম মৃত্যু! রবের জান্নাতে বসে ইফতার, নবিজি (স.) এর হাতে পানি খেয়ে রোজা ভঙ্গ করা- এই তো আর কি চাই!

হে আল্লাহ তৌফিক দান করুন

আমিন.!❤️

মুহাম্মাদ বিন কাসিমের চেয়ে আমার বয়সটা বেশিই। আমার ঘরটা রাসূল (স) এর ঘরের চেয়ে বড়। আলী (রা) এর চেয়ে আমার ঘরে ফার্নিচার বে...
05/12/2023

মুহাম্মাদ বিন কাসিমের চেয়ে আমার বয়সটা বেশিই। আমার ঘরটা রাসূল (স) এর ঘরের চেয়ে বড়। আলী (রা) এর চেয়ে আমার ঘরে ফার্নিচার বেশি আছে। আমার গায়ের রঙটা অন্তত বিলাল (রা) এর গায়ের রঙের চেয়ে উজ্জ্বল। জুলাইবিব (রা) এর চেয়ে আমি উচ্চতায় লম্বা আছি। অথচ তাদের কারোরই বিয়ে করতে বেগ পোহাতে হয় নি।

কারণ তাদের সমাজের ভিত্তি ছিল ইমান। আর আমাদের সমাজের ভিত্তি পূজিবাদ। তাই তাদের সমাজে ইমান ও আমলের প্রতিযোগিতা হতো, আর আমাদের সমাজে অর্থ আর প্রাচুর্যের প্রতিযোগিতা হয়৷ তাদের সমাজে প্রশংসনীয় ব্যক্তিত্ব ছিল তাকওয়া, সাহসিকতা, বীরত্ব, আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য। আর আমাদের সমাজে যার সম্পদ যত বেশি, যার ক্যারিয়ার যত ভালো, সে তত অধিক প্রশংসানীয়। আমাদের সমাজে বিয়ে হয় মূলত চামড়া আর টাকার সাথে।

ফাতিমা (রা) এর জন্য রাজা-বাদশা আর নেতাদের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসছিল। অথচ মুহাম্মাদ (স) তাঁর কন্যা ফাতিমাকে (রা) বিয়ে দিলেন দরিদ্র আলীর (রা) কাছে, যখন আলী (রা) তাঁর স্ত্রীকে ঘরে নিতে লজ্জা পাচ্ছিলেন ফার্নিচারের অভাবে। আচ্ছা, আলী (রা) এর ক্যারিয়ার কী ছিল? জীবিকা নির্বাহের জন্য আলী (রা) কখনো এক বৃদ্ধার জন্য কুয়ো থেকে পানি তুলে দিতেন, বিনিময়ে পেতেন কিছু খেজুর।

এই বিষয়গুলো দ্বীনের লেবাস জড়ানো পূঁজিবাদের দ্বীনদাররা কখনোই বুঝবে না। সমাজে চোখ বুলালে যখন চোখে কেবল চারদিকে মুশরিক আর মুরতাদদের দেখা যায়, তখন এই সমাজ থেকে ইমানী সমাজব্যবস্থার আদর্শ আশা করা কৌতুকের মতো লাগে। খাদিজা (রা) মুহাম্মাদ (স)কে জাহেলিয়াতের যুগেই তো বিয়ে করেছিলেন। যাকে আমরা "আইয়ামে জাহেলিয়াহ" বলি, সেই যুগটাও আমাদের বর্তমান যুগের চেয়ে অধিক উত্তম ছিল।

লিখেছেন: মীর মুমীন (হাফি:)
Ahamed Zunayed

05/12/2023

আমি বললাম আমার জীবনে খুশি নেই,

আল্লাহ বলেন,শীঘ্রই তোমার রব তোমাকে এতো দিবেন যে

তুমি খুশি হয়ে যাবে।

-ইনশাআল্লাহ ❤️
সুরা দুহা-৯৩:৫

05/12/2023

এতো চিন্তা কিসের

তকদীরে যা আছে তাই হবে,,

মুচকি হাসি দিয়ে বলি আলহামদুলিল্লাহ,❤️

04/12/2023

--জাহান্নামের ফুটন্ত পানিতে পরার চেয়ে--!!

--ভোর বেলায় ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়া উওম--!!
--আলহামদুলিল্লাহ,,🤲🖤

02/12/2023

নবীজি (সাঃ) ৬ টি জায়গায় হাসতে মানা করেছিলেন ------
১. নামাজের মধ্যে বসে।
২.কবরস্থানে।
৩.দোয়া করার সময় (মোনাজাতে)।
৪.রুগী দেখতে গেলে।
৫.কারো চেহারা দেখে(লম্বা না খাটো)।
৬.কারো ইবাদত দেখে কোনো রকম হাসবেন না বা ঠাট্টা করবেন না।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বুঝার এবং মেনে চলার তৌফিক দান করুক।
আমিন🤲

30/11/2023

⭕ কমপক্ষে ১ বার পড়ুন ইনশাআল্লাহ 👇👇👇

১.اَسْتَغْفِرُ اللّٰهَ ~ আস্তাগফিরুল্লাহ্
২.اَلْحَمْدُ لِلّٰهِ ~ আলহামদুলিল্লাহ্
৩.اَللّٰهُمَّ اغْفِرْلِیْ ~ আল্লাহুম্মাগফিরলী
৪.اَللّٰهُ اَكْبَرُ ~ আল্লহু আকবার
৫.سُبْحٰنَ اللّٰهِ ~ সুবহানাল্লহ্

৬.اَللّٰهُمَّ اَجِرْنِیْ مِنَ النَّارِ ~ আল্লাহুম্মা আজীরনি মিনান নার
৭.لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللٌّهِ الْعَلِيِّ الْعَظِيْمِ ~ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম
৮.سُبْحٰنَ اللّٰهِ وَبِحَمْدِهٖ سُبْحٰنَ اللّٰهِ الْعَظِيْمِ ~ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী সুবহানাল্লাহিল আযীম

৯.ইয়া রাহমান,,ইয়া রাহিমু

১০.لَا اِلٰهَ اِلَّا اَنْتَ سُبْحٰنَكَ اِنِّیْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ ~ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যলীমিন

১১.رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِیْ صَغِيْرََا ~ রব্বীর হামহুমা কামা রব্বা ইয়ানী ছগীরা

১২.لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ مُحَمَّدࣨ رَّسُوْلُ اللّٰهِ ~ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (স.)

১৩.رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ ~ রব্বী হাবলী মিনাছ ছলীহিন

⭕ পড়া শেষে আলহামদুলিল্লাহ্।___

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন জিবরাঈল (আ.)-কে বললেন,আপনি যতোবার আমার নিকট এসেছেন, ততোবার-ই আপনার কপালে শোক...
30/11/2023

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন জিবরাঈল (আ.)-কে বললেন,
আপনি যতোবার আমার নিকট এসেছেন,
ততোবার-ই আপনার কপালে শোক ও
দুশ্চিন্তার ছাপ ছিলো......এর কারণ কী ?

জিবরাঈল (আ.) নবীজী সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম - এর প্রশ্নের জবাবে বললেন,
‘ জাহান্নাম সৃষ্টির পর থেকে
আমার ঠোঁটে কখনো হাসি ফুটেনি।

জাহান্নাম কেমন হবে?

১।জাহান্নামের গভীরতা এমন যে,
এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে
জাহান্নামের তলদেশে পৌছাতে ৭০ বছর সময় লাগে।
বিচারের দিন জাহান্নাম কে ৭০ হাজার শিকল দ্বারা টেনে আনা হবে যার প্রত্যেক শিকল
৭০ হাজার ফেরেশতা বহন করবেন।

২।জাহান্নামে চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর জাহান্নামে তা অবলীলায় হারিয়ে যাবে।

৩।জাহান্নামবাসীদের শরীরের চামড়া
১২৬ ফুট পুরো করে দেওয়া হবে
যাতে করে আযাব অত্যন্ত ভয়াবহ হয়,
তাদের শরীরে আরও থাকবে তিল
যার এক একটি উহুদ পাহাড়ের সমান।

৪।প্রতিদিন জাহান্নামের আযাব পূর্বের দিন থেকে আরও তীব্র আর ভয়াবহ করা হবে।

৫।জাহান্নামের খাদ্য হবে কাঁটা যুক্ত গাছ আর পানীয় হবে ফুটন্ত পানি,পুঁজ ও রক্তের মিশ্রণ এবং উত্তপ্ত তেল।এরপরও জাহান্নাম বাসীর পিপাসা এতো বেশী হবে যে তারা এই পানীয় পান করতে থাকবে।

৬।জাহান্নামের এই ভয়াবহ কল্পনাতীত আযাব অনন্তকাল ধরে চলতে থাকবে,
জাহান্নাম বাসীরা এক পর্যায়ে জাহান্নামের দেয়াল টপকিয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে লোহার হাতুড়ি দ্বারা আঘাত করে ফেলে দেওয়া হবে।
এই জন্যই বলছি ভাই / বোন
আসুন আমরা দীনের পথে চলি
ইসলাম মেনে চলি, আমাদের কখন কি হবে আমরা কিন্তু কেউ জানি না,কেউ আমার সাথে যাবে না,আমার হিসাব আমাকেই দিতে হবে, দুনিয়া টা একটা ধোকা, লালসাময়,
তাই আসুন জাহান্নাম থেকে আমরা বাচিঁ আমাদের পরিবার কে বাচাঁই
হে আল্লাহ,
আমাদেরকে আপনি জাহান্নাম থেকে রক্ষা করুন।
আমিন।।🤲

আল্লাহুম্মাগফিরলি।সব চেয়ে বড় ভয়ংকর বিষয় " বদ নজর "
30/11/2023

আল্লাহুম্মাগফিরলি।
সব চেয়ে বড় ভয়ংকর বিষয় " বদ নজর "

29/11/2023

" হটাৎ করেই চোখ বন্ধ করে আল্লাহকে বলুন।
ইয়া রব,
আমি আপনাকে ভিষণ ভালোবাসি। নিশ্চয়ই আপনি ও আমাকে ভালোবাসেন।
আপনাকে ভালোবাসি মুখে ঠিকই বলি, কিন্তু কাজে কর্মে প্রকাশ করতে পারি না।
কিন্তু এটা সত্য, এক ইলাহ মানে আমি আপনাকে বুঝি। আমি জানি আমার এত নিকৃষ্ট কর্মের পরেও আপনি আমাকে ভালোবাসেন। তওবার দরজা খোলা রেখেছেন, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন বলে এখনো নিয়ামত দিয়ে যাচ্ছেন।

ওহ আল্লাহ, আপনার প্রতি আমার যেটুকু ভালোবাসা আছে, ওইটুকু ভালোবাসার উপর আপনি সন্তুষ্ট হয়ে যান। অতঃপর আমাকে ক্ষমা করে দিন।
( আমিন)😚

28/11/2023

মানুষ যদি জানতো তার মৃত্যুর পর আল্লাহ ছাড়া

আর কেউ তাকে মনে রাখবে না।

তাহলে,সে মানুষের পিছনে না ছুটে মহান আল্লাহর দিকে ছুটতো।💔

28/11/2023

🗻🗻মৃত্যুর পর মানুষের ৯টি আকাঙ্খা /আফসোস :-

● "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।" (সূরাহ নাবা, আয়াত : ৪০)
➡ আল্লাহ তাআলা পশুদের মাঝেও ন্যায়পরায়ণতা ও সুবিচারের সাথে ফায়সালা করবেন। এমনকি যদি কোন শিংবিশিষ্ট পশু কোন শিংবিহীন পশুর প্রতি অত্যাচার করে থাকে তাহলে তারও বদলা দেওয়া হবে। তারপর আল্লাহ পশুদেরকে বলবেন, তোমরা মাটিতে পরিণত হও। তখন তারা মাটি হয়ে যাবে। আর সেই সময় কাফেররাও বাসনা করবে যে, তারাও যদি পশু হতো এবং তাদের মত আজ মাটি হয়ে যেতে পারত!

● "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।" ( ফজর:২৪)
➡এই বলে আফসোস ও আক্ষেপ উক্ত লজ্জা ও লাঞ্ছনারই অংশবিশেষ। কিন্তু সেদিন তা কোন উপকারে আসবে না।

● "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।" (হাক্কা: ২৫)

● "হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।" (ফুরকান: ২৮)
➡এখান হতে জানা যায় যে, যারা আল্লাহর অবাধ্য তাদের সঙ্গে সম্পর্ক ও বন্ধুত্ব রাখা ঠিক নয়। কারণ, মানুষ সৎ সঙ্গে ভালো ও অসৎ সঙ্গে খারাপ হয়ে যায়। বেশির ভাগ লোকদের পথভ্রষ্ট হওয়ার কারণ অসৎ বন্ধু ও খারাপ সঙ্গীদের সাথে উঠা বসা।

● "হায়! আমরা যদি আল্লাহ ও তাঁর রাসূল ﷺ এর আনুগত্য করতাম।" (আহযাব: ৬৬)

● "হায়! আমি যদি রাসূল ﷺ এর পথ অবলম্বন করতাম।" (ফুরকান: ২৭)
➡যারাই রাসূল (সা:) এর প্রদর্শিত পথে না চলে অন্য কারো পথে চলবে, তারাই হাশরের মাঠে আফসোস করতে থাকবে এবং নিজের আঙ্গুল কামড়াতে থাকবে। কিন্তু তখন তাদের সে আফসোস করা তাদের কোন উপকারে আসবে না।

● "হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।" (নিসা: ৭৩)

● "হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।" (কাহফ: ৪২)
➡এখন সে অনুভব করতে পেরেছে যে, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করা, তাঁর যাবতীয় নিয়ামত দ্বারা প্রতিপালিত ও উপকৃত হয়ে তাঁর বিধি-বিধানকে অস্বীকার করা ও তাঁর অবাধ্যতা করা কোনভাবেই কোন মানুষের জন্য উচিত নয়। তবে এখন আক্ষেপ ও অনুতাপ কোন ফল দেবে না। ধ্বংসের পর আফসোস করলে আর কি হবে?

● "হায়! এমন যদি কোনো সুরত হতো ― আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।" (আনআম: ২৭)

সেইদিন আপসোস করে কোন লাভ হবে না। সুতরাং রবের নীড়ে ফিরে আসুন। কারণ, প্রতিটি জীবন মৃত্যুর স্বাদ অস্বাদন করবে।

আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।

আমিন!

দেওবন্দের স্পষ্ট ফতোয়া  "যে ইমামের বেতন মাসিক ৬০০০ টাকা থেকে কম, সেই ইমামের পিছনে মুক্তাদীর নামায দুরস্ত হবে না" (ফতোয়...
27/11/2023

দেওবন্দের স্পষ্ট ফতোয়া "যে ইমামের বেতন মাসিক ৬০০০ টাকা থেকে কম,
সেই ইমামের পিছনে মুক্তাদীর নামায দুরস্ত হবে না"
(ফতোয়ায় মাহমুদ কাসিমী )
"যে মসজিদে ইমামের বেতন কম দিয়ে মসজিদ নির্মাণের জন্য চাঁদা কালেকশন করে বা কালেকশনের চাঁদা ঈমাম কে না দিয়ে মসজিদ নির্মাণের জন্য রেখে দেয়,
সেই মসজিদে চাঁদা দেওয়া হারাম" (ফতোয়ায় ইসমাইল কসিমি দেওবন্দী)
"বর্তমান অবস্থায় ইমাম দের কে ১০০০০ টাকার কম বেতন দেওয়া মানে ঈমাম দের প্রতি জুলুম করা,
তাই কিয়ামতের দিন আল্লাহ্ মসজিদের কমিটি কে জালিম দের কাতারে রাখতে পারেন" (ফতওয়া এ আল আজহার)
যে মসজিদের এই পরিমাণ আওকাত নেই সেই মসজিদ কে অন্য একটি মসজিদের সঙ্গে মিশে যাওয়া উচিত। বর্তমানে অনেক মুসল্লীররা ইমামদেরকে তাদের বাড়ির কাজের লোক মনে করে।
সারা সপ্তাহ মসজিদে আসার কোন নাম গন্ধ নাই শুক্রবারে মসজিদে এসে ইমাম মুয়াজ্জিনদেরকে কাজের লোকের মত এই কাজ সেই কাজ করার জন্য হুকুম করে।

27/11/2023

পাপ করার পরে যদি আপনার অন্তরের মাঝে আঁধার খুঁজে পান,

তাহলে বুঝে নিবেন আপনার অন্তরে আলো রয়েছে।

সেই আলোর কারণেই আপনি আঁধারকে অনুভব করেছেন। ❤️‍🩹

~ ইবনে আল জাওযি (রাহিমাহুল্লাহ) 🌸

27/11/2023

মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয় সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকি দান করেন এবং একটি করে গুনাহ মোচন করেন ।”
— বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)❤️

26/11/2023

রাসূল (ﷺ) বলেনঃ-

জান্নাতি লোক হবে দুনিয়াতে দূর্বল, মাজলুম; আর জাহান্নামীরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী।

|বুখারীঃ৬২০২|.........

26/11/2023

কখনও আশা হারাবেন না।

কারণ আপনি জানেন না আপনার জীবনে আগামীকাল কি ঘটতে যাচ্ছে।

হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে।

''ইনশাআল্লাহ"! ❤️‍🩹

26/11/2023

_ইসলাম একমাত্র ধর্ম।

_যেখানে হাসলে সওয়াব,

_কাঁদলে গুনাহ্ মাফ।

_সুবহানআল্লাহ🥰

হতাশ হবেন না, দোয়া করতে থাকুন মনে রাখবেন আল্লাহ খুবই লজ্জাশীল,আল্লাহ খালি হাতে ফেরাতে লজ্জা পান।💗
26/11/2023

হতাশ হবেন না, দোয়া করতে থাকুন মনে রাখবেন আল্লাহ খুবই লজ্জাশীল,আল্লাহ খালি হাতে ফেরাতে লজ্জা পান।💗

26/11/2023

আমারা যখনই দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য..
আল্লাহকে ভুলে যাই। ঠিক তখনই আমারা কষ্ট পাই । 💔

25/11/2023

- I ωιѕн😌

প্রতিটা মুসলমান যেনো কালেমা!!
পড়ে মৃত্যু বরণ করতে পারে🥰

25/11/2023

এই মুহুর্তে নবীজীর খুব বেশিই প্রয়োজন বোধ করছি।

উনি যদি থাকতেন, দৌড়ে গিয়ে বলতাম ইয়া রাসুলুল্লাহ (স:) দেখেন আপনার উম্মাতের উপর কা*ফি*র রা কিভাবে জু*লুম করতাসে। কিভাবে তারা আপনার উম্মতকে কষ্ট দিচ্ছে যে উম্মতের জন্য স্বয়ং আপনি কেঁদেছেন। ফরিয়াদ করেছেন আল্লাহর কাছে। 💔

আর তখনই দেখতাম উনি কোন না, কোন সমাধান বের করে ফেলেছে।💔

25/11/2023

পছন্দের মানুষেটার সাথে বিয়ে না হলে মন খারাপ করবেন না৷

আপনি হয়তো তাকে যোগ্য ভাবছেন, কিন্তু স্রষ্টার কাছে হয়তো সে আপনাকে জীবনসঙ্গী করার যোগ্যতা রাখে না। ♥️

25/11/2023

আমরা শুধু আল্লাহর কাছে চেয়েই যাচ্ছি ।

কিন্তু ভেবে দেখেনতো, আমরা কি আল্লাহকে কিছু দিতে পারছি ?

হায়! কতই না স্বার্থপর আমরা। আল্লাহুম্মাগফিরলি। 💔 __ H.Monirul100

ইয়া আল্লাহ যদি আমার ভাগ্য আগে থেকেই লিখা থাকে তাহলে কেনো আমি আপনার কাছে চাইব'?“আল্লাহ” হাসলেন এবং বললেন "কিছু পৃষ্ঠায় ...
24/11/2023

ইয়া আল্লাহ যদি আমার ভাগ্য আগে থেকেই লিখা থাকে তাহলে কেনো আমি আপনার কাছে চাইব'?
“আল্লাহ” হাসলেন এবং বললেন "কিছু পৃষ্ঠায় আমি এমনও লিখে রাখতে পারি তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে!
আল্লাহ বলেন, ‘তোমরা আমার কাছে দোয়া করো। আমি তোমাদের দোয়া কবুল করব’
(সূরা মুমিন, আয়াত ৬০)

24/11/2023

কোন এক ইমাম বলেছিলেন, আমি যখন আল্লাহর কাছে কিছু চাই, এবং তিনি আমাকে সেটা দিয়ে দেন, তখন আমি একবার আলহামদুলিল্লাহ বলি।

আর যখন আমি আল্লাহর কাছে কিছু চাই, কিন্তু তিনি সেটা আমাকে দেন না, তখন আমি দশ বার আলহামদুলিল্লাহ্ বলি।

কারণ প্রথম দেওয়াটা ছিল আমার ইচ্ছায় আর দ্বিতীয় না দেওয়াটা হলো আমার আল্লাহর ইচ্ছা।

কত নি-কৃষ্ট বস্ত আমি চেয়েছিলাম, কিন্তু সেটা আল্লাহ আমায় দেননি, কারণ কোনটা আমার জন্যে উত্তম আমার চেয়ে আমার আল্লাহই বেশি ভালো জানেন। 🖤

24/11/2023

মজার ব্যাপার হলো!

আপনার কোনটায় ভালো হবে সেটা আপনার চেয়ে বেশি আপনার রব ভালো জানেন।💔

তাই, না পাওয়া নিয়ে আফসোস না করে রবের প্রতি সন্তুষ্ট হন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when H.Monirul100 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to H.Monirul100:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share