08/08/2024
আউট অফ টপিকঃ মেয়েরা বিয়ের পছন্দ কখনো নিজের হাতে থাকলে পুরুষ পছন্দ কইরো, ছেলে না। তোমাদের কখনো মনে হয় না, শীলা আহমেদ হুমায়ূন আহমেদের মেয়ে হয়ে, এত নাম-যশখ্যাতি থাকতে আসিফ নজরুলকে কেন বিয়ে করছিল? তখন এই উত্তর না জানা গেলেও, আজ সেই উত্তর আমাদের সামনে স্পষ্ট। তারপর তিশা কেন ফারুকীকে বিয়ে করল? তারও তো অপশন কম ছিল না। উত্তর এটারও এখন পেয়ে গেছি আমরা।
প্রেম ছেলেদের সাথে হলেও, সংসার করতে পুরুষ লাগে। যে তার বুক টান টান করে সামনে দাঁড়াতে পারে দেশের জন্য দেশের জন্য। আর যে পুরুষটা সবার জন্য এতকিছু পাবরে, ভাবো তুমি তার হলে তোমায় সে কতটা আগলে রাখবে? তাই ছেলেদের পছন্দ করে তিনদিনে ছয়বার বাবার বাড়ি আসার পথ ধরার দরকার নেই। দায়িত্ববান পুরুষ খোঁজো যারে আজীবন দেখে ভাববা তোমার সিদ্ধান্ত ভুল ছিল না। যে তোমারে ভুল প্রমাণ হইতে দিবে না।
©️