Spider Women

Spider Women Spider women

আউট অফ টপিকঃ মেয়েরা বিয়ের পছন্দ কখনো নিজের হাতে থাকলে পুরুষ পছন্দ কইরো, ছেলে না। তোমাদের কখনো মনে হয় না, শীলা আহমেদ হুমা...
08/08/2024

আউট অফ টপিকঃ মেয়েরা বিয়ের পছন্দ কখনো নিজের হাতে থাকলে পুরুষ পছন্দ কইরো, ছেলে না। তোমাদের কখনো মনে হয় না, শীলা আহমেদ হুমায়ূন আহমেদের মেয়ে হয়ে, এত নাম-যশখ্যাতি থাকতে আসিফ নজরুলকে কেন বিয়ে করছিল? তখন এই উত্তর না জানা গেলেও, আজ সেই উত্তর আমাদের সামনে স্পষ্ট। তারপর তিশা কেন ফারুকীকে বিয়ে করল? তারও তো অপশন কম ছিল না। উত্তর এটারও এখন পেয়ে গেছি আমরা।

প্রেম ছেলেদের সাথে হলেও, সংসার করতে পুরুষ লাগে। যে তার বুক টান টান করে সামনে দাঁড়াতে পারে দেশের জন্য দেশের জন্য। আর যে পুরুষটা সবার জন্য এতকিছু পাবরে, ভাবো তুমি তার হলে তোমায় সে কতটা আগলে রাখবে? তাই ছেলেদের পছন্দ করে তিনদিনে ছয়বার বাবার বাড়ি আসার পথ ধরার দরকার নেই। দায়িত্ববান পুরুষ খোঁজো যারে আজীবন দেখে ভাববা তোমার সিদ্ধান্ত ভুল ছিল না। যে তোমারে ভুল প্রমাণ হইতে দিবে না।
©️

14/02/2024

It's me on Valentine's day 😢

11/02/2024

খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয়!
কেউ যেন বলছে হতাশ হয়ো না-নিরাশ হয়ো না-আমি সব দেখছি শুনছি। সব একদিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ!" 🖤

06/02/2024

❝ঠকে গেলেও বিশেষ ক্ষতি নাই! এতোটুকু সময়ের জীবন, কোনো না কোনোভাবে শেষ হয়েই যাবে, কিন্তু যারা ঠকিয়েছিল, প্রতারণা করেছিল, মিথ্যা বলেছিল, হক নষ্ট করেছিল। তারা কিভাবে দীর্ঘশ্বাসটা নিশ্চিন্তে নিবে!!❞

~ শায়খ আহমাদুল্লাহ

05/02/2024

আমাদের আসলে কার কাছে ফিরে যাওয়া উচিত?
আমরা যাকে ভালোবেসেছি,
না আমাদের যারা ভালোবাসে?

05/02/2024

খুব সম্ভবত সবচেয়ে বিশুদ্ধ অনুভূতি হচ্ছে অভিমান।
কপট রাগ দেখানো যেমন সম্ভব তেমনি মনে হিংসা লুকায় রেখে দাত দেখিয়ে হেসে এপ্রিসিয়েট করাও খুব সম্ভব।

কিন্তু অভিমান নকল করা যায়না। অভিমান বেশিদিন থাকেওনা। এটা টার্ণ নিয়ে লম্বা সময় পর কষ্টে বদলে যায়, নয়তো অদৃশ্য হতাশায় - ঠিক যেমনি সন্ধ্যা অল্প সময় পর পরিণত হয় ঘুটঘুটে রাতে।

অভিমান আসলে একটা অদৃশ্য চিৎকার - সবচেয়ে প্রিয় মানুষটার বা কাছের মানুষদের উদ্দেশ্যে।

যে চিৎকার প্রিয়জন শুনতে পেলে সুন্দর - চমৎকার - অভূতপূর্ব। না শুনতে পেলে শুধু নৈ:শব্দের আনাগোণা।

30/01/2024

কেউ একটুখানি ভালো ব্যবহার করলেই তাকে কলিজা কেটে দেওয়ার যে অভ্যাস, এটা বদলায় ক্যাম্নে?

28/01/2024

তোমাকে না পেলে আমি বিয়েই করবো না, আবার করতেও পারি দেখি কি করি..🙂

27/01/2024

যেই মানুষটা আপনার সাথে খুব তরল, খুব হাসিখুশি। সে অন্য সবার সাথেও যে এমন, তা কিন্তু না।

এই যে তরলতা, এইটাকে আমরা গ্রান্টেড ধরে নেই।

বিশ্বাস করেন আপনি যেটা এত সহজেই পাচ্ছেন, এইটা অন্য কেউ পাওয়ার জন্য যে কোন কিছু করতে রাজী।

কত রকম এফোর্ট দেয় মানুষ এইটুকু তরলতার জন্য। কত ভাবে ইমপ্রেস করার চেষ্টা করে।

কিন্তু মানুষটার প্রায়োরিটি শুধুই আপনি। শুডন্ট ইউ ফিল প্রাউড?

কিন্তু কখনও আমরা এভাবে ভেবে দেখি না। ভাবি, পেয়েই তো গেছি। ভাবি, মূল্যায়ন আবার কী জিনিস?

27/01/2024

" হটাৎ করেই চোখ বন্ধ করে আল্লাহকে বলুন।
ইয়া রব,
আমি আপনাকে ভিষণ ভালোবাসি। নিশ্চয়ই আপনি ও আমাকে ভালোবাসেন।
আপনাকে ভালোবাসি মুখে ঠিকই বলি, কিন্তু কাজে কর্মে প্রকাশ করতে পারি না।
কিন্তু এটা সত্য, এক ইলাহ মানে আমি আপনাকে বুঝি। আমি জানি আমার এত নিকৃষ্ট কর্মের পরেও আপনি আমাকে ভালোবাসেন। তওবার দরজা খোলা রেখেছেন, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন বলে এখনো নিয়ামত দিয়ে যাচ্ছেন।

ওহ আল্লাহ, আপনার প্রতি আমার যেটুকু ভালোবাসা আছে, ওইটুকু ভালোবাসার উপর আপনি সন্তুষ্ট হয়ে যান। অতঃপর আমাকে ক্ষমা করে দিন।
( আমিন)♥

24/01/2024

মাঝেমধ্যে মনে হতেই পারে 'আর ভাল্লাগেনা! নিতে পারতেছিনা আর এতো প্যারা!' চিল্লাইয়া বলতে ইচ্ছে করবে 'আল্লাহ! মুক্তি দাও! আর সহ্য হয়না৷ নিয়ে যাও আমারে৷ আমি মুক্তি চাই!'

চিল্লাইয়া বলা হয়না৷ সব সহ্য করে যেতে হয়৷ হাসি মুখে বলতে হয় 'ভালো আছি!'
মানুষ এর সাথে দূরত্ব বাড়ে৷ সবাই ভুল বুঝে। ভুল টা ভাঙ্গাতেও ইচ্ছে করেনা। যার যা ইচ্ছে তা ভেবে বসে থাকুক। দুনিয়াদারি আর সহ্য হয়না৷
দুনিয়ার সব ঠিকঠাক চলে৷ আমরাও চলি৷ সবাই জানে আমরা ঠিক আছি,ভালো আছি৷ সবাই যেটা জানেনা,সেটা আমরা নিজেরা জানি। আমরা জানি আমরা নিজেরা ভেতরে ভেতরে শেষ হয়ে গেছি,যে খবর কেউ জানেনা,যে খবর কাউকে জানানো যায় না! জানাতে ইচ্ছে করেনা...

21/01/2024

আমার বিয়ে খাইতে যারা অপেক্ষায় আছেন আমি আসলে দুঃখিত কাউকে দাওয়াত দিবো না। 😁

16/01/2024

অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট। চাইলেও এর কারন যাকে তাকে বলা যায়না!

15/01/2024

শব্দ না করে কান্না করাটা আলাদা ধরনের কষ্ট!!

14/01/2024

আমি আমাকে কোনোদিন ধরতে পারি নাই। ধরার আগেই সমাজ, পরিবার, দায়িত্ব, কর্তব্য, দেশ-বিদেশ, বন্ধুবান্ধব আমায় ভাগ করে নিয়েছে।

যেদিন নিজেকে ধরতে পারলাম; আমি সেদিন উড়তে পারি না!

05/01/2024

নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসতে না পারলে,আমাকে ভালোবাসুন ধন্যবাদ।🙂

পাওয়া কাকে বলে,যে মানুষ জানে না!!সে ছোঁয়াকেই পাওয়া মনে করে।______রবীন্দ্রনাথ ঠাকুর
04/01/2024

পাওয়া কাকে বলে,
যে মানুষ জানে না!!
সে ছোঁয়াকেই পাওয়া মনে করে।
______রবীন্দ্রনাথ ঠাকুর

31/12/2023

সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর লিস্টের একজনকে আই লাভ ইউ!' 🫶 😁

Address


Alerts

Be the first to know and let us send you an email when Spider Women posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share