Muslim's Path BD

  • Home
  • Muslim's Path BD

Muslim's Path BD ‘‘এটা আমার পথ। আমি জেনে-বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই” (সুরা ইউসুফ: ১০৮)

12/12/2023

রাবি' ইবনু আনাস (রাহিমাহুল্লাহ) বলেন,
"আল্লাহকে ভালবাসার আলামত হলো, অধিক পরিমাণে তাঁর যিকর করা। তুমি তো তার কথাই বেশি স্মরণ করো, যাকে তুমি ভালোবাসো।"

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
মাদারিজুস সালিকিন: ২/২১০




12/11/2023

ওরা আমাদের ন্যূনতম লজ্জাটুকুও কাইড়া নিতে চায়!

বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকার প্রতিক্রিয়া!

সহ-শিক্ষার কুফল এমনিতেই মারাত্মক ব্যাধি ধারণ করেছে।এর মধ্যে সমতন্ত্র, যৌন শিক্ষা, ট্রান্সজেন্ডারকে নরমালাইজসহ ছেলে-মেয়ের অবাধ মেলামেশার সুযোগস্থল হিসেবে কতিপয় অজ্ঞাতনামা ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ বিদ্যালয়গুলোকে বেছে নিয়েছেন।

আমার মনে আছে—আমাদের সময়কার নবম-দশম শ্রেণির ‘শারীরিক শিক্ষা’ বইতে এর থেকেও উত্তেজক কথাবার্তায় ভরপুর ছিল, যেজন্য এসব বিষয় নিয়ে আমাদের স্যাররাই কথা বলতে লজ্জাবোধ করতেন।আর ঠিক বইয়ের এসব আকর্ষিত বিষয় পড়ানো বা ক্লাসের বাইরে আলোচনা করার কারণেই আমাদের সহপাঠীদের মধ্যে এসব বিষয়ে লজ্জার কোনো বাচ-বিচার থাকতো না, তারা লাগামহীন ভাবে এটা-ওটা নিয়ে আলাপ-আলোচনা করত।এবং যখন ছেলেদের একান্ত আড্ডা হতো, সেখানে তারা কত কুৎসিত কথাবার্তা বলতে সাহস পেত, এমনকি এদের মধ্যে অনেকের দ্বারা অনেক মেয়ে ইভটিজিং এর শিকার হয়েছে নিয়মিত।

আলহামদুলিল্লাহ, আমি কয়েকজন ভালো সহপাঠী ব্যতীত কারো সাথে কখনোই ক্লাসের বাইরে সম্পর্ক বজায় রাখিনি, নতুবা এসব আমাকেও গ্রাস করে নিতে পারত!

(বি:দ্র: আমি এ ধরণের কন্টেন্ট কখনোই আপলোডে আগ্রহী নই, কিন্তু যে অবস্থা করে ছাড়ছে, তাতে মুখ বুজে থাকার মতো পরিস্থিতি রাখা হচ্ছে না, এ জন্য ছাড়তে বাধ্য হয়েছি।আশা করি অভিভাবকবৃন্দ, সচেতন শিক্ষক ও নাগরিকবৃন্দ এসব অশ্লীলতার প্রসারকে অবরুদ্ধ করার দিকে সুনজর দেবেন।)

— মুহাম্মাদ

নিচের লিঙ্কে এমন আরেকটি লিস্ট আছে যেটি আপনার প্রয়োজন অনুযায়ী সাজানো। ঘরের প্রয়োজনীয় কিছু কিনতে চাইলে এই লিস্টে ঢুকে চেক...
10/11/2023

নিচের লিঙ্কে এমন আরেকটি লিস্ট আছে যেটি আপনার প্রয়োজন অনুযায়ী সাজানো। ঘরের প্রয়োজনীয় কিছু কিনতে চাইলে এই লিস্টে ঢুকে চেক করে নিবেন, আপনি যা কিনতে চান তা ই*সরা *ইলকে সাপোর্ট করে এমন কোম্পানির প্রোডাক্ট কিনা! এমনিতেও প্লিজ পড়ে রাখুন।
বয়কট করুন— বিকল্প আছে এমন প্রত্যেকটি কোম্পানি যারা ই*সরা *ইলকে সাপোর্ট করে।
বয়কট করুন— সেসব মানুষও যারা ই*সরা *ইলকে সাপোর্ট করে। (আনফলো)
বয়কট করুন— এমন সকল কাজ যা ই*সরা *ইল এর সাপোর্টারদের প্রমোট করে।
https://boycott.thewitness.news/categories...

©️ মাজেদা রিফা

08/10/2023

“আল্লাহর সাথে দেখা করার আগ পর্যন্ত মুমিনের জীবনে শান্তি নেই।”

— সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাদ্বি.)
সূত্র: আয-যুহদ, ওয়াকি ইবনুল জাররাহ, ৮৬

01/10/2023

"ঐ ব্যক্তি কিভাবে বুদ্ধিমান হতে পারে, যে কিছু সময়ের স্বাদ উপভোগের জন্য জান্নাত বিক্রি করে দিলো।"

- ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[কিতাবুল যুহদ, ১১৬]

30/09/2023

সমস্যা যত কঠিনই হোক—কেটে যাবেই! মনের সমস্ত আশা—পূরণ হবেই!! আমাকে শুধু ‘লা হাওলা ওয়ালা কুউয়াতা ইল্লা বিল্লাহ’ একটানা পড়ে যেতে হবে!!!

শাইখ আতিক উল্লাহ হাফিঃ

12/09/2023

ইবনুল জাওযি (রহ) বলেন,

ما أعجب أمرك يا من يوقن بأمر ثم ينساه، ويتحقق ضرر حال ثم يغشاه

"কী বিচিত্র! তুমি একটি বিষয় হবার ব্যাপারে (মৃত্যু) নিশ্চিত অথচ তা ভুলে থাকো।
আরেকটির ক্ষতির ব্যাপারে (গুনাহ) নিশ্চিত অথচ তাতেই কিনা ডুবে থাকো!"
[ সাইদুল খতির, ১/২৬ ]

20/08/2023

যে ব্যক্তি এই দুনিয়ায় আল্লাহর যিকর, তাওহীদ এবং ইস্তিগফারের মাধ্যমে তার শয়তানকে শাস্তি দেয় না; আখিরাতে তার শয়তান তাকে জাহান্নামের আগুন দিয়ে শাস্তি দেবে।

– ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
[বাদায়েউল ফাওয়ায়েদ: ৩/৭৯৩]

14/08/2023

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন

চলে গেলেন মুসলিম উম্মাহ'র আরেক কিংবদন্তি আল্লামা দেলওয়ার হোসেন সাইদী।আল্লাহ তা'আলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।

13/08/2023

বৃষ্টি ঝড়ে আঁধার প্রান্তরে ২.০


রাতে কিয়াম আর দিনে সিয়াম পালন করতে না পারলে বুঝে নিও তোমার পাপ কাজ তোমাকে বেধে রেখে বঞ্চিত করছে।ফুদাইল ইবনু ইয়াদ রহিম...
10/08/2023

রাতে কিয়াম আর দিনে সিয়াম পালন করতে না পারলে বুঝে নিও তোমার পাপ কাজ তোমাকে বেধে রেখে বঞ্চিত করছে।

ফুদাইল ইবনু ইয়াদ রহিমাহুল্লাহ
বই: কখনো ঝরে যেও না


09/08/2023

ফিদাকা ইয়া রাসূলাল্লাহ্ ﷺ

08/08/2023

"যে-ব্যক্তি দুনিয়াবিমুখ হবে, আল্লাহ তাআলা জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা তার হৃদয়কে পূর্ণ করে দেবেন। তার মুখে প্রজ্ঞাপূর্ণ বাণীর প্রকাশ ঘটাবেন। দুনিয়ার সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে স্বচ্ছ ধারণা দেবেন। অবশেষে তাকে সম্পূর্ণ নিরাপদে দুনিয়া থেকে জান্নাতের স্বপ্নীল ভুবনে পাঠাবেন।"
– রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

বই : সালাফদের চোখে দুনিয়া


05/08/2023

একজন মানুষ যতদিন জ্ঞান অন্বেষণ করতে থাকে, ততদিন সে জ্ঞানী থাকে। যখনই সে ভাবে আমি জ্ঞানী হয়ে গিয়েছি, (এখন আর জ্ঞান অন্বেষণের দরকার নেই) তখনই সে জ্ঞানীর কাতার থেকে ছিটকে পড়ে।

— আবদুল্লাহ ইবনে মুবারক রহ.
আল মুজালাসাতু ওয়া জাওয়াহিরুল ইলম, ২:১৮৬।

02/08/2023

❝যখন আপনি কঠিন সময় পার করছেন এবং চিন্তা করছেন আল্লাহ কেন আপনাকে সাহায্য করছেন না। মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক চুপ থাকেন।❞

-উস্তাদ নোমান আলী খান

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া-মিনকুম💕
28/06/2023

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া-মিনকুম💕

26/06/2023

আরাফাহ্ দিনের সাওম।

আবদুল্লাহ বিন ‘উমার (রাঃ) বর্ণনা করেছেন যে রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম) তার কাঁধ ধরে বললেন, “এ দুনিয়াতে...
22/06/2023

আবদুল্লাহ বিন ‘উমার (রাঃ) বর্ণনা করেছেন যে রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম) তার কাঁধ ধরে বললেন, “এ দুনিয়াতে তুমি (এমনভাবে) থাকো, যেন তুমি একজন অপরিচিত বা একজন মুসাফির।”

ইবনে ‘উমার (রাঃ) বলতেন, “যদি তুমি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকো, তবে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। যদি তুমি সকাল পর্যন্ত বেঁচে থাকো, তবে সন্ধ্যার প্রত্যাশা করো না। সুস্থ থাকা অবস্থায় তুমি অসুস্থতার জন্য নিজেকে প্রস্তুত করো, আর বেঁচে থাকা অবস্থায় নিজেকে প্রস্তুত করো মৃত্যুর জন্য।”

(সাহিহ বুখারি – কিতাবুর রিকাক, হাদিস ৬৪১৬)

11/06/2023

"তোমাদের নারীদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট তারাই যারা পর্দাহীনভাবে চলাফেরা করে।"

[ বাইহাকি, ১৩২৫৬ ]

রাবি ইবনু খাসয়াম রাহিমাহুল্লাহ এমনভাবে দৃষ্টিকে নত করে হাঁটতেন যে, অনেক নারী তাঁকে অন্ধ মনে করতো! ( যাম্মুল হাওয়া, পৃষ্ঠ...
11/06/2023

রাবি ইবনু খাসয়াম রাহিমাহুল্লাহ এমনভাবে দৃষ্টিকে নত করে হাঁটতেন যে, অনেক নারী তাঁকে অন্ধ মনে করতো!
( যাম্মুল হাওয়া, পৃষ্ঠা: ৮৬ )

10/06/2023

কম কথা বলো, নিজের ঘরে অবস্থান করো আর নিজের গুনাহ এর জন্য কাদো, এটাই নাজাতের পথ।

(জামে আত-তিরমিজি ২৪০৬)

05/06/2023

বিয়ের জন্য যেভাবে পবিত্র নারীর খোঁজ পাবেন
উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘কোন নারী সর্বোত্তম?' উত্তরে তিনি বলেছিলেন, 'যে নারী কথাবার্তার প্যাঁচ বুঝে না। পুরুষদের ভোজবাজি সম্পর্কেও ধারণা রাখে না। একদম নিষ্কলুষ হৃদয়ের অধিকারী। শুধু স্বামীর জন্য সাজগোজ করতে জানে। এবং তার পরিবারের সর্ববিষয়ে রক্ষণশীল হয়।' (রাগিব আল আসফাহানী, মুহাযিরাতুল উদাবা, ২/২২২)
পাত্রীর শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রতিবেশীদের কাছে খবর নিলে এসব বিষয়ে তথ্য পাওয়া যাবে। বিবাহের জন্য ভার্সিটির দরজায় সদ্য পা দেয়া (প্রথম বর্ষ), বা একেবারেই পা না দেয়া পাত্রীই উত্তম। কেননা, সেক্যুলার ভার্সিটির পরিবেশই এমন, সেখানে শুকনো ঘাস আর আগুন একসাথে জ্বলে না ওঠাটাই অস্বাভাবিক। একটু চেহারা-সুরত সুন্দর হলেই ১০টা ছেলের আহ্বান এসে পড়ে। আর ১০ আহ্বানের শ্রেষ্ঠ আহ্বানটা অস্বীকার করা মেয়েটির জন্যও কঠিন হয়ে দাঁড়ায়। সুতরাং সুন্দরী মেয়ে, ভার্সিটি পাশ, হলে থাকত.... ইতিহাস খারাপ হবার সম্ভাবনাই বেশি। ব্যতিক্রম থাকতে পারে, কঠোর পারিবারিক নিয়মের মাঝে থাকলে।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও তার চালচলন সম্পর্কে আন্দায করা যায়। তবে ইতিহাস জানার চেষ্টা যা করবেন, বিয়ের আগে। বিয়ের পর তাকে আল্লাহর নিয়ামত মনে করে তার ইতিহাস জানার সব চেষ্টা সিলগালা করে দিতে হবে। স্ত্রীর আর কোনো খুঁত, কোনো অতীত খোঁজা নিতান্তই ছোটোলোকি।
আরেকটা বিষয় পাত্রীপক্ষের জন্য। পাত্রীর শারীরিক দোষত্রুটি থাকলে সেটা পাত্রপক্ষের সাথে আলোচনা করা যাবে। কিন্তু পাত্রীর চারিত্রিক দোষ পাত্রপক্ষের সাথে আলোচনা নিষেধ। একবার উমর রাদিয়াল্লাহু আনহু'র কাছে এসেছে পাত্রীপক্ষ—
— 'হে আমীরুল মুমিনীন! আমাদের মেয়ের ব্যভিচারের ইতিহাস আছে। এটা কি আমরা পাত্রপক্ষকে জানাবো?'
— 'খবরদার! যদি জানাও, তোমাদেরকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দেব।' (হান্নাদ ইবনুস সাররি, কিতাবুয যুহদ: ২/৫৪৭। সনদ সহীহ)
শাইখ মাহমুদ আল-মিসরী এবং ডা. শামসুল আরেফীন রচিত 'বিবাহ-পাঠ' বই থেকে

আর তাদের কাছে তাদের রবের আয়াতসমূহের কোন আয়াত আসলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়৷সূরা আন'আমঃ ০৪
29/05/2023

আর তাদের কাছে তাদের রবের আয়াতসমূহের কোন আয়াত আসলেই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়৷
সূরা আন'আমঃ ০৪

09/05/2023

❝শয়তান তখনই আনন্দিত হয়, যখন সে মু'মিনকে হতাশ দেখে।❞

- ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[তরিকুল হিজরাতাইন, ১/৪১৮]

04/05/2023

সবাই তাকে ভালোবাসে!

28/04/2023

গুরাবা!

25/04/2023

ওহে সেই ব্যক্তি, যে সর্বোত্তম অবস্থায় রমাদান শেষ করেছ; শাওয়াল মাসে এসে তুমি বদলে যেয়ো না!
ওহে সেই ব্যক্তি, যে ঈদ দেখেছ এবং পেয়েছ; যিনি (এই) নিয়ামত দিয়েছেন তার প্রশংসা আর কৃতজ্ঞতা কবে করবে?
এমন কত সুস্থ মানুষ আছে, যে ঈদের সুগন্ধি প্রস্তুত করেছিল; পরে ঐ সুগন্ধি তার কবরে দেওয়া লেগেছে।
- ইবনুল জাওযী (রাহিমাহুল্লাহ)
[আত-তাবসিরাহ: ২/১১৪]

24/04/2023

''আর যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন, তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই। পক্ষান্তরে যদি তোমার মঙ্গল করেন, তবে তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।''
[সুরা আল আনআম:১৭]

21/04/2023

ইদ মোবারক💕

20/04/2023

দুই ঈদের রাত্রের ফযীলত

নবী করীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,

"যে ব্যক্তি ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদতে নিমগ্ন থাকবে
তার অন্তর সেই দিনও মৃত্যু বরণ করবে না যে দিন সকলের অন্তর মৃতপ্রায় হয়ে যাবে।"

(সুনানে ইবনে মাজাহ হাদীস নং-১৭৮২)

17/04/2023

ঠকেছে, ঠকেছে, সে বড়ই ঠকা ঠকেছে...যে কিনা কয়েক ঘণ্টার বিনিময়ে ৮৩ বছর কিনতে পারল না!
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ
'কদরের রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ।' (সূরা কদর, ৯৭: ৩)
— শাইখ আব্দুল আযীয আত-তারিফী

13/04/2023

লাইলাতুল ক্বদর !
রমাদান সিরিজ ৯

13/04/2023

"আল্লাহ মুমিনের শক্তি দিয়েছেন হৃদয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে না। আপনি কি দেখেন না কীভাবে একজন দুর্বল বৃদ্ধ লোক তপ্ত দুপুরে রোজা রাখে, রাতে তাহাজ্জুদ পড়ে; অথচ একজন যুবক সেটা করতে পারে না?"

~ হযরত শুমাইত্ব রাহিমাহুল্লাহ
(হিলয়াতুল আউলিয়া: ১০/১২৪)

❝১৭ রমাদ্বানঃ বদর দিবসের শিক্ষা❞[চলুন, আপকামিং জেনারেশনকে রূপকথার গল্প না শুনিয়ে/দেখিয়ে মুসলিম উম্মাহর বীরত্বের ইতিহাস শ...
09/04/2023

❝১৭ রমাদ্বানঃ বদর দিবসের শিক্ষা❞

[চলুন, আপকামিং জেনারেশনকে রূপকথার গল্প না শুনিয়ে/দেখিয়ে মুসলিম উম্মাহর বীরত্বের ইতিহাস শোনাই। গেঁথে দিই তাদের অন্তরে বীরত্বের অমরগাথা]

১। বদর হলঃ গোমরাহী ও হেদায়েতের মধ্যে, ঈমান ও কু-ফ-রের মধ্যে, ইখলাসের সাথে নিফাকের মধ্যে গভীরভাবে পার্থক্যকারী একটি যু-দ্ধে-র নাম।

২। বদর হলঃ গনীমত এবং আসাবিয়াত (জা-তী-য়-তাবাদ, গোত্রপ্রীতি) এর বিরুদ্ধে তাওহীদ ও আকাঈদের সং-গ্রা-মের নাম।

৩। যারা বেঁচে থাকার জন্য বেঁচে থাকে তাদের জন্য নয় বরং যারা বাঁচিয়ে রাখার জন্য বেঁচে থাকে তাদের যু-দ্ধ ।

৪। বদর হল; ইসলামের জন্য, উম্মাহর জন্য কি করা সম্ভব এটা প্রমান করে দেওয়ার নাম।

৫। বদরের যু-দ্ধ ছিল, হয় টিকে থাকার না হয় ধ্বং-স হয়ে যাওয়ার যু-দ্ধ।

৬। সংখ্যা কখনো হক্ব প্রতিষ্ঠার মানদন্ড নয়।

৭। তাওয়াক্বুল করে বান্দা আল্লাহর দিকে কদম ফেললে আল্লাহ তার দিকে ছুটে আসেন।

৮। চরম প্রয়োজনে মহান আল্লাহ বান্দাকে আশাতীত উপায়ে সাহায্য করে থাকেন।

৯। ঈমানের সর্বোচ্চ চূড়া জি-হা-দ। এতে অংশগ্রহণ করলে গায়েবী মদদ চলে আসে। নিঃসন্দেহে মহান আল্লাহ বিজয় দেন। লোকসংখ্যা কোন বিষয় নয়। আল্লাহ এই সময়টাতে পুন:পুন: সাহস দেন। বান্দার খবর তো তিনি জানেন; বান্দার দৌঁড় কতটুকু।

১০। আল্লাহর ভালোবাসা নিখাঁদ। না দেখে বিশ্বাস করা সত্তার জন্য স্ত্রী-সুখ-সন্তান-সালতানাত ফেলে দিয়ে যু-দ্ধ করতে আসে, এমন মুমিনদের কে আর বাঁচাবে তিনি ছাড়া? অদ্ভুত এক ভালোবাসা, দয়া, প্রতিদান।

১১। অন্যদিকে কু-ফ-ফা-র-রা একদম কোনঠাসা। তাদের কোন সাহায্যকারীই যে নেই। কিছুক্ষণ তাদের সাথে শা-ই-ত্বন যাও ছিল, ফি-রি--শতা দেখা মাত্রই পালিয়ে গেল।

১২। আল্লাহ্‌ বান্দার পরীক্ষা নেন। যার পরীক্ষা যত বড় তার প্রতিদান দুনিয়া ও আখিরাতে তত বেশী।

— এখন একটি প্রশ্ন, বদর কি শেষ হয়ে গিয়েছে?

বদর সমূহ কোনদিনই শেষ হবে না। আবু লাহাব ও আবু জাহেলরা যতদিন এই দুনিয়াতে থাকবে ততদিন বদরও থাকবে। আবু লাহাব ও আবু জাহেলরা যেহেতু শেষ হবে না, সেহেতু বদর সমূহও শেষ হবে না।

সবশেষে পড়িঃ-

رَضِيْتُ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِيْنًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا

আমি সন্তুষ্ট-পরিতৃপ্ত আল্লাহ্‌কে প্রভু হিসাবে, ইসলামকে দ্বীন হিসেবে ও মুহাম্মাদ (ﷺ)-কে নবী হিসেবে গ্রহণ করে। - [সহিহ লি গাইরিহি (শুয়াইব আল-আরনাঊত)। তাখরিজুল মুসনাদঃ ২৩১১২]

এটাই তো কারামতহযরত ডাক্তার আব্দুল হাই আরেফী রহমাতুল্লাহি আলাইহি- আল্লাহ তা'আলা তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন- আমাদ...
08/04/2023

এটাই তো কারামত

হযরত ডাক্তার আব্দুল হাই আরেফী রহমাতুল্লাহি আলাইহি- আল্লাহ তা'আলা তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করুন- আমাদেরকে শিক্ষাদানের উদ্দেশ্যে কখনও কখনও বলতেন, বিবাহ করেছি পঞ্চান্ন বছর হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ, এই পঞ্চান্ন বছরে কখনও রূঢ় স্বরে কথা বলিনি ।

আমি বলে থাকি, হাওয়ায় উড়ে চলা বা পানিতে হেঁটে যাওয়াকে মানুষ কারামত মনে করে, কিন্তু আসল কারামত তো এটাই। পঞ্চান্ন বছর যাবৎ দাম্পত্য জীবন যাপন করছেন, আর এটা তো এমনই সম্পর্ক, যাতে অপছন্দের কিছু না কিছু না ঘটে পারে না, এবং তাতে কখনও না কখনও মনে খারাপ লেগেই থাকবে, অথচ বলছেন, আমি কখনও আওয়াজ বদলে কথা বলিনি।

এখানেই শেষ নয়, হযরতের মুহতারামা স্ত্রী আমাদেরকে জানিয়েছেন, সারা জীবনে কখনও আমাকে পানি দাও এতুটুকু আদেশ পর্যন্ত তিনি করেননি। কোনও কাজেরই হুকুম তিনি আমাকে কখনও করেননি। আমি নিজ আগ্রহে তার প্রতি লক্ষ রাখতাম, তার কাজ করে দিতাম এবং এটাকে নিজের জন্যে সৌভাগ্যের বিষয় গণ্য করতাম। কিন্তু তিনি নিজে থেকে আমাকে কোনও দিন তার কোনো কাজ করে দেওয়ার জন্যে আদেশ করেননি।

-ইসলাম ও আমাদের জীবন : ১৫/৩২৩-৩২৪

07/04/2023

মিসকের চেয়ে সুগন্ধিময়!
রমাদান সিরিজ ৮

১৫ রামাদান, জুমাবার; বিকট আওয়াজ নিয়ে চিন্তিত?এ ব্যাপারে বর্ণিত ও ইদানীংকালে বহুল আলোচিত এ হাদিসটি ইমাম নুআইম ইবনু হাম্মা...
06/04/2023

১৫ রামাদান, জুমাবার; বিকট আওয়াজ নিয়ে চিন্তিত?

এ ব্যাপারে বর্ণিত ও ইদানীংকালে বহুল আলোচিত এ হাদিসটি ইমাম নুআইম ইবনু হাম্মাদ রহ. তার কিতাবুল ফিতানে বর্ণনা করেছেন।
মূলত হাদিসটি জাল, ভিত্তিহীন। সনদে চারজন বর্ণনাকারীর ব্যাপারে মুহাদ্দিসিনে কিরামের জারহ (সমালোচনা) রয়েছে।

১. ইবনু লাহিয়াহ; তার দুর্বলতার ব্যাপারে মুহাদ্দিসগণ একমত।
২. আবদুল ওয়াহহাব ইবনুল হুসাইন; মাজহুল (অজ্ঞাত)।
৩. মুহাম্মাদ ইবনু সাবিত আল-বুনানি; ইমাম আবু দাউদ তাকে দুর্বল বলেছেন, আবু হাতিম তাকে মুনকারুল হাদিস বলেছেন।
৪. হারিস আল-হামদানি; তার ব্যাপারে মিথ্যাবাদিতার অভিযোগ রয়েছে।

এছাড়াও ইমাম জাহাবি, ইমাম উকাইলি, ইমাম ইবনুল জাওজি, ইবনুল কাইয়িম, শায়খ আলবানি প্রমুখ মুহাদ্দিসগণ এই হাদিসটিকে জাল আখ্যায়িত করেছেন। সুতরাং অযথা পেরেশান না হয়ে নিরাপদ থাকুন। হাইপ থেকে বেঁচে থাকুন। নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করুন।.
ইসলামি বই

05/04/2023

বান্দা যখন ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, তখন সব ফিতনা মাকড়সার জালের মতো দুর্বল প্রমাণিত হয়।

বই: তাদাব্বুরে কুরআন

02/04/2023

৪টা কাজ রিজক বাড়িয়ে দেয়:
(১) রাত জেগে তাহাজ্জুদ পড়া
(২) সূর্য উঠার আগেই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া
(৩) প্রতিদিন দান-সদকা করা
(৪) দিনের শুরুতে ও শেষে আল্লাহর যিকর করা
— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) সূত্র: যাদুল মাআদ, ৪/৩৭৮

Address


Alerts

Be the first to know and let us send you an email when Muslim's Path BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim's Path BD:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share