Mamun Hossain

  • Home
  • Mamun Hossain

Mamun Hossain ১১তম থেকে ২০তম গ্রেডের সব ধরনের সরকারি চাকরির প্রশ্ন-উওরের প্লাটফর্ম।

02/02/2025

For government employees, voluntary retirement with pension benefits currently requires 25 years of service. The Public Administration Reform Commission is set to recommend lowering the requirement to 15 years.

#এডিটর_সম্রাট_শাহরিয়ার

আজকের কালবেলার সংবাদপ্রশ্ন ফাঁসে জড়িত, ডিলার এজেন্ট সবাইর চাকরি হয়েছে। #এডিটর_সম্রাট_শাহরিয়ার
30/01/2025

আজকের কালবেলার সংবাদ
প্রশ্ন ফাঁসে জড়িত, ডিলার এজেন্ট সবাইর চাকরি হয়েছে।
#এডিটর_সম্রাট_শাহরিয়ার

28/01/2025

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি মেনে নেওয়া হয়েছে।পর্যায়ক্র‌মে জাতীয়করন করা হ‌বে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধনভুক্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে বিকালে চারটার দিকে শাহবাগে এই কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম মাসুদুল হক।

তিনি জানান, আন্দোলনকারী শিক্ষকদের ছয় দফা দাবি মন্ত্রণালয় মেনে নিয়েছে মন্ত্রণালয়। এসময় শিক্ষকদের ওপর পুলিশের লাঠি চার্জের ঘটনায় মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

#এডিটর_সম্রাট_শাহরিয়ার

28/01/2025

অর্থ উপদেষ্টা: মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতার ঘোষণা কে দিলো? কে ঘোষণা দিয়েছে, আমি জানি না
#এডিটর_সম্রাট_শাহরিয়ার

28/01/2025

২৭তম সার্জেন্ট সার্কুলার প্রকাশের কাজ চলছে,দ্রুত সময়ের মধ্যে সার্কুলার প্রকাশিত হবে,ইনশাআল্লাহ।

27/01/2025

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৭ কলেজে ভর্তি বন্ধ হচ্ছে।

#এডিটর_সম্রাট_শাহরিয়ার

রেজাল্টঃ ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর  #এডিটর_সম্রাট_শাহরিয়ার
26/01/2025

রেজাল্টঃ ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তর

#এডিটর_সম্রাট_শাহরিয়ার

23/01/2025

💥উপসহকারী সেটেলমেন্ট অফিসার (কানুনগো) [শুরু এই পদে নিয়োগ পাবেন]।

👉সহকারী সেটেলমেন্ট অফিসার (সহকারী সচিব পদমর্যাদা)।
👉চার্জ অফিসার (গ্রেড-২)।
👉চার্জ অফিসার (গ্রেড-১)।
👉জোনাল সেটেলমেন্ট অফিসার (উপ-সচিব পদমর্যাদা)

✒️পরীক্ষা পদ্ধতিঃ
👉MCQ-
বাংলা: ২৫,
ইংরেজি: ২৫,
গনিত: ২৫,
জিকে: ২৫

👉Written-
বাংলা: ৫০,
ইংরেজি: ৫০,
গনিত: ৬০,
জিকে: ৪০

পরীক্ষা পদ্ধতি সাধারনদের জন্য টেকনিক্যালের জন্য না।

#এডিটর_সম্রাট_শাহরিয়ার

©Fazle

23/01/2025

বাংলাদেশ ব্যাংক এর এডি(আইসিটি) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর সহকারী পরিচালক (প্রশাসন) এক্সাম একই দিনে ৭ ফেব্রুয়ারী অনুষ্টিত হবে।

#এডিটর_সম্রাট_শাহরিয়ার

23/01/2025

পিএসসি সিনিয়র স্কেলের পরীক্ষা মে মাসের শেষভাগে নেওয়ার চিন্তাভাবনা করছে।

যদি সিনিয়র স্কেলের পরীক্ষা মে মাসের শেষ ভাগে নেওয়া হয় ৪৭-তম বিসিএস প্রিলি পরীক্ষা জুন মাসের শেষদিকে চলে যাবে।মে মাসে হবেনা তাহলে।সেক্ষেত্রে ২০ জুন বা ২৭ জুন যেকোনো একডেটে পরীক্ষা নিতে পারে।ব্যাপারটা এখনো চূড়ান্ত হয়নি।

#এডিটর_সম্রাট_শাহরিয়ার

বেসরকারি ব্যাংক গুলোও লাঞ্চ ভাতা বর্ধিতকরন শুরু করলো। #এডিটর_সম্রাট_শাহরিয়ার
21/01/2025

বেসরকারি ব্যাংক গুলোও লাঞ্চ ভাতা বর্ধিতকরন শুরু করলো।

#এডিটর_সম্রাট_শাহরিয়ার

🛑🛑 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩ মে ২০২৫ অনুষ্ঠিত হবে ।▪️আবেদনের তারিখ: ২১ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০...
20/01/2025

🛑🛑 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩ মে ২০২৫ অনুষ্ঠিত হবে ।

▪️আবেদনের তারিখ: ২১ জানুয়ারি ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত।
▪️প্রাথমিক আবেদন ফি বাবদ ৭০০/- (সাতশত) টাকা
▪️ভর্তি পরীক্ষা: ০৩ মে ২০২৫, শনিবার(সময়: সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত)

#এডিটর_সম্রাট_শাহরিয়ার

20/01/2025

পুলিশের বাধার মুখে ৩৫ প্রত্যাশীদের মিছিল।

#এডিটর_সম্রাট_শাহরিয়ার

20/01/2025

বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত: ব্যাংকারদের বিদেশ ভ্রমণে আর অনুমতির প্রয়োজন নেই

বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এখন থেকে প্রশিক্ষণ, সভা, সেমিনার, কর্মশালা এবং শিক্ষাসফরের উদ্দেশ্যে ব্যাংকাররা ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুযায়ী বিদেশ যেতে পারবেন। এই প্রক্রিয়ায় আর কেন্দ্রীয় ব্যাংকের কোনো অনুমোদন প্রয়োজন হবে না।

রবিবার(১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে উল্লেখ করা হয়, ব্যাংকের নিজস্ব ভ্রমণ নীতিমালা কার্যকর রেখে কর্মকর্তাদের বিদেশযাত্রা অনুমোদন দেওয়া যাবে। এ নির্দেশনার ফলে ব্যাংকিং খাতে বিদেশ সফরের প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে।
নতুন নীতিমালার প্রভাব ও গুরুত্ব
নতুন এ সিদ্ধান্তে ব্যাংকিং খাতের দক্ষতা বৃদ্ধিতে বড় ধরনের অগ্রগতি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যাংক কর্মকর্তারা আন্তর্জাতিক প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক মানের জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

অতীতে ব্যাংকারদের বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক ছিল। এতে সময়ক্ষেপণ ও প্রক্রিয়াগত জটিলতার সৃষ্টি হতো। নতুন নীতিমালায় এই বাধা দূর হওয়ায় ব্যাংক কর্মকর্তাদের জন্য আন্তর্জাতিক যোগাযোগের পথ আরও সুগম হবে।

ব্যাংকগুলোর ভূমিকা ও নীতিমালা
বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমতি না থাকলেও, প্রতিটি ব্যাংকের নিজস্ব নীতিমালার আওতায় কর্মকর্তাদের ভ্রমণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে থাকবে প্রাসঙ্গিক প্রশিক্ষণ বা কর্মশালার প্রয়োজনীয়তা যাচাই, খরচের সীমা নির্ধারণ এবং ভ্রমণের রিপোর্টিং পদ্ধতি।

এই প্রক্রিয়ার মাধ্যমে কর্মকর্তারা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে তাদের দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন।
আন্তর্জাতিক যোগসূত্র বৃদ্ধি ও দক্ষতা উন্নয়ন
বিশ্বব্যাপী ব্যাংকিং খাত দ্রুত পরিবর্তনশীল। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আন্তর্জাতিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জন অপরিহার্য।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত শুধু ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন নয়, বরং পুরো ব্যাংকিং খাতের পেশাদারিত্ব ও কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে। এটি ব্যাংকারদের আন্তর্জাতিক মানের যোগাযোগ তৈরির পাশাপাশি নতুন প্রযুক্তি ও কর্মপদ্ধতি শেখার সুযোগও তৈরি করবে।

ব্যাংক খাতের ভবিষ্যৎ সম্ভাবনা
এই পরিবর্তনের ফলে ব্যাংক কর্মকর্তারা দ্রুততর সময়ে উন্নত দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। পাশাপাশি, এর মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং খাত আরও প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিকমানের হয়ে উঠবে।

নতুন নির্দেশনার ফলে বিদেশ ভ্রমণ প্রক্রিয়ায় গতিশীলতা আসবে, যা পুরো ব্যাংকিং খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

#এডিটর_সম্রাট_শাহরিয়ার

নিয়োগ বিজ্ঞপ্তি সমন্বিত ব্যাংক অফিসার ক্যাশ (১০ম গ্রেড)পদ: ১২৬২ টি #এডিটর_সম্রাট_শাহরিয়ার
20/01/2025

নিয়োগ বিজ্ঞপ্তি
সমন্বিত ব্যাংক অফিসার ক্যাশ (১০ম গ্রেড)
পদ: ১২৬২ টি

#এডিটর_সম্রাট_শাহরিয়ার

20/01/2025

বিসিএস লিখিত পরীক্ষার বাংলা বিষয়ের নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর করার প্রস্তাব দিয়েছেন বিভিন্ন বিসিএস পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা। গত বৃহস্পতিবার কেমন বিপিএসসি দেখতে চাই এবং কী কী সংস্কার প্রয়োজন শীর্ষক ‘অংশীজনের ভাবনা’য় বিসিএসে অংশ নেওয়া প্রার্থীরা এ প্রস্তাব দেন।

#এডিটর_সম্রাট_শাহরিয়ার

20/01/2025

বদলে যাচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন মিলতে পারে।

#এডিটর_সম্রাট_শাহরিয়ার

20/01/2025

কোটা মাত্র ৫% তাতেই কেউ ৭২ পেয়ে টিকে নাই আর কোটাধারীরা ৪০ পেয়েও টিকেছে!!

তাহলে বিসিএসসহ অন্য নিয়োগ পরীক্ষায় এতো বছর ধরে ৫৬% কোটায় কি এক্সট্রিম লেভেলের ধামাকা দিয়ে গেছে একটু ভাবুন!!

সকল নিয়োগ পরীক্ষায় কয়জন কোটা থেকে কয়জন মেধা থেকে নিয়োগ হলো স্পষ্ট উল্লেখ করে দিতে হবে।
আমজনতা তো আর জানেনা ভিতরগত কোনো কোটা প্রয়োগ হয় কিনা।স্পষ্ট কোটা আর সাধারন মেধা উল্লেখ করে দিতে হবে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত তালিকায়।

#এডিটর_সম্রাট_শাহরিয়ার

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mamun Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mamun Hossain:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share