জমির ধার থেকে উদ্ধার হল মানবদেহের হাড় কঙ্কাল মাথার খুলি ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রামের সামচ্যাংড়া এলাকায়।
মেমারি বিমানর ন্যায্য পরিমাণের দাবিতে পথ অবরোধ।
বর্ধমান উত্তর বিধানসভার বর্ধমানের দেওয়ানদীঘি প্রতিলতা মঞ্চে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের জয়ী প্রার্থী মাননীয় কীর্তি ঝা আজাদ মহাশয়ের বিপুল জয়ের জন্য বিজয় উৎসব পালিত হলো,এই দিন এম, পি ,কে কাছে পেয়ে জনগণের মধ্যে বিপুল উৎসাহ চোখে পরে সকলের মধ্যে ,ও এমপি কে সকলের মধ্যে মিশে যেতে দেখা গেল।
মেমারি কোচিং সেন্টারের উদ্যোগে প্রস্তুতি ম্যাচ বড় টুর্নামেন্ট মেমারি খুড়ো যুব সংঘের ফুটবল মাঠে ,উত্তর 24 পরগনা বনাম নৈহাটি।
বর্ধমান তালিত রেলওয়ে ওভার ব্রিজ তৈরির বিষয়ে কথা বললেন সাংসদ কীর্তি ঝা আজাদ।
রায়না থানা বেলসর গ্রামের ভেতর দিয়ে একটি স্করপিও গাড়ি দ্রুত গতিতে যাবার পথে ইলেকট্রিক পলে ধাক্কা মারে, স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধার করেন এবং রায়না থানায় খবর দেওয়ার পরই ঘটনাস্থলে এসে পৌঁছান পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে যাত্রীদের কোন ক্ষতি হয়নি।
আজ ১৮ই জুন মঙ্গলবার বেলা এগারোটায় কেশবগঞ্জ চটি হইতে ভি, আই, পি, নার্সিংহোমের নিকট মাননীয় সভাপতি আইনুল হক মল্লিকের উদ্যোগে, ও বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির নেতৃত্বে জেলা ট্রাফিক পুলিশের হাতে O,R,S ৫০০ টি পাউন্ড তুলে দেওয়া হলো।
বর্ধমান শহরে 24 নম্বর ওয়ার্ড ও ২৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যৌথউদ্যোগে বিজয় মিছিল হলো,কাঞ্চননগর রথ তলা।
পুরুলিয়া ওয়াল্ড ব্লাড ডোনাশ উপলক্ষে রক্তদান ফ্যালাসেমিয়া নির্ণয় ও বৃক্ষ রোপণ কর্মসূচি।
বর্ধমান শহর 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বর্ধমান রথ তলা মুক্তমঞ্চে আয়োজিত হল রবীন্দ্রনাথ নজরুল এর সন্ধ্যা অনুষ্ঠান।
বর্তমান শহর ২৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো রবীন্দ্রনাথ নজরুল এর সন্ধ্যা অনুষ্ঠান।
বর্ধমান লাইন ক্লাবে গুরুত্বপূর্ণ বৈঠক প্রশাসনের পক্ষ থেকে আগামী বকরিদ উপলক্ষে সকলকে আগাম শুভেচ্ছা জানালেন বর্ধমান থানার ভারপ্রাপ্ত আইসি দিপেন্দু দাস। এছাড়া কমিটির পক্ষ থেকে শাহাবুদ্দিন খান কথা বললেন।
শাসকদলের নেতার দেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ক্যানিং।
কলকাতা ভবানীপুর জামাই ষষ্ঠী অনুষ্ঠানের আয়োজন করলেন উপস্থিত ছিলেন মদন মিত্র, রচনা বন্দ্যোপাধ্যায়।
আজ জামাই ষষ্ঠী বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে এই এক উৎসব।
সালারে দুই গোষ্ঠীর বোমাবাজি আহত ১
জোয়ার মারাং বুরু রোহিঙ্গা হিরো সেবা নিকেতন গ্রামীন চিকিৎসকদের সভা মেমারি পূর্ব বর্ধমান।
ব্লকের বিজয় মিছিলে যোগ দিয়ে সকলের সঙ্গে পা মেলালেন নবনির্বাচিত সাংসদ ডক্টর শর্মিলা সরকার।
তালিত রেলগেট পরিদর্শন করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা ভোটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি ঝা আজাদ।
রবিবার দুপুর দুটোর সময় বোলপুর থেকে কলকাতা অভিমুখে যাচ্ছিল ,গুসকরা নদীপতির কাছে একটি পেট্রোল পাম্পে পাশে নয়নজলিতে একটি ট্রাক্টর কে ধাক্কা মেরে গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ে যায়,স্থানীয় মানুষ গাড়ির কাঁচ ভেঙ্গে বার করে যাত্রীদের নিকটবর্তী গুষকরা হাসপাতালে নিয়ে আসে, সঙ্গে সঙ্গে গুসকরা পুলিশ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আহতদের চিকিৎসার জন্য কলকাতা পাঠানো হয়েছে।